Sunday, August 7, 2016

এক নজরে সাধারণ জ্ঞান

প্রশ্নঃ ‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্নঃ ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।
প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্নঃ ‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
প্রশ্নঃ ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
প্রশ্নঃ ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক
কে?
উঃ E. M. Milford।
প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্নঃ ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্নঃ ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

এক নজরে সাধারণ জ্ঞান

নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায়
অবস্থিত?
Ans: মেঘনা
█ বাংলাদেশের কোন জেলায় প্রথম
সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়?
Ans: নরসিংদী
█ বাংলাদেশের শীতল তম মাস
কোনটি?
Ans: জানুয়ারি
█ বাংলাদেশের সর্ব উত্তরের
থানা কোনটি?
Ans: তেঁতুলিয়া
█ বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র
কোথায় অবস্থিত?
Ans: ঈস্বরদী
█ বরিশাল কোন নদীর
তীরে অবস্থিত?
Ans: কীর্ত্তনখোলা
█ বিশ্বের সবচেয়ে বড়
লাইব্রেরি কোনটি?
Ans:লাইব্রেরী অব কংগ্রেস
█ বিবিসির সদরদপ্তর
কোথায় অবস্থিত?
Ans: লন্ডন
█ কোন রংয়ের
কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Ans: কালো
█ সৌর জগতের দ্রুততম গ্রহ?
Ans: বুধ
█ কলকাতা হাইকোর্টের
প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
Ans: সৈয়দ মাহমুদ।
█ ভারত উপমহাদেশের
কোন মনীষী প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন?
Ans: -সৈয়দ আমীর আলী।
█ বাংলায়
চিরস্থায়ী ভূমি ব্যবস্থা করেন
কে?
Ans: লর্ড কর্নওয়ালিস।
█ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত
সালে?
Ans: ১৭৯৩ সালে (২৩ মার্চ)।
█ পাঁচশালা বন্দোবস্তের
প্রবর্তক কে?
Ans: ওয়ারেন হেস্টিংস।
█ আদালতে ফার্সি ভাষার
পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় কত সালে?
Ans: ১৮৩৫ সালে।
█ আদালতে ফার্সি ভাষার
পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন
করেন কে?
Ans: লর্ড বেন্টিঙ্ক।
█ সতীদাহ প্রথা বিলোপ সাধন
করা হয় কত সালে?
Ans: ১৮২৯।
█ কে ‘সতীদাহ’ প্রধা বিলোপ সাধন
করেন?
Ans: লর্ড বেন্টিঙ্ক।
█ দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত
সালে?
Ans: ১৬৬৫ সালে
█ দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ
করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস (১৭৭২
সালে)।
█ উপমহাদেশে কে প্রথম
কাগজের মুদ্রা চালু করেন?
Ans: লর্ড ক্যানিং।
█ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
শাসনের অবসান ঘটে কবে?
Ans: ১৮৫৮ সালে।

English Literature

English Literature


1. Father of English Novel ---
→ Henry Fielding
2. Father of English Poem--
→ Geoffrey Chaucer
3. Poet of poets ---
→ Edmund Spenser
4. English Epic poet ---
→ John Milton
5. Both a poet and painter---
→ Blake
6. Famous mock heroic poet in English Literature ---
→ Alexander Pope
7. The poet of nature in English
Literature---
→ William Wordsworth
8. Poet of beauty in English Literature ---
→ John Keats
9. Rebel poet in English Literature ---
→ Lord Byron
10. Poet of Skylark and Winds---
→ P.B. Shelley
11. Father of Modern English Literature ---
→ G.B. Shaw
12. Most translated author of the world ---
→ V. I. Lenin
13. Bard of Avon ----
→ William Shakespeare
14. Poet of Love/ Metaphsical Poet---
→ John Donne
15. Father of English Criticism ---
→ John Dryden
16. Father of Romanticism ---
→ Coleridge & Wordsworth
17. The Founder of English Prose---
→ Alfred the Great
18. First Sonneteer in English Literature ---
→ Sir Thomas Wyatt
19. Poet of Supernaturalism / Opium
Eater---
→ S.T. Coleridge
20. Father of English Tragedy ---
→ Christopher Marlowe
21. Father of English Eassay---
→ Francis Bacon
22. The Greatest Modern Dramatist ---
→ George Bernard Shaw

৪০টি বিষয়ের জনক পরিচিতি

৪০টি বিষয়ের জনক পরিচিতিঃ

 
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
১। জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল
.
২। প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল
.
৩। রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়্যান
.
৪। পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
.
৫। সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোৎ
.
৬। হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি
.
৭। চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা
.
৮। দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস
.
৯। ইতিহাসের জনক : হেরোডোটাস
.
১০। ভূগোলের জনক : ইরাটস থেনিস
.
১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক : এরিস্টটল
.
১২। অর্থনীতির জনক : এডাম স্মিথ
.
১৩। অংকের জনক : আর্কিমিডিস
.
১৪। বিজ্ঞানের জনক : থ্যালিস
.
১৫। মেডিসিনের জনক : হিপোক্রটিস
.
১৬। জ্যামিতির জনক : ইউক্লিড
.
১৭। বীজ গণিতের জনক : আল খাওয়াজমী
.
১৮। জীবাণু বিদ্যার জনক : লুই পাস্তুর
.
১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন
.
২০। সনেটের জনক : পের্ত্রাক
.
২১। সামাজিক বিবর্তনবাদের জনক : হার্বাট স্পেন্সর
.
২২। বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেন
.
২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক : করোলাস লিনিয়াস
.
২৪। শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে
.
২৫। ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন
.
২৬। বাংলা গদ্যের জনক : ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
.
২৭। বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত
.
২৮। সার্থক বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
২৯। বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র
.
৩০। বাংলা সনেটের জনক : মাইকেল মধুসুদন দত্ত
.
৩১। ইংরেজী কবিতার জনক : খিউ ফ্রে চসার
.
৩২। মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড
.
৩৩। বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম
.
৩৪। বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন
.
৩৫। বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর
.
৩৬। আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন
.
৩৭। আধুনিক গণতন্ত্রের জনক : জন লক
.
৩৮। আধুনিক অর্থনীতির জনক : পাল স্যমুয়েলসন
.
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক : রাজার বেকন
.
৪০। ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র
ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না......আর আশাকরি সবাই শেয়ার করবেন