Tuesday, April 16, 2019

ভাষা আন্দোলনের সময় ----


বাংলার গভর্নর - ফিরোজ খান নুন
বাংলার মূখ্যমন্ত্রী - নুরুল আমিন 
পাকিস্তানের গভর্নর - মালিক গোলাম মুহাম্মদ
পাকিস্তানের প্রধানমন্ত্রী - খাজা নাজিমুদ্দিন
বাংলাকে স্বীকৃতি :
গণপরিষদে- ৭ মে ১৯৫৪
সাংবিধানিক - ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ (২১৪ অনুচ্ছেদ)
ভাষা আন্দোলনের মুখপত্র - সাপ্তাহিক সৈনিক
প্রকাশক - তমদ্দুন মজলিস
সম্পাদক - সাহিত্যিক শাহেদ আলী 
মুক্তিযুদ্ধের মুখপত্র - সাপ্তাহিক জয়বাংলা 
সম্পাদক - আহমদ রফিক ছদ্মনামে আবদুল মান্নান এমএনএ

Monday, April 15, 2019

এক নজরে ৭ মার্চের ভাষণ


=>UNESCO বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কবে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে?

৩০ অক্টোবর ২০১৭, সোমবার। IAC'র ১৪ সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন দেশ থেকে পাঠানো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করেন এবং UNESCO'র মহাপরিচালক এই ঘোষণা দেন।বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নথি,দলিল, পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য UNESCO ১৯৯২ সালে Memory of the World Register কর্মসূচি চালু করে। প্রতি দুই বছর পর পর এই কর্মসূচি পালন হয়ে আসছে এবং ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭ টি দলিল ও সংগ্রহ Memory of the World Register-এ অন্তর্ভুক্ত হয়েছে এবং এই ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
=> ৭ মার্চের ভাষণ কখন শুরু হয়েছিল ?
১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে,ভাষণের চিত্র ধারণকারী ছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের পরিচালক আবুল খায়ের এমএনএ।
=>৭ মার্চের ভাষণ কত মিনিটের ছিল?
রেকর্ডকৃত ভাষণের মোট সময় ছিল ১৯ মিনিট। ভাষণ রেকর্ডকারীর নাম এ এইচ খন্দকার। ভাষণের মোট শব্দ সংখ্যা ১১০৮টি।
=>৭ মার্চের ভাষণ কতটি ভাষায় অনূদিত হয়?
১২টি ভাষায় অনূদিত হয়। ভাষণ চলাকালীন প্রায় দশ লক্ষ মানুষ উপস্থিত ছিল।
=>১৯৭১ সালের ৭ মার্চের দিনটি ছিল?
রবিবার
=>৭ মার্চের ভাষণ চলাকালীন পাকিস্থানে যে আন্দোলন চলছিল?
অসহযোগ আন্দোলন।
=>৭ মার্চের ভাষণের মূল বিষয় কয়টি ছিল?
৪ টি
=>বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক জ্যাকব এফ ফিল্ডের রচিত we shall Fight pn the Beach :The Speech the Inspired History গ্রন্থে কি নামে পরিচিতি পায়?
The Struggle : This Time is the Struggle for Independence.
=>বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" স্বীকৃতি লাভের পেছনে কোন দুজন বাংলাদেশীর অবদান বেশী ?
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিযুক্ত মোঃ শহিদুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
=>"শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয়,এটি একটি অনন্য রণকৌশলের দলিল" উক্তিটি কার?
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো।
=>"৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল" উক্তিটি কার ?
বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা

জাতীয় প্রতীক

১* অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক - ক্যাঙ্গারু।
২* আফগানিস্তানের জাতীয় প্রতীক - মসজিদ
৩* ইরানের জাতীয় প্রতীক - গোলাপ।
৪* ইংল্যান্ডের জাতীয় প্রতীক - গোলাপ।
৫* ডেনমার্কের জাতীয় প্রতীক - সমুদ্র সৈকত।
৬* মিসরের জাতীয় প্রতীক - সমুদ্র সৈকত।
৭* ভারতের জাতীয় প্রতীক - অশোক স্তম্ভ
৮* ফ্রান্সের জাতীয় প্রতীক - পদ্ম।
৯* স্পেনের জাতীয় প্রতীক - ঈগল।
১০* জার্মানির জাতীয় প্রতীক - শস্যফল।
১১* আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক - ত্রিপত্র গাছ।
১২* চীনের জাতীয় প্রতীক - সিসাম গাছ।
১৩* জাপানের জাতীয় প্রতীক - ক্রিসেনথিয়াম।
১৪* পাকিস্তানের জাতীয় প্রতীক - অর্ধচন্দ্র।
১৫* যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক - স্বর্ণদন্ড।
১৬* বাংলাদেশের জাতীয় প্রতীক -- শাপলা ফুল ।
১৭* ইতালির জাতীয় প্রতী - শ্বেত পদ্ম।
১৮* কানাডার জাতীয় প্রতীক - শ্বেত পদ্ম।

Wednesday, November 29, 2017

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১।সুপার কম্পিউটার আবিস্কার করেন কে ?
=সেয়মোর ক্রে
২।পামটম কী?
=একধরণের ছোট কম্পিউটার।
৩।পিডিপি-১ কী ?
= প্রথম মিনি কম্পিউটারের নাম
৪।Mark-1 কোন ধরনের কম্পিউটার ?
=প্রথম ডিজিটাল কম্পিউটারের
৫।ENIAC কী ?
=বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম
৬।বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মের?
=চতুর্থ প্রজন্মের।
৭।কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?
=তৃতীয় প্রজন্ম।
৮।কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
=মাইক্রো কম্পিউটার।
৯।অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?
=মাল্টিমিডিয়া
১০।নোটবুক বলা হয় কোনটিকে?
-ল্যাপটপ
১১।দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি?
-G
১২।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী?
-ন্যাশনাল কীবোর্ড।
১৩.সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি?
-শহিদ লিপি।
১৪।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
১৫।Zeus, Melissa, Mydoom Worm কী?
=কম্পিউটার ভাইরাস।
১৬।পেনড্রাইভ এর অপর নাম কি?
=ফ্লাশ ড্রাইভ।
১৭।কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?
-ROM
১৮।কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে?
=ROM
১৯।Quick Heal কী?
– এন্টিভাইরাস সফ্টওয়ার
২০।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
-পিপীলিকা
২১।প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কী ?
=মোজাইক।
২২।ই-ফোন কী?
=ইন্টারনেট ফোন।
২৩।M.S Excel –এ কতটি Row আছে?
-৬৫,৫৩৬টি (কলাম -২৫৬টি, Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি)
২৪।কার্সর (Cursor) কী?
-আলোক রেখা
২৫।ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কী বলে?
-নেটিজেন
২৬. ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?
– যুক্তরাষ্ট্রে
২৭।চ্যাট (Chat) অর্থ কী ?
=খোশগল্প করা
২৮।পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয় কাকে ?
-প্রেজেনটেশন
২৯।ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?
– স্টিভ চ্যাল ও জাভেদ করিম
৩০। কোন দেশ প্রথম 4G চালু করে ?
= দ. কোরিয়া

Tuesday, November 28, 2017

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১।CDC- 6600 কী ? 
= প্রথম সুপার কম্পিউটার 
২ । স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা রয়েছে কোন প্রজন্মের কম্পিউটারের ?
= ৫ম 
৩। কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কিসের মাধ্যমে ?
= ন্যানো সেকেন্ডে
৪।স্মার্ট কার্ড কোন ধরনের মেমরি ? 
= সহায়ক 
৫। পেন ড্রাইভে কোন ধরনের ROM ব্যবহৃত হয় ? 
= EEPROM
৬। Light pen কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট
৭। Shift , Control, Alter কোন ধরনের Key ? 
= মডিফায়ার
৮। Computer কে Reboot করা হয়ে কোন ফাংশন Key দ্বারা ?
= F12
৯। সাউন্ড কার্ড , সিডি / ডিভিডি কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট- আউটপুট
১০। প্রজেক্টর কোন ধরনের যন্ত্র ?
= ইলেকট্রো অফটিক্যাল 
১১। ডিজিটাল ক্যামেরাতে ফিল্মের পরিবর্তে কোনটি থাকে ? 
= CCD ( Charge Couple Device)
১২। কম্পিউটারের সবচেয়ে দ্রুতগতির বাসের নাম কী ? 
= Fireware 
১৩। ATM machine কোন ধরনের কম্পিউটার ? 
= এমবেডেড 
১৪।WAV ফাইল ফরমেট দ্বারা কোনটি বোঝানো হয় ?
= সাউন্ড ফাইল
১৫। কম্পিউটার মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে তাদেরকে কী বলে ?
= ফার্মওয়্যার ( Firmware)
১৬। নকশা - ডিজাইনের জন্য কোনটি ব্যবহৃত হয় ?
= CAD 
১৭। Firewall কী ?
= নিরাপত্তা সফটওয়্যার 
১৮। ASCII কোড দ্বারা কতটি অঙ্ক , অক্ষর , চিহ্ন প্রকাশ করা হয় ?
= ১২৮
১৯। SWIFT code এর সংখ্যা কত?
= ৮-১১
২০। ভিন্ন প্রকৃতির বা বৃহৎ নেটওয়ার্ক সংযোগের ব্যবস্থার নাম কী ?
= রাউটার 
২৫। 5G ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ ?
= দক্ষিণ কোরিয়া 
২৬। বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কী ? 
= আইবিএম সাইমন
২৭। SoSo , Naver , MSN কী ? 
= সার্চ ইন্জিন 
২৮। বাংলাদেশে সাইবার ক্রাইম শনাক্তে কাজ করে কে ? 
= Bangladesh Computer Security Incident Response Team 
২৯। খেলার মাঠে আহত খেলোয়াডদের কোন ধরনের চিকিৎসা করা হয় ?
= ক্রায়োসার্জারি
৩০। ইন্সটাগ্রামের উদ্ভাবক কে ?
= কেভিন সিস্ট্রোম , মাইক ক্রিজার

বাংলা সাহিত্য ও সাম্প্রতিক_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য





বাংলা সাহিত্য 
১। বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ? 
= কাজী নজরুল ইসলাম 
২।" আযান" কবিতাটি কার লেখা ? 
= কায়কোবাদ
৩। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্য কর্ম থেকে বিরত থাকে ?
= পিক্স ডিজিস
৪। বাংলা সাহিত্যের "খাঁটি বাঙালি কবি " কে ?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত 
৫। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ? 
= জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা )
৬।" তুমি যে আমার কবিতা আমার বাঁশির রাগিনী " গানটির গীতিকার কে ? 
= আবু হেনা মোস্তফা কামাল
৭।শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, "আমার গায়ে যত দুঃখ সয় গানগুলোর শিল্পী কে ? 
= বারি সিদ্দিকী 
৮।" পূর্ণ স্বাধীনতা , চূর্ণ স্বাধীনতা " কার লেখা ? 
= শওকত ওসমান
৯।" একুশ মানে মাথা নত না করা ; শেখ মুজিব তাকে যেমন দেখেছি " কার লেখা ? 
= আবুল ফজল
১০। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস " রাইফেল রুটি আওরাত " এর কেন্দ্রীয় চরিত্র কে ? 
= সুদীপ্ত শাহীন
১১। "সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল " উক্তিটি কার ? 
= জ্ঞানদাস 
১২।"যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী / সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি । " উক্তিটি কার ? 
= আব্দুল হাকিম 
১৩। প্যাঁচালি গানের শ্রেষ্টা কে ?
= লক্ষীকান্ত বিশ্বাস
১৪।দ্বিজ কানাই রচিত " মহুয়া" পালাটি কে সংগ্রহ ও বর্ণনা করেছেন ? 
= জসিমউদ্দীন 
১৫। পূর্ববঙ্গ গীতিকা তে কতটি পালা ছিল ? 
= ৫০ টির অধিক 
১৬।ঘুম পাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো , বাটা ভরা পান দেব গাল ভরে খেয় " এটি কোন ধরনের সাহিত্য কর্ম ? 
= ছড়া
১৭।বৈষ্ণব পদাবলীর শৃঙ্গার রসকে বলে 
= মধুররস 
১৮। নাথ সাহিত্যের প্রধান কবি কে ? 
= শেখ ফয়জুল্লাহ 
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি " শাহ মুহম্মদ সগীর" কোন শতকের কবি ছিলেন ?
= পনের 
২০। সনকা কোন কাব্যের চরিত্র ? 
= মনসামঙ্গল 
২১।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রকাশ করে ? 
= ১৯১৬
২২।চর্যাপদের বাঙালি কবি কে ? 
= লুইপা ( নোট: ভুসুকা নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন , শবরপা চর্যার বাংলাদেশের কবি )
২৩। চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
= কাহ্নপা 
২৪। চর্যাপদের যেসব কবি পদ রচনা করেছেন তাদের কী বলে ? 
= মহাসিদ্ধ 
২৫।সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে ? 
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ








সাম্প্রতিক_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্যঃ
*কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়-২৮ অক্টোবর ২০১৭
* বাংলাদেশে কমিউনিটি পুলিশিং চালু হয় - ২০১০ সালে
* কানাডার যে প্রদেশ স্বাধীনতা চায়-কুইবেক
*এ বছর থেকে জাতীয় আয়কর দিবস পালিত হবে ৩০ নভেম্বর
* সর্বশেষ জরিপে বাংলাদেশের সুন্দরবনে এ বাঘের সংখ্যা-১২১ টি
*'আর এস ২৮ সারমাত' কোন দেশের ক্ষেপনাস্ত্র- রাশিয়া
*পৃথিবীর 'ফ্যাক্টরি ফ্লোর' বলা হয়-চীনকে
* চীন বাজার অর্থনীতি চালু করে-১৯৮১ সালে।
* চীনে বাজার অর্থনীতিকে আখ্যায়িত করা হয়- ম্যাজিক বুলেট হিসেবে
* এন্টি ডাম্পিং এর জন্য ভারতে পাট রপ্তানী কমেছে ৯০ শতাংশ
*কাতালোনিয়ার পুলিশ বাহিনীর নাম- মোসেস দ্যস্কোয়াদ্রো
*কাতালোনিয়ার পার্লামেন্ট এ আসন সংখ্যা- ১৩৫
*এন বি আর এর উৎস কর আদায়ের খাত কতটি- ৫৬

Sunday, August 7, 2016

এক নজরে সাধারণ জ্ঞান

প্রশ্নঃ ‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্নঃ ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।
প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্নঃ ‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
প্রশ্নঃ ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
প্রশ্নঃ ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক
কে?
উঃ E. M. Milford।
প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্নঃ ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্নঃ ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।