বাংলা সাহিত্য
১। বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ?
= কাজী নজরুল ইসলাম
২।" আযান" কবিতাটি কার লেখা ?
= কায়কোবাদ
৩। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্য কর্ম থেকে বিরত থাকে ?
= পিক্স ডিজিস
৪। বাংলা সাহিত্যের "খাঁটি বাঙালি কবি " কে ?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত
৫। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ?
= জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা )
৬।" তুমি যে আমার কবিতা আমার বাঁশির রাগিনী " গানটির গীতিকার কে ?
= আবু হেনা মোস্তফা কামাল
৭।শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, "আমার গায়ে যত দুঃখ সয় গানগুলোর শিল্পী কে ?
= বারি সিদ্দিকী
৮।" পূর্ণ স্বাধীনতা , চূর্ণ স্বাধীনতা " কার লেখা ?
= শওকত ওসমান
৯।" একুশ মানে মাথা নত না করা ; শেখ মুজিব তাকে যেমন দেখেছি " কার লেখা ?
= আবুল ফজল
১০। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস " রাইফেল রুটি আওরাত " এর কেন্দ্রীয় চরিত্র কে ?
= সুদীপ্ত শাহীন
১১। "সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল " উক্তিটি কার ?
= জ্ঞানদাস
১২।"যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী / সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি । " উক্তিটি কার ?
= আব্দুল হাকিম
১৩। প্যাঁচালি গানের শ্রেষ্টা কে ?
= লক্ষীকান্ত বিশ্বাস
১৪।দ্বিজ কানাই রচিত " মহুয়া" পালাটি কে সংগ্রহ ও বর্ণনা করেছেন ?
= জসিমউদ্দীন
১৫। পূর্ববঙ্গ গীতিকা তে কতটি পালা ছিল ?
= ৫০ টির অধিক
১৬।ঘুম পাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো , বাটা ভরা পান দেব গাল ভরে খেয় " এটি কোন ধরনের সাহিত্য কর্ম ?
= ছড়া
১৭।বৈষ্ণব পদাবলীর শৃঙ্গার রসকে বলে
= মধুররস
১৮। নাথ সাহিত্যের প্রধান কবি কে ?
= শেখ ফয়জুল্লাহ
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি " শাহ মুহম্মদ সগীর" কোন শতকের কবি ছিলেন ?
= পনের
২০। সনকা কোন কাব্যের চরিত্র ?
= মনসামঙ্গল
২১।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রকাশ করে ?
= ১৯১৬
২২।চর্যাপদের বাঙালি কবি কে ?
= লুইপা ( নোট: ভুসুকা নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন , শবরপা চর্যার বাংলাদেশের কবি )
২৩। চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ?
= কাহ্নপা
২৪। চর্যাপদের যেসব কবি পদ রচনা করেছেন তাদের কী বলে ?
= মহাসিদ্ধ
২৫।সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে ?
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ
সাম্প্রতিক_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্যঃ
*কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়-২৮ অক্টোবর ২০১৭
* বাংলাদেশে কমিউনিটি পুলিশিং চালু হয় - ২০১০ সালে
* কানাডার যে প্রদেশ স্বাধীনতা চায়-কুইবেক
*এ বছর থেকে জাতীয় আয়কর দিবস পালিত হবে ৩০ নভেম্বর
* সর্বশেষ জরিপে বাংলাদেশের সুন্দরবনে এ বাঘের সংখ্যা-১২১ টি
*'আর এস ২৮ সারমাত' কোন দেশের ক্ষেপনাস্ত্র- রাশিয়া
*পৃথিবীর 'ফ্যাক্টরি ফ্লোর' বলা হয়-চীনকে
* চীন বাজার অর্থনীতি চালু করে-১৯৮১ সালে।
* চীনে বাজার অর্থনীতিকে আখ্যায়িত করা হয়- ম্যাজিক বুলেট হিসেবে
* এন্টি ডাম্পিং এর জন্য ভারতে পাট রপ্তানী কমেছে ৯০ শতাংশ
*কাতালোনিয়ার পুলিশ বাহিনীর নাম- মোসেস দ্যস্কোয়াদ্রো
*কাতালোনিয়ার পার্লামেন্ট এ আসন সংখ্যা- ১৩৫
*এন বি আর এর উৎস কর আদায়ের খাত কতটি- ৫৬
No comments:
Post a Comment