Wednesday, November 29, 2017

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১।সুপার কম্পিউটার আবিস্কার করেন কে ?
=সেয়মোর ক্রে
২।পামটম কী?
=একধরণের ছোট কম্পিউটার।
৩।পিডিপি-১ কী ?
= প্রথম মিনি কম্পিউটারের নাম
৪।Mark-1 কোন ধরনের কম্পিউটার ?
=প্রথম ডিজিটাল কম্পিউটারের
৫।ENIAC কী ?
=বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম
৬।বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মের?
=চতুর্থ প্রজন্মের।
৭।কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়?
=তৃতীয় প্রজন্ম।
৮।কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
=মাইক্রো কম্পিউটার।
৯।অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?
=মাল্টিমিডিয়া
১০।নোটবুক বলা হয় কোনটিকে?
-ল্যাপটপ
১১।দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি?
-G
১২।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী?
-ন্যাশনাল কীবোর্ড।
১৩.সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি?
-শহিদ লিপি।
১৪।কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
১৫।Zeus, Melissa, Mydoom Worm কী?
=কম্পিউটার ভাইরাস।
১৬।পেনড্রাইভ এর অপর নাম কি?
=ফ্লাশ ড্রাইভ।
১৭।কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?
-ROM
১৮।কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে?
=ROM
১৯।Quick Heal কী?
– এন্টিভাইরাস সফ্টওয়ার
২০।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
-পিপীলিকা
২১।প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কী ?
=মোজাইক।
২২।ই-ফোন কী?
=ইন্টারনেট ফোন।
২৩।M.S Excel –এ কতটি Row আছে?
-৬৫,৫৩৬টি (কলাম -২৫৬টি, Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি)
২৪।কার্সর (Cursor) কী?
-আলোক রেখা
২৫।ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কী বলে?
-নেটিজেন
২৬. ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?
– যুক্তরাষ্ট্রে
২৭।চ্যাট (Chat) অর্থ কী ?
=খোশগল্প করা
২৮।পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয় কাকে ?
-প্রেজেনটেশন
২৯।ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?
– স্টিভ চ্যাল ও জাভেদ করিম
৩০। কোন দেশ প্রথম 4G চালু করে ?
= দ. কোরিয়া

Tuesday, November 28, 2017

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১।CDC- 6600 কী ? 
= প্রথম সুপার কম্পিউটার 
২ । স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা রয়েছে কোন প্রজন্মের কম্পিউটারের ?
= ৫ম 
৩। কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কিসের মাধ্যমে ?
= ন্যানো সেকেন্ডে
৪।স্মার্ট কার্ড কোন ধরনের মেমরি ? 
= সহায়ক 
৫। পেন ড্রাইভে কোন ধরনের ROM ব্যবহৃত হয় ? 
= EEPROM
৬। Light pen কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট
৭। Shift , Control, Alter কোন ধরনের Key ? 
= মডিফায়ার
৮। Computer কে Reboot করা হয়ে কোন ফাংশন Key দ্বারা ?
= F12
৯। সাউন্ড কার্ড , সিডি / ডিভিডি কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট- আউটপুট
১০। প্রজেক্টর কোন ধরনের যন্ত্র ?
= ইলেকট্রো অফটিক্যাল 
১১। ডিজিটাল ক্যামেরাতে ফিল্মের পরিবর্তে কোনটি থাকে ? 
= CCD ( Charge Couple Device)
১২। কম্পিউটারের সবচেয়ে দ্রুতগতির বাসের নাম কী ? 
= Fireware 
১৩। ATM machine কোন ধরনের কম্পিউটার ? 
= এমবেডেড 
১৪।WAV ফাইল ফরমেট দ্বারা কোনটি বোঝানো হয় ?
= সাউন্ড ফাইল
১৫। কম্পিউটার মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে তাদেরকে কী বলে ?
= ফার্মওয়্যার ( Firmware)
১৬। নকশা - ডিজাইনের জন্য কোনটি ব্যবহৃত হয় ?
= CAD 
১৭। Firewall কী ?
= নিরাপত্তা সফটওয়্যার 
১৮। ASCII কোড দ্বারা কতটি অঙ্ক , অক্ষর , চিহ্ন প্রকাশ করা হয় ?
= ১২৮
১৯। SWIFT code এর সংখ্যা কত?
= ৮-১১
২০। ভিন্ন প্রকৃতির বা বৃহৎ নেটওয়ার্ক সংযোগের ব্যবস্থার নাম কী ?
= রাউটার 
২৫। 5G ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ ?
= দক্ষিণ কোরিয়া 
২৬। বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কী ? 
= আইবিএম সাইমন
২৭। SoSo , Naver , MSN কী ? 
= সার্চ ইন্জিন 
২৮। বাংলাদেশে সাইবার ক্রাইম শনাক্তে কাজ করে কে ? 
= Bangladesh Computer Security Incident Response Team 
২৯। খেলার মাঠে আহত খেলোয়াডদের কোন ধরনের চিকিৎসা করা হয় ?
= ক্রায়োসার্জারি
৩০। ইন্সটাগ্রামের উদ্ভাবক কে ?
= কেভিন সিস্ট্রোম , মাইক ক্রিজার

বাংলা সাহিত্য ও সাম্প্রতিক_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য





বাংলা সাহিত্য 
১। বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে ? 
= কাজী নজরুল ইসলাম 
২।" আযান" কবিতাটি কার লেখা ? 
= কায়কোবাদ
৩। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্য কর্ম থেকে বিরত থাকে ?
= পিক্স ডিজিস
৪। বাংলা সাহিত্যের "খাঁটি বাঙালি কবি " কে ?
= ঈশ্বরচন্দ্র গুপ্ত 
৫। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি ? 
= জাগ্রত বাংলাদেশ ( আহমদ ছফা )
৬।" তুমি যে আমার কবিতা আমার বাঁশির রাগিনী " গানটির গীতিকার কে ? 
= আবু হেনা মোস্তফা কামাল
৭।শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, "আমার গায়ে যত দুঃখ সয় গানগুলোর শিল্পী কে ? 
= বারি সিদ্দিকী 
৮।" পূর্ণ স্বাধীনতা , চূর্ণ স্বাধীনতা " কার লেখা ? 
= শওকত ওসমান
৯।" একুশ মানে মাথা নত না করা ; শেখ মুজিব তাকে যেমন দেখেছি " কার লেখা ? 
= আবুল ফজল
১০। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস " রাইফেল রুটি আওরাত " এর কেন্দ্রীয় চরিত্র কে ? 
= সুদীপ্ত শাহীন
১১। "সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল " উক্তিটি কার ? 
= জ্ঞানদাস 
১২।"যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী / সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি । " উক্তিটি কার ? 
= আব্দুল হাকিম 
১৩। প্যাঁচালি গানের শ্রেষ্টা কে ?
= লক্ষীকান্ত বিশ্বাস
১৪।দ্বিজ কানাই রচিত " মহুয়া" পালাটি কে সংগ্রহ ও বর্ণনা করেছেন ? 
= জসিমউদ্দীন 
১৫। পূর্ববঙ্গ গীতিকা তে কতটি পালা ছিল ? 
= ৫০ টির অধিক 
১৬।ঘুম পাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো , বাটা ভরা পান দেব গাল ভরে খেয় " এটি কোন ধরনের সাহিত্য কর্ম ? 
= ছড়া
১৭।বৈষ্ণব পদাবলীর শৃঙ্গার রসকে বলে 
= মধুররস 
১৮। নাথ সাহিত্যের প্রধান কবি কে ? 
= শেখ ফয়জুল্লাহ 
১৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি " শাহ মুহম্মদ সগীর" কোন শতকের কবি ছিলেন ?
= পনের 
২০। সনকা কোন কাব্যের চরিত্র ? 
= মনসামঙ্গল 
২১।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে প্রকাশ করে ? 
= ১৯১৬
২২।চর্যাপদের বাঙালি কবি কে ? 
= লুইপা ( নোট: ভুসুকা নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন , শবরপা চর্যার বাংলাদেশের কবি )
২৩। চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে ? 
= কাহ্নপা 
২৪। চর্যাপদের যেসব কবি পদ রচনা করেছেন তাদের কী বলে ? 
= মহাসিদ্ধ 
২৫।সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে ? 
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ








সাম্প্রতিক_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্যঃ
*কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়-২৮ অক্টোবর ২০১৭
* বাংলাদেশে কমিউনিটি পুলিশিং চালু হয় - ২০১০ সালে
* কানাডার যে প্রদেশ স্বাধীনতা চায়-কুইবেক
*এ বছর থেকে জাতীয় আয়কর দিবস পালিত হবে ৩০ নভেম্বর
* সর্বশেষ জরিপে বাংলাদেশের সুন্দরবনে এ বাঘের সংখ্যা-১২১ টি
*'আর এস ২৮ সারমাত' কোন দেশের ক্ষেপনাস্ত্র- রাশিয়া
*পৃথিবীর 'ফ্যাক্টরি ফ্লোর' বলা হয়-চীনকে
* চীন বাজার অর্থনীতি চালু করে-১৯৮১ সালে।
* চীনে বাজার অর্থনীতিকে আখ্যায়িত করা হয়- ম্যাজিক বুলেট হিসেবে
* এন্টি ডাম্পিং এর জন্য ভারতে পাট রপ্তানী কমেছে ৯০ শতাংশ
*কাতালোনিয়ার পুলিশ বাহিনীর নাম- মোসেস দ্যস্কোয়াদ্রো
*কাতালোনিয়ার পার্লামেন্ট এ আসন সংখ্যা- ১৩৫
*এন বি আর এর উৎস কর আদায়ের খাত কতটি- ৫৬