Monday, June 15, 2015

36 তম বিসিএস

36 তম বিসিএস সর্বশেষ আপডেট সাজেশান:
-------------------------------------------
-----------------------------------------------
* 2007 এ পাইরেট অব দ্য ক্যারিবিয়ানের পর 2015 তে হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন ফিল্মের কারিগরি ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মত অস্কার পেলেন মার্কিন প্রবাসী বাংলাদেশী তরুন নাফিস বিন জাফর।
* 2015 বিশ্বের শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশে বাংলাদেশের অবস্হান 7ম । প্রথম ভারত।
*2015তে বিশ্বের ব্যস্ততম বিমান বন্দর দুবাই। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে প্রথম হংকং সর্বনিম্ন উত্তর কোরিয়া।
* 15 জানু 2015 বাংলাদেশ 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে বংগবন্ধু-1 নামের স্যাটেলাইট মহাশূণ্যে সেট করতে রাশিয়ার সাথে চুক্তি করে। 55টি দেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে।
* 15 জানুয়ারি 15 সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর বাদশাহ হন তার সৎভাই সালমান বিন আব্দুল আজিজ।
* প্রথমবারের মত ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কালিন্দা গ্রাবার কিতারোভিচ।
* 25-27 জানুয়ারি 2015 মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা ভারত সফর করে Civil Nuclear Co-operation Agreement চুক্তি স্বাক্ষর করেন।
* মহেন্দ্র রাজাপাক্সেকে পরাজিত করে শ্রীলংকার ক্ষমতায় আসেন মাই থ্রি পালা শ্রীসেনা এবং তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হন রনীল বিক্রমাসিংহে
* 2014 তে মীস ইউনিভার্স নির্বাচিত হন কলম্বিয়ার পলিন তেগা।
* 2014 তে ফিফা ব্যালে ডি অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2015তে প্রথম টেস্ট ওয়ান্ডে ও টি টোয়েন্টির সেরা অলরাউন্ডার হন সাকিব আল হাসান।

---------------------------------------------
36 তম বিসিএস পরীক্ষার্থীদের উপহার: আন্তর্জাতিক ও বাংলাদেশ:
--------------------------------------------------------------------
*বিশ্বের সবচেয়ে বেশি নারী আসন সংরক্ষিত আছে সুইডেনের পার্লামেন্টে 42.6 ভাগ।
* 136 বছরের টেস্ট ইতিহাসে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্টিক করেন বাংলাদৃশের সোহাগ গাজী।
* বিশ্বের প্রথম নারি ভোটাধীকার স্বীকৃত হয় নিউজিল্যান্ডে 1893 বৃটেনে 1918 যুক্তরাস্ট্রে 1920 ও অবিভক্ত বাংলাতে 1935 সালে।
* 6 জুন ইউরোপে ডি ডে অর্থাৎ এই দিনে ইউরোপ মুক্ত করতে দুইলাখ সৈন্য ফ্রান্সের নরম্য্ান্ডিতে নামে।
* 9 মে ইউরোপ মুক্ত দিবস বা ভি ই ডে। ভিয়েতনাম ওয়াল ফ্রান্স ও ব্রিটেনে অবস্হিত।
* প্রথম লোগো ও জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে ও প্রথম ডাক টিকেট পেনি ব্ল্যাঙ্ক প্রচলন হয় গ্রেট ব্রিটেনে
* 1975 সালে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিং এ। বিশ্বের সবচেয়ে বেশি নারী সংসদ সদস্য আছে রুয়ান্ডাতে 56.3%।
* জিরো পপুলেশন কান্ট্রি ও ওয়েলফেয়ার স্টেট বলা হয় সুইডেনকে।
* রাশিয়া বেলারুশ কিউবা উ কোরিয়া বাল্টিক-ককেশাসের 6টি রাস্ট্র তাজিক কাজাখ তুর্কমেনিস্তান ও স্লোভেনিয়া দিয়ে বিশ্ব 14টি দেশ শতকরা শিক্ষার হার 100।
  বাংলাদেশ
১। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে =ময়মনসিংহ।
২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।
৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর
৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা = ৪৮৯টি।
৫। বর্তমানে দেশে থানার সংখ্যা = ৬৩৬টি।
৬। বর্তমানে দেশে পৌরসভারসংখ্যা = ৩১৯টি।
৭। বর্তমানে মাথাপিছু আয় = 1314 মার্কিন ডলার।
৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন।
৯। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা = 110টি।
১০। জনপ্রশাসনে জ্যেষ্ঠসচিবের সংখ্যা = ১২ জন।
১১। সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন
উড়োজাহাজের নাম = রাঙাপ্রভাত।
১২। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম = এম ভি বাঙালি।
১৩। প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে = ঢাকার মহাখালীতে।
১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।
১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির
মামলা হয় স্থায়ী সালিশি আদালত নেদারল্যান্ডস)।
১৬। বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪.
১৭। বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে = 19467 বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে।
১৮। বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে = 26টি.
19.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস-2 ফেব্রুয়ারি ।
20.জাতীয় জনসংখ্যা দিবস-2 ফেব্রুয়ারি ।
21.শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- 21 ফেব্রুয়ারি
✿-----------------------✿-----------------------✿

No comments:

Post a Comment