> বাংলাদেশের নামকরন হয় কবে?
৫ ডিসেম্বর ১৯৬৯ (সহরাওয়ারদি মারা যান)
> ৭০ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন কয়টি ছিল?
১৩ টি (পূর্ব বঙ্গ ৭ টি)
> ২১ দফার রুপকারের নাম কি ?
অধ্যাপক আবুল কাশেম
> ৭ মার্চের ভাষণ বিদেশের কোন পত্রিকা ছাপিয়েছে ?
গার্ডিয়ান পত্রিকা , লন্ডন
> কোন মন্ত্রী সভা বাংলাকে রাষ্ট্রভাষা ২১ ফেব্রুয়ারী কে শহিদ দিবস অনুমোদন করে ?
যুক্তফ্রন্ট মন্ত্রীসভা
> মুক্তিযুদ্ধের Commander in Cheif কে ছিলেন ?
এম এ জি ওসমানী
> মুক্তিযুদ্ধের Cheif of Staff কে ছিলেন ?
এম এ রব
> স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন কে ?
বেলাল মুহাম্মদ
> পৃথিবীর কয়টি রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছে ?
২ টি (আমেরিকা ও বাংলাদেশ)
> কোন তারিখে মুক্তি ফৌজের নাম পরিবর্তন করে মুক্তিবাহিনী করা হয় ?
১০ এপ্রিল ৭১
> মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন ?
এম এ জি ওসমানী
> মহান মুক্তিজুদ্ধ্বে শেখ মুজিবের পদবি কি ছিল ?
Supreme commander of the Arms Forces.
> মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন ?
এম এ জি ওসমানী
> শেখ মুজিবের পক্ষে ইংরেজিতে কে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন ?
এম এ হান্নান
> শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কয়টি অভিযোগ আনা হয় ?
১২ টি
> শেখ মুজিবের বিরুদ্ধে আনা কয়টি অভিযোগে মৃত্যু দণ্ড হয় ?
৬ টি
> president voutro মুজিবের সাথে confedaration জন্য প্রস্তাব রাখেন কোথায় ?
রাওয়াল পিণ্ডি সোহালা অতিথি ভবনে
No comments:
Post a Comment