Saturday, June 13, 2015

সৌর জগত

 এক নজরে সৌর জগত
※সবুজ গ্রহ" বলা হয়ঃ ইউরেনাস - কে।
※সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
※ গ্রহ রাজ " বলা হয়ঃ বৃহষ্পতি - কে।
※যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি )
※শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল- বপ
※ " পৃথিবীর জমজ " নামে পরিচিতঃ শুত্র
※ পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
※সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
※বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামঃ রাজ কাঁকড়া।
※ সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস
※ একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকেঃ ৫ -৬ লিটার
※চোখে মেলে ঘুমায়ঃ মাছ
※সবচেয়ে বড় কোষঃ উটপাখির ডিম
※কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্যঃ লৌহ।
※ DVD পূর্ণরূপঃ Digital Versatile Disk
※. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেনঃ বিল মোগরিজ
※কম্পিউটার আবিষ্কার করেনঃ হাওয়ার্ড আইকিন
※ বিশ্বের প্রথম অ্যাপেল কম্পিউটারের নকশা করেনঃ স্টিভ ওজানিয়াক

No comments:

Post a Comment