নতুন_সপ্তাশ্চর্য :-
২০০৭ সালে ‘‘New 7 Wonders Foundation''-এর আয়োজনে মানুষের ইন্টারনেটের ভোটের দ্বারা এই স্থাপত্যগুলো নির্বাচিত করা হয়; স্থাপত্যগুলো হল-
• চিচেন ইতজা, মেক্সিকো
• খ্রিস্ট দ্যা রিডিমার, ব্রাজিল
• মহাপ্রাচীর, চীন
• মাচু পিচ্চু, পেরু
• পেত্রা নগরী, জর্ডান
• কলিসিয়াম, ইতালি
• তাজমহল,ভারত
প্রাচীন_সপ্তাশ্চর্য :-
এই স্থাপত্যগুলো হচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ণনাকৃত, প্রাচীন বিশ্বের এই স্থাপত্যগুলোর মধ্যে কেবল মিশরের গিজার পিরামিড বিদ্যমান, বাকি সবগুলো বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ধ্বংসপ্রাপ্ত ; স্থাপত্যগুলো হল-
• গিজার পিরামিড, মিশর
• ব্যবিলনের ঝুলন্ত উদ্যান, ইরাক
• অলিম্পিয়ার যিউসের মূর্তি, গ্রিস
• আরতেমিস মন্দির, তুরস্ক
• হেলিকারনাসাসের স্মৃতিমন্দির, তুরস্ক
• রডিসের বিশাল মূর্তি, গ্রিস
• আলেকজান্দ্রিয়ার বাতিঘর, মিশর
No comments:
Post a Comment