Thursday, September 17, 2015

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান  (জাতীয়)
১, প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? উঃ ১৯৭৪
২, স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উঃ শহীদ মিনার
৩, বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি? উঃ বরেন্দ্র গবেষণা যাদুঘর
৪, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? উঃ বেনাপোল
৫, বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে? উঃ ২০ লাখ
৬, বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে? উঃ ১ জন
৭, বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে? উঃ ৪০
৮, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল? উঃ ১৪
৯, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? উঃ পঞ্চগড়
১০, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? উঃ শেরশাহ
১১, সুন্দরবন আসলে কোন ধরনের বন? উঃ ম্যানগ্রোভ
১২, পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে? উঃ মাকসুদুল আলম
১৩, কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? উঃ সুপ্রিম কোর্ট
১৪, শালবন বিহার কোথায়? উঃ কুমিল্লায়
১৫, পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? উঃ চাদ্পুর
১৬, দুই বার এভারেস্ট জয় করেন কে? উঃ মুহিত
১৭, পূর্বাশা দ্বীপের অপর নাম? উঃ দক্ষিণ তালপট্টি
১৮, মুজিবনগর অবস্থিত? উঃ মেহেরপুর
১৯, সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়? উঃ কক্সবাজার
২০, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী? উঃ রেডিমেড গার্মেন্টস

No comments:

Post a Comment