পাঁচ মিশালী ঃ 10
#সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্যঃ
১. সূর্যের ব্যাস কতো ?
= ১৩,৯৪,০০০ কিমি .
২. সূর্যের বয়স কতো ?
= প্রায় ৪৫০ কোটি বছর .
৩. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
= সূর্য .
৪. সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড় ?
= ১৩ লক্ষ গুন বড়
৫. সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা
পেয়ে থাকি ?
= ২০০ কোটি ভাগের এক ভাগ .
৬. সূর্য কোন ছায়াপথে অবস্থিত ?
= মিল্কিওয়েতে .
৭. সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমান
শক্তি হারাচ্ছে ?
= চার মিলিয়ন টন .
৮. বর্তমানে সৌরজগতে গ্রহ কয়টি ?
= ৮ টি .
৯. শনির ভূত্বক কিরূপ ?
= বরফাচ্ছন্ন
= ১৩,৯৪,০০০ কিমি .
২. সূর্যের বয়স কতো ?
= প্রায় ৪৫০ কোটি বছর .
৩. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
= সূর্য .
৪. সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড় ?
= ১৩ লক্ষ গুন বড়
৫. সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা
পেয়ে থাকি ?
= ২০০ কোটি ভাগের এক ভাগ .
৬. সূর্য কোন ছায়াপথে অবস্থিত ?
= মিল্কিওয়েতে .
৭. সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমান
শক্তি হারাচ্ছে ?
= চার মিলিয়ন টন .
৮. বর্তমানে সৌরজগতে গ্রহ কয়টি ?
= ৮ টি .
৯. শনির ভূত্বক কিরূপ ?
= বরফাচ্ছন্ন
*********************************************************************
প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪
ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের
প্রধান অর্থনীতিবিদ কে এবং কত
তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর
২০১২।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান
জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু
সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট
অনুযায়ী বর্তমান বিশ্বের মোট
জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব
জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী
জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
দেশ কোনটি?
উ : চীন।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
দেশ কোনটি?
উ : ট্যুভালু।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে
জাতিসংঘের পর্যবেক্ষক
রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।
প্রশ্ন : মেক্সিকোর নতুন
প্রেসিডেন্টের নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।
এডমিন: মবিন
ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের
প্রধান অর্থনীতিবিদ কে এবং কত
তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর
২০১২।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান
জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু
সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট
অনুযায়ী বর্তমান বিশ্বের মোট
জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব
জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী
জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
দেশ কোনটি?
উ : চীন।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
দেশ কোনটি?
উ : ট্যুভালু।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে
জাতিসংঘের পর্যবেক্ষক
রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।
প্রশ্ন : মেক্সিকোর নতুন
প্রেসিডেন্টের নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।
এডমিন: মবিন
******************************************************************
বিষয়: কবি সাহিত্যিকদের উপাধি
¤ কাজী নজরুল ইসলাম =
বিদ্রোহী কবি
¤ রবীন্দ্রনাথ ঠাকুর = বিশ্বকবি/
নাইট
¤ ঈশ্বরচন্দ্র = গদ্যের জনক/
বিদ্যাসাগর
¤ ভারতচন্দ্র = রায়গুনাকর
¤ বঙ্কিমচন্দ্র = সাহিত্য সম্রাট
¤ জীবনানন্দ দাস = রুপসী বাংলার
কবি
¤ ফররুখ আহমেদ = মুসলিম রেঁনেসার
কবি
¤ জসিম উদ্দিন = পল্লীকবি
¤ মধুসূদন দত্ত = মাইকেল
¤ বিহারীলাল চক্রবর্তী = ভোরের
পাখি
¤ সত্যেন্দ্রনাথ দত্ত = ছন্দের
যাদুকর
¤ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় =
অপরাজেয় কথাশিল্পী
¤ সুকান্ত ভট্টাচার্য = কিশোর কবি
¤ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ =
ভাষাবিজ্ঞানী
¤ বেগম রোকেয়া = মুসলিম
নারী জাগরণের অগ্রদূত
¤ আলাওল = মহাকবি/ কবিগুরু
¤ যতীন্দ্রনাথ বাগচি = দুঃখবাদের
কবি প্রিয়
¤ কাজী নজরুল ইসলাম =
বিদ্রোহী কবি
¤ রবীন্দ্রনাথ ঠাকুর = বিশ্বকবি/
নাইট
¤ ঈশ্বরচন্দ্র = গদ্যের জনক/
বিদ্যাসাগর
¤ ভারতচন্দ্র = রায়গুনাকর
¤ বঙ্কিমচন্দ্র = সাহিত্য সম্রাট
¤ জীবনানন্দ দাস = রুপসী বাংলার
কবি
¤ ফররুখ আহমেদ = মুসলিম রেঁনেসার
কবি
¤ জসিম উদ্দিন = পল্লীকবি
¤ মধুসূদন দত্ত = মাইকেল
¤ বিহারীলাল চক্রবর্তী = ভোরের
পাখি
¤ সত্যেন্দ্রনাথ দত্ত = ছন্দের
যাদুকর
¤ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় =
অপরাজেয় কথাশিল্পী
¤ সুকান্ত ভট্টাচার্য = কিশোর কবি
¤ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ =
ভাষাবিজ্ঞানী
¤ বেগম রোকেয়া = মুসলিম
নারী জাগরণের অগ্রদূত
¤ আলাওল = মহাকবি/ কবিগুরু
¤ যতীন্দ্রনাথ বাগচি = দুঃখবাদের
কবি প্রিয়
**************************************************************************
গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান
১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয় কবে?
Ans ৩ সেপ্টেম্বর ২০১৪
২. সড়ক বিভাগ-এর বর্তমান নাম কি?
Ans . সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
৩. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে?
Ans ৩ আগস্ট ২০১৪
৪. জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে?
Ans . ৩ সেপ্টেম্বর ২০১৪
৫. বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ-এর নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত?
Ans:১৭জন
৬.দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কত?
Ans:৭জন
৭.ইনভেস্টমেন্ট করপেরারেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans:১৬সে: ২০১৪
৮. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রথম নারী উপাচার্য কে?
Ans অধ্যাপক খালেদা ইকরাম
৯. দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কতজন?
Ans . ৭ জন
১০. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৬ সেপ্টেম্বর ২০১৪
১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Ans . ১৬টি
১২. সংবিধান (ষোড়শ সংশোধন) আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৭ সেপ্টেম্বর ২০১৪
১৩.ইউরোপ কমিশনের বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans . হারমান ভ্যান রুম্পি
১৪. কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?
Ans কুড়িগ্রাম
১৫. কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
Ans কুষ্টিয়া
১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয় কবে?
Ans ৩ সেপ্টেম্বর ২০১৪
২. সড়ক বিভাগ-এর বর্তমান নাম কি?
Ans . সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
৩. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে?
Ans ৩ আগস্ট ২০১৪
৪. জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে?
Ans . ৩ সেপ্টেম্বর ২০১৪
৫. বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ-এর নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত?
Ans:১৭জন
৬.দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কত?
Ans:৭জন
৭.ইনভেস্টমেন্ট করপেরারেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans:১৬সে: ২০১৪
৮. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রথম নারী উপাচার্য কে?
Ans অধ্যাপক খালেদা ইকরাম
৯. দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কতজন?
Ans . ৭ জন
১০. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৬ সেপ্টেম্বর ২০১৪
১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Ans . ১৬টি
১২. সংবিধান (ষোড়শ সংশোধন) আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৭ সেপ্টেম্বর ২০১৪
১৩.ইউরোপ কমিশনের বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans . হারমান ভ্যান রুম্পি
১৪. কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?
Ans কুড়িগ্রাম
১৫. কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
Ans কুষ্টিয়া
****************************************************************************
মুক্তিযুদ্ধেপ্রথম সশস্ত্র প্রতিরোধ
কারা গড়ে তোলেন?
উ. ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
কারা গড়ে তোলেন?
উ. ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
ණ বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে?
উ. ১৭ এপ্রিল ১৯৭১।
উ. ১৭ এপ্রিল ১৯৭১।
ණ বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ. শহীদুল ইসলাম চৌধুরী।
উ. শহীদুল ইসলাম চৌধুরী।
ණ অস্থায়ী সরকারের সচিবালয় কোথায় ছিল?
উ. ৮ থিয়েটার রোড, কলকাতা।
উ. ৮ থিয়েটার রোড, কলকাতা।
ණ মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. তানভীর কবির।
উ. তানভীর কবির।
ණ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘যুদ্ধে যাবার সময়’ রচিয়তা কে?
উ. মঞ্জু সরকার।
উ. মঞ্জু সরকার।
ණ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
উ. ১৩৭নং অনুচ্ছেদ।
উ. ১৩৭নং অনুচ্ছেদ।
ණ সন্ত্রাস দমন অধ্যাদেশ কবে জারি হয়?
উ. ১৫ সেপ্টেম্বর ১৯৯২।
উ. ১৫ সেপ্টেম্বর ১৯৯২।
ණ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়গঠিত হয় কবে?
উ. ১৯৯৪।
উ. ১৯৯৪।
# বাংলাদেশ জাতিসংঘের
- ১৩৬তম সদস্য (১৯৭৪ সালে)
- ১৩৬তম সদস্য (১৯৭৪ সালে)
# বাংলাদেশ OIC’র সদস্যপদ লাভ করে
- ১৯৭৪ সালে
- ১৯৭৪ সালে
# বাংলাদেশ WTO’র সদস্যপদ লাভ করে
- ১৯৯৫ সালে.
- ১৯৯৫ সালে.
****************************************************************************
বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ৩মার্চ১৯৭১,পল্টন ময়দানে।
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ? উঃ ৮ জানুয়ারী ১৯৭২।
এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার? উঃ জেনারেল ইয়াহিয়া খান।
সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৬জন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন? তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উঃ এম, মনসুর আলী।
মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে? উঃ তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ শেখ মুজিবর রহমান।
মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন? উঃ অধ্যাপক ইউসুফ আলী।
মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উঃ এমহোসেনআলী।
সাইমন ড্রিং কে ছিলেন? উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উঃ ১৮ এপ্রিল কলকতায়।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ৩মার্চ১৯৭১,পল্টন ময়দানে।
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ? উঃ ৮ জানুয়ারী ১৯৭২।
এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার? উঃ জেনারেল ইয়াহিয়া খান।
সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৬জন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন? তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উঃ এম, মনসুর আলী।
মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে? উঃ তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ শেখ মুজিবর রহমান।
মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন? উঃ অধ্যাপক ইউসুফ আলী।
মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উঃ এমহোসেনআলী।
সাইমন ড্রিং কে ছিলেন? উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উঃ ১৮ এপ্রিল কলকতায়।
******************************************************************************
এক নজরে বিশ্বের বিখ্যাত জাদুঘরঃ
১. দি ব্রিটিশ মিউজিয়াম- লন্ডন
২. আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি-
নিউইয়র্ক
৩. ষ্টেট গ্যালারী - লন্ডন
৪. দি লুভ্যর মিউজিয়াম- প্যারিস
৫. মিউজিয়াম অব চাইনিজ আর্টস- বেইজিং
৬. ইন্ডিয়া মিউজিয়াম- কলকাতা
৭. মিউজিও ডেল পেডো - মাদ্রিদ
৮. দি ষ্টেট মিউজিয়াম- নেদারল্যান্ড
৯. গিমে মিউজিয়াম- প্যারিস
১. দি ব্রিটিশ মিউজিয়াম- লন্ডন
২. আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি-
নিউইয়র্ক
৩. ষ্টেট গ্যালারী - লন্ডন
৪. দি লুভ্যর মিউজিয়াম- প্যারিস
৫. মিউজিয়াম অব চাইনিজ আর্টস- বেইজিং
৬. ইন্ডিয়া মিউজিয়াম- কলকাতা
৭. মিউজিও ডেল পেডো - মাদ্রিদ
৮. দি ষ্টেট মিউজিয়াম- নেদারল্যান্ড
৯. গিমে মিউজিয়াম- প্যারিস
************************************************************************
কিছু ভৌগলিক উপনামঃ
# ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
# উত্তরের ভেনিসঃ স্টকহোম
# দক্ষিণের রানীঃ সিডনি
# দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
# আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
# ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
# শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
# বজ্রপাতের দেশঃ ভুটান
# হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
# পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর,
সাত পাহাড়ের দেশঃ রোম
# দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক,
আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
# উত্তরের ভেনিসঃ স্টকহোম
# দক্ষিণের রানীঃ সিডনি
# দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
# আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
# ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
# শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
# বজ্রপাতের দেশঃ ভুটান
# হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
# পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর,
সাত পাহাড়ের দেশঃ রোম
# দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক,
আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
************************************************************************
প্রশ্নঃ ‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
উঃ ফারসি।
প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্নঃ ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।
প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্নঃ ‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
প্রশ্নঃ ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
প্রশ্নঃ ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক
কে?
উঃ E. M. Milford।
প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্নঃ ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্নঃ ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
*******************************************************************
বাংলাদেশ
1. বাংলাদেশের সাংবিধানিক নাম
► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
2. বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে
► ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
3. বাংলাদেশের রাজধানী
► ঢাকা
4. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী
► চট্টগ্রাম
5. বাংলাদেশের আয়তন
► ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
► ৫৬,৯৭৭ হাজার বর্গমাইল
6. আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান
► ৯০তম
7. বাংলাদেশের আইন পরিষদের নাম
► পার্লামেন্ট
► জাতীয় সংসদ
8. বাংলাদেশের বিভাগ সংখ্যা
► ৭টি
9. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা
► 11 টি
10. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
► ৩২টি,
স্থল সীমার দৈর্ঘ্য
► ২,৪০০ বর্গ কি.মি.
11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে
► ভারত - ৯২%
► মায়ানমার - ৮%
12. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার
► ১.৩২%
13. বাংলাদেশের মানুষের গড় আয়ু
► ৬৬.৮ বছর
14. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়
► ১০৪৪ মার্কিন ডলার
15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত
► ২০৩ সে.মি
16. বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ
► নদীর সংখ্যা ২০৩ টি
► ছোট - বড় মোট ৮০০ টি নদী ও খাল রয়েছে
17. বাংলাদেশের মানুষের গড়পড়তার হার
► ৫৪৮% (সূত্র- অর্থনৈতিক সীমানা ২০১০ ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যান বেইস=৬৫.৫%)
18. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান
► নবম
19. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়
► সিলেট জেলার লালখানে
20. সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়
► নাটোর জেলার লালপুরে
উঃ সৈয়দ শাসসূল হক।
প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্নঃ ‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
প্রশ্নঃ ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
প্রশ্নঃ ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক
কে?
উঃ E. M. Milford।
প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্নঃ ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
প্রশ্নঃ ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্নঃ ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
*******************************************************************
বাংলাদেশ
1. বাংলাদেশের সাংবিধানিক নাম
► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
2. বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে
► ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
3. বাংলাদেশের রাজধানী
► ঢাকা
4. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী
► চট্টগ্রাম
5. বাংলাদেশের আয়তন
► ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
► ৫৬,৯৭৭ হাজার বর্গমাইল
6. আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান
► ৯০তম
7. বাংলাদেশের আইন পরিষদের নাম
► পার্লামেন্ট
► জাতীয় সংসদ
8. বাংলাদেশের বিভাগ সংখ্যা
► ৭টি
9. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা
► 11 টি
10. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
► ৩২টি,
স্থল সীমার দৈর্ঘ্য
► ২,৪০০ বর্গ কি.মি.
11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে
► ভারত - ৯২%
► মায়ানমার - ৮%
12. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার
► ১.৩২%
13. বাংলাদেশের মানুষের গড় আয়ু
► ৬৬.৮ বছর
14. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়
► ১০৪৪ মার্কিন ডলার
15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত
► ২০৩ সে.মি
16. বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ
► নদীর সংখ্যা ২০৩ টি
► ছোট - বড় মোট ৮০০ টি নদী ও খাল রয়েছে
17. বাংলাদেশের মানুষের গড়পড়তার হার
► ৫৪৮% (সূত্র- অর্থনৈতিক সীমানা ২০১০ ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যান বেইস=৬৫.৫%)
18. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান
► নবম
19. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়
► সিলেট জেলার লালখানে
20. সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়
► নাটোর জেলার লালপুরে
No comments:
Post a Comment