Thursday, September 17, 2015

পাঁচ মিশালী

 পাঁচ মিশালী  ১২


☯ কাজী নজরুলকে কি নামে ডাকা হতো ?
উঃ দুখু মিয়া ।
☯ কলকাতায় মাষ্টারদা সূর্যসেন কে নিয়ে নির্মিত চলচিত্রের নাম কি?
উ : চিটাগাং ।
☯ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ : প্যারিসে ।
☯ বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উ : আর্জেনটিনায় ।
☯ ইউরোপের লৌহমানবী নামে পরিচিত কে?
উ : মার্গারেট থ্যাচার ।
☯ পৃথিবীর কোন দেশে মোবাইল শহর আছে?
উ : অস্ট্রেলিয়ায় (শহরটির নাম লেক উড)
☯ বিশ্বের কোন শহরকে সাংস্কৃতির শহর বলা হয়?
উ : প্যারিস শহর কে।
☯ বইসাইকেলের শহর বলা হয় কোন শহরকে?
উ : কাপেনহেগেন, ডেনমার্ক। এখানে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে ।
☯ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উ : নয়াদিল্লি,ভারত।
☯ একজন মানুষের দেহের হাড় সংখ্যা কতটি?
উ : ২০৬ টি।
☯ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবি প্রাণী নাম কি?
উ : নীল তিমি।
☯ বাংলা কবিতার ছন্দ কত প্রকার?
উ : তিন প্রকার।
☯ সিমেন্ট তৈরির কাঁচামাল কি?
উ : জিপসাম।
☯ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
☯ ইন্টারনেট চালু হয় কত সালে?
উ : ১৯৬৯ সালে।
☯ বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল কত বছর?
উ : ১৫ বছর।

*****************************************************************
----------- সাধারণ জ্ঞান ----------------------------
১. সুয়েজ খাল খনন সম্পন্ন হয় কখন এবং কত সালে মিশর এটি জাতীয়করণ করে? উত্তরঃ ১৮৬৯ এবং ১৯৫৬।
২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তরঃ ট্রিগভেলি।
৩. বর্গী নামে কারা পরিচিত? উত্তরঃ ভারতের মারাঠারা।
৪. ইথিওপিয়ার আগের নাম কি? উত্তরঃ আবিসিনিয়া।
৫. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? উত্তরঃ ফ্রান্সের।
৬. নেশন অব ইসলাম পার্টির নেতা কে? উত্তরঃ লুই ফারাহ খান।
৭. প্রিন্সেস ডায়ানাকে নিয়ে রচিত বইয়ের নাম কি? উত্তরঃ এ রয়্যাল বিউটি।
৮. বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি? উত্তরঃ টাইমস অব ইন্ডিয়া (ভারত)
৯. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি? উত্তরঃ মনাকশা।
১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস।
১১. এক ডিগ্রী দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? উত্তরঃ ৪ মিনিট
১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তরঃ ১৯১১ সালে।
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? উত্তরঃ বেনাপোল, (দ্বিতীয় হিলি)।
১৪. প্রথম মুসলমান চলচ্চিত্রকারের নাম কি? উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম।
১৫. ব্রহ্মপুত্র নদের উপৎপত্তি হয় কখন? উত্তরঃ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
১৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি ঘটেছে- ? উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের হালদা ও সঙ্খ বা সাঙ্গু নদীর।
১৭. শেক্সপিয়রের জনমস্থান কোথায়? উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অন অ্যাভেন।
১৮. পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি? উত্তরঃ ইরান, আজারবাইজন সংলগ্ন কাস্পিয়ান সাগর।
১৯. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়? উত্তরঃ ব্যাবিলনে।
২০. ‘ইনা’ এবং ‘ইরনা’ হচ্ছে- ? উত্তরঃ ইরাক এবং ইরানের সংবাদ সংস্থা।
২১. বাংলাদেশের একমাত্র জলপ্রপাত- ? উত্তরঃ মাধবকুন্ড জলপ্রপাত।
২২. দেহের প্রতিরক্ষা ও আত্মরক্ষায় সহায়তা করে- ? উত্তরঃ লিউকোসাইট।
২৩. বাংলাদেশের সমুদ্রসীমা কত? উত্তরঃ ৭১২ কি.মি.
২৪. সুন্দরবনের আয়তন কত? উত্তরঃ 6017 বর্গকিলোমিটার।
২৫. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন? উত্তরঃ ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
২৬. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ওআইসি এর সদস্য? উত্তরঃ আফ্রিকার উগান্ডা।
২৭. বাংলাদেশ ও.আই.সি এর সদস্য হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে।
২৮. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? উত্তরঃ নিউজিল্যান্ড।
২৯. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়? উত্তরঃ ১৯৮০ সালে।
৩০. জাতিসংঘের সবশেষ দেশ কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান।
৩১. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? উত্তরঃ নিউইয়র্ক।
৩২. ‘অরিজিন অফ স্পিসিস’ বইটির রচয়িতা কে? উত্তরঃ ডারউইন।
৩৩. জীব বিজ্ঞানের জনককে? উত্তরঃ অ্যারিস্টটল।
********************************************************************

রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস :
১। অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষ)
অ = অম্ল, নী = নীল, লা = লাল
২।ইট পরে নিচে(ইলেকট্রন,প্রোটন ও নিট্রনের আবিষ্কারক)
ই = ইলেকট্রন, ট = টমসন(থমসন)
প = প্রোটন, রে = রাদারফোর্ড
নী = নিউট্রন, চে = চ্যাডউইক
৩। # হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিস্ক্রিয় গ্যাস)
হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন,
আর = আর্গন,...
কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন,
রংপুরে = রেডন
৪। # আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/ টেবিলে বসি (অপধাতু)
আসেন = As, বিয়াই = Bi, সবাই
= Sb,
গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব =
B, সি = Si

******************************************************************  

বিসিএস প্রিপারেশন ...................সাধারণ বিজ্ঞান......................................... smile emoticon
১, নিচের কোন উক্তিটি সঠিক ? উঃ বায়ু একটি মিশ্র পদার্থ
২, রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন ? উঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
৩, পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর? উঃ প্রতিসরণ
৪, যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ? উঃ ১০৫ ডি বি
৫, কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন? উঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
৬, পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো ? উঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
৭, রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়? উঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
৮, গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার? উঃ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
৯, কোনটি চৌম্বক পদার্থ? উঃ কোবাল্ট
১০, উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উচ্চ পর্বত চূড়ায়? উঃ বায়ুর চাপ কম
১১, সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? উঃ অর্ধেক হবে
১২, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? উঃ ওপেনহেমার
১৩, সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উঃ অবতল
১৪, কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম? উঃ বায়বীয় পদার্থে
১৫, কোন মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতির নাম কি? উঃ বিকিরণ
১৬, দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর? উঃ বেগুনি
১৭, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে? উঃ দর্পণ
১৮, মৌলিক রাশি কয়টি? উঃ ৭টি
১৯, ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? উঃ চুম্বক ক্ষেত্র হিসেবে
২০, পীট কয়লার বৈশিষ্ট হল? উঃ ভিজা ও নরম

************************************************************************  

দৈনন্দিন বিজ্ঞান
► স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান?
উত্তরঃ গ. ক্রোমিয়াম।
► সর্বাপেক্ষা হালকা গ্যাস? উত্তরঃ খ.
হাইড্রোজেন।
► ভারী পানির সংকেত? উত্তরঃ গ. D2O
► লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়?
উত্তরঃ খ. দস্তা।
► পিতলের উপাদান? উত্তরঃ খ. তামা ও দস্তা।
► সিমেন্ট তৈরির কাঁচামাল? উত্তরঃ ক.
জিপসাম।
► বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক? উত্তরঃ খ. জি.
ল্যামেটার।
► মহাজাগতিক রশ্মির আবিষ্কারক? উত্তরঃ ক.
হেস।
► ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান? উত্তরঃ খ.
১৯৬১ সালে।
► গীনিচ মানমন্দির? উত্তরঃ ক. যুক্তরাজ্যে।
জাকির’স স্পেশাল-১৩৫
নিজে জানুন , অন্যকে জানাতে শেয়ার করুন
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি:
◈ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র – ট্যাকোমিটার
◈ কাজ করার সামর্থকে বলে – শক্তি
◈ বলের আন্তর্জাতিক একক –নিউটন
◈ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়- ত্বরণ
◈ অভিকর্ষ হলো বস্তুর উপর – কেন্দ্রমুখী বল
◈ বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
◈ কাজের একক –জুল
◈ বরফ পানিতে ভাসে কারণ – বরফের ঘনত্ব পানির তুলনায় কম
◈ রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েব

********************************************************************
.....বাংলা........................................
১, ‘বঙ্গভাষা’- সনেটটি কোন ছন্দে রচিত? উঃ অক্ষরবৃত্ত
২, 'Let there be light' কার চলচ্চিত্র? উঃ জহির রায়হান
৩, কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে
৪, 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসটির লেখক কে? উঃ শওকত ওসমান
৫, ‘নিমজ্জন’- নাটকটি লিখেছেন? উঃ সেলিম আল দীন
৬, কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান? উঃ মন্দির
৭, 'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? উঃ রক্তকরবী
৮, নিচের কোনটি কাব্যগ্রন্থ? উঃ কয়েকটি কবিতা
৯, 'একুশে ফেব্রুয়ারি'- প্রথম সংকলনের সম্পাদক কে? উঃ হাসান হাফিজুর রহমান
১০, 'ময়নামতির চর'- কাব্যগ্রন্থটি কে লিখেছেন ? উঃ বন্দে আলী মিয়া
১১, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে? উঃ আব্দুল করিম সাহিত্য বিশারদ
১২, লালন শাহ ছিলেন একজন? উঃ মরমি কবি
১৩, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ
১৪, নিচের কোনটি সুফিয়া কামাল লিখেছেন? উঃ একাত্তুরের ডায়েরী
১৫, আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি? উঃ সোনালী কাবীন [১৯৭৩]
১৬, এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়? উঃ ৭টি
১৭, ‘অতুল প্রসাদ সেন’- কোন সালে মারা যান? উঃ ১৯৩৪
১৮, ‘আব্দুল্লাহ আল মামুন’- এর গ্রন্থ নয় কোনটি? উঃ হারেম
১৯, ইউসেস্কো ‘বাউল গানকে’- কবে বিমূর্ত ঐতিহ্য (মানবতার ধারক) ঘোষনা করে? উঃ ২৫ নভেম্বার ২০০৫
২০, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’- গানটির সুরকার কে? উঃ আনোয়ার পারভে।।

**************************************************************** 

No comments:

Post a Comment