Thursday, September 17, 2015

পাঁচ মিশালী

পাঁচ মিশালী ঃ ১১

এক নজরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও
প্রতিষ্ঠা কাল
১) শিশু একাডেমী : ১৯৭৭ সাল।
২) শিল্পকলা একাডেমী : ১৯৭৪ সাল।
৩) বাংলা একাডেমী : ১৯৫৫ সাল।
৪) এশিয়াটিক সোসাইটি : ১৯৫২ সাল।
৫) ঢাকা বিশ্ববিদ্যালয় : ১৯২১ সাল।
৬) বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি :
১৯১১ সাল।
৭) মোহামেডান
লিটারেরি সোসাইটি :
১৮৬৩ সাল।
৮) কলকাতা বিশ্ববিদ্যালয় : ১৮৫৭ সাল
৯) কাউন্সিল অব এডুকেশন : ১৮৪২ সাল।
১০) ত্তত্ববোধিনী সভা : ১৮৩৯ সাল।
১১) জেলা স্কুল প্রতিষ্ঠা : ১৮৩৫ সাল।
১২) অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু
অ্যাসোসিয়েশান : ১৮৩০ সাল।
১৩) ব্রহ্ম মন্দির : ১৮২৮ সাল।
১৪) গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠা : ১৮২৩
সাল।
১৫) বিশপাস : ১৮১৮ সাল।
১৬) আরপুলি কলেজ : ১৮১৮ সাল।
১৭) শ্রীরামপুর কলেজ : ১৮১৮ সাল।
১৮) স্কুল-কলেজ ও স্কুল সোসাইটি :
১৮১৮
সাল।
১৯) হিন্দু কলেজ : ১৮১৭ সাল।
২০) কলকাতা স্কুল বুক সোসাইটি : ১৮১৭
সাল।
২১) ব্যাপিষ্ট মিশন ও ছাপাখানা : ১৭৯৯
সাল।
২২) ফোর্ট উইলিয়াম কলেজ : ১৮০০
সাল।
২৩) সংস্কৃত কলেজ : ১৭৯১ সাল।
২৪) কলকাতা মাদ্রাসা : ১৭৮১ সাল।
*******************************************************************
প্রায় একই নামের
বাংলা সাহিত্যকর্মসমূহ:
সঞ্চয়িতা (কাব্য সংকলন) -
রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চিতা (কাব্য সংকলন) -
কাজী নজরুল ইসলাম
সঞ্চয়ন (কাব্য) - কাজী নজরুল ইসলাম
সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) -
কাজী মোতাহের হোসেন
কবর (কবিতা) - জসীমউদদীন
কবর (নাটক) - মুনীর চৌধুরী
পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
পথের পাঁচালি (উপন্যাস) -বিভূতিভূষণ
বন্দ্যেপাধ্যায়
দেনা-পাওনা (ছোটগল্প) -
রবীন্দ্রনাথ ঠাকুর
দেনা-পাওনা (উপন্যাস) -শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
জননী (উপন্যাস) -মানিক
বন্দ্যেপাধ্যায়
জননী (উপন্যাস) -শওকত ওসমান
একাত্তরের ডায়রি -বেগম
সুফিয়া কামাল
একাত্তরের দিনগুলি -
জাহানারা ইমাম
একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
একাত্তরের যীশু -শাহরিয়ার কবির

*********************************************************************

 
জেনে নিন নতুন থেকে পুরাতন কিছু তথ্য→→
>> চট্টগ্রাম→→→→ ইসলামাবাদ
>> খুলনা→→→→ জাহানাবাদ
>>সিলেট→→→→ জালালাবাদ
>> যশোর→→→→ খিলাফাতাবাদ
>> বাগেরহাট→→→→ খলিফাবাদ
>> ময়মনসিংহ→→→ নাসিরাবাদ
>> ফরিদপুর→→→→ ফাতেহাবাদ
>> বরিশাল→→→→ ইসমাইলপুর/
চন্দ্রদ্বীপ
>> কুমিল্লা→→→→ ত্রিপুরা
>> কুষ্টিয়া→→→→ নদীয়া
________________________
>> ফেনী→→→→ শমসের নগর
>> কক্সবাজার→→→→ ফালকিং
>> জামালপুর→→→→ সিংহজানী
>>দিনাজপুর→→→গন্ডোয়ানাল্যান্ড
________________________
>> ভোলা→→→→ শাহবাজপুর
>> মুন্সিগঞ্জ→→→→ বিক্রমপুর
>> গাইবান্ধা→→→→ ভবানীগঞ্জ
>> রাজবাড়ী→→→→গোয়ালান্দ
>> সাতক্ষীরা→→→→ সাতঘরিয়া
>> মহাস্থানগড়→→→ পুন্ড্রবর্ধন
>> ময়নামতি→→→ রোহিতগিরি
>> সোনারগাঁও→→→→ সুবর্ণগ্রাম
>> পদ্মা→→→→ কীর্তিনাশা
>> যমুনা→→→→ জোনাই নদী
>> ব্রহ্মপুত্র→→→→লৌহিত্য
-------------------------------------
>> বুড়িগঙ্গা→→→দোলাই নদী/খাল
>> সোনারগাঁও→→→→ সুবর্ণগ্রাম
>> ময়নামতি→→→ রোহিতগিরি
>>বরিশাল→→→চন্দ্রদ্বীপ/বাকলা
>> লালবাগ দূর্গ→→তেহাবাগ দূর্গ
>> নোয়াখালী →→→ সুধারামপুর
>> ময়মনসিংহ →→ নাসিরাবাদ
>> কুমিল্লা→→→→ ত্রিপুরা
>> সিলেট→→→শ্রীহট্ট/ জালালাবাদ
>> কুষ্টিয়া→→→→ নদীয়া
>>মুজিবনগর→→→বৈদ্যনাথতলা
>> বাগেরহাট→→→খলিফাতাবাদ
>> আসাদ গেট→→→ আইয়ুব গেট
>> সাতক্ষীরা→→→→ সাতঘরিয়া
>> শেরে বাংলা নগর→আইয়ুব নগর
>> রাঙামাটি→→→ →হরিকেল
>>সেন্ট
মার্টিন→→নারিকে লজিঞ্জিরা
>> নিঝুম দ্বীপ→→→ বাউলার চর
>> কক্সবাজার→→→→ ফালকিং>>
**********************************************************
 ১। 'সেলিবিস দ্বীপ' কোন
সাগরে অবস্থিত?
- আরব সাগর
২। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ
থাকে?
-২টি
৩। ধান
উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের
অবস্থান কততম ? - চতুর্থ
৪। রেনেসাঁসের শেষ কবি কে? -
মিল্টন
৫। গডউইন অস্টিন কি? - পৃথিবীর
দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ।
৬। আন্তর্জাতিক শিশু পল্লীর
প্রতিষ্ঠাতা কে?
- হারম্যান মেইনার
৭। পাকিস্তানের
সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
- রেঞ্জার্স
৯। বর্তমান বিশ্বে আলোচিত
'গুয়ানতানামো বে' কী? -
কারাগার
১০। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
দেশ কোনটি?
- ভ্যাটিকান সিট
১১।কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
- শুক্র গ্রহে।
১২।কোন গ্রহে দুইবার সূর্য উদয় হয়?-
বৃহস্পতি।
১৩।কোন শহরকে দিনে দুইবার ধৌত
করা হয়?
- সিঙ্গাপুরকে।
১৪।কোন গ্রহে দুইবার সূর্য অস্ত যায়? -
শুক্র গ্রহে।
১৫।বাংলাদেশের কোন
জেলাটি নদীপথে সরাসরি ঢাকার সাথে যুক্ত নয়?
- রাঙামাটি।
১৬।বাংলাদেশের
সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? -
কক্সবাজার।
১৭। 'রংধনু ' কি? -
বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপের
ভাসমান হাসপাতাল
১৮। 'অভ্র কী-বোর্ড' এর জনক কে? -
মেহেদী হাসান খান
১৯। ' বেশতো' কি? -
বাংলা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।
*************************************************** **************
সাধারন জ্ঞান…………………………………………………… smile emoticon
১. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থের নাম কি? উত্তর : সেলিনিয়াম
২. কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা? উত্তর : ২৪-ক্যারেট
৩. কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর? উত্তর : তামা
৪. সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর : লিথিয়াম
৫. ভূ-পৃষ্ঠের সর্বত্র দিবা-রাত্রি সমান হয় কত তারিখে? উত্তর : ২৩ সেপ্টেম্বর
৬. অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি? উত্তর : জানুয়ারি
৭. বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর : ফেব্রুয়ারি
৮. পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনকে কি বলা হয়? উত্তর : আহ্নিক গতি


No comments:

Post a Comment