Friday, October 23, 2015

বানান শুদ্ধ

বানান শুদ্ধ

____________________________
  অশুদ্ধ_______শুদ্ধ
=========================
1. অকল্যান-অকল্যাণ
2. অকারন-অকারণ
3. অগ্রগন্য-অগ্রগণ্য
4. অগ্রহায়ন-অগ্রহায়ণ
5. অংক-অঙ্ক
6. অংকন-অঙ্কন
7. অংকুর-অঙ্কুর
8. অংগ-অঙ্গ
9. অংগন-অঙ্গন
10. অংগাংগী-অঙ্গাঙ্গি
11. অচিন্ত্যনীয়-অচিন্তনীয়
12. অচিন্ত-অচিন্ত্য
13. অঞ্জলী-অঞ্জলি
14. অনু-অণু
15. পরমানু-পরমাণু
16. অতিথী-অতিথি
17. অতিষ্ট-অতিষ্ঠ
18. অতিব-অতীব
19. অত্যাধিক-অত্যধিক
20. অত্যান্ত-অত্যন্ত
21. অদ্ভূত-অদ্ভুত
22. অদ্যপি-অদ্যাপি
23. অদ্যবদি-অদ্যাবধি
24. অধঃস্তন-অধস্তন
25. অধিকরন-অধিকরণ
26. অধীনস্ত-অধীনস্থ
27. অধ্যাবসায়-অধ্যবসায়
28. অধ্যায়ণ-অধ্যয়ন
29. অধ্যূষিত-অধ্যুষিত
30. অনিন্দসুন্দর-অনিন্দ্যসুন্দর
31. অনিষ্ঠ-অনিষ্ট
32. অনুকুল-অনুকূল
33. অনুসঙ্গ-অনুষঙ্গ
34. অনুর্ধ্ব-অনূর্ধ্ব
35. অন্তকরণ-অন্তঃকরণ
36. অন্তর্ভূক্ত-অন্তর্ভুক্ত
37. অন্তঃসত্তা-অন্তসত্ত্বা
38. অন্তর্মুখি-অন্তর্মুখী
39. অন্যমনষ্ক-অন্যমনস্ক
40. অণ্বেষণ-অন্বেষণ
41. অর্পণা-অপর্ণা
42. অপসৃয়মান-অপসৃয়মাণ
43. অপাংক্তেয়-অপাঙ্ক্তেয়
44. অপেক্ষমান-অপেক্ষমাণ
45. অভিভুত-অভিভূত
46. অভিমুখি-অভিমুখী
47. আভ্যন্তরীণ-অভ্যন্তরীণ
48. অভ্যস্থ-অভ্যস্ত
49. অমিতাক্ষর-অমিত্রাক্ষর
50. অমানুসিক-অমানুষিক
51. অমাবশ্যা-অমাবস্যা
52. অর্ধ্ব-অর্ধ
53. অশিরিরী-অশরীরী
54. অসুয়া-অসূয়া
55. অস্তমান-অস্তায়মান
56. অলংঘ-অলঙ্ঘ্য
57. অহঃরহ-অহরহ
58. আকাবাকা-আঁকাবাঁকা
59. আস্তাকুঁড়-আঁস্তাকুড়
60. আকষ্কিক-আকস্মিক
61. আকাংখা-আকাঙ্ক্ষা
62. আকূল-আকুল
63. আকুতি-আকূতি
64. আক্রমন-আক্রমণ
65. আটপৌড়ে-আটপৌরে
66. আড়ৎ-আড়ত
67. আড়ষ্ঠ-আড়ষ্ট
68. আঁড়াআড়ি-আড়াআড়ি
69. আঁড়িপাতা-আড়িপাতা
70. আনবিক-আণবিক
71. আতংক-আতঙ্ক
72. আত্মস্যাৎ-আত্মসাৎ
73. আদ্যান্ত-আদ্যন্ত
74. আনুষাঙ্গিক-আনুষঙ্গিক
75. আপোষ-আপোস
76. আপাততঃ-আপাতত
77. আপাতঃদৃষ্টে-আপাতদৃষ্টে
78. অভ্যন্তরিক-আভ্যন্তরিক
79. আয়ত্ব-আয়ত্ত
80. আয়ত্বাধীন-আয়ত্তাধীন
81. আরাম্ভ-আরম্ভ
82. আদ্র-আর্দ্র
83. আলিংগন-আলিঙ্গন
84. আলোচ্যমান-আলোচ্য
85. আশংকা-আশঙ্কা
86. আশক্তি-আসক্তি
87. আশ্বস্থ-আশ্বস্ত
88. ইংগিত-ইঙ্গিত
89. ইতিপূর্বে-ইতঃপূর্বে
90. ইতঃস্তত-ইতস্তত
91. ইতিমধ্যে-ইতোমধ্যে
92. ইদানিং-ইদানীং
93. ইয়ত্বা-ইয়ত্তা
94. ইষ্ঠ-ইষ্ট
95. ঈস্পিত-ঈপ্সিত
96. ইষৎ-ঈষৎ
97. উচিৎ-উচিত
98. উচ্চৈস্বরে-উচ্চৈঃস্বরে
99. উচ্ছ্বল-উচ্ছল
100. উশৃঙ্খল-উচ্ছৃঙ্খল.

কম্পিউটার:

কম্পিউটার:
---------------
কম্পিউটার প্রথম আবিষ্কার করেন কে.... ?
# উওর_ হাওয়ার্ড_এইকিন
কম্পিউটারের জনক
-চার্লস ব্যাবেজ
আধুনিক কম্পিউটারের জনক কে....?
# উওর : -নিউম্যান
প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচিয়তা
কে....?
# উওরঃ লেডি এডা অগাষ্টা
বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্যবহৃত
হয়.....???
# উএর : পরমাণূ শক্তি কেন্দ্রে (1964
সালে)
বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট
কোনটি....?
# উঃ বিজয়
বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার
কোনটি?
# উঃ IBM-1620
# বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট
ব্যবহৃত হয় কত সালে?
উঃ 1987 সালে
# সুপার কম্পিউটারের জনক কে?
উঃ সেয়মোর ক্রে
# প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার
"মার্ক-1" এর
জনক কে? উঃ হাওয়ার্ড এইকিন
# কম্পিউটারে ব্যবহৃত Punch Card কে
আবিষ্কার করেন?
উঃ মেরি জ্যাকার্ড (ফ্রান্স)
# কম্পিউটারের মাউস সর্বপ্রথম তৈরী
করেন কে?
উঃ উইলিয়াম ইংলিশ
☞কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি
হলো......?
--> রম(ROM)
☞কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান
প্রদান প্রযুক্তি হলো......?
--> ইন্টারনেট
☞বাইনারি সংখ্যার ভিত্তি .... ..... ?
--- ২
☞অকটাল সংখ্যার ভিিও .... ..... ?
-- ৮
☞তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি
প্রয়োজন?
-নেটওয়ার্ক
☞সেবা প্রদানকারী কোম্পানীকে
কি বলা হয়?
উঃ Internet Service Provider
☞ই-মেইলের পূর্ণ নাম কী?
--ইলেকট্রনিক মেইল
☞কোনটি টপোলজি ... ?
- মেশ
☞সবচেয়ে সহজ টপোলজি কোনটি....?
- বাস টপোলজি
☞কোন টপোলজিতে একটি কম্পিউটার
অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
-. রিং টপোলজি
☞তথ্য কোথায় সংরক্ষণ করে রাখা হয়?
-. ডেটাবেসে
☞মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ
করে?
-অ্যানালগ ও ডিজিটাল
☞রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
-. নেটওয়ার্ক তৈরিতে
☞কম দূরত্বে সিগন্যাল পাঠাতে কোন
মাধ্যমটি ব্যবহার করা হয়?
-বৈদ্যুতিক তার
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
‪#‎উঃ‬ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
# উওর : সিলেট
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
#উঃ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
‪#‎উওর‬ : সিলেট
☞নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে
নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী
বলে?
- প্রটোকল
☞পিপীলিকা কী?
--- বাংলা সার্চ ইঞ্জিন
☞মাইক্রোপ্রসেসরের কাজ কি --?
--তথ্য প্রক্রিয়াকরণ করা
☞কম্পিউটারে কাজের গতি কি দ্বারা
প্রকাশ করা হয়--?
-, ন্যানো সেকেন্ড

দেশ পরিচিতি

দেশ পরিচিতি
কমোরোস
কারেন্ট ওয়ার্ল্ড বিডি:
১) কমোরোসের রাষ্ট্রীয় নাম কি?
উঃ ইউনিয়ন অব দ্যা কমোরোস।
২) দেশটির আয়তন কত?
উঃ ২,২৩৫ বর্গ কিঃ মিঃ।
৩) দেশটির জনসংখ্যা কত?
উঃ ৭,৮০,৯৭১ জন।
৪)দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনটি?
উঃ মুসলিম।
৫) দেশটির মাথাপিছু আয় কত?
উঃ ১৫০০ মা. ডলার।
৬) দেশটি কবে স্বধীনতা ঘোষনা করে?
উঃ ৬ জুলাই ১৯৭৫।
৭) দেশটির প্রেসিডেন্টের নাম কি?
উঃ ইকেলিও ডোইন (২৬ মে ২০১১- বর্তমান)
৮) দেশটির সরকার প্রধানের নাম কি?
উঃ ইকেলিও ডোইন।
৯)দেশটির পার্লামেন্টের নাম কি?
উঃ অ্যাসেম্বলি অব দ্যা ইউনিয়ন।
১০) দেশটি কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উঃ ফ্যান্স।
১১) দেশটির স্বধীনতা দীবস কবে?
উঃ ৬ জুলাই।
১২) দেশটির ভাষার নাম কি?
উঃ আরবি, ফ্রেঞ্চ।
১৩) দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.৭৭%।
১৪) দেশটির মুদ্রার নাম কি?
উঃ কসোরিয়ান ফ্রাস্ক।
১৫) দেশটির সাক্ষরতার হার কত?
উঃ ৭৭.৮%।
১৬) দেশটির সরকার পদ্ধতির নাম কি?
উঃ রিপাবলিক।
১৭) দেশটির রাজধানীর নাম কি?
উঃ মোরোনি।
১৮) দেশটির কয়টি প্রশাসনিক ডিভিশন রয়েছে?
উঃ ৩টি আইল্যান্ড একং ৪টি মিউনিসিপালিটিস।
১৯) প্রধাান কয়টি দ্বীপ নিয়ে কামারোস দ্বীপরাষ্ট্র গঠিত ও কি কি?
উঃ ৩টি- গ্রান্ড কোমোরে, আনজুয়ান ও মোহেলি।
২০) কমোরোসের কোন ক্ষুদ্র দ্বীপে বিছিন্নতাবাদ আন্দোলন চলছে?
উঃ নাজোয়ানি দ্বীপে।
২১) কমোরোসের সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি?
উঃ মাউন্ট কার থালা।
২২) দেশটির মানুষের গড় আয়ু কত?
৬১.৫৭ বছর।

Thursday, September 17, 2015

সংবিধানের সব সংশোধনী

সংবিধানের সব সংশোধনী 

 

●● বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হল বুধবার।
১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পর থেকে এর আগে ১৫ বার সংশোধন হয় বাংলাদেশের শাসনতন্ত্রে। দেখে নেওয়া যাক আগের সংশোধনীগুলো। ●●
∎ প্রথম সংশোধনী: সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের জুলাই মাসে। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়।এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি এবং তা কার্যকর করা।
∎ দ্বিতীয় সংশোধনী: ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সংশোধনী আনা হয়। এতে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে (২৬, ৬৩, ৭২ ও ১৪২) সংশোধন আনা হয়।নিবর্তনমূলক আটক, জরুরি অবস্থা ঘোষণা ও এ সময় মৌলিক অধিকারগুলো স্থগিতকরণ সম্পর্কে প্রথমদিকে সংবিধানে কোনো বিধান ছিল না। এ সংশোধনীর মাধ্যমে বিধানগুলো সংযোজন করা হয়।
∎ তৃতীয় সংশোধনী: মূলত ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য ১৯৭৪ সালের ২৮ নভেম্বর এ সংশোধনী আনা হয়।ভারতের কিছু অংশ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে আসবে- এ চুক্তি বাস্তবায়নের জন্যই তৃতীয় সংশোধনী আনা হয়
∎ চতুর্থ সংশোধনী: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এ সংশোধনীর মাধ্যমেই বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়।চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা; একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করা; রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি জটিল করা; সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা; মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা; বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা ও উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়।১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাতিল হয়ে যায়।
∎ পঞ্চম সংশোধনী: জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। পঞ্চম সংশোধনী সংবিধানে কোনো বিধান সংশোধন করেনি।এ সংশোধনী ১৯৭৫ এর ১৫ অগাস্টে সামরিক শাসন জারির পর থেকে ৬ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন করে।এ সংশোধনীটি উচ্চ আদালতের রায়ে বাতিল হয়।
∎ ষষ্ঠ সংশোধনী: ১৯৮১ সালের ১০ জুলাই এ সংশোধনী আনা হয়।ষষ্ঠ সংশোধনী কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে করা হয়নি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয়।এ সংশোধনীর মাধ্যমে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদকে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদ বলে গণ্য করা হবে না
∎ সপ্তম সংশোধনী: ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশে সামরিক শাসন বহাল ছিল। ১৯৮৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে সপ্তম সংশোধনী আনা হয়।এ সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলে জারি করা সব আদেশ, আইন ও নির্দেশকে বৈধতা দেওয়া হয় এবং আদালতে এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন না করার বিধান করা হয়। এ সংশোধনীতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়।২০১০ সালের ২৬ আগস্ট এ সংশোধনী আদালতে কর্তৃক অবৈধ ঘোষিত হয়।
∎ অষ্টম সংশোধনী: ১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে (২, ৩, ৫, ৩০ ও ১০০) পরিবর্তন আনা হয়।এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়, ঢাকার বাইরে হাই কোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়, বাঙালীকে বাংলাদেশী এবং ডেক্কা-কে ঢাকা করা হয়।তবে হাই কোর্টের বেঞ্চ গঠনের বিষয়টি বাতিল করে সর্বোচ্চ আদালত।

∎ নবম সংশোধনী: নবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ জুলাই। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নিয়ে কিছু বিধান সংযোজন করা হয়।এ সংশোধনীর আগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করতে পারতেন। এ সংশোধনীর পর অবস্থার পরিবর্তন হয়েছে।

∎ দশম সংশোধনী: ১৯৯০ সালের ১২ জুন দশম সংশোধনী বিল পাস হয়। নারীদের জন্য সংসদে আসন ১৫ থেকে ৩০ এ বাড়ানো হয়।
∎ একাদশ সংশোধনী: গণঅভ্যুত্থানে এইচ এম এরশাদের পতনের পর বিচারপতি মো. সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণ নিয়ে ১৯৯১ সালে এ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা করা হয়।এতে আরো বলা হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ উপরাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণ করতে পারবেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে তার কর্মকাল বিচারপতি হিসেবে হিসেবে গণ্য হবে।
∎ দ্বাদশ সংশোধনী: ১৯৯১ সালের এ সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
∎ ত্রয়োদশ সংশোধনী: ১৯৯৬ সালের ২৬ মার্চ এ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়।
∎ চতুর্দশ সংশোধনী: ২০০৪ সালের ১৬ মে এ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়।এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়।
∎ পঞ্চদশ সংশোধনী: ২০১১ সালের ৩০ জুন এ সংশোধনী আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখা হয় এ সংশোধনীতে।এছাড়া এ সংশোধনীর মাধ্যমে ৭২’র সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।

** ষোড়শ সংশোধনী: ১৭ ই সেপ্টেম্বর ২০১৪। বিচারপতি অভিশংসন

পাঁচ মিশালী

 পাঁচ মিশালী  ১২


☯ কাজী নজরুলকে কি নামে ডাকা হতো ?
উঃ দুখু মিয়া ।
☯ কলকাতায় মাষ্টারদা সূর্যসেন কে নিয়ে নির্মিত চলচিত্রের নাম কি?
উ : চিটাগাং ।
☯ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ : প্যারিসে ।
☯ বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উ : আর্জেনটিনায় ।
☯ ইউরোপের লৌহমানবী নামে পরিচিত কে?
উ : মার্গারেট থ্যাচার ।
☯ পৃথিবীর কোন দেশে মোবাইল শহর আছে?
উ : অস্ট্রেলিয়ায় (শহরটির নাম লেক উড)
☯ বিশ্বের কোন শহরকে সাংস্কৃতির শহর বলা হয়?
উ : প্যারিস শহর কে।
☯ বইসাইকেলের শহর বলা হয় কোন শহরকে?
উ : কাপেনহেগেন, ডেনমার্ক। এখানে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে ।
☯ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উ : নয়াদিল্লি,ভারত।
☯ একজন মানুষের দেহের হাড় সংখ্যা কতটি?
উ : ২০৬ টি।
☯ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবি প্রাণী নাম কি?
উ : নীল তিমি।
☯ বাংলা কবিতার ছন্দ কত প্রকার?
উ : তিন প্রকার।
☯ সিমেন্ট তৈরির কাঁচামাল কি?
উ : জিপসাম।
☯ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
☯ ইন্টারনেট চালু হয় কত সালে?
উ : ১৯৬৯ সালে।
☯ বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল কত বছর?
উ : ১৫ বছর।

*****************************************************************
----------- সাধারণ জ্ঞান ----------------------------
১. সুয়েজ খাল খনন সম্পন্ন হয় কখন এবং কত সালে মিশর এটি জাতীয়করণ করে? উত্তরঃ ১৮৬৯ এবং ১৯৫৬।
২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? উত্তরঃ ট্রিগভেলি।
৩. বর্গী নামে কারা পরিচিত? উত্তরঃ ভারতের মারাঠারা।
৪. ইথিওপিয়ার আগের নাম কি? উত্তরঃ আবিসিনিয়া।
৫. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল? উত্তরঃ ফ্রান্সের।
৬. নেশন অব ইসলাম পার্টির নেতা কে? উত্তরঃ লুই ফারাহ খান।
৭. প্রিন্সেস ডায়ানাকে নিয়ে রচিত বইয়ের নাম কি? উত্তরঃ এ রয়্যাল বিউটি।
৮. বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি? উত্তরঃ টাইমস অব ইন্ডিয়া (ভারত)
৯. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি? উত্তরঃ মনাকশা।
১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস।
১১. এক ডিগ্রী দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? উত্তরঃ ৪ মিনিট
১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তরঃ ১৯১১ সালে।
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? উত্তরঃ বেনাপোল, (দ্বিতীয় হিলি)।
১৪. প্রথম মুসলমান চলচ্চিত্রকারের নাম কি? উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম।
১৫. ব্রহ্মপুত্র নদের উপৎপত্তি হয় কখন? উত্তরঃ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
১৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি ঘটেছে- ? উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের হালদা ও সঙ্খ বা সাঙ্গু নদীর।
১৭. শেক্সপিয়রের জনমস্থান কোথায়? উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অন অ্যাভেন।
১৮. পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি? উত্তরঃ ইরান, আজারবাইজন সংলগ্ন কাস্পিয়ান সাগর।
১৯. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়? উত্তরঃ ব্যাবিলনে।
২০. ‘ইনা’ এবং ‘ইরনা’ হচ্ছে- ? উত্তরঃ ইরাক এবং ইরানের সংবাদ সংস্থা।
২১. বাংলাদেশের একমাত্র জলপ্রপাত- ? উত্তরঃ মাধবকুন্ড জলপ্রপাত।
২২. দেহের প্রতিরক্ষা ও আত্মরক্ষায় সহায়তা করে- ? উত্তরঃ লিউকোসাইট।
২৩. বাংলাদেশের সমুদ্রসীমা কত? উত্তরঃ ৭১২ কি.মি.
২৪. সুন্দরবনের আয়তন কত? উত্তরঃ 6017 বর্গকিলোমিটার।
২৫. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন? উত্তরঃ ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
২৬. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ওআইসি এর সদস্য? উত্তরঃ আফ্রিকার উগান্ডা।
২৭. বাংলাদেশ ও.আই.সি এর সদস্য হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে।
২৮. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? উত্তরঃ নিউজিল্যান্ড।
২৯. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়? উত্তরঃ ১৯৮০ সালে।
৩০. জাতিসংঘের সবশেষ দেশ কোনটি? উত্তরঃ দক্ষিণ সুদান।
৩১. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত? উত্তরঃ নিউইয়র্ক।
৩২. ‘অরিজিন অফ স্পিসিস’ বইটির রচয়িতা কে? উত্তরঃ ডারউইন।
৩৩. জীব বিজ্ঞানের জনককে? উত্তরঃ অ্যারিস্টটল।
********************************************************************

রসায়নের কিছু বিষয় মনে রাখা ছোট্ট কয়েকটি টিপস :
১। অনীলা = অম্ল নীলকে লাল করে (লিটমাস পরীক্ষ)
অ = অম্ল, নী = নীল, লা = লাল
২।ইট পরে নিচে(ইলেকট্রন,প্রোটন ও নিট্রনের আবিষ্কারক)
ই = ইলেকট্রন, ট = টমসন(থমসন)
প = প্রোটন, রে = রাদারফোর্ড
নী = নিউট্রন, চে = চ্যাডউইক
৩। # হিলি নিলি আর কৃপা যায় রংপুরে (নিস্ক্রিয় গ্যাস)
হিলি = হিলিয়াম, নিলি = নিয়ন,
আর = আর্গন,...
কৃপা = ক্রিপ্টন, যায় = জেনন,
রংপুরে = রেডন
৪। # আসেন বিয়াই সবাই গিয়ে টুলে/ টেবিলে বসি (অপধাতু)
আসেন = As, বিয়াই = Bi, সবাই
= Sb,
গিয়ে = Ge, টেবিলে/টুলে = Te, ব =
B, সি = Si

******************************************************************  

বিসিএস প্রিপারেশন ...................সাধারণ বিজ্ঞান......................................... smile emoticon
১, নিচের কোন উক্তিটি সঠিক ? উঃ বায়ু একটি মিশ্র পদার্থ
২, রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন ? উঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
৩, পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর? উঃ প্রতিসরণ
৪, যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ? উঃ ১০৫ ডি বি
৫, কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন? উঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
৬, পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো ? উঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
৭, রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়? উঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
৮, গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার? উঃ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
৯, কোনটি চৌম্বক পদার্থ? উঃ কোবাল্ট
১০, উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উচ্চ পর্বত চূড়ায়? উঃ বায়ুর চাপ কম
১১, সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? উঃ অর্ধেক হবে
১২, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? উঃ ওপেনহেমার
১৩, সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উঃ অবতল
১৪, কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম? উঃ বায়বীয় পদার্থে
১৫, কোন মাধ্যম ছাড়া তাপ সঞ্চালনের পদ্ধতির নাম কি? উঃ বিকিরণ
১৬, দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর? উঃ বেগুনি
১৭, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে? উঃ দর্পণ
১৮, মৌলিক রাশি কয়টি? উঃ ৭টি
১৯, ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? উঃ চুম্বক ক্ষেত্র হিসেবে
২০, পীট কয়লার বৈশিষ্ট হল? উঃ ভিজা ও নরম

************************************************************************  

দৈনন্দিন বিজ্ঞান
► স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান?
উত্তরঃ গ. ক্রোমিয়াম।
► সর্বাপেক্ষা হালকা গ্যাস? উত্তরঃ খ.
হাইড্রোজেন।
► ভারী পানির সংকেত? উত্তরঃ গ. D2O
► লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়?
উত্তরঃ খ. দস্তা।
► পিতলের উপাদান? উত্তরঃ খ. তামা ও দস্তা।
► সিমেন্ট তৈরির কাঁচামাল? উত্তরঃ ক.
জিপসাম।
► বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক? উত্তরঃ খ. জি.
ল্যামেটার।
► মহাজাগতিক রশ্মির আবিষ্কারক? উত্তরঃ ক.
হেস।
► ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান? উত্তরঃ খ.
১৯৬১ সালে।
► গীনিচ মানমন্দির? উত্তরঃ ক. যুক্তরাজ্যে।
জাকির’স স্পেশাল-১৩৫
নিজে জানুন , অন্যকে জানাতে শেয়ার করুন
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি:
◈ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র – ট্যাকোমিটার
◈ কাজ করার সামর্থকে বলে – শক্তি
◈ বলের আন্তর্জাতিক একক –নিউটন
◈ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়- ত্বরণ
◈ অভিকর্ষ হলো বস্তুর উপর – কেন্দ্রমুখী বল
◈ বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
◈ কাজের একক –জুল
◈ বরফ পানিতে ভাসে কারণ – বরফের ঘনত্ব পানির তুলনায় কম
◈ রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েব

********************************************************************
.....বাংলা........................................
১, ‘বঙ্গভাষা’- সনেটটি কোন ছন্দে রচিত? উঃ অক্ষরবৃত্ত
২, 'Let there be light' কার চলচ্চিত্র? উঃ জহির রায়হান
৩, কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে
৪, 'জাহান্নাম হইতে বিদায়' উপন্যাসটির লেখক কে? উঃ শওকত ওসমান
৫, ‘নিমজ্জন’- নাটকটি লিখেছেন? উঃ সেলিম আল দীন
৬, কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান? উঃ মন্দির
৭, 'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? উঃ রক্তকরবী
৮, নিচের কোনটি কাব্যগ্রন্থ? উঃ কয়েকটি কবিতা
৯, 'একুশে ফেব্রুয়ারি'- প্রথম সংকলনের সম্পাদক কে? উঃ হাসান হাফিজুর রহমান
১০, 'ময়নামতির চর'- কাব্যগ্রন্থটি কে লিখেছেন ? উঃ বন্দে আলী মিয়া
১১, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে? উঃ আব্দুল করিম সাহিত্য বিশারদ
১২, লালন শাহ ছিলেন একজন? উঃ মরমি কবি
১৩, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উঃ ভানুসিংহ
১৪, নিচের কোনটি সুফিয়া কামাল লিখেছেন? উঃ একাত্তুরের ডায়েরী
১৫, আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি? উঃ সোনালী কাবীন [১৯৭৩]
১৬, এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়? উঃ ৭টি
১৭, ‘অতুল প্রসাদ সেন’- কোন সালে মারা যান? উঃ ১৯৩৪
১৮, ‘আব্দুল্লাহ আল মামুন’- এর গ্রন্থ নয় কোনটি? উঃ হারেম
১৯, ইউসেস্কো ‘বাউল গানকে’- কবে বিমূর্ত ঐতিহ্য (মানবতার ধারক) ঘোষনা করে? উঃ ২৫ নভেম্বার ২০০৫
২০, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’- গানটির সুরকার কে? উঃ আনোয়ার পারভে।।

**************************************************************** 

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান       (আন্তর্জাতিক).........................
১, ইউরো মুদ্রা চালু আছে কতটি দেশে ? উঃ ২৭
২, UN এর দাপ্তরিক ভাষা নয় কোনটি ? উঃ পর্তুগীজ
৩, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে? উঃ আটলান্টিক-উত্তর সাগর
৪, 'পার্পল লাইন'- কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী সীমারেখা? উঃ ইসরাইল-সিরিয়া
৫, শ্রীলংকার মুদ্রার নাম ? উঃ রুপী
৬, সার্ক এর সদস্য দেশ? উঃ ৮
৭, পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত ? উঃ জেদ্দা
৮, পৃথিবীর গভীরতম স্থান? উঃ প্রশান্ত মহাসাগর
৯, পৃথিবীর গভীরতম হ্রদ ? উঃ বৈকাল
১০, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে? উঃ ব্রাজিল
১১, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যস্থিত প্রণালির নাম? উঃ হরমুজ প্রণালি
১২, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? উঃ মেসিডোনিয়া
১৩, পৃথিবীর বৃহত্তম মহাদেশ? উঃ এশিয়া
১৪, এশিয়ার বৃহত্তম দেশ? উঃ চীন
১৫, ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন? উঃ ইটালি
১৬, এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? উঃ কয়লা
১৭, 'বার্ডস অব আমেরিকা' এর লিখক কে ? উঃ জন জেমস অদুবন
১৮, বিবিসির সদর দপ্তর কোথায়? উঃ লন্ডন
১৯, ফারাক্কার বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? উঃ গঙ্গা
২০, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? উঃ শ্রিমাভো বন্দরনায়েকে?

Appropriate preposition

Appropriate preposition………



Anxiety for –উদ্বিগ্নতা- I have no anxiety for his safety.
Anxious about চিন্তিত-I am not anxious about my result
Anxious to -খুবই ইচ্ছুক- I am anxious to find a better job.
Attack with-কোন রোগে আক্রান্ত হওয়া-He was attacked with fever.
Attack by- কোন ব্যক্তি দ্বারা আক্রান্ত-We were attacked by a gang of robbers.
Authority on-কোন বিষয়ের উপর কর্তৃত্ব -I have no authority on this matter .
Authority for-ব্যক্তির উপর কর্তৃত্ব -I have an authority for painting this.
Authority over-কোন কাজের উপর বিশেষ দক্ষতা-He has no authority over his sons.
Admit to -ভর্তি করা-He is admitted to class 9.
Admit into- প্রবেশ করতে দেওয়া-The teacher did not admit the student into the class
Abide by-মেনে চলা-They promised to abide by the laws of the college
Abide with-পাশে থাকা-I cannot abide with you
Abound in- প্রচুর পরিমান-Crocodiles abound in the Sundorban
Abound with-ভরপুর থাকা-This pond abounds with fish
Blind of-অন্ধ -She is blind of one eye
Blind to-উদাসীন - He is blind to her daugter's fault
Burst into-কান্নায় ভেঙ্গে পাড়া-he burst into tears
Burst out- হেসে উঠা-he burst out laughing.

BCS বাংলা

BCS বাংলা
চন্ডীমঙ্গলের উল্লেখ্যযোগ্য কবির নাম কি?
উঃ দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।
ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কি কি?
উঃ দুটি। যথাঃ (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
উঃ ময়ূর ভট্ট।
‘হাকন্দপুরান’ কার রচিত কাব্য গ্রন্থ?
উঃ ময়ূর ভট্ট।
শ্যাম পন্ডিত কে ছিলেন?
উঃ ধর্মমঙ্গলের অন্যতম কবি।
নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?
উঃ শ্যাম পন্ডিত।
সা’ বারিদ খান রচিত মঙ্গল কাব্যর নাম কি?
উঃ বিদ্যাসুন্দর।
‘কবিরঞ্জন’ কোন কবির উপাধি?
উঃ রাম প্রসাদ সেন।
রাম প্রসাদ সেনকে কে ‘কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কি?
উঃ কবিরঞ্জন।
অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।
অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ভারত চন্দ্র।
ভারতচন্দ্র কে কে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়         
সম্পর্কে জানা অতীব জরুরী…


১, ঢাবি প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালের ১ জুলাই
২, ঢাবি দিবস/ ঢাবি প্রতিষ্ঠা দিবস- ১ জুলাই
৩, ঢাবি প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন- নাথান কমিশন
৪, নাথান কমিশন গঠিত হয়- ১৯১২ সালে
৫, প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাবি’র বিভাগ ছিল- ১২টি
৬, প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাবির অনুষদ- ৩টি
৭, প্রতিষ্ঠাকালীন আয়তন / মোট জমির পরিমাণ- ৬০০ একর
৮, বর্তমান আয়তন / মোট জমির পরিমাণ- ২৫৮ একর
৯, ঢাবির জমি দান করেন- নবাব সলিমুল্লাহ
১০, সলিমুল্লাহ মুসলিম হল নির্মিত হয়- ১৯২১ সালে
১১, প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে
১২, সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়-৭ এপ্রিল,২০১৪(৪৮তম)
১৩, স্বাধীনতার পর প্রথম সমাবর্তন- ১৯৯৯ সালে
১৪, শেখ মুজিবুর রহমান- ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন
১৫, শেখ হাসিনা- ঢাবির বাংলা বিভাগের ছাত্রী ছিলেন (মাস্টার্ট)
১৬, প্রথম মহিলা ডিন- বেগম আজিজুন্নেসা (বাংলা বিভাগ)
১৭, মোট হল রয়েছে -২২ টি
১৮, সিনেট ভবনের নাম- নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন
১৯, বসুনিয়া গেট- মুহসীন হলের প্রবেশ পথে
২০, এক সময় সংসদ কার্যক্রম চলত- জগন্নাথ হলে
২১, অক্টোবর স্মৃতি ভবন’ অবস্থিত- জগন্নাথ হলে
২২, ঢাবি শোক দিবস- ১৫ অক্টোবর

ঢাবির গুরুত্বপূর্ণ ভিসি/উপাচার্য---
১, প্রথম উপাচার্য -স্যার পি জে হার্টস
২, প্রথম উপমহাদেশীয়/ভারতীয়/মুসলিম উপাচার্য -স্যার এ এফ রহমান
৩, ভাষা আন্দোলনের সময় উপাচার্য ছিলেন (ঢাবির ছাত্র হিসেবে প্রথম উপাচার্য) -সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
৪, মুক্তিযুদ্ধের সময় উপাচার্য ছিলেন-বিচারপতি আবু সাঈদ চৌধুরী
৫, ভারতের রাষ্ট্রপতির ভাই ছিলেন যে উপাচার্য-আর সি মজুমদার
৬, বর্তমান উপাচার্য (২৭তম উপাচার্য)-আ আ ম স আরেফিন সিদ্দিকী(গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক)
ঢাবিতে গুরুত্বপূর্ণ চেয়ার ....
০১.বোস চেয়ার -সত্যেন্দ্রনাথ বসু(ঢাবির শিক্ষক ছিলেন)
০২.আব্দুর রাজ্জাক চেয়ার-আব্দুর রাজ্জাক(ঢাবির শিক্ষক ছিলেন)-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
০৩.বেগম রোকেয়া চেয়ার-রোকেয়া সাখাওয়াত হোসেন-উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ
০৪.রবীন্দ্রনাথ চেয়ার-রবীন্দ্রনাথ ঠাকুর-বাংলা বিভাগ

পাঁচ মিশালী

পাঁচ মিশালী ঃ ১১

এক নজরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও
প্রতিষ্ঠা কাল
১) শিশু একাডেমী : ১৯৭৭ সাল।
২) শিল্পকলা একাডেমী : ১৯৭৪ সাল।
৩) বাংলা একাডেমী : ১৯৫৫ সাল।
৪) এশিয়াটিক সোসাইটি : ১৯৫২ সাল।
৫) ঢাকা বিশ্ববিদ্যালয় : ১৯২১ সাল।
৬) বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি :
১৯১১ সাল।
৭) মোহামেডান
লিটারেরি সোসাইটি :
১৮৬৩ সাল।
৮) কলকাতা বিশ্ববিদ্যালয় : ১৮৫৭ সাল
৯) কাউন্সিল অব এডুকেশন : ১৮৪২ সাল।
১০) ত্তত্ববোধিনী সভা : ১৮৩৯ সাল।
১১) জেলা স্কুল প্রতিষ্ঠা : ১৮৩৫ সাল।
১২) অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু
অ্যাসোসিয়েশান : ১৮৩০ সাল।
১৩) ব্রহ্ম মন্দির : ১৮২৮ সাল।
১৪) গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠা : ১৮২৩
সাল।
১৫) বিশপাস : ১৮১৮ সাল।
১৬) আরপুলি কলেজ : ১৮১৮ সাল।
১৭) শ্রীরামপুর কলেজ : ১৮১৮ সাল।
১৮) স্কুল-কলেজ ও স্কুল সোসাইটি :
১৮১৮
সাল।
১৯) হিন্দু কলেজ : ১৮১৭ সাল।
২০) কলকাতা স্কুল বুক সোসাইটি : ১৮১৭
সাল।
২১) ব্যাপিষ্ট মিশন ও ছাপাখানা : ১৭৯৯
সাল।
২২) ফোর্ট উইলিয়াম কলেজ : ১৮০০
সাল।
২৩) সংস্কৃত কলেজ : ১৭৯১ সাল।
২৪) কলকাতা মাদ্রাসা : ১৭৮১ সাল।
*******************************************************************
প্রায় একই নামের
বাংলা সাহিত্যকর্মসমূহ:
সঞ্চয়িতা (কাব্য সংকলন) -
রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চিতা (কাব্য সংকলন) -
কাজী নজরুল ইসলাম
সঞ্চয়ন (কাব্য) - কাজী নজরুল ইসলাম
সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) -
কাজী মোতাহের হোসেন
কবর (কবিতা) - জসীমউদদীন
কবর (নাটক) - মুনীর চৌধুরী
পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
পথের পাঁচালি (উপন্যাস) -বিভূতিভূষণ
বন্দ্যেপাধ্যায়
দেনা-পাওনা (ছোটগল্প) -
রবীন্দ্রনাথ ঠাকুর
দেনা-পাওনা (উপন্যাস) -শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
জননী (উপন্যাস) -মানিক
বন্দ্যেপাধ্যায়
জননী (উপন্যাস) -শওকত ওসমান
একাত্তরের ডায়রি -বেগম
সুফিয়া কামাল
একাত্তরের দিনগুলি -
জাহানারা ইমাম
একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
একাত্তরের যীশু -শাহরিয়ার কবির

*********************************************************************

 
জেনে নিন নতুন থেকে পুরাতন কিছু তথ্য→→
>> চট্টগ্রাম→→→→ ইসলামাবাদ
>> খুলনা→→→→ জাহানাবাদ
>>সিলেট→→→→ জালালাবাদ
>> যশোর→→→→ খিলাফাতাবাদ
>> বাগেরহাট→→→→ খলিফাবাদ
>> ময়মনসিংহ→→→ নাসিরাবাদ
>> ফরিদপুর→→→→ ফাতেহাবাদ
>> বরিশাল→→→→ ইসমাইলপুর/
চন্দ্রদ্বীপ
>> কুমিল্লা→→→→ ত্রিপুরা
>> কুষ্টিয়া→→→→ নদীয়া
________________________
>> ফেনী→→→→ শমসের নগর
>> কক্সবাজার→→→→ ফালকিং
>> জামালপুর→→→→ সিংহজানী
>>দিনাজপুর→→→গন্ডোয়ানাল্যান্ড
________________________
>> ভোলা→→→→ শাহবাজপুর
>> মুন্সিগঞ্জ→→→→ বিক্রমপুর
>> গাইবান্ধা→→→→ ভবানীগঞ্জ
>> রাজবাড়ী→→→→গোয়ালান্দ
>> সাতক্ষীরা→→→→ সাতঘরিয়া
>> মহাস্থানগড়→→→ পুন্ড্রবর্ধন
>> ময়নামতি→→→ রোহিতগিরি
>> সোনারগাঁও→→→→ সুবর্ণগ্রাম
>> পদ্মা→→→→ কীর্তিনাশা
>> যমুনা→→→→ জোনাই নদী
>> ব্রহ্মপুত্র→→→→লৌহিত্য
-------------------------------------
>> বুড়িগঙ্গা→→→দোলাই নদী/খাল
>> সোনারগাঁও→→→→ সুবর্ণগ্রাম
>> ময়নামতি→→→ রোহিতগিরি
>>বরিশাল→→→চন্দ্রদ্বীপ/বাকলা
>> লালবাগ দূর্গ→→তেহাবাগ দূর্গ
>> নোয়াখালী →→→ সুধারামপুর
>> ময়মনসিংহ →→ নাসিরাবাদ
>> কুমিল্লা→→→→ ত্রিপুরা
>> সিলেট→→→শ্রীহট্ট/ জালালাবাদ
>> কুষ্টিয়া→→→→ নদীয়া
>>মুজিবনগর→→→বৈদ্যনাথতলা
>> বাগেরহাট→→→খলিফাতাবাদ
>> আসাদ গেট→→→ আইয়ুব গেট
>> সাতক্ষীরা→→→→ সাতঘরিয়া
>> শেরে বাংলা নগর→আইয়ুব নগর
>> রাঙামাটি→→→ →হরিকেল
>>সেন্ট
মার্টিন→→নারিকে লজিঞ্জিরা
>> নিঝুম দ্বীপ→→→ বাউলার চর
>> কক্সবাজার→→→→ ফালকিং>>
**********************************************************
 ১। 'সেলিবিস দ্বীপ' কোন
সাগরে অবস্থিত?
- আরব সাগর
২। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ
থাকে?
-২টি
৩। ধান
উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের
অবস্থান কততম ? - চতুর্থ
৪। রেনেসাঁসের শেষ কবি কে? -
মিল্টন
৫। গডউইন অস্টিন কি? - পৃথিবীর
দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ।
৬। আন্তর্জাতিক শিশু পল্লীর
প্রতিষ্ঠাতা কে?
- হারম্যান মেইনার
৭। পাকিস্তানের
সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
- রেঞ্জার্স
৯। বর্তমান বিশ্বে আলোচিত
'গুয়ানতানামো বে' কী? -
কারাগার
১০। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
দেশ কোনটি?
- ভ্যাটিকান সিট
১১।কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
- শুক্র গ্রহে।
১২।কোন গ্রহে দুইবার সূর্য উদয় হয়?-
বৃহস্পতি।
১৩।কোন শহরকে দিনে দুইবার ধৌত
করা হয়?
- সিঙ্গাপুরকে।
১৪।কোন গ্রহে দুইবার সূর্য অস্ত যায়? -
শুক্র গ্রহে।
১৫।বাংলাদেশের কোন
জেলাটি নদীপথে সরাসরি ঢাকার সাথে যুক্ত নয়?
- রাঙামাটি।
১৬।বাংলাদেশের
সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? -
কক্সবাজার।
১৭। 'রংধনু ' কি? -
বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপের
ভাসমান হাসপাতাল
১৮। 'অভ্র কী-বোর্ড' এর জনক কে? -
মেহেদী হাসান খান
১৯। ' বেশতো' কি? -
বাংলা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।
*************************************************** **************
সাধারন জ্ঞান…………………………………………………… smile emoticon
১. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থের নাম কি? উত্তর : সেলিনিয়াম
২. কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা? উত্তর : ২৪-ক্যারেট
৩. কোন ধাতু দিয়ে তার বানানো সহজতর? উত্তর : তামা
৪. সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর : লিথিয়াম
৫. ভূ-পৃষ্ঠের সর্বত্র দিবা-রাত্রি সমান হয় কত তারিখে? উত্তর : ২৩ সেপ্টেম্বর
৬. অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি? উত্তর : জানুয়ারি
৭. বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর : ফেব্রুয়ারি
৮. পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘূর্ণনকে কি বলা হয়? উত্তর : আহ্নিক গতি


কবি সাহিত্যিকদের ছদ্মনাম

কবি সাহিত্যিকদের ছদ্মনা
1. মোজাম্মেল হক -শান্তিপুরের কবি
2. যতীন্দ্রনাথ বাগচী - দুঃখবাদের কবি
3. রবীন্দ্রনাথ ঠাকুর – বিশ্বকবি/ নাইট/
ভানুসিংহ
4. রাজশেখর বসু - পরশুরাম
5. রামনারায়ণ - তর্করত্ন
6. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অপরাজেয়
কথাশিল্পী
7. শেখ ফজলুল করিম - সাহিত্য বিশারদ, রত্নকর
8. শেখ আজিজুর রহমান - শওকত ওসমান
9. শ্রীকর নন্দী - কবিন্দ্র পরমেশ্বর
10. সমর সেন - নাগরিক কবি
11. সমরেশ বসু - কালকূট
12. সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের যাদুকর
13. সুনীল গঙ্গোপাধ্যায় - নীল লোহিত
14. সুধীন্দ্রনাথ দত্ত - ক্লাসিক কবি
15. সুকান্ত ভট্টাচার্য - কিশোর কবি
16. সুভাষ মুখোপাধ্যায় - পদাতিকের কবি
17. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী -
স্বপ্নাতুর কবি

‘‘বনলতা সেন’’

‘‘বনলতা সেন’’
__জীবনানন্দ দাশ
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরেরবনলতা সেন ।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, 'এতদিন কোথায় ছিলেন?'
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

পাঁচ মিশালী

পাঁচ মিশালী   ঃ 10

 #‎সৌরজগৎ‬ সম্পর্কে কিছু তথ্যঃ
১. সূর্যের ব্যাস কতো ?
= ১৩,৯৪,০০০ কিমি .
২. সূর্যের বয়স কতো ?
= প্রায় ৪৫০ কোটি বছর .
৩. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
= সূর্য .
৪. সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড় ?
= ১৩ লক্ষ গুন বড়
৫. সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা
পেয়ে থাকি ?
= ২০০ কোটি ভাগের এক ভাগ .
৬. সূর্য কোন ছায়াপথে অবস্থিত ?
= মিল্কিওয়েতে .
৭. সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমান
শক্তি হারাচ্ছে ?
= চার মিলিয়ন টন .
৮. বর্তমানে সৌরজগতে গ্রহ কয়টি ?
= ৮ টি .
৯. শনির ভূত্বক কিরূপ ?
= বরফাচ্ছন্ন
*********************************************************************
প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪
ঘণ্টা সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের
প্রধান অর্থনীতিবিদ কে এবং কত
তারিখে নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর
২০১২।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান
জেনারেল ইকবাল করিম ভুইয়া।
প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।
প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু
সেতুর নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট
অনুযায়ী বর্তমান বিশ্বের মোট
জনসংখ্যা কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।
প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব
জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী
জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ : ১.১% (২০১২-১৫)।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
দেশ কোনটি?
উ : চীন।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
দেশ কোনটি?
উ : ট্যুভালু।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম
মুসলিম দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম
মুসলিম দেশ কোনটি?
উ : মালদ্বীপ।
প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে
জাতিসংঘের পর্যবেক্ষক
রাষ্ট্রের স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।
প্রশ্ন : মেক্সিকোর নতুন
প্রেসিডেন্টের নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।
এডমিন: মবিন
******************************************************************
বিষয়: কবি সাহিত্যিকদের উপাধি
¤ কাজী নজরুল ইসলাম =
বিদ্রোহী কবি
¤ রবীন্দ্রনাথ ঠাকুর = বিশ্বকবি/
নাইট
¤ ঈশ্বরচন্দ্র = গদ্যের জনক/
বিদ্যাসাগর
¤ ভারতচন্দ্র = রায়গুনাকর
¤ বঙ্কিমচন্দ্র = সাহিত্য সম্রাট
¤ জীবনানন্দ দাস = রুপসী বাংলার
কবি
¤ ফররুখ আহমেদ = মুসলিম রেঁনেসার
কবি
¤ জসিম উদ্দিন = পল্লীকবি
¤ মধুসূদন দত্ত = মাইকেল
¤ বিহারীলাল চক্রবর্তী = ভোরের
পাখি
¤ সত্যেন্দ্রনাথ দত্ত = ছন্দের
যাদুকর
¤ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় =
অপরাজেয় কথাশিল্পী
¤ সুকান্ত ভট্টাচার্য = কিশোর কবি
¤ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ =
ভাষাবিজ্ঞানী
¤ বেগম রোকেয়া = মুসলিম
নারী জাগরণের অগ্রদূত
¤ আলাওল = মহাকবি/ কবিগুরু
¤ যতীন্দ্রনাথ বাগচি = দুঃখবাদের
কবি প্রিয়
**************************************************************************
গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান
১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয় কবে?
Ans ৩ সেপ্টেম্বর ২০১৪
২. সড়ক বিভাগ-এর বর্তমান নাম কি?
Ans . সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
৩. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে?
Ans ৩ আগস্ট ২০১৪
৪. জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে?
Ans . ৩ সেপ্টেম্বর ২০১৪
৫. বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ-এর নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত?
Ans:১৭জন
৬.দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কত?
Ans:৭জন
৭.ইনভেস্টমেন্ট করপেরারেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans:১৬সে: ২০১৪
৮. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রথম নারী উপাচার্য কে?
Ans অধ্যাপক খালেদা ইকরাম
৯. দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কতজন?
Ans . ৭ জন
১০. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৬ সেপ্টেম্বর ২০১৪
১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Ans . ১৬টি
১২. সংবিধান (ষোড়শ সংশোধন) আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৭ সেপ্টেম্বর ২০১৪
১৩.ইউরোপ কমিশনের বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans . হারমান ভ্যান রুম্পি
১৪. কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?
Ans কুড়িগ্রাম
১৫. কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
Ans কুষ্টিয়া
****************************************************************************
মুক্তিযুদ্ধেপ্রথম সশস্ত্র প্রতিরোধ
কারা গড়ে তোলেন?
উ. ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
ණ বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে?
উ. ১৭ এপ্রিল ১৯৭১।
ණ বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ. শহীদুল ইসলাম চৌধুরী।
ණ অস্থায়ী সরকারের সচিবালয় কোথায় ছিল?
উ. ৮ থিয়েটার রোড, কলকাতা।
ණ মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. তানভীর কবির।
ණ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘যুদ্ধে যাবার সময়’ রচিয়তা কে?
উ. মঞ্জু সরকার।
ණ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
উ. ১৩৭নং অনুচ্ছেদ।
ණ সন্ত্রাস দমন অধ্যাদেশ কবে জারি হয়?
উ. ১৫ সেপ্টেম্বর ১৯৯২।
ණ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়গঠিত হয় কবে?
উ. ১৯৯৪।
# বাংলাদেশ জাতিসংঘের
- ১৩৬তম সদস্য (১৯৭৪ সালে)
# বাংলাদেশ OIC’র সদস্যপদ লাভ করে
- ১৯৭৪ সালে
# বাংলাদেশ WTO’র সদস্যপদ লাভ করে
- ১৯৯৫ সালে.
****************************************************************************
বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ৩মার্চ১৯৭১,পল্টন ময়দানে।
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ? উঃ ৮ জানুয়ারী ১৯৭২।
এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার? উঃ জেনারেল ইয়াহিয়া খান।
সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? ৬জন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন? তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উঃ এম, মনসুর আলী।
মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে? উঃ তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ শেখ মুজিবর রহমান।
মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন? উঃ অধ্যাপক ইউসুফ আলী।
মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উঃ এমহোসেনআলী।
সাইমন ড্রিং কে ছিলেন? উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উঃ ১৮ এপ্রিল কলকতায়।
******************************************************************************
এক নজরে বিশ্বের বিখ্যাত জাদুঘরঃ
১. দি ব্রিটিশ মিউজিয়াম- লন্ডন
২. আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিষ্ট্রি-
নিউইয়র্ক
৩. ষ্টেট গ্যালারী - লন্ডন
৪. দি লুভ্যর মিউজিয়াম- প্যারিস
৫. মিউজিয়াম অব চাইনিজ আর্টস- বেইজিং
৬. ইন্ডিয়া মিউজিয়াম- কলকাতা
৭. মিউজিও ডেল পেডো - মাদ্রিদ
৮. দি ষ্টেট মিউজিয়াম- নেদারল্যান্ড
৯. গিমে মিউজিয়াম- প্যারিস
************************************************************************
কিছু ভৌগলিক উপনামঃ
# ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
# উত্তরের ভেনিসঃ স্টকহোম
# দক্ষিণের রানীঃ সিডনি
# দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
# আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
# ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
# শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
# বজ্রপাতের দেশঃ ভুটান
# হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
# পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর,
সাত পাহাড়ের দেশঃ রোম
# দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক,
আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
************************************************************************
প্রশ্নঃ ‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
প্রশ্নঃ ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্নঃ ‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।

প্রশ্নঃ ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্নঃ ‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।

প্রশ্নঃ ‘তারাবাঈ’ নাটকটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।

প্রশ্নঃ ‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।

প্রশ্নঃ ‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।

প্রশ্নঃ ‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।

প্রশ্নঃ ‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক
কে?
উঃ E. M. Milford।

প্রশ্নঃ ‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।

প্রশ্নঃ ‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।

প্রশ্নঃ ‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্নঃ ‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।

প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

*******************************************************************
বাংলাদেশ
1. বাংলাদেশের সাংবিধানিক নাম
► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

2. বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে
► ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর

3. বাংলাদেশের রাজধানী
► ঢাকা

4. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী
► চট্টগ্রাম

5. বাংলাদেশের আয়তন
► ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
► ৫৬,৯৭৭ হাজার বর্গমাইল

6. আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান
► ৯০তম

7. বাংলাদেশের আইন পরিষদের নাম
► পার্লামেন্ট
► জাতীয় সংসদ

8. বাংলাদেশের বিভাগ সংখ্যা
► ৭টি

9. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা
► 11 টি

10. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
► ৩২টি,
স্থল সীমার দৈর্ঘ্য
► ২,৪০০ বর্গ কি.মি.

11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে
► ভারত - ৯২%
► মায়ানমার - ৮%

12. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার
► ১.৩২%

13. বাংলাদেশের মানুষের গড় আয়ু
► ৬৬.৮ বছর

14. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়
► ১০৪৪ মার্কিন ডলার

15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত
► ২০৩ সে.মি

16. বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ
► নদীর সংখ্যা ২০৩ টি
► ছোট - বড় মোট ৮০০ টি নদী ও খাল রয়েছে

17. বাংলাদেশের মানুষের গড়পড়তার হার
► ৫৪৮% (সূত্র- অর্থনৈতিক সীমানা ২০১০ ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যান বেইস=৬৫.৫%)

18. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান
► নবম

19. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়
► সিলেট জেলার লালখানে

20. সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়
► নাটোর জেলার লালপুরে



জাতিসংঘ

জাতিসংঘ

 ১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে===মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে====== মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে=== ১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে==মহাসচিব
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়=== নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়=== জেনেভা,সুইজারল্যান্ড
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন=== জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি==ডব্লিউ হ্যারিসন
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে ==২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে===২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা===আর্চিবাল্ড ম্যাকলেল্স(Archibald Maclelsh) স্বাক্ষরিত হয়।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়== ২৪শে অক্টোবর
১৩.. জাতিসংঘের প্রত্যেক দেশ কোন পরিষদের সদস্য== সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে== সভাপতি
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়==লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়==১ বছরের জন্য
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়==সেপ্টম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত==== ১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ৫টি=== চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়===২বার
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়==২ বছরের জন্য
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়==১ মাসের জন্য
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়==৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সাধারণত অধিবেশনে বছরে কয়বার বসে===বছরে দু'বার একমাস ব্যাপী।
২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়==৩ বছরের জন্য।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি===৫৪টি
২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়===১৮টি
২৮.আন্তার্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়== ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে
২৯. আন্তার্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত==১৫ জন
৩০. আন্তার্জাতিক আদালতের বিচারকেদির মেয়াদকাল==৯ বছর
৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ৬টি== ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ।
৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়=== সাধারণ পরিষদে।
৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে==== ৫১টি দেশ।
৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে=== : ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন== ইংরেজি অথবা ফরাসি।
৩৬. জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান=== দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।
৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি=== মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।
৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি===ট্রুভ্যালু
৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের
প্রতিষ্ঠাতা সদস্য হয়=== পোল্যান্ড।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত=== টোকিও (জাপান)।
৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে=== মহাসচিব।
৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে==== সাধারণ পরিষদের।
৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান====দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত===১৭ একর।
৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী===সদস্য দেশসমূহের চাঁদা।
৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন=নিরাপত্তা পরিষদের।
৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে===কফি আনান (ঘানা) (৭ম)।
৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন=== মিয়ানমার।
৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত==নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে== ২৯তম।

.সাধারণ জ্ঞান

.সাধারণ জ্ঞান  (আন্তর্জাতিক)........................
১, পৃথিবীর সর্ববৃহৎ গনতান্ত্রিক রাস্ট্র কোন দেশ? উঃ ভারত
২, নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী রাষ্ট্র কোনটি? উঃ নিউজিল্যান্ড
৩, GIZ কোন দেশের সংস্থা? উঃ জার্মানি
৪, পুর্ব তিমুর কোন দেশ থেকে বিছিন্ন হয়ে স্বাধীন হয়? উঃ ইন্দোনেশিয়া
৫, ADR এর পূরণ রূপ? উঃ Alternative Dispute Resolution
৬, 'বন্দর আব্বাস'- কোন দেশের সমুদ্র বন্দর? উঃ ইরান
৭, বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? উঃ নিউইয়র্ক
৮, আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? উঃ কাস্পিয়ান সাগর
৯, সার্কভুক্ত দেশের সংখ্যা কত? উঃ ৮
১০, বাংলাদেশ জাতিসংঘ এর কততম সদস্য? উঃ ১৩৬
১১, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে? উঃ ব্রাজিল
১২, পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? উঃ ভারত
১৩, বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি? উঃ নাফ
১৪, Who won the First Twenty-20 World Cup? উঃ India
১৫, World's largest Foreign Exchange Reserve is in-? উঃ China
১৬, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? উঃ ইন্দোনেশিয়া
১৭, Line of control --নিন্মের কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? উঃ ভারত ও পাকিস্তান
১৮, ইবনে বতুতা কোন দেশের পর্যটক? উঃ মরক্কো
১৯, 'নাগা' কোন দেশের গেরিলা ? উঃ ভারত
২০, নিচের কোন দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বেসরকারি মালিকানা আছে? উঃ জাপান

পাঁচ মিশালী

 পাঁচ মিশালী

© চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তরঃ রংপুর অঞ্চলের গান।
-
© বাংলা সস্কৃতির অন্তর্ভূক্ত গান নয় কোনটি?
উত্তরঃ পপ গান।
-
© বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উত্তরঃ অলক রায় ।
-
© বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে ?
উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ কে।
-
© রংপুর রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উত্তরঃ ঝুমুর নৃত্য।
-
© বিভিন্ন ভাষার সঙ্গীতে অন্যান্য সাধারণ বাংলাদেশের গায়িকা কে ?
উত্তরঃ রুনা লায়লা।
-
© শিশু স্বর্গ ’ কি ?
উত্তরঃ এস.এম. সুলতান এর নিজ বাড়ি নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠান।
-
© বাংলা একাডেমী মূল ভবনের পুরাতন নাম কি ছিল ?
উত্তরঃ বর্ধমান হাউজ ।
-
© বাংলা টম্পা গানের জনক কে?
উত্তরঃ নিধু বাবু।
-
© মরমী কবি নামে পরিচিত কে ?
উত্তরঃ হাসান রাজা।
-
© প্রথম মুসলমান চলচিত্রকার কে ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
-
© জাতীয় স্মৃতি সৌধ’ কে উদ্বোদন করেন ?
উত্তরঃ হুসাইন মুহাম্মদ এরশাদ
-
© বাঙ্গালী জাতির পরিচয় কি হিসেবে?
উত্তরঃ সংকর জাতি হিসেবে।
-
© ময়ূর সিংহাসন’ নির্মাণ করেন কে?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
-
© ঢাকা গেইট কে নির্মাণ করেন।
উত্তরঃ মীর জুমলা।
-
© ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ ইসলাম খান।
-
© লাখ বক্স’ বলা হত কাকে?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক কে।
-
© বারো আউলিয়ার শহর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম।
******************************************************
© চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তরঃ রংপুর অঞ্চলের গান।
-
© বাংলা সস্কৃতির অন্তর্ভূক্ত গান নয় কোনটি?
উত্তরঃ পপ গান।
-
© বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উত্তরঃ অলক রায় ।
-
© বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে ?
উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ কে।
-
© রংপুর রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উত্তরঃ ঝুমুর নৃত্য।
-
© বিভিন্ন ভাষার সঙ্গীতে অন্যান্য সাধারণ বাংলাদেশের গায়িকা কে ?
উত্তরঃ রুনা লায়লা।
-
© শিশু স্বর্গ ’ কি ?
উত্তরঃ এস.এম. সুলতান এর নিজ বাড়ি নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠান।
-
© বাংলা একাডেমী মূল ভবনের পুরাতন নাম কি ছিল ?
উত্তরঃ বর্ধমান হাউজ ।
-
© বাংলা টম্পা গানের জনক কে?
উত্তরঃ নিধু বাবু।
-
© মরমী কবি নামে পরিচিত কে ?
উত্তরঃ হাসান রাজা।
-
© প্রথম মুসলমান চলচিত্রকার কে ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
-
© জাতীয় স্মৃতি সৌধ’ কে উদ্বোদন করেন ?
উত্তরঃ হুসাইন মুহাম্মদ এরশাদ
-
© বাঙ্গালী জাতির পরিচয় কি হিসেবে?
উত্তরঃ সংকর জাতি হিসেবে।
-
© ময়ূর সিংহাসন’ নির্মাণ করেন কে?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
-
© ঢাকা গেইট কে নির্মাণ করেন।
উত্তরঃ মীর জুমলা।
-
© ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ ইসলাম খান।
-
© লাখ বক্স’ বলা হত কাকে?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক কে।
-
© বারো আউলিয়ার শহর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম।
**********************************************************************
১, সর্বপ্রথম " বাংলা " শব্দটি কোথায় ব্যবহৃত হয়?
উঃ আবুল ফজলের " আইন ই আকবরি " তে ৷
২, সর্বপ্রথম বাংলা লিপির স্পষ্ট আভাস কোথায় পাওয়া যায়?
উঃ দশম শতকে মহীপালের বাণগড় লিপিতে ৷
৩, বাংলা ভাষা কোন মূল ভাষা থেকে জন্ম নিয়েছে?
উঃ ইন্দো ইউরোপীয় ৷
৪, "পালি " কোন সময়কালের ভাষা?
উঃ খ্রিঃ পূঃ ৬০০— ২০০ অব্দের ৷
৫, "পালি " ভাষার নিদর্শণ কি কি?
উঃ অশোকের শিলালিপি ও বৌদ্ধদেবের উপদেশাবলি ৷
৬, "প্রাকৃত " ভাষা কোন সময়ের ভাষা?
উঃ খ্রিঃ পূঃ ২০০— ৬০০ খ্রিস্টাব্দের ৷
৭, "প্রাকৃতের" প্রধান শাখা কি কি?
উঃ প্রধান শাখা ৪টি ৷
ক, উত্তর পশ্চিমা ( পৈশাচী)
খ, দক্ষিণ পশ্চিমা (শৌরসেনী,মহারাষ্ট্রী)
গ, প্রাচ্যা (মাগধী)
ঘ, মধ্য প্রাচ্যা (অর্ধ মাগধী)
৮, "সুভাষিত রত্নকোষ " কে সংকলন করেন?
উঃ বিদ্যাধর ৷
৯, "সুভাষিত রত্নকোষ "এ কত জন কবির কতগুলি প্রকির্ণ শ্লোক গৃহীত হয়েছে?
উঃ প্রায় ১৫০ জন কবির ১৭৩৮ টি ৷
১০, "সুভাষিত রত্নকোষ " এর অংশবিশেষ কি নামে পরিচিত?
উঃ " কবীন্দ্রবচন সমুচ্চয় "
১১, " কবীন্দ্রবচন সমুচ্চয় " সংকলনটির সম্পাদক কে?
উঃ F.W.Tomas
১২, " কবীন্দ্রবচন সমুচ্চয় " এ মোট কতগুলি কবিতা আছে?
উঃ ৫২৫ টি ৷
প্রথম অংশ এটি এর পর "সদুক্তি কর্ণামৃত " থেকে লক্ষণ সেনের সভাসদ গন ৷
*******************************************************************
★ সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান -- দুধে।
★ রক্তশূন্যতা দেখা দেয় -- অায়রনের অভাবে।
★ দুধের রং সাদা হয় -- প্রোটিনের জন্য।
★ ভিটামিন সি এর রাসায়নিক নাম -- অ্যাসকরবিক
এসিড।
★ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় -- অ্যামাইনো এসিড।
★ কচুশাকে বেশি থাকে -- লৌহ।
★ সুষমখাদ্যে শর্করা, অামিষ ও চর্বি জাতীয় খাদ্যের
অনুপাত -- ৪:১:১।
★ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে -- খনিজ
পদার্থ ও ভিটামিন।
★ সবচেয়ে বেশি পাটাশিয়াম পাওয়া যায় -- ডাবে।
★ মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে -- ভিটামিন সি এর
অভাবে।
★ মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন -- অামিষ জাতীয়
খাদ্যে।
★ সূর্য কিরণ হতে পাওয়া যায় -- ভিটামিন ডি।
★ ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে -- অ্যালবুমিন।
★ অামিষের কাজ -- দেহ কোষ গঠনে সহয়তা করা।
★ মোটামুটি সম্পূর্ণ বা অাদর্শ খাদ্য বলা হয় -- দুধকে।
★ কোলেস্টরল -- এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
★ হাড় ও দাত তৈরির জন্য প্রয়োজন -- ডি ভিটামিন।
★ ভিটামিন ডি এর অভাবে -- রিকেটস রোগ।
★ অস্থির বৃদ্ধির জন্য পোয়োজন -- ক্যালসিয়াম।
★ মলা মাছে থাকে -- ভিটামিন ডি।
***************************************************************************
সাম্প্রতিক বিষয়-----
১. বর্তমানে দেশে ব্যাংক-বহির্ভূত
আর্থিক প্রতিষ্ঠান কতটি?
‪#‎উ‬. ৩৩টি
২. বাঘ গণনা জরিপ-২০১৫,সুন্দরবনে
বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা
#উ. ১০৬টি
৩. IUCN-এর জরিপ অনুযায়ী, বর্তমানে
দেশে হাতির সংখ্যা?
#উ. ২০০টি
৪. ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
#উ. ১আগস্ট ২০১৫
৫. বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে
অমীমাংসিত সীমানা কত এবং এলাকাটি
কোথায় অবস্থিত?
#উ. ২কিমি এবং মুহুরীর চর(ফেনী)
৬. ২০১৭ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল
কোন শহর?
#উ. কোনাক্রি(গিনি)
৭. ১০আগস্ট ২০১৫ থেকে গুগল যে
কোম্পানির অধীন-
#উ. অ্যালফাবেট
৮. বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত
বিমানবন্দরের নাম কি?
#উ. কোচিন আন্তর্জাতিক
বিমানবন্দর,ভারত
৯. ঘূর্ণিঝড় 'কোমেন' বাংলাদেশে আঘাত
হানে কবে?
#উ. ৩০ জুলাই ২০১৫
১০. বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী
কেন্দ্র (BCFEC) কোথায় নির্মিত হবে?
#উ. পূর্বাচল, ঢাকা
   
*******************************************************************
1)সীসমোগ্রাফ=ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার
যন্ত্র। 2)ব্যারোমিটার= বায়ুর গতি মাপার যন্ত্র।
3)সেক্সট্যান্ট = অক্ষাংশ মাপার যন্ত্র।
4)ক্রোনোমিটার = সময় মাপার যন্ত্র।
5)থার্মোমিটার = তাপমাত্রা মাপার যন্ত্র।
6)ক্যালরিমিটার = তাপ মাপার যন্ত্র।
7)ল্যাক্টোমিটার =দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
8)ভেলাডোমিটার = বেগ মাপার যন্ত্র।
9)স্পিডোমিটার = দ্রুতি মাপার যন্ত্র।
10)এক্সিলারোমিটার = ত্বরণ মাপার যন্ত্র।
11)হাইড্রোমিটার= পানির ঘনত্ব মাপার যন্ত্র।
12)রিখটার স্কেল =ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
13)ওডোমিটার/Rain Gauge = বৃষ্টিপাত মাপার যন্ত্র।
14)টেকোমিটার=উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
15)পাইটোমিটার= জল জাহাজের গতি মাপার যন্ত্র।
16)এনিমোমিটার =বায়ুর গতি মাপার যন্ত্র।
17)এটিনোমিটার= শব্দের গতি মাপার যন্ত্র।
18)ফটোটেলিগ্রাফ= আলোর গতি মাপার যন্ত্র।
******************************************************************  
★ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? =১৮২৯ সালে
★চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? =১৮২৯ সালে
★রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? =১৮২৯ সালে
★খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? =১ অক্টোবর ১৯৬০ সালে
★বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?=১ জানুয়ারী ১৯৯৩ সালে
★সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?=১ আগস্ট ১৯৯৫সালে
★রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?=২৫ জানুয়ারি ২০১০ সালে
*******************************************************************
  

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান  (জাতীয়)
১, প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? উঃ ১৯৭৪
২, স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উঃ শহীদ মিনার
৩, বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি? উঃ বরেন্দ্র গবেষণা যাদুঘর
৪, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? উঃ বেনাপোল
৫, বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে? উঃ ২০ লাখ
৬, বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে? উঃ ১ জন
৭, বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে? উঃ ৪০
৮, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল? উঃ ১৪
৯, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? উঃ পঞ্চগড়
১০, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? উঃ শেরশাহ
১১, সুন্দরবন আসলে কোন ধরনের বন? উঃ ম্যানগ্রোভ
১২, পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে? উঃ মাকসুদুল আলম
১৩, কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? উঃ সুপ্রিম কোর্ট
১৪, শালবন বিহার কোথায়? উঃ কুমিল্লায়
১৫, পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? উঃ চাদ্পুর
১৬, দুই বার এভারেস্ট জয় করেন কে? উঃ মুহিত
১৭, পূর্বাশা দ্বীপের অপর নাম? উঃ দক্ষিণ তালপট্টি
১৮, মুজিবনগর অবস্থিত? উঃ মেহেরপুর
১৯, সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়? উঃ কক্সবাজার
২০, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী? উঃ রেডিমেড গার্মেন্টস

Saturday, September 12, 2015

বাংলাদেশের সর্বশেষ Updated কিছু তথ্য

বাংলাদেশের সর্বশেষ Updated কিছু তথ্যঃ

============================
১। দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে = ময়মনসিংহ বিভাগ।
২। দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।
৩। দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর।
৪। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা = ৪৯৩টি।
৫। বর্তমানে দেশে থানার সংখ্যা = ৬৩৬টি।
৬। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা = ৩১৯টি।
৭। বর্তমানে মাথাপিছু আয় = ১৩১৪ মার্কিন ডলার।
৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন।
৯। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা = ১১০টি।
১০। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা = ১২ জন।
১১। সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম = রাঙাপ্রভাত।
১২। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম =            এম ভি বাঙালি।
১৩। প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে =
 ঢাকার মহাখালীতে।
১৪। পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।
১৫। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় = স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ড

Tuesday, September 1, 2015

বাংলাদেশ বিষয়াবলি

বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা মাসের কত তারিখ ছিল?
উত্তর : ৮ ফাল্গুন।
প্রশ্ন : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
প্রশ্ন : পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদের ধারাবিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন : বাংলাদেশে প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
উত্তর : মহাস্থানগড়।
প্রশ্ন : কুমিল্লার বার্ড কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : আখতার হামিদ খান।
প্রশ্ন : রাখাইনদের বৃহৎ অংশ কোন জেলায় বাস করে?
উত্তর : কক্সবাজার।
প্রশ্ন : যমুনা নদীর পূর্ব নাম কী?
উত্তর :জোনাই।
প্রশ্ন : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'রক্তাক্ত বাংলা'-এর পরিচালক কে?
উত্তর : মমতাজ আলী।
প্রশ্ন : বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর : নবাব আবদুল লতিফ।
প্রশ্ন : বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তর : ১৯১১ সালে।
প্রশ্ন : বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহে।
প্রশ্ন : বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর :ঈশ্বরদী।
প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উত্তর : ১৩৭ নং অনুচ্ছেদ।
প্রশ্ন : কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উত্তর : মারমা।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ৫ নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
উত্তর :মেজর মীর শওকত আলী।
প্রশ্ন : পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তর : ১৯৫০ সালে।
প্রশ্ন : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা?
উত্তর : ভেঙ্গিভ্যালি।

একনজরে বনজ সম্পদ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও প্রশ্ন

একনজরে বনজ সম্পদ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও প্রশ্ন



★ বাংলাদেশের বন এলাকা বিভক্ত -- ৪টি অঞ্চলে, যথা- ৪টি অঞ্চলে, যথা- পাহাড়ী বনাঞ্চল, ম্যনাগ্রোভ বনাঞ্চল, সমতল এলাকার শাল বনাঞ্চল ও গ্রামীন বন।
★ একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভুমি -- সুন্দরবন।
★ বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় -- চট্টগ্রামে।
★ উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে -- ১০টি জেলায়।
★ বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় -- ১৯৭৯ সালে।
★ ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ -- শাল বা গজারী।
★ পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে গাছটি ক্ষতিকারক -- ইউক্যলিপটাস।
★ পাহাড়ী বনাঞ্চলের আয়তন -- ১৫,৬৬,৯৩৫ একর।
★ ম্যানগ্রোভ বনের আয়তন -- ১৪,০৫,০০০ একর।
★ শাল বনাঞ্চলের আয়তন -- ২,৮১,৯৫৩ একর।
★ বাংলাদেশের মোট আয়তনের যত অংশ বনাঞ্চল -- প্রায় ১৭ শতাংশ।
★ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল
থাকা প্রয়োজন মোট ভুমির -- ২৫ শতাংশ।
★ বাংলাদেশের বৃহত্তম বনভূমি -- পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
★ সুন্দরবনের মোট আয়তন -- ৬০১৭ বর্গ কি. মি।
★ সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি -- সুন্দরী।
★ মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ -- শাল বা গজারী।
★ যে কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় -- গেওয়া।
★ ধুন্দল গাছের কাঠ থেকে প্রস্তুত করা হয় -- পেন্সিল।
★ যে গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় -- গরান।
★ যে জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায় -- বাঁশ জাতীয় গাছ।
★ ভাওয়াল বনাঞ্চল অবস্থিত -- গাজীপুর জেলায়।
★ যে গাছকে সুর্যের কন্যা বলা হয় -- তুলা গাছকে।
★ দেশের যে বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয় -- পার্বত্য বনাঞ্চল।
★ বরেন্দ্র ভুমিতে যে গাছ সবচেয়ে বেশি -- শাল গাছ।
★ দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হয় -- ১৭ জানুয়ারী২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
★ সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত -- বাংলাদেশ (৬২%) - ভারত (৩৮%)।
★ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম -- বৈলাম গাছ।

গুরুত্বপূর্ন কিছু দেশের পার্লামেন্টের নাম


গুরুত্বপূর্ন কিছু দেশের পার্লামেন্টের নাম
=================_==============
১. বাংলাদেশ= জাতীয় সংসদ
২. পাকিস্তান= মজলিস-ই-শূরা
৩. অস্ট্রেলিয়া= পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ
৪. জার্মানী= রিকসটেগ
৫. ইরান= মজলিস
৬. স্পেন= জেনারেল কোর্টস
৭. ইতালি= পার্লামেন্টো ইতালিয়ানো
৮. চীন= ন্যাশনাল পিপলস কংগ্রেস
৯. জাপান= ডায়েট
১০. আয়ারল্যান্ড= হাউজ অব দ্য ওরিয়াখটাস
১১. ইসরাইল= নেসেট
১২. নেপাল= কনস্টিটিউয়েন্ট এসেম্বলি
১৩. ইন্দোনেশিয়া= পিপলস কনসালটেটিভ এসেম্বলি
১৪. তাইওয়ান= উয়ান
১৫. মঙ্গোলিয়া= স্টেট গ্রেট খুরাল
১৬. আলবেনিয়া= কুভেনদি।
১৭. মায়ানমার= পিদাংসু হুততাও।

Monday, August 31, 2015

36th B.C.S preparation

36th B.C.S preparation:
-----------------------------------------
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ১৯ মার্চ , ১৯৭২
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ২৫ বছরের জন্য
**গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় –
বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া
**ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় – 
৩১ তম অধিবেশনে
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ডিসেম্বর, ১৯৯৭
**পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে –
বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ আবুল
হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য
**চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে
জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ( সন্তু লারমা )
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় –
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে
*শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮
*শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ জানুয়ারি, ১৯৯৮
*পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী
আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন
*পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের
চেয়ারম্যানের পদ মর্যাদা – একজনপ্রতিমন্ত্রীর সমান
*SOFA এর পূর্ণরূপ – ‍Status of Forces Agreement
*HANA এর পূর্ণরূপ – Humanitarian Assistance Needs Assesment
*বাংলাদেশ যুক্তরাষ্ট্র HANA চুক্তি
*স্বাক্ষরিত হয় – আগষ্ট ১৯৯৮ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরিত করে – ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি চুক্তি স্বাক্ষরকারী – ১২৯ তম দেশ
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে – ৭ মার্চ, ২০০০
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকরী – ২৮ তম
*বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে – ৮ মে, ১৯৯৯
*বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল
সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮
*বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল
 চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০
*বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য
সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০
**বাংলাদেশ-থাইল্যান্ড আসামি
প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় – ৯ জুলাই, ১৯৯৮
**ঢাকা-কলকাতা বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় – ১৭ জুন, ১৯৯৯

Sunday, August 30, 2015

বাংলাদেশের ফেইসবুক

 বাংলাদেশের ফেইসবুক


কেউ যদি আপনার নাম ও ছবি
ব্যবহার করে অশ্লীল পেইজ চালায়
অথবা কেউ যদি আপনাকে উত্যক্ত করে, আপনি
BTRC তে ফোন করে কমপ্লেইন
করবেন। ২৪ ঘন্টার মধ্যে একশন নিবে,
৩ দিনের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশের ফেইসবুক BTRC
থেকে অপারেট করা হয়... Bangladesh
Telecommunicati on Regulatory Commission (BTRC)

আইইবি ভবন ৫ থেকে ৭ তলা,
রমনা, ঢাকা--১০০০
ফোন +৮৮০৯৬১১১১১ 01731159814
ফ্যাক্স  +৮৮০২৯৫৫৬৬৭৭ Email: btrc@btrc . gov
 বন্ধুদের জানিয়ে  দিন।

.

বিভিন্ন শীর্ষ বিষয়ক

 বিভিন্ন শীর্ষ বিষয়ক

১। তেল উত্পাদনে শীর্ষ
দেশ--- রাশিয়া।
২। খনিজ তেলের প্রধান শীর্ষ
রপ্তানী কারক --–সৌদি আরব ।
৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ---
ভেনিজুয়েলা।
৪। তেল আমদানিতে শীষ দেশ---
যুক্তরাষ্ট্র
৫।তেল ব্যবহারে শীষ দেশ--- যুক্তরাষ্ট্র ।
৬। ওপেকের সদস্য--- ১২ টি ।
৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ –--কিউবা ।
৮। চিনির আধার বলা হয় --- কিউবাকে ।
৯। পৃথিবীর প্রধান অভ্র
রপ্তানীকারক দেশ-- ভারত ।
১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ --
ইরান।
১১। বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন
হয় --চীন।
১২। বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন
হয় --ভারত ।
১৩। বিশ্বের প্রধান
তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
১৪। সবচেয়ে বেশী কফি উত্পন্ন হয়--
ব্রাজিলে ।
১৫। পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়
--এশিয়া মহাদেশে।
১৬। পৃথিবীর বৃহত্তম হীরক
খনি অবস্থিত--কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা
১৭। পৃথিবীর সবচেয়ে বেশী পাট
উৎপন্ন হয় --ভারতে
১৮। লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান
দেশ --চীন ।
১৯। সবচেয়ে বেশি সোনা উত্পন্ন হয়---
চীনে ।
২০। সবচেয়ে বেশী চাল রপ্তানী করে---
থাইল্যান্ড

Friday, August 28, 2015

বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন

 বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন


১/ অমিত ও লাবন্য চরিত্র দুটির রচয়িতা কে? 
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
২/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি।
৩/ 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা? 
উঃ আত্ম-জীবনীমূলক রচনা।
৪/ আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে।
৫/ শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬/ 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য।
৭/ 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন? 
উঃ ড. নীলিমা ইব্রাহীম।
৮/ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব।
৯/ 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন।
১০/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে।
১১/ 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
১২/ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? 
উঃ শামসুর রাহমান।
১৩/ 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? 
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১৪/ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে? 
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫/ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে? 
উঃ আবদুল্লাহ আল মামুন।
১৬/ 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ -- উঃ মনস + ঈষা।
১৭/ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে? 
উঃ মামুনুর রশীদ।
১৮/ 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
১৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? 
উঃ বনফুল (১৮৮০)।
২০/ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? 
উঃ সমাপ্তি।
২১/ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে? 
উঃ সেলিনা হোসেন।
২২/ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে? 
উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২৩/ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? উঃ ফেরদৌসী।
২৪/ শাহনামা কোন ভাষায় রচিত? উঃ ফারসি।
২৫/ 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে? উঃ মোজাম্মেল হক।

কোন ফলে কোন এসিড

কোন ফলে কোন এসিড
.
১.লেবু → সাইট্রিক এসিড
.
২.আপেল → ম্যালিক এসিড
.
৩.তেতুল → টারটারিক এসিড
.
৪.পেয়ারা → এসকরবিক এসিড
.
৫.আমড়া → এসকরবিক এসিড
.
৬.টমেটো → ম্যালিক এসিড
.
৭.কমলা → এসকরবিক এসিড
.
৮.কামরাঙ্গা →এসকরবিক এসিড
.
৯.আমলকি → অক্সালিক এসিড
.
১০.আঙ্গুর → টারটারিক এসিড