বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন
১/ অমিত ও লাবন্য চরিত্র দুটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
২/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি।
৩/ 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?
২/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি।
৩/ 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?
উঃ আত্ম-জীবনীমূলক রচনা।
৪/ আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে।
৫/ শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬/ 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য।
৭/ 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন?
৪/ আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে।
৫/ শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬/ 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য।
৭/ 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন?
উঃ ড. নীলিমা ইব্রাহীম।
৮/ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব।
৯/ 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন।
১০/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে।
১১/ 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
১২/ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
৮/ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব।
৯/ 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন।
১০/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে।
১১/ 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
১২/ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
উঃ শামসুর রাহমান।
১৩/ 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
১৩/ 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১৪/ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
১৪/ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫/ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
১৫/ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
উঃ আবদুল্লাহ আল মামুন।
১৬/ 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ -- উঃ মনস + ঈষা।
১৭/ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
১৬/ 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ -- উঃ মনস + ঈষা।
১৭/ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
উঃ মামুনুর রশীদ।
১৮/ 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
১৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
১৮/ 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
১৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উঃ বনফুল (১৮৮০)।
২০/ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
২০/ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
উঃ সমাপ্তি।
২১/ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে?
২১/ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে?
উঃ সেলিনা হোসেন।
২২/ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে?
২২/ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে?
উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২৩/ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? উঃ ফেরদৌসী।
২৪/ শাহনামা কোন ভাষায় রচিত? উঃ ফারসি।
২৫/ 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে? উঃ মোজাম্মেল হক।
২৩/ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? উঃ ফেরদৌসী।
২৪/ শাহনামা কোন ভাষায় রচিত? উঃ ফারসি।
২৫/ 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে? উঃ মোজাম্মেল হক।
No comments:
Post a Comment