Sunday, August 9, 2015

খুবই গুরুত্বপূর্ন

 খুবই গুরুত্বপূর্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রচিত গ্রন্থ সমূহ:
ওরা টোকাই কেন?
বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম
দারিদ্র বিমোচন ও কিছু ভাবনা
আমার স্বপ্ন আমার সংগ্রাম
আমরা জনগণের কথা বলতে এসেছি
বৃহত্ জনগোষ্ঠির জন্য উন্নয়ন
সামরিক তন্ত্র বনাম গণতন্ত্র
বিপন্ন গণতন্ত্র ,লাঞ্ছিত মানবতা
সহেনা মানবতার অবমাননা
Who is the father of my son?,
People and democracy,
Living with tears
✿-----------------------✿-----------------------✿

বঙ্গবন্ধু উপগ্রহ:
বিটিআরসির "বঙ্গবন্ধু উপগ্রহ" প্রকল্পের আওতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ, যাতে টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দেয়ার জন্য ৪০টি ‘ট্রান্সপন্ডার’ থাকবে।
২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬৮ কোটি টাকা, যার মধ্যে এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে যোগানো হবে।
এছাড়া প্রকল্প সাহায্য থেকে আসবে এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। এই ‘প্রকল্প সাহায্যের’ ব্যবস্থা করা হবে ‘বিডার্স ফাইন্যান্সিং’ এর মাধ্যমে ।
সর্বশেষ: ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট ইজারা নেওয়া হবে রাশিয়ার ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের কাছ থেকে। এতে খরচ হবে ২১৯ কোটি টাকা।

No comments:

Post a Comment