”বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ”
<>------.
• ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার ছিল?-
>> শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল?-
>> বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন?-
>> এম এ জি ওসমানী।
• বাংলাদেশে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে?-
>> ১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?-
>> সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না,মাটি চাই’ কার উক্তি?-
>> ইয়াহিয়া খানের।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অধীনে ছিল?-
>> দুই ও তিন নং সেক্টর।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?-
>> মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?-
>> পাকিস্তানের করাচি শহরের মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে ঘটিত হয়?-
>> ২১ নভেম্বর, ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?- যশোর;
>> ৬ ডিসেম্বর ১৯৭১।
• দেশের একমত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে?-
>> ইউ কে চিং।
• তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?-
>> ১১ নং (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় )।
• স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম উপাধি লাভ করেন কতজন?-
>> ৬৮ জন (৬৮+১=৬৯ জন) (বীর বিক্রম-১৭৫ জন; বীর প্রতীক- ৪২৬ জন)।
• বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিলনা?-
>> ১০ নং।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি?-
>> কানাডা।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?-
>> ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
• ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কত লাইনের?-
>> ১৫১ লাইনের (রচয়িতা- এলেন গিন্সবারগ)।
************************************************
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
.
1/নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ।
2/ভাটির দেশ বলা হয় কোন দেশ কে ?
– বাংলাদেশ।
3/সোনালী আশের দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ ।
4/মসজিদের শহর বলা হয় কোন শহরকে ? - ঢাকা।
5/রিক্সার নগরী বলা হয় কোন নগরীকে? - ঢাকা।
6/৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - সিলেট
7/বারো আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - চট্রগ্রাম
8/বাংলাদেশের বাণিজ্যক রাজধানী নাম কি? - চট্টগ্রাম।
9/বাংলাদেশে প্রবেশ দ্বার কোন টি?
- চট্টগাম বন্দর।
10/উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি ? - বগুড়া।
11/পশ্চিমাবাহিনীর নদী বলা হয় কোন নদী কে? - ডাকাতিয়া বিল।
12/বাংলার শস্য বলা হয় কোন অঞ্চল কে? – বরিশাল।
13/বাংলার ভেনিস বালা হয় কাকে?
– বরিশালকে।
14/হিমালয়ের কন্যা বলা হয় কাকে? – পঞ্চগড়কে।
15/সাগর কন্যা বলা হয় কাকে? – কুয়াকাটা, পটুয়াখালীকে।
16/সাগর দ্বীপ বলা হয় কাকে? – ভোলাকে।
17/কুমিল্লার দু:খ বলা হয় কাকে ? – গোমতীকে।
18/বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? – কক্সবাজারকে।
19/প্রচ্যের ডান্ডি বলা হয় কাকে? –
নারায়ণগঞ্জকে।
20/বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে? – খুলনা ( চিংড়ি চাষের জন্য)।
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭
,
★নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮
,
★রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮
,
★বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯
উঃ বৃহস্পতির; ৬৭টি।
****************************************************
.
<>------.
• ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার ছিল?-
>> শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল?-
>> বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন?-
>> এম এ জি ওসমানী।
• বাংলাদেশে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে?-
>> ১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?-
>> সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না,মাটি চাই’ কার উক্তি?-
>> ইয়াহিয়া খানের।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অধীনে ছিল?-
>> দুই ও তিন নং সেক্টর।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?-
>> মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?-
>> পাকিস্তানের করাচি শহরের মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে ঘটিত হয়?-
>> ২১ নভেম্বর, ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?- যশোর;
>> ৬ ডিসেম্বর ১৯৭১।
• দেশের একমত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে?-
>> ইউ কে চিং।
• তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?-
>> ১১ নং (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় )।
• স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম উপাধি লাভ করেন কতজন?-
>> ৬৮ জন (৬৮+১=৬৯ জন) (বীর বিক্রম-১৭৫ জন; বীর প্রতীক- ৪২৬ জন)।
• বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিলনা?-
>> ১০ নং।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি?-
>> কানাডা।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?-
>> ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
• ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কত লাইনের?-
>> ১৫১ লাইনের (রচয়িতা- এলেন গিন্সবারগ)।
************************************************
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
.
1/নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ।
2/ভাটির দেশ বলা হয় কোন দেশ কে ?
– বাংলাদেশ।
3/সোনালী আশের দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ ।
4/মসজিদের শহর বলা হয় কোন শহরকে ? - ঢাকা।
5/রিক্সার নগরী বলা হয় কোন নগরীকে? - ঢাকা।
6/৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - সিলেট
7/বারো আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - চট্রগ্রাম
8/বাংলাদেশের বাণিজ্যক রাজধানী নাম কি? - চট্টগ্রাম।
9/বাংলাদেশে প্রবেশ দ্বার কোন টি?
- চট্টগাম বন্দর।
10/উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি ? - বগুড়া।
11/পশ্চিমাবাহিনীর নদী বলা হয় কোন নদী কে? - ডাকাতিয়া বিল।
12/বাংলার শস্য বলা হয় কোন অঞ্চল কে? – বরিশাল।
13/বাংলার ভেনিস বালা হয় কাকে?
– বরিশালকে।
14/হিমালয়ের কন্যা বলা হয় কাকে? – পঞ্চগড়কে।
15/সাগর কন্যা বলা হয় কাকে? – কুয়াকাটা, পটুয়াখালীকে।
16/সাগর দ্বীপ বলা হয় কাকে? – ভোলাকে।
17/কুমিল্লার দু:খ বলা হয় কাকে ? – গোমতীকে।
18/বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? – কক্সবাজারকে।
19/প্রচ্যের ডান্ডি বলা হয় কাকে? –
নারায়ণগঞ্জকে।
20/বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে? – খুলনা ( চিংড়ি চাষের জন্য)।
********************************************************************
¤ চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে?
উত্তর: চাকতাই খাল
¤ বরিশালের পুরাতন নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপ/ বাকলা/ ইসমাইলপুর
¤ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
¤ সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর: ১২ বর্গ কি:মি:
¤ কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
উত্তর: পটুয়াখালি
¤ মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদী
¤ মংলা সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫০
¤ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি?
উত্তর: মহেশখালি
¤ বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?
উত্তর: বরিশাল
**********************************************************************
বাসস - বাংলাদেশ সংবাদ সংস্থা। *
এপি -- এসোসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র। *
সিনহুয়া -- চীনের সংবাদ সংস্থা।
রয়টার -- যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। *
পিটিআই -- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
এ পি পি -- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান। *
তাস -- রাশিয়ার সংবাদ সংস্থা। *
ইরনা -- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী, ইরান।
ইনা -- ইরাকী নিউজ এজেন্সী, ইরাক। *
আনতারা -- ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা। *
ইউ এন আই -- ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, ভারত।
ইউ পি আই -- মার্কিন যুক্তরাষ্ট্র।
এ এফ পি -- এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স। *
এন সি এন এ -- নিউ চায়না নিউজ
এজেন্সি, চীন।
এম ই এন এ -- মিডল ইস্ট নিউজ এজেন্সী, মিশর।
জানা -- লিবিয়া সংবাদ সংস্থা।
সানা -- সিরিয়ার সংবাদ সংস্থা।
এ ডি এন -- জার্মানীর সংবাদ সংস্থা।
তানযুগ -- যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
নভেস্তি -- রাশিয়ার সংবাদ সংস্থা।
মেনা -- মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
সমাচার ভারতী -- ভারতের সংবাদ সংস্থা। *
এস পি এ -- সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব। *
হিন্দুস্থান সমাচার -- ভারতের সংবাদ সংস্থা।
( * = V,V,I )
**********************************************
★ সিডর( SIDR) :উত্তর: চাকতাই খাল
¤ বরিশালের পুরাতন নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপ/ বাকলা/ ইসমাইলপুর
¤ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
¤ সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর: ১২ বর্গ কি:মি:
¤ কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
উত্তর: পটুয়াখালি
¤ মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদী
¤ মংলা সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫০
¤ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি?
উত্তর: মহেশখালি
¤ বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?
উত্তর: বরিশাল
**********************************************************************
বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক
ক্রম
.
✎ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
✎ ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম
সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
✎ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে
বিশ্বের ৪র্থ বৃহৎ দেশ, ১০ কোটির উপর
জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ
✎ গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
✎ কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
✎ বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প
✎ পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী
দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
✎ সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
✎ বাংলাদেশের পোশাক শিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন
✎ বাংলাদেশ প্রথম সরকারীভাবে ঔষুধ
রপ্তানী করছে -- শ্রীলঙ্কায়।
✎ SREDA এর পূর্ণরুপ -- Sustainable & Renewable
Energy Development Authority
✎ পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ,
রাঙা প্রভাত হলো -- বাংলাদেশ
বিমানে যুক্ত হওয়া ৪ টি সুপরিসর
উড়োজাহাজ।
✎ বাংলাদেশ যত তম দেশ হিসাবে
ট্রান্সএশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক
চুক্তি স্বাক্ষর করে -- ২০ তম।
✎ বর্তমানে দেশে অনুমোদিত টিভি
চ্যানেলের সংখ্যা -- ৪১; এর মধ্যে
সরকারী ৩ টি।
✎ বর্তমান বিশ্বে আলু উৎপাদনে
বাংলাদেশের অবস্থান -- অষ্টম; ৮২
লাখ ১০ হাজার টন।
✎ দেশে প্রথমবারের মতো অস্তিমজ্জা
প্রতিস্থাপন (বোনম্যারো
ট্রান্সপ্লান্ট) করা হয় -- ১০.০৩.২০১৪ ইং
( ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যাপক
এম এ খান ও ম্যাসাচুসেটস জেনারেল
হাসপাতাল এর চিকিৎসক বিমলাংশু)।
✎ এলিট ফোর্স RAB এ বর্তমান
ব্যাটেলিয়ান এর সংখ্যা -- ১৪ টি।
✎ বাংলাদেশের সরকারী
বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী VC -- ড.
ফারজানা ইসলাম।
✎ বাংলাদেশের তৈরী ৫ টি
যুদ্ধজাহজ -- বানৌজা পদ্মা, অপরাজেয়,
অদম্য, অতন্দ্র এবং সুরমা।
✎ প্রথম বাংলাদেশ শিল্পকলা পদক
লাভ করেন -- প্রয়াত অভিনেতা খালেদ খান।
✎ বিজয়-৭১ ভাস্কর্য অবস্থিত --- যশোর।
✎ ১৪ জুন ২০১৩ দেশের ইলিশ গবেষণায়
প্রথম জাহাজ যুক্ত হয় --- এমএল রুপালী
ইলিশ।
✎ ‘টিএসি এভিয়েশন লিমিটেড’
নামে বৈমানিক প্রশিক্ষন ইনস্টিটিউট
চালু হয় --- সিলেটে ( ৭ জুন ২০১৩)।
✎ এনবিআর ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে --- ২৮ মে ২০১৩।
✎ বাংলাদেশে প্রথম নারী
ছত্রীসেনা (প্যারাট্রুপার) সম্মান অর্জন
করেন -- সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
✎ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু
জাতীয় আয় -- 1314 মার্কিন ডলার।
✎ দেশের নতুন সেনাপ্রধান -- লে. জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
✎ বাংলাদেশ বিমানবাহিনীর
নবনিযুক্ত প্রধান -- এয়ার মার্শাল মোহাম্মাদ ইনামুল বারী।
✎ দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মিত হচ্ছে -- আত্রাই।
✎ রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড
সংখ্যা -- ৩৩ টি (সাধারণ) ও ১১ টি (সংরক্ষিত)
✎ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
অবস্থিত -- রাজারবাগ, ঢাকা ।
✎ PPD এর পূর্ণরূপ -- Partners in Population and
Development
✎ Partners in Population and Development (PPD)
এর সদর দপ্তর -- ঢাকা, বাংলাদেশ ।
✎ সাপ্তাহিক "ইত্তেহাদ" এর সম্পাদক --
ভাষাসৈনিক অলি আহাদ ।
✎ সরকারি উদ্যোগে ইউনিকোড সুবিধাযুক্ত বাংলা ফন্টের নাম --
'আমার বর্ণমালা' ।
✎ গুগল বাংলাদেশে কার্যাক্রম শুরু
করে -- ৫ নভেম্বর ২০১২ সালে ।
✎ 'বেগম সুফিয়া কামাল' হল উদ্বোধন
করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ।
✎ 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য
অবস্থিত -- মাইকেল মধুসূদন কলেজ, যশোর
।
✎ ভাসমান হাসপাতাল "রংধনু" উদ্বোধন হয় -- ১৪ নভেম্বর, ২০১২ ।
✎ বস্ত্র আমদানিতে বাংলাদেশ বিশ্বে -- ১১ তম ।
✎ প্রস্তাবিত কর্ণফুলী টানেলের
সংযোগ সড়কসহ দৈর্ঘ্য -- ৯.০৯ কি.মি. (মূল
টানেলের দৈর্ঘ্য ৩.০৫ কি.মি.)।
✎ রপ্তানি বৃদ্ধির লক্ষে ২০১২-২০১৩
অর্থবছরে মোট যতটি পণ্য রপ্তানি
ক্ষেত্রে নগদ সহায়তা দেয়া হচ্ছে -- ১৫ টি ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ অবস্থিত -- ঠাকুরগাঁও ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ এর নকশা ও ডিজাইন -- শাহরিয়ার আলম ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধের ভাস্কর
-- স্বাধীন চৌধুরী ।
✎ আলাউদ্দিন আল আজাদ এর বিখ্যাত উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র -- বসুন্ধরা।
✎ বসুন্ধরা চলচ্চিত্রের পরিচালক -- সুভাষ দত্ত ।
✎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এর জনক --
ক্রম
.
✎ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
✎ ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম
সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
✎ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে
বিশ্বের ৪র্থ বৃহৎ দেশ, ১০ কোটির উপর
জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ
✎ গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
✎ কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
✎ বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প
✎ পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী
দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
✎ সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
✎ বাংলাদেশের পোশাক শিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন
✎ বাংলাদেশ প্রথম সরকারীভাবে ঔষুধ
রপ্তানী করছে -- শ্রীলঙ্কায়।
✎ SREDA এর পূর্ণরুপ -- Sustainable & Renewable
Energy Development Authority
✎ পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ,
রাঙা প্রভাত হলো -- বাংলাদেশ
বিমানে যুক্ত হওয়া ৪ টি সুপরিসর
উড়োজাহাজ।
✎ বাংলাদেশ যত তম দেশ হিসাবে
ট্রান্সএশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক
চুক্তি স্বাক্ষর করে -- ২০ তম।
✎ বর্তমানে দেশে অনুমোদিত টিভি
চ্যানেলের সংখ্যা -- ৪১; এর মধ্যে
সরকারী ৩ টি।
✎ বর্তমান বিশ্বে আলু উৎপাদনে
বাংলাদেশের অবস্থান -- অষ্টম; ৮২
লাখ ১০ হাজার টন।
✎ দেশে প্রথমবারের মতো অস্তিমজ্জা
প্রতিস্থাপন (বোনম্যারো
ট্রান্সপ্লান্ট) করা হয় -- ১০.০৩.২০১৪ ইং
( ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যাপক
এম এ খান ও ম্যাসাচুসেটস জেনারেল
হাসপাতাল এর চিকিৎসক বিমলাংশু)।
✎ এলিট ফোর্স RAB এ বর্তমান
ব্যাটেলিয়ান এর সংখ্যা -- ১৪ টি।
✎ বাংলাদেশের সরকারী
বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী VC -- ড.
ফারজানা ইসলাম।
✎ বাংলাদেশের তৈরী ৫ টি
যুদ্ধজাহজ -- বানৌজা পদ্মা, অপরাজেয়,
অদম্য, অতন্দ্র এবং সুরমা।
✎ প্রথম বাংলাদেশ শিল্পকলা পদক
লাভ করেন -- প্রয়াত অভিনেতা খালেদ খান।
✎ বিজয়-৭১ ভাস্কর্য অবস্থিত --- যশোর।
✎ ১৪ জুন ২০১৩ দেশের ইলিশ গবেষণায়
প্রথম জাহাজ যুক্ত হয় --- এমএল রুপালী
ইলিশ।
✎ ‘টিএসি এভিয়েশন লিমিটেড’
নামে বৈমানিক প্রশিক্ষন ইনস্টিটিউট
চালু হয় --- সিলেটে ( ৭ জুন ২০১৩)।
✎ এনবিআর ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে --- ২৮ মে ২০১৩।
✎ বাংলাদেশে প্রথম নারী
ছত্রীসেনা (প্যারাট্রুপার) সম্মান অর্জন
করেন -- সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
✎ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু
জাতীয় আয় -- 1314 মার্কিন ডলার।
✎ দেশের নতুন সেনাপ্রধান -- লে. জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
✎ বাংলাদেশ বিমানবাহিনীর
নবনিযুক্ত প্রধান -- এয়ার মার্শাল মোহাম্মাদ ইনামুল বারী।
✎ দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মিত হচ্ছে -- আত্রাই।
✎ রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড
সংখ্যা -- ৩৩ টি (সাধারণ) ও ১১ টি (সংরক্ষিত)
✎ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
অবস্থিত -- রাজারবাগ, ঢাকা ।
✎ PPD এর পূর্ণরূপ -- Partners in Population and
Development
✎ Partners in Population and Development (PPD)
এর সদর দপ্তর -- ঢাকা, বাংলাদেশ ।
✎ সাপ্তাহিক "ইত্তেহাদ" এর সম্পাদক --
ভাষাসৈনিক অলি আহাদ ।
✎ সরকারি উদ্যোগে ইউনিকোড সুবিধাযুক্ত বাংলা ফন্টের নাম --
'আমার বর্ণমালা' ।
✎ গুগল বাংলাদেশে কার্যাক্রম শুরু
করে -- ৫ নভেম্বর ২০১২ সালে ।
✎ 'বেগম সুফিয়া কামাল' হল উদ্বোধন
করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ।
✎ 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য
অবস্থিত -- মাইকেল মধুসূদন কলেজ, যশোর
।
✎ ভাসমান হাসপাতাল "রংধনু" উদ্বোধন হয় -- ১৪ নভেম্বর, ২০১২ ।
✎ বস্ত্র আমদানিতে বাংলাদেশ বিশ্বে -- ১১ তম ।
✎ প্রস্তাবিত কর্ণফুলী টানেলের
সংযোগ সড়কসহ দৈর্ঘ্য -- ৯.০৯ কি.মি. (মূল
টানেলের দৈর্ঘ্য ৩.০৫ কি.মি.)।
✎ রপ্তানি বৃদ্ধির লক্ষে ২০১২-২০১৩
অর্থবছরে মোট যতটি পণ্য রপ্তানি
ক্ষেত্রে নগদ সহায়তা দেয়া হচ্ছে -- ১৫ টি ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ অবস্থিত -- ঠাকুরগাঁও ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ এর নকশা ও ডিজাইন -- শাহরিয়ার আলম ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধের ভাস্কর
-- স্বাধীন চৌধুরী ।
✎ আলাউদ্দিন আল আজাদ এর বিখ্যাত উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র -- বসুন্ধরা।
✎ বসুন্ধরা চলচ্চিত্রের পরিচালক -- সুভাষ দত্ত ।
✎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এর জনক --
চার্লস ওয়ালটন ।
✎ বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ -- চীন ।
✎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য
নতুন হলের নাম -- বিজয় একাত্তর।
✎ বাংলাদেশ ব্যংকের গভর্ণর -- ড.
আতিউর রহমান। [মে ১, ২০০৯]
✎ প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে নিয়ে প্রকাশিত বই -- তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন।
✎ সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত গ্রন্থ -- অসমাপ্ত আত্মজীবনী।
✎ পশ্চিমবঙ্গ প্রদত্ত বিশেষ নজরুল সম্মাননা পান -- বরেণ্য কন্ঠশিল্পী
ফিরোজা বেগম।
✎ বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রদত্ত 'নো
টোব্যাকো এওয়ার্ড-২০১২' পান -- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
আতিউর রহমান।
✎ সম্প্রতি সাউথ এশিয়ারন কালচারাল
এওয়ার্ড(স্বর্ণপদক) বিজয়ী
বাংলাদেশী শিল্পী -- শাওন চৌধুরী।
✎ 'বঙ্গ সোনাহাট' স্থলবন্দর অবস্থিত -- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা
-- ১৮ টি।
✎ দেশের ১৮ তম স্থল বন্দর -- 'বঙ্গ সোনাহাট', ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -- ৭০ টি।
✎ বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ -- চীন ।
✎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য
নতুন হলের নাম -- বিজয় একাত্তর।
✎ বাংলাদেশ ব্যংকের গভর্ণর -- ড.
আতিউর রহমান। [মে ১, ২০০৯]
✎ প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে নিয়ে প্রকাশিত বই -- তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন।
✎ সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত গ্রন্থ -- অসমাপ্ত আত্মজীবনী।
✎ পশ্চিমবঙ্গ প্রদত্ত বিশেষ নজরুল সম্মাননা পান -- বরেণ্য কন্ঠশিল্পী
ফিরোজা বেগম।
✎ বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রদত্ত 'নো
টোব্যাকো এওয়ার্ড-২০১২' পান -- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
আতিউর রহমান।
✎ সম্প্রতি সাউথ এশিয়ারন কালচারাল
এওয়ার্ড(স্বর্ণপদক) বিজয়ী
বাংলাদেশী শিল্পী -- শাওন চৌধুরী।
✎ 'বঙ্গ সোনাহাট' স্থলবন্দর অবস্থিত -- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা
-- ১৮ টি।
✎ দেশের ১৮ তম স্থল বন্দর -- 'বঙ্গ সোনাহাট', ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -- ৭০ টি।
*************************************************
✪ ইতালির বর্তমান প্রেসিডেন্ট কে?→
সার্জিও মাত্তারেলা।
✪ ইনভেস্টমেন্ট করপোরেশন অব
বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে
পাস হয় কবে? →১৬ সেপ্টেম্বর ২০১৪
✪ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)
প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
→ সাবের হোসেন চৌধুরী
✪ ইন্দোনেশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?→ রেতনো মারসুদি
✪ ইবোলা ভাইরাস কিসের
নামানুসারে নামকৃত? → নদী
✪ ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল
কোথায়? → কঙ্গো
✪ এইচআইভি ভাইরাস আক্রাত্ম শীর্ষ দেশ কোনটি?→লেসেথো
✪ এভারেস্ট বিজয়ী প্রথম সৌদি নারী
রাহা মোহাররক
✪ ওয়ানডে ক্রিকেটে এ পর্যত্ম
ডাবলসেঞ্চুরি হয়েছে কতটি?→৫টি।
✪ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে
অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম
বোলার কে? → তাইজুল ইসলাম (বাংলাদেশ)
✪ কমনওয়েলথ পার্লামেন্টারি
অ্যাসোসিয়েশন (CPA)-এর নির্বাহী কমিটির প্রথম বাংলাদেশি
চেয়ারপার্সন কে? → ড. শিরীন
শারমিন চৌধুরী
✪ কয়লা উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?→চীন
✪ কলকাতার প্রথম নারী প্রধান বিচারপতি কে? →ড. মঞ্জুলা চেলস্নুর
✪ কোন আবিষ্কারের জন্য ২০১৪ সালের চিকিৎসায় নোবেল
পুরস্কার প্রদান করা হয়? →মস্তিস্ক GPS
✪ কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?→কুড়িগ্রাম
✪ কোন জেলায় দারিদ্র্যের হার
সবচেয়ে কম?→কুষ্টিয়া
✪ কোন দেশ আত্মর্জাতিক আণবিক
শক্তি সংস্থা (IAEA)- এর ১৬৩তম সদস্য? → গায়ানা।
✪ কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ রেল টানেল চালু করা হয়?→চীন
✪ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত
হয়→২১ মার্চ ২০১৪।
✪ ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ২১ মার্চ ২০১৪।
সার্জিও মাত্তারেলা।
✪ ইনভেস্টমেন্ট করপোরেশন অব
বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে
পাস হয় কবে? →১৬ সেপ্টেম্বর ২০১৪
✪ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)
প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
→ সাবের হোসেন চৌধুরী
✪ ইন্দোনেশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?→ রেতনো মারসুদি
✪ ইবোলা ভাইরাস কিসের
নামানুসারে নামকৃত? → নদী
✪ ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল
কোথায়? → কঙ্গো
✪ এইচআইভি ভাইরাস আক্রাত্ম শীর্ষ দেশ কোনটি?→লেসেথো
✪ এভারেস্ট বিজয়ী প্রথম সৌদি নারী
রাহা মোহাররক
✪ ওয়ানডে ক্রিকেটে এ পর্যত্ম
ডাবলসেঞ্চুরি হয়েছে কতটি?→৫টি।
✪ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে
অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম
বোলার কে? → তাইজুল ইসলাম (বাংলাদেশ)
✪ কমনওয়েলথ পার্লামেন্টারি
অ্যাসোসিয়েশন (CPA)-এর নির্বাহী কমিটির প্রথম বাংলাদেশি
চেয়ারপার্সন কে? → ড. শিরীন
শারমিন চৌধুরী
✪ কয়লা উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?→চীন
✪ কলকাতার প্রথম নারী প্রধান বিচারপতি কে? →ড. মঞ্জুলা চেলস্নুর
✪ কোন আবিষ্কারের জন্য ২০১৪ সালের চিকিৎসায় নোবেল
পুরস্কার প্রদান করা হয়? →মস্তিস্ক GPS
✪ কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?→কুড়িগ্রাম
✪ কোন জেলায় দারিদ্র্যের হার
সবচেয়ে কম?→কুষ্টিয়া
✪ কোন দেশ আত্মর্জাতিক আণবিক
শক্তি সংস্থা (IAEA)- এর ১৬৩তম সদস্য? → গায়ানা।
✪ কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ রেল টানেল চালু করা হয়?→চীন
✪ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত
হয়→২১ মার্চ ২০১৪।
✪ ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ২১ মার্চ ২০১৪।
************************************************
.সংবাদ সংস্থাবাসস - বাংলাদেশ সংবাদ সংস্থা। *
এপি -- এসোসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র। *
সিনহুয়া -- চীনের সংবাদ সংস্থা।
রয়টার -- যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। *
পিটিআই -- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
এ পি পি -- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান। *
তাস -- রাশিয়ার সংবাদ সংস্থা। *
ইরনা -- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী, ইরান।
ইনা -- ইরাকী নিউজ এজেন্সী, ইরাক। *
আনতারা -- ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা। *
ইউ এন আই -- ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, ভারত।
ইউ পি আই -- মার্কিন যুক্তরাষ্ট্র।
এ এফ পি -- এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স। *
এন সি এন এ -- নিউ চায়না নিউজ
এজেন্সি, চীন।
এম ই এন এ -- মিডল ইস্ট নিউজ এজেন্সী, মিশর।
জানা -- লিবিয়া সংবাদ সংস্থা।
সানা -- সিরিয়ার সংবাদ সংস্থা।
এ ডি এন -- জার্মানীর সংবাদ সংস্থা।
তানযুগ -- যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
নভেস্তি -- রাশিয়ার সংবাদ সংস্থা।
মেনা -- মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
সমাচার ভারতী -- ভারতের সংবাদ সংস্থা। *
এস পি এ -- সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব। *
হিন্দুস্থান সমাচার -- ভারতের সংবাদ সংস্থা।
( * = V,V,I )
**********************************************
ঘূর্ণিঝড়
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭
,
★নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮
,
★রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮
,
★বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯
★আইলা ( AILA):
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯
,
★ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের
ডিসেম্বরে
,
★মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯
,
★ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের
ডিসেম্বরে
,
★মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩
***********************************************
১. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
২. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী।
৩. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
৪. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
৫. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
৬. বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি।
৭. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
৮. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার- পঞ্চমাংশ।
৯. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল।
১০. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০% ।
উত্তর : চট্টগ্রামে।
২. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী।
৩. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
৪. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
৫. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
৬. বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি।
৭. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
৮. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার- পঞ্চমাংশ।
৯. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল।
১০. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০% ।
***********************************************
¤'সাধারণ জ্ঞান'¤
১.মানব সম্পদ বলতে বোঝায়-
উঃ দক্ষ মানুষকে।
উঃ দক্ষ মানুষকে।
২.জাতিসংঘের শিশু অধিকার সনদে ধারা আছে-
উঃ ৫৪টি।
উঃ ৫৪টি।
৩.রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কত সালে?
উঃ ১৬৬৫ সালে।
উঃ ১৬৬৫ সালে।
৪.পাতার যে অংশ কাণ্ডের সাথে যুক্ত থাকে তাকে কি বলে?
উঃ বৃন্ত।
উঃ বৃন্ত।
৫.কোনো দ্রবণে যে পদার্থটি দ্রবীভূত হয় তাকে কি বলে?
উঃ দ্রব্য।
উঃ দ্রব্য।
৬.কোন ভিটামিনের অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়?
উঃ ভিটামিন B12.
উঃ ভিটামিন B12.
৭. ভারত থেকে মোট কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ ৫৪টি।
উঃ ৫৪টি।
৮.মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র-
উঃ বেটেলগম।
উঃ বেটেলগম।
৯.সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি রয়েছে-
উঃ হাইড্রোজেন।
১০.সবচেয়ে বেশি উপগ্রহ-উঃ হাইড্রোজেন।
উঃ বৃহস্পতির; ৬৭টি।
****************************************************
.
No comments:
Post a Comment