বাংলাদেশ
১.বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ
রপ্তানি করতেছে কোন দেশে? =শ্রীলঙ্কায়।
২.SREDA-এর পূর্ণ রুপ কি?
=Sustainable and Renewable Energy Development Authority.
৩.১৬জুন ২০১৪বিদেশী মুদ্রার মজুদ কত ডলার ? =২,১০৩কোটি ডলার ।
৪.পালকি ,অরুন আলো ,আকাশ প্রদীপ ও রাঙ্গা প্রভাত কি?
=বাংলাদেশের বিমানে যুক্ত হওয়া ৪টি সুপরিসর উরোজাহাজ।
৫.বাংলাদেশের কতটি জেলায় রেলপথ যোগাযোগ রয়েছে? =৪৪টি।
৬.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ আছে? =চট্টগ্রামে(১৭৮.৪৫কিমি)।
৭.বাংলাদেশ কত তম দেশ হিসাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে চুক্তি স্বাক্ষর করে? =২০তম ।
৮.বাংলাদেশের কোথায় ২৬তম গ্যাস ক্ষেত্র পাওয়া যায়। =নারায়ন গঞ্জ জেলার রূপগঞ্জে।
৯.বর্তমান অনুমোদিত দেশের টিভি চ্যানেল এর সংখ্যা কত? =৪১টি।তথ্য মন্ত্রী ২৫জুন ২০১৪]
১০.দেশের জনগনের মাথাপিছু ঋনের পরিমান কত? =১৬২.২০ডলার বা১২৭০০টাকা।
১১.২০১৩সালে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি? =যক্তরাজ্য ।১৯কোটি ২০লাখ ডলার।
১২.FAO এর তথ্য মতে বাংলাদেশ আলু রপ্তানিতে বিশ্বে কত তম ? =অষ্টম ৮২লাখ ১০হাজার টন।
১৩.১৯৭১ সাল নিয়ে বই
লিখে কানাডিয়ান পুরস্কার লাভ করেন মার্কিন লেখক
গ্যারি ব্যাস ,বইটির নাম কি? =ব্ল্যাড টেলিগ্রাম।
১৪.টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? =২২মে ২০১৪।
১৫.(SREDA)টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন কবে কার্যকর হয়? =২২মে ২০১৪।
১৬. টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রনালয় অন্তর্ভুক্ত? =বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ
১৭.দেশে বর্তমান থানার সংখ্যা কতটি? =৬৩৬টি।
১৮ETP এর পূর্ণ রুপ কি? =Effluent Treatment plan.
১৯.বর্তমান দেশে গ্যাস ক্ষেত্র কতটি? =২৬টি।
২০.২জুন ২০১৪নিকার এর ১০৯তম
বৈঠকে কোনদুটি উপজেলার অনুমোদন করা হয়? =গুইমারা (খাগড়াছরি)ও ওসমানীনগর (সিলেট)।
২১.২জুন ২০১৪ NICARনিকার বৈঠকে কোন
দুটি পৌরসভার অনুমোদন করা হয়? =নাজির হাট (চট্টগ্রাম )ও দেবীগঞ্জ (পঞ্চগড়)।
২৩.২জুন ২০১৪ নিকার কোন থানার অনুমোদন করা হয়? =চন্দ্রগঞ্জ (লক্ষি পুর)।
২৪.বর্তমান দেশে উপজেলার সংখ্যা কতটি? =৪৮৯টি।
২৫.বর্তমান দেশের পৌরসভার সংখ্যা কতটি? =৩১৯টি।
২৬.দেশে বর্তমান ব্যাংক কতটি? =৬২টি।
২৭.দেশে বর্তমান তফসিল ব্যাংক কতটি? =৫৬টি।
২৮.বর্তমান তফসিলি বহির্ভুত ব্যাংক কতটি? =৬টি।
২৯.বর্তমান বাংলাদেশের জন সংখ্যা কত? =১৫.৫৮কোটি।
৩০.দেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? =১.৩৭%।
৩১.দেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল কত? =৬৯বছর।
৩২.দেশের মাথাপিছু আয়কত? =1314 ডলার।
No comments:
Post a Comment