Saturday, August 1, 2015

রবার্ট ফ্রস্ট

রবার্ট ফ্রস্ট 
শুধুমাত্র আমেরিকান সাহিত্যেই নয় বরং তিনি সমগ্র পৃথিবীর সাহিত্যেই ব্যাপকভাবে জনপ্রিয়। কবিতায় তার দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ। তার কবিতাগুলো নানাভাবে প্রতিকী অর্থ বহন করে। তাই তাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে।
Robert Frost
( রবার্ট ফ্রস্ট) [1874 – 1963]
রবার্ট ফ্রস্ট ১৮৭৪ সালে যুক্তরাষ্ট্রের New England নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় আমেরিকার শ্রেষ্ঠ কবি। প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেছিলেন, “the great American poet of our time.” তাকে বলা হয় Nature poet, regional poet etc.
*তিনি চারবার পুলিৎজার পুরষ্কার [Pulitzer Prizes] পেয়েছিলেন।
তার কাব্যগ্রন্হগুলোর নাম ও কবিতা –
1. “A Boy’s Will” এই বইয়ের একটি বিখ্যাত কবিতা “Mowing” [ময়িং]।

2. “North of Boston” এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হল –
(a) “Mending Wall”
(b) “The Death of the Hired Man”
এই কবিতায় তিনি বাসস্থানের সংজ্ঞা দিয়েছেন এভাবে –
“Home is the place where, when you have to go there,
They have to take you in.”
(c) “Home Burial”
(d) “The Mountain”
(e) After Apple-Picking”
3. “From Mountain Interval” এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হল –
(a) “The Road not Taken” এই কবিতার কতগুলো বিখ্যাত লাইন নিচে দেয়া হলো -
“Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
… … … … … … … … … … … …
I took the one less travelled by,
And that has made all the difference.”

(b) “Birches”
এই কবিতার কয়েকটি লাইন –
“Earth is the right place for love:
I don’t know where it’s likely to go better.”
“Life is too much like a pathless wood.”
4. “New Hampshire” এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হল –
(a) “I Will Sing You One O”
(b) “Fire and Ice”
(c) “Stopping by Woods on a Snowy Evening” *[সবচাইতে বিখ্যাত কবিতা]
এই কবিতার শেষ চারটি লাইন হল -
“The woods are lovely, dark, and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep.”
এখানে কবি মৃত্যুকে ইঙ্গিত করেছেন।
5. “West Running Brook”
(a) “Tree at My Window”
6. “A Further Range”
7. “A Witness Tree”
8. “Steeple Bush”
9. “An Afterward”

No comments:

Post a Comment