Monday, August 10, 2015

নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন

 নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন

নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত ?
(ক) স্বচ্ছতা (খ) জবাব দিহিতা (গ) শক্তিশালী প্রশাসনিক কাঠামো (ঘ) আইন প্রণয়ন
উত্তরঃ জবাব দিহিতা
০২. নিচের কোনটি কোন দেশের ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে?
(ক) সংবাদ মাধ্যম (খ) সুশীল সমাজ (গ) ধর্মীয় প্রতিষ্ঠান (ঘ) বিরোধী দল
উত্তরঃ সংবাদ মাধ্যম

০৩. আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
(ক) ৩০নং (খ) ২৬নং (গ) ২৭নং (ঘ) ২৮নং
উত্তরঃ ২৭নং

০৪. অপসংস্কৃতির দ্বারা কোন ধরনের মূল্যবোধ ব্যবহৃত হয়?
(ক) রাজনৈতিক (খ) ব্যাক্তিগত (গ) সামাজিক (ঘ) ধর্মীয়
উত্তরঃ সামাজিক

০৫. জাতীয় সত্তার দর্পন হিসেবে বিবেচিত নিচের কোন ধরনের মূল্যবোধ ?
(ক) সামাজিক (খ) ধর্মীয় (গ) রাজনৈতিক (ঘ) অর্থনৈতিক
উত্তরঃ সামাজিক

০৬. নিচের কোনটিকে আইনের ভিত্তি বলা হয়?
(ক) নীতি (খ) ঔচিত্যবোধ (গ) মূল্যবোধ (ঘ) সু-শাসন
উত্তরঃ মূল্যবোধ

০৭. নিচের কোন দুটির লক্ষ্য ও আলোচ্যবিষয় একই-
(ক) অর্থনীতি ও রাজনীতি (খ) আইন ও নৈতিকতা (গ) নৈতিকতা ও সমাজবিজ্ঞান (ঘ) আইন ও সমাজ
উত্তরঃ আইন ও নৈতিকতা

০৮. Morality কোন ভাষার শব্দ?
(ক) ল্যাটিন শব্দ (খ) গ্রিক শব্দ (গ) ইংরেজি (ঘ) মান্দারিন
উত্তরঃ ল্যাটিন শব্দ

০৯. মূল্যবোধকে দৃঢ় করে-
(ক) শিক্ষা (খ) ঐক্য (গ) সামাজিক বণ্টন (ঘ) পরিবার
উত্তরঃ শিক্ষা

১০. সুশাসন হলো-মূল্যবোধের একটি-
(ক) অংশ (খ) প্রকার (গ) বিশ্বাস (ঘ) মাধ্যম
উত্তরঃ প্রকার
--------------------
11 বর্তমান বিশ্বে সবচেয়ে ভালো শাসনব্যবস্থা হিসিবে স্বীকৃতি পেয়েছে- গণতন্ত্র
12 গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না- সুশাসন
13 সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য- স্বচ্ছতা
14 সুশাসনের পূর্ব শর্ত হল- জবাবদিহিতা
15 সুশাসনের মানদণ্ড-জনগণের সম্মতি ও সন্তুষ্টি
16 সুশাসণের আভাস পাওয়া যায়- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
17 যেখানে দেশপ্রেম নেই সেখানে- সুশাসন নেই
18 সম্পদের সুষম বন্টন করা যায়- সুশাসনের মাধ্যামে
19 আইন নিষ্প্রয়োজন হয়-শাসক যদি ন্যায়পরায়ণ হয়
20 সুশাসন একটি চলমান- ক্রিয়াশীল অবস্থা
21 সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য বিষয়-গণতান্ত্রিক মূল্যবোধ
22 ছায়া সরকার বলা হয়-সংবাদ মাধ্যমকে
23 প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক-সরকার
24 মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে-গণতন্ত্র
25 রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়-সাংবিধানিক আইনকে
26 সুশাসন প্রতিষ্ঠায় মূখ্য উপাদান-আইনের শাসন
27 জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে-সরকার
28 নৈতিকতা, ও মূল্যবোদ অর্জনের প্রধান উত্স-পরিবার
29 জাতীয় মূল্যবোধ হল-ঐতিহ্য, ইতিহাস,ও দ্বন্দ্বের প্রতিবিম্ব
30 বড়দের সম্মান করা, দানশীলতা,শ্রমের মর্যাদা ইত্যাদি -সামাজিক মূল্যবোধ

No comments:

Post a Comment