Thursday, August 13, 2015

বাংলাদেশের

বাংলাদেশের 

✪ বেগম রোকেয়া দিবস কবে?
- ৯ ডিসেম্বর।
_
✪• জাতিসংঘ ঘোষিত নারী বর্ষ কোন সাল?
- ১৯৭৫।
_
✪• বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
- খালেদা জিয়া।
_
✪• বাংলাদেশের প্রথম নারী হুইপের নাম কি?
- খালেদা খানম।
_
✪• দেশের প্রথম নারী সচিব কে?
- জাকিয়া আকতার।
_
✪ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
- অধ্যাপিকা হান্নানা বেগম।
_
✪• জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
- ইসমত জাহান।
_
✪• বাংলাদেশের নারীদের জন্য প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?
- বেগম (প্রকাশিত হয়- ২০ জুলাই,১৯৪৭ সালে)।
_
✪• বেগম পত্রিকার প্রথম ও প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
- বেগম সুফিয়া কামাল।
_
✪• বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে খ্যাত?
- কাঁকন বিবি (তিনি আদিবাসী নারী মুক্তিযোদ্ধা)।

**************************************************************
জুন মাসের নিউজ আপডেট থেকে প্রশ্ন:
১.বাংলাদেশে ক্ষুধার্ত মানুষের হার কতো শতাংশ?
২.বিশ্ব জলবায়ু সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? ৩.বাজেট পোশাক খাতে কর বাড়িয় কত শতাংশ করা হয়েছে?
৪.বাজেটে কয়টি পন্যের সম্পুরক শুল্ক বাড়ছে? ৫.ঢাকা থেকে ভারতের কোথায় সরাসরি বাস যাবে?
৬.জিডিপি প্রবৃদ্ধি কতো? ৭.মূল্যস্ফীতি কতো?
৮.২০১৬সাল থেকে সব পন্যে মূসক কত %?
৯.দেশের ৪র্থ সীমান্ত হাট কোথায় এবং এটি কবে উদ্বোধন করা হয়?

*****************************************************************

No comments:

Post a Comment