Saturday, August 1, 2015

পাচঁমিশালী

 পাচঁমিশালী

1.কোন কোন বিদেশি লোক বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছেন??
1.Nazrul-1976
2.Gordon griniz-1997
3.Valri trailor-1998
4.Amrotto sen-1999
5.Father rigan -2008
---------------------------
2,২০১৪ সালে কতজন নোবেল পুরস্কার লাভ করেন
--ঘ. ১৩ জন
3.সাম্প্রতিক সময়ে ইউরোপের কোন দেশটি তাদের মুদ্রা হিসাবে "ইউরো"(Euro € ) গ্রহণ করেছে??
--Lithuania
4."দুনিয়া কাঁপানো 30 মিনিট" কোন ঘটনার সাথে জড়িত ?
--(১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বেলা ৩:২০ মিনিটে গাযিউল হকের সভাপতিত্তে ছাত্রসভা শুরু হয়। বেলা ৩:৫০ মিনিটে মিছিলে পুলিশ গুলি চালায়। এই ৩০ মিনিট কে দুনিয়া কাঁপানো ৩০ মিনিট বলে।)
5."বুকের ভেতর আগুন" মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটি কে লিখেছেন ?
-- জাহানারা ইমাম।☆
6.বাংলাদেশ স্বাধীনতার বিরোধীতা করেছিলেন কোন কবি?
--গোলাম মোস্তফা
7.¤¤যুক্তফ্রন্টের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন কোন লেখক?
-Abul Mansor Ahamed
8.আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান "আঞ্চলিক সহযোগিতা সংস্হা" কত প্রকার ?
● 3 প্রকার।
1) অর্থনৈতিক : আসিয়ান, সার্ক।
2) রাজনৈতিক : আরবলীগ, কমনওয়েলথ।
3) সামরিক : ন}|টো, ওয়ারশ।
9.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান "বিএলএফ" (বাংলাদেশ লিবারেশন ফোর্স) নামে একটি গুপ্ত সংগঘন তৈরি করেন কত সালে ?
1● 1962 সালে।☆ (এই বিএলএফ এর সশস্ত্র শাখা হলো 'মুজিব বাহিনী' যার সদস} ছিলো প্রায় 10,000)
10.প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট এর নাম কি ?
● স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নাম অনুসারে ১৯৭১ সালের ২২ জুলাই গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট " মুজিব ব্যাটারি "।
ভারতীয় সেনাবাহিনীর ৬ টি কামান নিয়ে গঠিত এই ইউনিট সেক্টর ২ এর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
11.প্রশ্ন : বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগ এর সভাপতি নির্বাচিত হন ?
● 1966 সালের 1 মার্চ।
12.উডস সম্মেলনের মাধ্যমে গঠিত তিনটি সংস্থার নাম?
--WB/IMF/WTO
13.কয়েকটি কবিতা ও মুহুর্তের কবিতা গ্রন্থদুটির লেখক হলেন?
মূহুর্তের কবিতা ==ফররুখ আহমদ,
কয়েকটি কবিতা-সমর সেন।
14."The Light of Asia" বলা হয় কাকে?
--. গৌতম বুদ্ধ
15.অস্ত্র আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
1● ভারত।
16. বাংলাদেশে শিশু মৃতু}র হার (প্রতি হাজারে) ?
1● 35 জন।(আর্থনৈতিক সমীক্ষা'14)☆
3● 37 জন।(বিশ্ব জনসংখ}| রিপোর্ট'14)☆

No comments:

Post a Comment