Saturday, August 1, 2015

কয়েকটি বানান (মনে রাখার কৌশল)

কয়েকটি বানান (মনে রাখার কৌশল)
1:Lieutenant(লে ফটেনেন্ট) - সামরিক কর্মী।
Lie u ten ant-মিথ্যা তুমি দশ পিপড়া।
2:Psychological (সাইকোলজিক্যাল)- মনস্তাত্ত্বিক।
Psy cholo gi cal-পিসি চলো যাই কাল।
3:Assassination (এ্যাসএ্যাসিনেশ ন) -গুপ্তহত্যা।
Ass ass i nation -গাধার উপরে গাধা, তার
উপরে আমি, আমার উপরে জাতি।
4:Questionnaire -প্রশ্নমালা।
Question nai re -কোশ্চেন নাই রে।
5:Assessment -কর নির্ধারণ।
Ass e ss men t-গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6:Hallucination -অমুলক /অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।
Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7:Diarrhoea-উদা রাময়।
Dia rr hoea -ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8:Bureaucracy-আ মলাতন্ত্র।
Burea u cracy-বুড়িয়া তুমি cracy.
9:Restaurant-রে স্টুরেন্ট।
Rest a u r ant -বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10:Parallel-সমা ন্তরাল।
Par all e l -পার করো সকলকে ই।
11:Illegitimate -অবৈধ।
Illeg i tim ate -অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12:Miscellaneou s-বিবিধ।(কঠিন বানান)
Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও
আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

No comments:

Post a Comment