Saturday, August 1, 2015

গুরুত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা

গুরুত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা
 পরিচিতি।
* AFP এর সদর দপ্তর কোথায়?-
প্যারিস,
ফ্রান্স।
* AFP এর পূর্ণরূপ কি?- Agence
France Presse
(Agency France Press)।
* AP (এপি) কোন দেশ ভিত্তিক
সংবাদ
সংস্থা?- যুক্তরাষ্ট্র।
* AP এর পূর্ণরূপ কি?-
Associated
Press।
* AP এর প্রতিষ্ঠা কবে?- ১৮৪৬।
* AP এর সদর দফতর কোথায়?-
নিউইয়র্ক,
যুক্তরাষ্ট্র।
* আল জাজিরা যাত্রা শুরু
করে কবে?- ১
নভেম্বর, ১৯৯৬।
* আল জাজিরা কবে ইংরেজি ভাষায়
সম্প্রচার শুরু করে?- ১৫ নভেম্বর,
২০০৬।
* রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ
সংস্থা?- ব্রিটেন।
* রয়টার্সের প্রতিষ্ঠা কবে?-
১৮৫১
সালে।
* রয়টার্সের সদর দপ্তর কোথায়?-
লন্ডন,
ব্রিটেন।
* BBC এর পূর্ণরূপ- British
Broadcasting Corporation.
* BBC এর প্রতিষ্ঠা কবে?- ১৯২২ সালে।
* BBC কবে বাংলা ভাষায় অনুষ্ঠান
সম্প্রচার শুরু করে?- ১১
অক্টোবর ১৯৪১।
* CNN কোন দেশ ভিত্তিক
স্যাটেলাইট
চ্যানেল?- যুক্তরাষ্ট্র।
* CNN এর পূর্ণরূপ কি?- Cable
News
Network.
* CNN এর কার্যক্রম শুরু হয় কবে?-

জুন ১৯৮০।
* CNN এর সদর দফতর কোথায়
অবস্থিত?-
আটলান্টা,
জর্জিয়া(যুক্তরা ষ্ট্র)।

No comments:

Post a Comment