Monday, August 31, 2015

36th B.C.S preparation

36th B.C.S preparation:
-----------------------------------------
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ১৯ মার্চ , ১৯৭২
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ২৫ বছরের জন্য
**গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় –
বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া
**ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় – 
৩১ তম অধিবেশনে
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ডিসেম্বর, ১৯৯৭
**পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে –
বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ আবুল
হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য
**চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে
জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ( সন্তু লারমা )
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় –
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে
*শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮
*শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ জানুয়ারি, ১৯৯৮
*পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী
আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন
*পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের
চেয়ারম্যানের পদ মর্যাদা – একজনপ্রতিমন্ত্রীর সমান
*SOFA এর পূর্ণরূপ – ‍Status of Forces Agreement
*HANA এর পূর্ণরূপ – Humanitarian Assistance Needs Assesment
*বাংলাদেশ যুক্তরাষ্ট্র HANA চুক্তি
*স্বাক্ষরিত হয় – আগষ্ট ১৯৯৮ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরিত করে – ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি চুক্তি স্বাক্ষরকারী – ১২৯ তম দেশ
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে – ৭ মার্চ, ২০০০
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকরী – ২৮ তম
*বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে – ৮ মে, ১৯৯৯
*বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল
সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮
*বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল
 চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০
*বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য
সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০
**বাংলাদেশ-থাইল্যান্ড আসামি
প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় – ৯ জুলাই, ১৯৯৮
**ঢাকা-কলকাতা বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় – ১৭ জুন, ১৯৯৯

No comments:

Post a Comment