Monday, August 10, 2015

এক বার করে চোখ বুলিয়ে নিনঃ

এক বার করে চোখ বুলিয়ে নিনঃ

1.জাতীয় স্মৃতিসৌধ কোথায়
===সাভারের নবীনগরে।
2.জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন
=বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
3. কবে জাতীয় স্মৃতিসৌধের
ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয়
=১৬ ডিসেম্বর ১৯৭২।
4. জাতীয় স্মৃতিসৌধ
আণুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে
== লে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ
- ১৬ ডিসেম্বর ১৯৮২ সাল।
5.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে
===সৈয়দ মাইনুল হোসেন।
6. স্মৃতিসৌধটির উচ্চতা কত
=== ১৫০ ফুট বা ৪৬.৫মিটার।
7.জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা
কতটি
=====৭টি।
8.সাতটি ফলকের তাৎপর্য কি
==== ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত.
স্বাধীনতার আন্দোলনের ৭টি পর্যায়ের
রূপক
ইঙ্গিত র্নিদেশক।
9.পূর্ণবয়স্ক সুস্থ্ ব্যক্তির গড় নাড়ীর
স্পন্দন কত
==== ৭২বার
***********************************************
এক বার করে চোখ বুলিয়ে নিনঃ
১. বীর প্রতীক সম্মান দেওয়া হয় ৪২৬ জন
২. গণতন্ত্রের জন্ম গ্রীসে
৩. ঢাকা বাংলার রাজধানী হয় ১৬১০ সালে
৪. মধ্যপ্রাচ্যের দেশ নয় কাজাখস্তান
৫. কেঁচো কে প্রাকৃতিক লাঙল বলা হয়
৬. ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত
লিও তে
৭. বরেন্দ্র মিউজিয়াম অবস্থিত
রাজশাহীতে
৮. খাসিয়া উপজাতি বাস করে সিলেটে
**********************************************
১. বাংলাদেশের পতাকা প্রথম কখন
উত্তোলন
করা হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ২ মার্চ (আ স.ম.
রব)।
২. নীল বিদ্রোহের সময় যে নাটক
ভূমিকা রেখেছিল-
উত্তরঃ নীল দর্পণ -দীন বন্ধু মিত্র।
৩.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম
আফ্রিকান দেশ-
উত্তরঃ সেনেগাল।
৪. কোন সালে ২৬শে মার্চকে জাতীয়
দিবস
ঘোষণা করা হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
৫. উপমহাদেশে প্রথম কাগজের
মুদ্রা প্রচলন
করেন-
উত্তরঃ লর্ড ক্যানিং।
৬. রামসাগর দীঘি কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর জেলায়।
৭. বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৬৪ সালে।
৮. সিলেটের পূর্ব নাম কি?
উত্তরঃ জালালাবাদ।
৯. কামতা গ্যাসক্ষেত্রটি কোথায়
অবস্থিত?
উত্তরঃ গাজীপুর জেলায়।
১০. স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম
সশস্ত্র
প্রতিরোধ সংঘটিত হয়?
উত্তরঃ ১৯ মার্চ ১৯৭১, গাজীপুর।
******************************************
১. "মেধাবী" এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়
কোনটি?
উত্তর: মেধা + বিন্ (প্রশ্নে ছিল
"বিণ")।
২. "গোফ খেজুরে" অর্থ কি?
উত্তর: অলস।
৩. অন্ধজনে দেহ আলো। কোন
কারকে কোন
বিভক্তি?
উত্তর: সম্প্রদানে ৭মী বিভক্তি।
৪. নিচের কোনটি পৃথিবী শব্দের
প্রতিশব্দ
নয়?
উত্তর: বারি
৫. "কচ্ছপের কামড়" বাগধারাটির অর্থ
কি?
উত্তর: নাছোড়বান্দা
৬. "দহনকাল" উপন্যাসটির জন্য
কথাসাহিত্যে বাংলা একাডেমী সাহিত্য
পুরস্কার
২০১৩ পদকে ভূষিত হন কে?
উত্তর: হরিশংকর জলদাস
৭. জনপ্রিয় উপন্যাসিক মুহম্মদ জাফর
ইকবালের
প্রথম সায়েন্স ফিকশন কোনটি?
উত্তর: কপোট্রনিক সুখ দুঃখ
৮. "চাচা কাহিনী" কার লেখা?
উত্তর: সৈয়দ মুজতবা আলী
৯. "সোনালী কাবিন" এর
রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ
১০. "তোমাকে পাবার জন্য
হে স্বাধীনতা"
কার
লেখা কবিতা?
উত্তর: শামসুর রাহমান
১১. "লাঠিতে লাঠিতে যে লড়াই"
কোন সমাস?
উত্তর: বহুব্রীহি সমাস (ব্যাতিহার
বহুব্রীহি)
১২. ভুল প্রতিশব্দ নির্ণয় কর।
উত্তর: রাত্রি-যামিনী
১৩. "ঠাকুরমার ঝুলি" কি জাতীয় রচনা?
উত্তর: রূপকথা
১৪. "সৌম্য" এর বিপরীতার্থক শব্দ
কোনটি?
উত্তর: উগ্র
১৫. "জীবন্মৃত" এর সঠিক ব্যাসবাক্য
কোনটি?
উত্তর: জীবিত থেকেও যে মৃত।
১৬. কোন বানানটি শুদ্ধ?
উত্তর: মুমূর্ষু
১৭. এক কথায় প্রকাশ কর:
"যে নারী প্রিয়
কথা বলে"
উত্তর: প্রিয়ংবদা
১৮. সমাস নির্ণয় কর: "দশ আনন যাহার-
দশানন"
উত্তর: বহুব্রীহি সমাস
১৯. "Executive" এর পরিভাষা...
উত্তর: নির্বাহী
২০. সন্ধি বিচ্ছেদ কর: "পর্যালোচনা"
উত্তর: পরি + আলোচনা
****************************************************
»তেল উত্পাদনে শীষ দেশ>রাশিয়া
»খনিজ তেলের প্রধান শীর্ষ
রপ্তানী কারক
–সৌদি আরব ।
»তেল রিজার্ভে শীর্ষ
দেশ>ভেনিজুয়েলা
»তেল আমদানিতে শীষ দেশ>
যুক্তরাষ্ট্র
»তেল ব্যবহারে শীষ দেশ> যুক্তরাষ্ট্র
»পৃথিবীর সর্বোচ্চ
চিনি রপ্তানীকারক দেশ
– কিউবা ।
»পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক
দেশ--
ভারত ।
»কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ --
ইরান।
»বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয়
--
চীন।
»বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয়
--
ভারত ।
»বিশ্বের প্রধান
তামা উৎপাদনকারী দেশ
-- যুক্তরাষ্ট্র।
»পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় --
এশিয়া মহাদেশে।
»পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত--
কিম্বা র্লি, দক্ষিণ আফ্রিকা ।
»পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন
হয় --
বাংলাদেশে ।
»সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় --
কিউবায় ।
»লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ
--চীন
****************************************
১।বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ
২।এশিয়ার দীর্ঘতম নদী-
ইয়াংসিকিয়াং
৩।দাসপ্রথা বিলুপ্ত করেন -
আব্রাহাম
লিংকন
৪।২০১৪
সালে শান্তিতে নোবেলজয়ী -
মালালা ও কৈলাস
৫।হ্যামলেড নাটকের রচিয়তা -
সেক্সপিয়ার
৬। কবর কবিতার রচিয়তা -
জসীমউদ্দীন
৭।মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি-
জাপানি
৮। জাতিসংঘের প্রথম মহাসচিব -
ট্রিগভ্যালি
৯।ইউরোপিয়ন ইউনিয়নের সদস্য
সংখ্যা -২৮
১০।ইসরাইলী গোয়েন্দা সংস্থা -
মোসাদ
১১।চিলি কোথায় অবস্থিত -
দঃ আমেরিকা
১২। দুধে কোন এসিড থাকে - ল্যাক্টিক
১৩। দুই মহাদেশের বিস্তৃত নগর -
ইস্তাম্বুল
১৪।শিল্প বিল্পব শুরু হয়- ইংল্যান্ডে
************************************
▓▒░ পৃথিবীর বৃহত্তম ░▒▓
• বৃহত্তম মহাদেশ — এশিয়া
• বৃহত্তম মহাসাগর — প্রশান্ত
মহাসাগর
• বৃহত্তম দেশ — রাশিয়া
• বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
• বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
• বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
• বৃহত্তম যাদুঘর — বিটিশ মিউজিয়াম
(বৃটেন)
• বৃহত্তম বিমান বন্দর —
জেদ্দা বিমানবন্দর
• বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব
দ্য
কংগ্রেস (আমেরিকা)
• বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক
(সৌদি আরব)
• বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল
মসজিদ
(পাকিস্তান)
• বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
• বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর
(লবনাক্ত
হ্রদ)
• বৃহত্তম জলপ্রপাত — নায়গ্রা
• বৃহত্তম প্রাণী — নীল তিমি
• বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
• বৃহত্তম দিন — ২১ জুন
• বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
*****************************************
বর্তমান নাম ----- পূর্বনাম
1. বাংলাদেশ ----- বঙ্গ-দ্রাবিড়
2. ঢাকা ----- জাহাঙ্গীর নগর
3. নোয়াখালী ----- সুধারাম- ভুলুয়া
4. মুজিব নগর ----- বৈদ্যনাথ তলা
5. বাংলা একাডেমী ----- বর্ধমান
হাউজ
6. ফরিদপুর ----- ফতেহাবাদ
7. কক্সবাজার ----- ফালকিং
8. কুমিল্লা ----- ত্রিপুরা/পরগণা
9. জামালপুর ----- সিংহজানী
10. খুলনা ----- জাহানাবাদ
11. ফেনী ----- শমসের নগর
12. ময়নামতি ----- রোহিতগিরি
13. মুন্সিগঞ্জ ------ বিক্রমপুর
14. দিনাজপুর ----- গন্ডোয়ানাল্যান্ড
15. যশোর ----- খলিফাতাবাদ
16. শরীয়তপুর ----- ইন্দাকপুর পরগণা
17. উত্তর বঙ্গ ----- বরেন্দ্রভূমি
18. রাজবাড়ী ----- গোয়ালন্দ
19. সাতক্ষীরা ----- সাতঘরিয়া
20. শাহবাগ ----- বাগ-ই-শাহেন শাহ
21. কুষ্টিয়া ----- নদিয়া
22. গাজীপুর ----- জয়দেবপুর
23. চট্টগ্রাম ----- পোর্টো গ্রানডে (পর্তুগিজ আমলে)
24. চট্টগ্রাম ----- ইসলামাবাদ (মূঘল আমলে)
25. পদ্মা (রাষ্ট্রীয় অথিতি ভবন) ----- গুল মোহাম্মদ আদমজীর বাসভবন
26. বঙ্গভবন ----- নিউ গভর্নমেন্ট হাউজ, তৎপূর্বে ঢাকার নবাবদের বাগান বাড়ী
27. বরিশাল ----- বাকলা/চন্দ্রদ্বীপ/ ইসমাইলপুর
28. ময়মনসিংহ ----- নাসিরাবাদ
29. সিলেট ----- জালালাবাদ
30. বাগেরহাট ----- খলিফাতাবাদ
31. সুপ্রীম কোর্ট ভবন ----- গভর্নরের বাসভবন
32. মেঘনা (রাষ্ট্রীয় অথিতি ভবন) ----- হানিফ আদমজীর বাসভবন
33. প্রধানমন্ত্রীর দপ্তর ----- পুরাতন সংসদ ভবন
34. লালবাগ কেল্লা ----- আওরঙ্গবাদ দূর্
     
**************************************

পৃথিবী সম্পর্কিত কিছু জানা-
অজানা তথ্য :::
১. পৃথিবীর সবচেয়ে শুকনো স্থানটি চিলিতে অবস্থিত। ১৭৫২ সালের পর থেকে এই পর্যন্ত সেখানে বৃষ্টি হয় নি । জায়গাটির নাম “ Atacama Desert“।
২. ভূপৃষ্ঠে সর্বমোট ৫৪০ টি আগ্নেয়গিরি রয়েছে।
৩. পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান "Lioro Columbia" সেখানে বছরে প্রায় ৫২৪ ইঞ্চি বৃষ্টি হয়।
৪. জেনে অনেক আশ্চর্য হবেন " পৃথিবীর ১০০ ভাগের ১ ভাগ জায়গা জুড়ে মানুষের বসবাস।"
৫. সারা পৃথিবীতে ২৪৮৫৭২ টি শহর রয়েছে।
৬. সবচেয়ে অবাক হবেন এটা জেনে "মাটির অভ্যন্তরের যে জল আমরা পান করি, তা পৃথিবীর
সমগ্র জল সমষ্টির ১০০ ভাগের ০.৩ [শুন্য দশমিক তিন] ভাগ।
************************* ****************************
► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।
► এশিয়ার বৃহত্তম অরন্য – তৈগা।
► এশিয়ার বৃহত্তম দ্বীপ – বোর্নিও।
► মহামুনি বৌদ্ধবিহার অবস্থিত – রাউজান (চট্রগ্রাম)।
► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।
► ওয়াটার লু অবস্থিত – বেলজিয়ামে।
► সড়ক দুর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশ কোনটি? – নেপাল (২য় বাংলাদেশ)।
► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়্? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।
► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।
► লিবিয়ায় ন্যাটো বাহিনী কবে অভিযান শুরু করে? অভিযানের নাম কি ছিল? – ১৯ মার্চ ২০১১, অপারেশন অডিসি ডন।
► ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি জলে – ৭ ডিসেম্বর ১৯০১ সালে আহসান মঞ্জিলে।
► এলিট বাহিনী র্যাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করে – ২৬ মার্চ ২০০৪।
► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম – রামগড় লোকাল ব্যাটালিয়ন।
► বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
► দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে – জনতা ব্যাংক।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর –এ এন এম হামিদুল্লাহ।
► UNESCO সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করেছে – ৬ ডিসেম্বর ১৯৯৭।
 
****************************************************************
<<বিভিন্ন বিজ্ঞানের নাম >>
Apiculture = মৌমাছি পালন বিজ্ঞান
Aviculture = পাখি পালন বিজ্ঞান
Sericulture = রেশম চাষবিজ্ঞান
Horticulture = উদ্যান পালন বিদ্যা
 Pearl Culture = মুক্তা চাষ
Herbal = ভেষজ
Pesticide / Insecticide =কীটনাশন
Piscicultre = মাছ চাষ বিজ্ঞান
Flora = উদ্ভিদকূল
Fauna = প্রাণিকুল
Entomology = কীটপতংগ সম্পর্কিত বিদ্যা
Genetics = জ়ীনত্ত্ব
বা বংশগতি সম্পর্কিত বিদ্যা
Physiology = শরীরবিদ্যা
Evolution = বিবর্তন সম্পর্কিত বিদ্যা
Microbiology = অণুজীববিদ্যা
Anthropology = নৃ-বিজ্ঞান
Anatomy = শারীর বিদ্যা
Ecology = বাস্তুবিদ্যা
Geology = ভূতত্ত্ববিদ্যা
Ophthalmology =চক্ষুবিজ্ঞান
Dermatology = চর্মরোগ বিজ্ঞান
Neurology = স্নায়ুবিজ্ঞান
 
*****************************************************
বাংলাদেশের সাম্প্রতিক
তথ্যাবলী (Current Info:
Bangladesh)
বাংলাদেশ প্রথম সরকারীভাবে ঔষুধ
রপ্তানী করছে -- শ্রীলঙ্কায়।
SREDA এর পূর্ণরুপ -- Sustainable &
Renewable Energy Development
Authority
পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ,
রাঙা প্রভাত হলো -- বাংলাদেশ
বিমানে যুক্ত হওয়া ৪ টি সুপরিসর
উড়োজাহাজ।
বাংলাদেশ যত তম দেশ
হিসাবে ট্রান্সএশিয়ান
রেলওয়ে নেটওয়ার্ক চুক্তি স্বাক্ষর
করে -- ২০ তম।
বর্তমানে দেশে অনুমোদিত
টিভি চ্যানেলের সংখ্যা -- ৪১; এর
মধ্যে সরকারী ৩ টি।
২০১৩ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ
দেশ -- যুক্তরাজ্য, ১৯ কোটি ১০ লাখ
ডলার।
এর তথ্য মতে বর্তমান বিশ্বে আলু
উৎপাদনে বাংলাদেশের অবস্থান --
অষ্টম; ৮২ লাখ ১০ হাজার টন।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার
দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার (ডলার)
রিজার্ভ $২২ বিলিয়ন অতিক্রম করল
(০৭/০৮/২০১৪ পর্যন্ত)।
মাসিক রেমিটেন্স আহরণের এ যাবত
কালের সর্বোচ্চ রেকর্ড -- $ ১.৪৮
বিলিয়ন (জুলাই ২০১৪)।
দেশে প্রথমবারের
মতো অস্তিমজ্জা প্রতিস্থাপন
(বোনম্যারো ট্রান্সপ্লান্ট) করা হয় --
১০.০৩.২০১৪ ইং ( ঢাকা মেডিকেল
কলেজ এর অধ্যাপক এম এ খান ও
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এর
চিকিৎসক বিমলাংশু)।
এলিট ফোর্স RAB এ বর্তমান
ব্যাটেলিয়ান এর সংখ্যা -- ১৪ টি।
বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের
প্রথম নারী VC -- ড. ফারজানা ইসলাম।
দেশে প্রথমবারের মতো সর্বোচ্চ
বৈদেশিক মূদ্রার রিজার্ভ -- $২১
বিলিয়ন (১৭/০৬/২০১৪ পর্যন্ত)।
বাংলাদেশের তৈরী ৫ টি যুদ্ধজাহজ --
বানৌজা পদ্মা, অপরাজেয়, অদম্য,
অতন্দ্র এবং সুরমা।
প্রথম বাংলাদেশ শিল্পকলা পদক লাভ
করেন -- প্রয়াত অভিনেতা খালেদ খান।
২০১৩ সালের আন্তর্জাতিক ঋণমান
সংস্থা STANDARD & POOR’S এর
রেটিংয়ে বাংলাদেশের অবস্থান --- BB-
(বিবি মাইনাস)।
২১ তম জাতীয় টিকা দিবস পালিত হয় --
২১ ডিসেম্বর ২০১৩।
বিজয়-৭১ ভাস্কর্য অবস্থিত ---
যশোর।
১৪ জুন ২০১৩ দেশের ইলিশ গবেষণায়
প্রথম জাহাজ যুক্ত হয় --- এমএল
রুপালী ইলিশ।
‘টিএসি এভিয়েশন লিমিটেড’
নামে বৈমানিক প্রশিক্ষন ইনস্টিটিউট
চালু হয় --- সিলেটে ( ৭ জুন ২০১৩)।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার
--- ২,২২,৪৯১ কোটি টাকা।
এনবিআর ব্যাংক লিমিটেড যাত্রা শুরু
করে --- ২৮ মে ২০১৩।
জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ
--- শেন জার্গেনসন।
বাংলাদেশে প্রথম
নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) সম্মান
অর্জন করেন -- সেনাবাহিনীর ক্যাপ্টেন
জান্নাতুল ফেরদৌস।
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয়
আয় -- ৮৪৮ মার্কিন ডলার।
দেশের নতুন সেনাপ্রধান -- লে. জেনারেল
ইকবাল করিম ভূঁইয়া।
বাংলাদেশ বিমানবাহিনীর নবনিযুক্ত
প্রধান -- এয়ার মার্শাল মোহাম্মাদ
ইনামুল বারী।
দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মিত
হচ্ছে -- আত্রাই।
২০১২ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট
অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির
হার -- ১.৩ %।
রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড
সংখ্যা -- ৩৩ টি (সাধারণ) ও ১১
টি (সংরক্ষিত)
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
অবস্থিত -- রাজারবাগ, ঢাকা ।
হিমু দিবস -- ১৩ নভেম্বর ।
PPD এর পূর্ণরূপ -- Partners in
Population and Development
Partners in Population and
Development (PPD) এর সদর দপ্তর
-- ঢাকা, বাংলাদেশ ।
সাপ্তাহিক "ইত্তেহাদ" এর সম্পাদক --
ভাষাসৈনিক অলি আহাদ ।
সরকারি উদ্যোগে ইউনিকোড
সুবিধাযুক্ত বাংলা ফন্টের নাম -- 'আমার
বর্ণমালা' ।
গুগল বাংলাদেশে কার্যাক্রম শুরু করে --
৫ নভেম্বর ২০১২ সালে ।
'বেগম সুফিয়া কামাল' হল উদ্বোধন
করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ।
'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য
অবস্থিত -- মাইকেল মধুসূদন কলেজ,
যশোর ।
ভাসমান হাসপাতাল "রংধনু" উদ্বোধন
হয় -- ১৪ নভেম্বর, ২০১২ ।
বস্ত্র আমদানিতে বাংলাদেশ বিশ্বে --
১১ তম ।
প্রস্তাবিত কর্ণফুলী টানেলের সংযোগ
সড়কসহ দৈর্ঘ্য -- ৯.০৯ কি.মি. (মূল
টানেলের দৈর্ঘ্য ৩.০৫ কি.মি.)।
রপ্তানি বৃদ্ধির লক্ষে ২০১২-২০১৩
অর্থবছরে মোট যতটি পণ্য
রপ্তানি ক্ষেত্রে নগদ
সহায়তা দেয়া হচ্ছে -- ১৫ টি ।
বাংলাদেশ যতটি দেশে শুল্কমুক্ত
সুবিধা পাচ্ছে -- ৩৬ টি (ইউরোপিয়
ইউনিয়নভুক্ত ২৭ টি দেশসহ)[সূত্র:
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর
প্রশ্নোত্তর পর্বে, ২১ নভেম্বর
২০১২] ।
"অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ অবস্থিত
-- ঠাকুরগাঁও ।
"অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ এর
নকশা ও ডিজাইন -- শাহরিয়ার আলম ।
"অপরাজেয় ৭১" স্মৃতিসৌধের ভাস্কর
-- স্বাধীন চৌধুরী ।
আলাউদ্দিন আল আজাদ এর বিখ্যাত
উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র'
অবলম্বনে নির্মিত চলচ্চিত্র --
বসুন্ধরা।
বসুন্ধরা চলচ্চিত্রের পরিচালক --
সুভাষ দত্ত ।
বাংলাদেশে মোটরযানে রেডিও
ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন
ট্যাগসহ রেট্রোরিফ্লেকটিভ নম্বর
প্লেট চালু করে -- ৩১ অক্টোবর ২০১২
**********************************************  

No comments:

Post a Comment