Saturday, August 1, 2015

বিসিএস প্রস্তুতি

 বিসিএস প্রস্তুতি বাংলা
১। ব্রাক্ষীলিপি কিভাবে লেখা হতো?
উঃ বাম থেকে ডানে
২। কোন
বাঙালি কবি ইংরেজি কাব্য
গ্রন্থ ভিসন অফ দি পাস্ট’ রচনা করেন?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
৩। স্বদেশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুকুমার রায়
৪। মোনালিসা’ চরিত্রটি কোন রচনার?
উঃ আমরা তিনজন
৫। অন্যনায়ক’ নামক গল্প গ্রন্থের রচয়িতা কে?
উঃ নাজমা জেসমিন চৌধুরী
৬। কোন কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
উঃ জয়দেব
৭। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু’ কোন ধরনের পত্রিকা ছিল?
উঃ দৈনিক
৮। একি অকস্মাৎ হোল বজ্রপাত! কি আর লিখিবে কবি । বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি ।’ –এ
ছন্দ দুটি কোন কবির লেখা?
উঃ ইসমাইল হোসেন সিরাজী
৯। সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরী হে কর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসিমের
পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারার’ । কাব্যাংশটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১০। দাউদ হায়দার রচিত ‘রাজপুত্র’ কোন জাতীয় রচনা?
উঃ মুক্তিযুদ্ধভিত্তিক
১১। বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাস কোন ভাষার কবিতা অবলম্বনে রচনা করেছেন?
উঃ ইংরেজি
১২। ‘বাঙ্গালিরা ঠেকে শেখে’ এই উক্তিটি কার?
উঃ প্রমথ চৌধুরীর
১৩। ‘চারন কবি’ কে?
উঃ মুকুন্দ দাস
১৪। গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে?
উঃ যশোর সাহিত্য সংঘ
১৫। ‘স্বাধীনতা হীনতায় কে বাচিতে চায় হে, কে বাচিতে চায় হে?’ পংক্তিটি কার?
উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৬। ড.মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকা কোনটি?
উঃ আঙ্গুর
১৭। ‘আগুনের মেয়ে’, ‘পুরুষ সুন্দর’ প্রকৃতি উপন্যাসের রচয়িতা-
উঃ আল-মাহামুদ
১৮। অষ্টম শতাব্দীর ব্রাক্ষী লিপি থেকে কয়টি বাংলা লিপির উদ্ভব হয়েছে?
উঃ ৩টি
১৯। ‘অষ্টাধ্যায়ী’ গ্রন্থটি লিখেছেন-
উঃ পাণিনি
২০। বাংলা লিপি মোটামুটি স্থায়ী রূপ লাভ করে কত সালে?
উঃ ১৮০০

****************************************
বিভিন্ন দেশের আইনসভা ।
প্রশ্ন ।মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উত্তর/ কংগ্রেস ।
প্রশ্ন । 'হাউস অব লর্ডস' এবং 'হাউস অব কমন্স' -কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর/ যুক্তরাজ্য ।
প্রশ্ন । নরওয়ের পার্লামেন্টের নাম কি?
উত্তর/ স্টরটিং ।
প্রশ্ন ।চীনের পার্লামেন্টের নাম কি?
উত্তর/ গণ কংগ্রেস ।
প্রশ্ন । জাপানের আইনসভার নাম কি?
উত্তর/ডায়েট ।
প্রশ্ন ।ভারতীয় আইনসভার উচ্চকক্ষের
নাম কি?
উত্তর/রাজ্যসভা ।
প্রশ্ন । ভারতের আইনসভার নিম্নকক্ষের
নাম কি?
উত্তর/ লোকসভা ।
প্রশ্ন । নেপালের পার্লামেন্ট বা আইনসভার নাম কি?
উত্তর/ পঞ্চায়েত ।
প্রশ্ন । ভুটানের আইনসভার নাম কি?
উত্তর/ সোগডু ।
প্রশ্ন । ইরানের আইনসভার নাম কি?
উত্তর/ মজলিশ ।
প্রশ্ন । ইসরাইলের আইনসভার নাম কি?
উত্তর/ নেসেট ।
প্রশ্ন । রাশিয়ার আইনসভার নাম কি?
উত্তর/ ডুমা ।
প্রশ্ন । মিশরের পার্লামেন্ট বা আইনসভার
নাম কি?
উত্তর/ পার্লামেন্ট ।
প্রশ্ন । পোল্যান্ডের আইনসভার নাম কি?
উত্তর/ সীম ।
প্রশ্ন । আফগানিস্তানের আইনসভার নাম কি?
উত্তর/ লয়াজিরগা ।

******************************************
1.সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ঠ ভেড়ার নাম কি===.ডলি
2.বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম কি===.সিসি
3.বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি===.ট্রেটা
4.বিশ্বের প্রথম ক্লোন ঘোড়ার নাম কি===প্রমিথিয়া
5.বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর নাম কি===ইভ
6.মানুষের দুধের দাঁতের সংখ্যা কত====২০টি
7.পূর্ণ বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কত====৩২টি
8.মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে.===. মেলানিল
9.কোন প্রাণী গায়ের রঙ পরির্রতন করে আত্মরহ্মা করতে পারে===গিরগিটি
11.আমরা যে চক দিয়ে লিখি তা কি? ===ক্যালসিয়াম কার্বনেট
12.সাপের বিষে কি থাকে=====জিষ্ক সালফাইড
13.মানুষের লালা রসে যে এনজাইমটি থাকে ====টায়ালিন
14.প্রাস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের====.অ্যামোনিয়া
15.দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে===লোহিত ফসফরাস
16.পেঁচা দিনের বেলায় দেখতে পায়না কিন্তু রাতে দেখতে পায় কারন পেঁচার চোখের
রেটিনাতে===রডস এর সংখ্যা বেশি কিন্তু কোনস এর সংখ্যা কম
17.সিদুর হিসাবে কি ব্যবহৃত হয়== ==রেড লেড
18.ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য====.অ্যাডরিনালিন
19.দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য====টেসটোস্টেরন
20.চোখের পানির উৎস কোথায়===.ল্যাক্ রিমাল গ্রন্থি

******************************************
মনে রাখার কৌশল
বিভিন্ন নদীসমূহের উৎপত্তি স্থল:

‪#‎টেকনিক‬ নং--১

১।পদ্মা>> হিমালয় পর্বতের গঙ্গেত্রী হিমবাহ  ছন্দ>>>‪#‎হিমালয়‬ পর্বতে ‪#‎পদ্মা‬ মাছ।
২।যমুনা>>> তিব্বতের মানস সরোবর হ্রদ মুনা তিব্বত ঘামাচি পাউডার পছন্দ করে।_
৩।ব্রহ্মপুত্র>>>> তিব্বতের মানস সরোবর হ্রদ ব্রাহ্মণের পুত্রের বয়স বয়স ‪#‎তিন‬ ‪#‎মাস‬
৪।মেঘনা >> আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়
  #‎মেঘনা‬ নামের মেয়েটি এখন ‪#‎লুসাই‬ পাহাড়ে।
৫।কর্ণফুলী>> আসামের লুসাই পাহাড়ের লংলেহ #‎কানে‬ ফুল দুলেহ
৬।সাঙ্গু >> আরাকান পর্বত #‎আমেরিকানদের‬ ‪#‎সাঙ‬ হল।_
৭।করতোয়া>> >>>>>>>> সিকিমের পার্বত্য অঞ্চল ।
‪#‎করত‬ ‪#‎আ‬#সি কি করির পারিস। নাফ>> আরাকান  #‎আরে‬ কানে ‪#‎ফনা‬
৮।হালদা>> খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ।  এবার হালখাতা বাদ
৯।মাতামুহুরী>>> লামার মইভার পর্বত  >>লামার মা মহুরী
১০।ফেনী>>>পার্বত্য ত্রিপুরা পাহাড়  পর্বতের উপরে(=ত্রিপুরা) ফেনায়িত(=ফেনী) পাহাড়
______________
#টেকনিক---২
তিস্তা সিকিম থেকে ‪#‎লাল‬, ‪#‎নীল‬, ‪#‎রং‬ হয়ে বাংলাদেশে এসেছে।
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে ‪#‎লালমনিরহাট‬#‎নীলফামারী‬ এবং  #‎রংপুরের‬ ভিতর
দিয়ে বাংলাদেশে এসেছে।
এখনো যাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাদের জন্য,
লাল= লালমনিরহাট
নীল= নীলফামারী
রং=রংপুর
______________
#টেকনিক---৩
তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি নদী------- ( YES -JB )
Y= ইয়াংসিকিয়া
E= ইরাবতী
S= সিন্দু
J= যমুনা
B= ব্রহ্মপুত্র
*************************************************
সংবিধান ও বাংলাদেশ
১. বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।
২. সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
৩. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান - - ড. কামাল হোসেন।
৪. সংবিধানে অনুচ্ছেদ আছে - - ১৫৩ টি।
৫. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বয়স হতে হবে - - ২৫ বছর।
৬. গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয় - - ১১ নং অনুচ্ছেদে।
৭. সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয় - - ৫২ নং অনুচ্ছেদ।
৮. সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তিত হয় - - দ্বাদশ।
৯. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের – পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
১০. জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত আছে - - ৩২ নং অনুচ্ছেদে।
১১. এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে --১৬ টি ।
১২. সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক – সুপ্রিম কোর্ট।
১৩. প্রশাসনিক ট্রাইবুনাল গঠনের উল্লেখ আছে – ১১৭(১)অনুচ্ছেদে।
১৪. রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমুহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের উল্লেখ আছে – ২২ নং অনুচ্ছেদে।
১৫. সংবিধান সংশোধনীর বিষয়টি উল্লেখ আছে – ১৪২ নং অনুচ্ছেদে।
১৬. জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে - - ১৪১(ক) অনুচ্ছেদে।
১৭. নির্বাচন কমিশন প্রতিষ্টা হয়েছে - - ১১৮ নং অনুচ্ছেদে।
১৮. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ বলা আছে –২৭ নং অনুচ্ছেদে।
১৯. ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বর্ণিত আছে - - ২৮(২) নং অনুচ্ছেদে।
২০. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে - - ৮ নং অনুচ্ছেদে।
২১. ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ বলা আছে – ৩ নং অনুচ্ছেদে।
২২. রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে - - ২(ক) নং অনুচ্ছেদে।
২৩. বাংলাদেশের সরকারি কর্মকমিশন গঠিত হয় – ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
২৪. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার - - বিচারপতি মোঃ ইদ্রিস।
২৫. নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে - - ১২৪ নং অনুচ্ছেদে।
২৬. ভোটার তালিকার বিধান বর্ণিত আছে - - ১২১ নং অনুচ্ছেদে।
২৭. সুপ্রিম কোর্টের ডিভিশন - - দুটি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
২৮. বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় - - ১৯৩৭ সালে।
২৯. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় - - ১ নভেম্বর ২০০৭।
৩০. রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন - - এটর্নি জেনারেল।

No comments:

Post a Comment