Saturday, August 1, 2015

বাংলাদেশের চর পরিচিতি

বাংলাদেশের চর পরিচিতি

‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিণ উপকূলে ।
০২. ‘দুবলার চর’ কেন বিখ্যাত?
উত্তরঃ মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও
উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য ।
০৩. ‘চর মানিক’ ও ‘চর জব্বার’ কোথায়
অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
০৪. ‘চর নিউটন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলার চরফ্যাশন থানায় ।
০৫. ‘চর আলেকজান্ডার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লক্ষীপুরের রামগতিতে ।
০৬. ‘উড়ির চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সন্দ্বীপে ।
০৭. ‘চর শ্রীজনী’ ও ‘চর শাহাবানী’ কোথায়
অবস্থিত?
উত্তরঃ হাতিয়ায় ।
০৮. ‘চর গজারিয়া’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লক্ষীপুরে ।
০৯. ‘মহুরীর চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ফেনী জেলায় ।
১০. ‘নির্মল চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী জেলায় ।
১১. ‘নির্মল চর’ কী?
উত্তরঃ রাজশাহী জেলায় বাংলাদেশ-ভারত
সীমান্তে ছোট এক টুকরো জমি । (দৈর্ঘ্য
৩,০০০ ফুট এবং প্রস্থ ২০০ ফুট) ।
১২. ‘চর কুকড়ি মুকড়ি’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলার চরফ্যাশন থানায় ।
১৩. ‘পাটনির চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনে ।
১৪. বাংলাদেশের কোন নদীতে চর বেশি?
উত্তরঃ যমুনা নদীতে ।
১৫. ‘চর নিজাম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
১৬. ‘চর জংলী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
১৭. ‘চর মনপুরা’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
১৮. ‘চর জহির উদ্দিন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
১৯. ‘চর ফয়েজ উদ্দিন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা জেলায় ।
********************************************
এক নজরে বাংলার পুরোনো নাম
>> চট্টগ্রাম→ ইসলামাবাদ
>> খুলনা→ জাহানাবাদ
>> সিলেট→ জালালাবাদ
>> যশোর→ খিলাফাতাবাদ
>> বাগেরহাট→ খলিফাবাদ
>> ময়মনসিংহ→ নাসিরাবাদ
>> ফরিদপুর→ ফাতেহাবাদ
>> বরিশাল→ চন্দ্রদ্বীপ
>> কুমিল্লা→ ত্রিপুরা
>> কুষ্টিয়া→ নদীয়া
>> ফেনী→ শমসের নগর
>> জামালপুর→ সিংহজানী
>> দিনাজপুর→ গন্ডোয়ানাল্যান্ড
>> ভোলা→ শাহবাজপুর
>> মুন্সিগঞ্জ→ বিক্রমপুর
>> গাইবান্ধা→ ভবানীগঞ্জ
>> রাজবাড়ী→গোয়ালান্দ
>> মহাস্থানগড়→ পুন্ড্রবর্ধন
>> ময়নামতি→ রোহিতগিরি
>> সোনারগাঁও→ সুবর্ণগ্রাম
>> পদ্মা→কীর্তিনাশা
>> যমুনা→ জোনাই নদী
>> ব্রহ্মপুত্র→ লৌহিত্য
>> বুড়িগঙ্গা→ দোলাই নদী/খাল
>> ময়নামতি→ রোহিতগিরি
>> লালবাগ দূর্গ→ তেহাবাগ দূর্গ
>> নোয়াখালী→ সুধারামপুর
>> ময়মনসিংহ→ নাসিরাবাদ
>> সিলেট→ শ্রীহট্ট / জালালাবাদ
>> মুজিবনগর→ বৈদ্যনাথতলা
>> আসাদ গেট→ আইয়ুব গেট
>> সাতক্ষীরা→ সাতঘরিয়া
>> শেরে বাংলা নগর→ আইয়ুব নগর
>> রাঙামাটি→ → হরিকেল
>> সেন্ট মার্টিন→ নারিকেল জিঞ্জিরা
>> নিঝুম দ্বীপ→ বাউলার চর
>> কক্সবাজার→ ফালকিং
**************************************
বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি :................
১৯৭২ : কমনওয়েলথ (সর্বপ্রথম - ৩২ তম) + WHO
++ UNESCO + UNIDO +UNCTAD +ILO+IAEA+
+GATT+IMF+IDA+IBRD+ ১৭ অক্টোবর জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক + NAM
১৯৭৩ : FAO+ADB+ESCAP+Redcross and cresent+বিশ্ব ডাক সংস্থা
১৯৭৪ : জাতিসংঘ ( ১৭ ই September, ১৩৬ তম, ২৯ অধিবেশনে, ২৫ শে সেপ্টেম্বর বাংলা ভাষণ >বঙ্গবন্ধু), FIFA+ OIC (৩২ তম) + IDB
১৯৭৬ : INTERPOL+IFC
১৯৭৭ : ICC ( সহযোগী সদস্য)
১৯৮০ : ICSID + IOC
১৯৮৮ : MIGA
১৯৯২ : ECO
১৯৯৫ : WTO ( ১ লা জানুয়ারী)
২০০০ : ICC ( ২৬ জুন)
২০০৬ : ARF
২০১০ : ICC - অপরাধ আদালত

******************************************
১, শালবন বিহারঅবস্থিত ?
উঃ কুমিল্লারময়নামতি পাহাড়েরপাশে
২, সাবাস বাংলাদেশভাস্কর্য.টি অবস্থিত?
উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
৩, এশিয়া কাপক্রিকেট, ২০১২অনুষ্ঠিত হয় ?
উঃ শেরে বাংলা জাতীয়স্টেডিয়াম.৪,
বাংলাদেশেরজাতীয় দিবস?উঃ ২৬শে মার্চ
৫, বাংলাদেশের প্রথমপ্রধানসেনা পতি?
উঃ জেনারেলআতাউলগণি ওসমানী
৬,বাংলাদেশেররাজধানী?উঃ ঢাকা
৭,শিল্পী জয়নুলআবেদীনেরস
ংগ্রহশালা কোথায়?উঃ ময়মনসিংহ
৮,সম্প্রতি কোলকাতা ফিল্মফেস্টিভ্যা
লে পুরস্কারপ্রাপ্তবাংলাদেশী ছবি?
উঃ গেরিলা
৯,বাংলাদেশেরআপিলবিভাগে মোটবিচারক?
উঃ ১১ জন
১০,বাংলাদেশেরজাতীয়পতাকারমূল রূপকার কে?
উঃ কামরুল হাসান
১১, ঘোড়াশাল সারকারখানারউৎপাদিত সারের
নামকি?উঃ ইউরিয়া
১২, VGF বলতে বুঝায় ?
উঃ Vulnerable GroupFeeding
১৩, বরিশাল এরপ্রাচীন নামকি?
উঃ চন্দ্রদীপ
১৪, ADP কত বছরমেয়াদি?
উঃ ১
১৫, DFI?উঃ Direct ForeignInvestment
১৬, প্রস্তাবিতপদ্মা সেতুরদৈর্ঘ্য কত?
উঃ ৬.১৫ কিমি
১৭, বীরপ্রতীক -W ASOuderland-
কোনদেশে জন্মগ্রহণকরেছিলেন?
উঃ হল্যান্ড
১৮,ময়মনসিংহ এরগারো পাহাড়েরঅধিবাসী
গারো জাতিগোষ্থিরপ্রকৃত নাম?
উঃ মান্দি
১৯,গেরিলা চলচ্চিত্রএরপরিচালককে?
উঃ নাসিরউদ্দীনইউসুফ
২০,বাংলাদেশেরসর্বপ্রথমজাদুঘরকোনটি ?
উঃ বরেন্দ্রগবেষণা জাদুঘর।
২১, পাহাড়পুরেরবৌদ্ধ
বিহারেরনির্মাতা কে?উঃ ধর্মপাল
২২, বাংলাদেশেরসবচেয়ে বড়মধ্যযুগীয়
মসজিদকোনটি ?উঃ ষাট গম্বুজমসজিদ।
২৩, উত্তরা গণভবনকোথায়অবস্থিত ?
উঃ নাটোর।
২৪,ভাটির দেশবলা হয়কোনটি কে ?
উঃ বাংলাদেশ
২৫,বাংলাদেশেরবৃহত্তমদীপের নামকি?
উঃ ভোলা
২৬,বাংলাদেশের ১মনারী ভিসি কে ?
উঃ অধ্যাপকফারজানা ইসলাম
২৭, স্বাধীনবাংলাদেশ
ে প্রথমআদমশুমারী হয় ?উঃ ১৯৭৪ সালে।
২৮, BBS এস পূর্ণ রুপ ?
উঃ Bangladesh Bureau ofstatics
(পরিকল্পনা মন্ত্রনালয়েরঅধীনস্থ)
২৯, দেশের
প্রথমআদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধিরহার ?
উঃ ২.৫০%।
৩০, আদমশুমারী ও গৃহগণনা কাজেরজন্য
সমগ্রদেশকে কয়টি জেলায়ভাগকরা হয় ?
উঃ ১৩০..
 ****************************
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধে অবদান/বীরত্ব প্রদর্শনের
জন্যে রাষ্ট্রীয় পুরস্কার- ৪টি (মোট
৬৭৬জন)
বীরশ্রেষ্ঠ- ৭ জন
বীরউত্তম- ৬৮ জন
বীরবিক্রম- ১৭৫ জন
বীরপ্রতীক- ৪২৬ জন
খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা- ২
জন (২ জনই বীরপ্রতীক)
(সেতারা বেগম ও তারামন বিবি)
নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম,
তারামন বিবি ও কাঁকন বিবি
আদিবাসী নারী মুক্তিযোদ্ধা-কাঁকন বিবি
কাঁকনবিবি- খাসিয়া ,কাঁকন বিবির আসল নাম- কাকাত হেনইঞ্চিতা
সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-
শহীদুল ইসলাম চৌধুরী (মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স-১২ বছর)
একমাত্র আদিবাসী/ উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-ইউ কে চিং (বীর বিক্রম)
একমাত্র বিদেশি বীরপ্রতীক- ডব্লিউ এ
এস ওডারল্যান্ড(অস্ট্রেলিয়া; জন্ম নেদারল্যান্ড) ওডারল্যান্ড মারা যান- ১৮ মে ২০০১ সালে
প্রথম পাক বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন- বিদেশি সাংবাদিক সাইমন ড্রিং
মুক্তিযুদ্ধে মারা যাওয়া বিদেশি- ফাদার মারিও ভেরেনজি (ইতালি)
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন- ফরাসি সাহিত্যিকআদ্রেঁ মায়ারা
‘কনসার্ট ফর বাংলাদেশ ১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর
বাংলাদেশ’-এর প্রধান শিল্পী- জর্জ হ্যারিসন (ইংল্যান্ড/ বৃটেন)
কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন-
জর্জ হ্যারিসন (USA) ও পণ্ডিত রবিশংকর (ভারত)
কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে সহায়তা করে- ফোবানা
কনাসর্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়- 1 August ১৯৭১
কনাসর্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়- নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে
মুক্তিযোদ্ধা দিবস- ১ ডিসেম্বর
মুক্তিযুদ্ধ যাদুঘর- ঢাকার সেগুন বাগিচায়
মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা করেন- শেখ মুজিবুর রহমান
মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকা- মুক্তিবার্তা (সাপ্তাহিক)
 

No comments:

Post a Comment