Monday, August 17, 2015

♦ বাংলার প্রথম

  বাংলার প্রথম


• প্রথম সাম্রাজ্য- মৌর্য
• প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক
• প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ
• শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
মৌর্য সাম্রাজ্য
মৌর্যবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়)
চন্দ্রগুপ্ত মৌর্য> বিন্দুসর> সম্রাট অশোক> দাশরথ> সম্প্রতি> সালিশুকা> দেববর্মণ> শতধনবান> বৃহদ্রথা
• প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য
• রাজধানী- পাটলীপুত্র
• প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য- মৌর্য সাম্রাজ্য
• প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য
• সম্রাট অশোক ছিলেন - মৌর্য সম্রাট
• সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে
মৌর্য বংশ সম্পর্কে আরো কিছু তথ্য-
• প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট- চন্দ্রগুপ্ত মৌর্য
• মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য
• সর্বশেষ মৌর্য সম্রাট - বৃহদ্রথ
• দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল - বিক্রামাদিত্য
• চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন - রাজা হর্ষবর্ধন এর আমলে
• ভারত বর্ষ থেকে গ্রীকদের বিতাড়িত করেন - চন্দ্রগুপ্ত
• নন্দবংশের শেষ রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন - চন্দ্রগুপ্ত
• ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক - মেগাস্থিনিস
• অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক - কৌটিল্য
• কৌটিল্য আমলে চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী - চানক্য ও বিষ্ণুগুপ্ত
• মৌর্য সাম্রাট অশোক ছিলেন - বিন্দু সারের পুত্র
• অশোক কলিঙ্গ জয়ে বের হন - ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে
• মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল - পুন্ডনগর
*********************************************

২০১৫ সালে Australia ও New Zealand এ অনুষ্ঠিত ICC Cricket World Cup কত তম?
Ans: ১১ তম
Hints:
2015 ICC Cricket World Cup is 11th.
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
Ans: মাল্টায়
Hints:
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের পরবর্তী শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) ২০১৫ সালের ২৭ থেকে ২৯ নভেম্বর মাল্টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কোন ব্যাংক সম্প্রতি "ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাওয়ার্ড" ও "বেস্ট কোয়ালিটি লিডারশিপ অ্যাওয়ার্ড" পেয়েছে-
Ans: এক্সিম ব্যাংক
Hints:
এক্সিম ব্যাংক "ইউরোপিয়ান কোয়ালিটি অ্যাওয়ার্ড" ও "বেস্ট কোয়ালিটি লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে-.যুক্তরাজ্যভিত্তিক ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি (ইবিএ) ও সুইজারল্যান্ডভিত্তিক ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর) যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে। এ ক্ষেত্রে ব্যাংকটির আন্তর্জাতিক মান, উন্নত ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় অসামান্য অবদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
সম্প্রতি কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন-
Ans: ইনলাক সিনাওত্রা, থাইল্যান্ড
Hints:
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিশংসনের পক্ষে দেশটির সামরিক জান্তা-সমর্থিত পার্লামেন্টের বেশির ভাগ সদস্য গত ২৩ জানু, ২০১৫ তারিখে ভোট দিয়েছেন। ফলে তাঁকে পাঁচ বছরের জন্য রাজনীতির বাইরে থাকতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে-
Ans: ৮ নভেম্বর, ২০১৬
Hints:
USA -এর পরবর্তী (৫৮ তম) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে - মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ তারিখে। নির্বাচিত ব্যক্তি হবেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট।

***************************************************
 বাংলাদেশের প্রথম****

প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ
প্রথম স্বররাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম কামরুজ্জামান
প্রথম অথমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী
প্রথম স্পীকার(গন পরিষদ) শাহ আবদুল হামিদ
প্রথম স্পীকার(জাতীয় সংসদ) মোহাম্মদ উল্ল্যাহ
প্রথম সেনাবাহিনীর প্রধান এম.এ.জি ওসমানী
প্রথম এটার্নি জেনারেল এম.এইচ.খন্দকার
প্রথম প্রধান বিচারপতি এ.এস.এম.সায়েম
প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ.এন. হামিদুল্লাহ
প্রথম বানিজ্য জাহাজ বাংলার দূত
প্রথম রনতরী বি.এন.এস.পদ্মা
ঢাকা বিশ্বঃ প্রথম ভাইস চ্যান্সেলর স্যার পি.জে.হার্টস
ঢাকা বিশ্বঃ উপমহাদেশের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান
প্রথম আই.জি.পি এম.এ.খালেক
জাতীয় ফুটবলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু
ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির
টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্রজেন দাস
প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরসিন্দু শেখর চাকমা
বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপক নাজনীন সুলতানা
ব্যাংকের প্রথম মহিলা পরিচালক আনিসা সুলতানা
প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আ.স.ম আবদুর রব
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভারত
বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ-০৪ মার্চ, ১৯৭২
বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা, ময়মনসিংহ।
বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী - মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী-ব্রজেন দাশ (৬ বার)
 
******************************************************
সাম্প্রতিক তথ্য - ------------------------------------------------------------------------------------
সৌদি আরবের নতুন বাদশাহ-
Ans: সালমান বিন আবদুল-আজিজ আল সউদ
Hints:
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে তাঁর সৎভাই সালমান বিন আবদুল-আজিজ আল সউদ সৌদি আরবের নতুন বাদশাহ হয়েছেন।
------------------------------------------------------------------
সম্প্রতি গ্রিসে সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন-
Ans: আলেক্সিস সিপারাস
Hints:
গ্রিসে সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী সিরিজা পার্টির আলেক্সিস সিপারাস।
--------------------------------------------------------
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত-
Ans: মার্শিয়া ব্লুম বার্নিকাট
Hints:
২০১৪ সালের ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাটকে মনোনীত করেন।
-------------------------------------------------
“মার্শিয়া ব্লুম বার্নিকাট” বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রদূত-
Ans: ১৫ তম
Hints:
২০১৪ সালের ২২ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া বার্নিকাটকে মনোনীত করেন। তিনি ড্যান মজীনার স্থলাভিষিক্ত হবেন।
-------------------------------------
২০১৪ সালের মিস ইউনিভার্স জিতেছেন-
Ans: পলিনা ভেগা
Hints:
2014 মিস ইউনিভার্স মুকুট জিতেছেন কলম্বিয়ার সেরা সুন্দরী পলিনা ভেগা।
 
*****************************************************************
স্বাধীনতা আন্দোলনের নেতা:
------------------------------------------------------------------------------------
বাংলাদেশ -শেখ মুজিবুর রহমান
ভারত- মহাত্মা গান্ধী
পাকিস্তান- মুহম্মদ আলী জিন্নাহ
ফিলিস্তিন- ইয়াসির আরাফাত
তুরস্ক কামাল -আতার্তুক
ভিয়েতনাম -হো চি মিন
দক্ষিণ আফ্রিকা -নেলসন মেন্ডেলা
চীন -মাও সে তং
সোভিয়েত ইউনিয়ন- ভ্লাদিমির লেলিন
অ্যাঙ্গোলা -এন্টানিও এগাসটিরহো নেটো
ইটালি -গুসেপী গারিবালদি
ইন্দোনেশিয়া- আহমেদ সুকর্নো
কঙ্গোপ্রজাতন্ত্র -প্যাট্রিক লুবুম্বা
কম্বোডিয়া -নরদম সিহাকুক
কিউবা- ফিদেল কাস্ট্রো
কেনিয়া -জুমো কেনিয়াটো
ঘানা- কাওয়ামী নক্রুমা
জাম্বিয়া- কেনেথ কাউন্ডা
জার্মানী -বিসমার্ক
তাঞ্জানিয়া -ডঃ জুলিয়াস নায়ারে।
পূর্ব তিমুর -জানানা গুসমাও
মার্কিন যুক্তরাষ্ট্র- জর্জ ওয়াশিংটন
মায়ানমার -জেনারেল অং সান
মালদ্বীপ -মামুন আব্দুল গাইউম
যুগোশ্লাভিয়া -মার্শাল জোসেফ টিটো
সাইপ্রাস -আর্চ বিশপ ম্যাকারিওস
 

No comments:

Post a Comment