Sunday, August 9, 2015

সাধারন জ্ঞান

সাধারন জ্ঞান
-------------------
CTBT অনুমোদনকারী দেশ কয়টি? # 163টি।
বাংলাদেশে সরকারী চিড়িয়াখানা কয়টি? # 3টি।
সিরডেপের সদস্য কত জন? #15 জন ।( সর্বশেষ ফিজি)
সর্ব বৃহত ই কমার্স প্রতিষ্ঠান কোনটি? # আলিবাবা, চীন ।
সার্কের প্রথম মহিলা মহাসচিব কে? # ফাতেমাদিয়ানা সাঈদ।
এফবিআই কি? # গোয়েন্দাসংস্থা ।
বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যাবহৃত হয় কবে? #1964 সালে ।
নারী অধিকার নিয়ে 'হি ফর সি' প্রচারনায় যুক্ত?# এমাওয়াটসন ।
বেড়ুবাড়ী সীমান্ত অবস্থিত? # পঞ্চগড়।

*****************************************************
১/ বিশ্বে প্রথম মার্স ভাইরাস দেখা দেয়--- → সৌদি আরবে
২/ ২০১৫ সালের ১ জানুয়ারি ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে --- → লিথুয়ানিয়া
৩/ শেয়ার বাজারে বিশ্বের প্রথম ইসলামিক সূচক চালু হয় --- → বাহরাইনে
৪/ ইবোলা --- → ভাইরাসজনিত জ্বর
৫/ এইচআইভি ভাইরাস আক্রান্তে শীর্ষ দেশ ---→ দক্ষিণ আফ্রিকা
৬/ WHO দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত ঘোষণা করে -- → ২৭ মার্চ ২০১৪
৭/ BRICS জোট প্রতিষ্ঠিত নতুন ব্যাংকের নাম-- → New Development Bank (NDB)
৮/ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের লক্ষে চুক্তি স্বাক্ষরিত হয় ---→ ১৫ জুলাই ২০১৪
৯/ বিশ্বের প্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয়--- → চীনে
১০/ 'ডেমোক্রেসি মনুমেন্ট' অবস্থিত--- → ব্যাংকক, থাইল্যান্ড
১/ এনরন কি---- → পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি।
২/ আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে--- → ১৯৭৩ সালে
৩/ পৃথিবীর সর্ববৃহত্ তামার খনি যে দেশে অবস্থিত--- → চিলি
৪/ বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র অবস্থিত-- → বেইজিং (চীন)
৫/ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ বিখ্যাত--- → স্বর্ণ খনির জন্য
৬/ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান--- → মিথেন
৭/ সর্বাপেক্ষা বেশি চা উত্পাদনকারী দেশ---→ চীন
৮/ পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন--- → সুন্দরবন
৯/ বিশ্বের সবচেয়ে বেশি কফি উত্পাদনকারী দেশ--- → ব্রাজিল
১০/ যুক্তরাষ্ট্রের যে অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়--- → প্রেইরি অঞ্চল
১১/ যে প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়-- → উট
১২/ সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী--- → নীল তিমি
১৩/ বিশ্বের দীর্ঘজীবী প্রাণী --- → কচ্ছপ
১৪/ ধীবর বা মত্স্যজীবীদের দেশ বলা হয়- → নরওয়েকে
১৫/ বিশ্বে মত্স্য উত্পাদনে শীর্ষ দেশ --- → চীন (২য়-ভারত)
 ****************************************************
বাংলা

১. অমিত ও লাবন্য চরিত্র দুটির রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর [শেষের কবিতা]
২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি
৩. 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা  উঃ আত্ম-জীবনীমূলক রচনা
৪. আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে
৫. শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬. 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য
৭. 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন? উঃ ড. নীলিমা ইব্রাহীম
৮. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব
৯. 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন
১০. কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে
১১.'উত্তম পুরুষ' উপন্যাসেররচয়িতাকে? উঃ রশীদ করিম
১২. 'বাংলাদেশ স্বপ্নদেখে' কাব্যগ্রন্থটি কোন কবির? উঃ শামসুর রাহমান
১৩. 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ
১৪. 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?
উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
১৫. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে? উঃ আবদুল্লাহ আল মামুন
১৬. 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ-- উঃ মনস + ঈষা
১৭. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে? উঃ মামুনুর রশীদ
১৮. 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উঃ বনফুল (১৮৮০)
২০. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? উঃ সমাপ্তি
২১. 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে? উঃ সেলিনা হোসেন
২২. বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে? উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়
২৩. 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?  উঃ ফেরদৌসী
২৪. শাহনামা কোন ভাষায় রচিত?  উঃ ফারসি
২৫. 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে?  উঃ মোজাম্মেল হক
*******************************************************
১/ বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি ---- → চণ্ডীদাস
২/ আলাওলের 'পদ্মাবতী' কাব্যের হিরামন হচ্ছে - → শুক পাখির নাম
৩/ প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক হিসেবে পরিচিত --- → হুমায়ুন আজাদ
৪/ 'এলাটিং বেলাটিং', ধান ভানলে কুঁড়ো দেব' শিশুতোষ গ্রন্থের প্রণেতা --- → শামসুর রাহমান
৫/ 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা --- → সিকান্দার আবু জাফর
৬/ বাংলাদেশে নির্মিত বৃহত্তম জাহাজের নাম --- → এনজিয়ান
৭/ বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার - → কে জি মুস্তাফা
৮/ রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান-- → ৮ম
৯/ পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে-→ ২য়
১০/ বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়--- → ৩০মে ১৯৭৭
১১/ আফ্রিকার শেক্সপিয়র বলা হয়--- → নাইজেরিয়ার চিনুয়া আচেবেকে
১২/ যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা -- → ব্ল্যাক ওয়াটার
১৩/ রোমের অর্থনীতি নির্ভরশীল ছিল -- → দাস শ্রমের ওপর
১৪/ ডেমোক্রেসি মনুমেন্ট অবস্থিত --- → ব্যাংকক, থাইল্যান্ড
১৫/ জেকোবিন হলো -- → ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
১৬/বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ —- মহেশখালী
১৭/বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎউৎপাদন কেন্দ্র —-কাপ্তাই
১৮/জলবিদ্যুৎকেন্দ্র (রাঙ্গামাটি)
১৯/বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ — সেন্টমার্টিন
২০/বাংলাদেশের একমাত্র মানসিক ব্যাধি হাসপাতাল—পাবনা
২১/বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা—- গাজীপুর
২২/বাংলাদেশের একমাত্র সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ — মিরপুর
২৩/বাংলাদেশের একমাত্র তৈল শোধানাগার — ইস্টার্ণ রিফাইনারী লিঃ (চট্টগ্রাম)
২৪/বাংলাদেশের একমাত্র শান্তি নিবাস — টেপাখোলা, ফরিদপুর
২৫/বাংলাদেশের একমাত্র ঘুর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র — স্পারসো (আগারগাঁও)
২৫/বাংলাদেশের একমাত্র রেয়ন শিল্প প্রতিষ্ঠান —কর্ণফুলী রেয়ন মিল, রাঙ্গামাটি
২৬/বাংলাদেশের একমাত্র কয়লাভিত্তিকতাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র —বড় পুকুরিয়া

****************************************************************
বাংলাদেশের সীমানা ও আয়তন

বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিম বঙ্গ,
মেঘালয়, ও আসাম পূর্বে আসাম ত্রিপুরা ও মিজুরাম এবং
মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে
ভারতের পশ্চিম বঙ্গে অবস্তিত।
আয়তনে বিশ্বে বাংলাদেশ ৯৩ তম।
দক্ষিণ এশিয়ার মধ্য বাংলাদেশ চতুর্থ।
আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম।
আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি।
আয়তনে সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর।
আয়তনে সবচেয়ে ছোট বিভাগ সিলেট।
আয়তনে সবচেয়ে ছোট জেলা মেহেরপুর।
আয়তনে সবচেয়ে ছোট থানা কোতয়ালী।
বাংলাদেশের সীমান্ত রয়েছে ২ টি দেশের
সাথে ( ভারত ও মিয়ানমার।
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি মি
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কি মি।
মিয়ানমারের সাথে ২৭১ কি মি।
বাংলাদেশের সীমান্ত বর্তী ভারতের রাজ্য ৫ টি
( পশ্চিম বঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, ও মিজোরাম )
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২ টি।
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী
জেলা ৩ টি ( রাঙ্গামাটি, বান্দরবান, ও কক্সবাজার )
বাংলাদেশের একমাত্র বরিশালের সাথে ভারতের কোন সীমান্ত নেই।
বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের
দূরত্ব ১১ মেইল ( ১৬.৫ কি মি )
১ নটিক্যাল মাইল = ১.৮৫৩ কি মি
বাংলাদেশের ২ টি জেলার সাথে ভারত ও মিয়ানমারের
সীমানা নেই ( বান্দরবান ও কক্সবাজার)

*********************************************************
  ১।বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ
করে =২বার।
২।জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা
ভাষায় বক্তৃতা প্রদান করেন =সাধারণ পরিষদের
অধিবেশনে।
৩।সিলেট কোন নদীর তীরে অবস্থিত =সুরমা।
৪।আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা
হয় =১০এপ্রিল,১৯৭১।
৫।মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে =১৯টি।
৬।বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে
=১৯৭৪সালে।


***************************************************************
১. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতাকে? উ. শ্রীধর কথক।
২. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী? উ. আঙুর।
৩. ‘শম’ শব্দের অর্থ কী? উ. শাস্তি।
৪. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী? উ. নিতান্ত অলস।
৫. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উ. কৃ+য।
৬. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে? উ. বিষ্ণু দে।
৭. বাংলাদেশ বিমানের প্রতীক কী? উ. বলাকা।
৮. বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে? উ. একবার।
৯. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে? উ. ১১টি।
১০. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১১. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? উ. নারিকেল জিঞ্জিরা।
১২. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত? উ. লক্ষ্মীপুর।
১৩. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে? উ. এ জে মিন্টু।
১৪. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে? উ. ১৯৫০ সালে।
১৫. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক? উ. জ্যামাইকা।
১৬. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।
১৭. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? উ. নিকোলাস অটো।
১৮. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? উ. প্রশান্ত মহাসাগর।
১৯. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? উ. লন্ডন।
২০. কিসে ক্লোরোফিল নেই? উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
২১. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন? উ. যুক্তরাষ্ট্র।
২২. মুক্তার ওজনের এককের নাম কী? উ. গ্রেন।
২৩. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উ. ক্যান্সার।
২৪. কোয়ার্টজ কী? উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
২৫. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?  উ. যুক্তরাষ্ট্রে।

**********************************************************
আবিস্কারের সময়
※ Google : চালু হয় Sept 4, 1998.
※ Facebook : চালু হয় Feb 4,2004.
※ YouTube : চালু হয় Feb 14,2005.
※ Yahoo! : চালু হয় March 1994.
※ Baidu : চালু হয় Jan 1, 2000.
※ Wikipedia : চালু হয় Jan 15,2001.
※ Windows Live : চালু হয় Nov1,2005.
※ Amazon : চালু হয় 1994.
※ Tencent QQ : চালু হয় February1999.
※ Twitter : চালু হয় March 21,2006.
*জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং *সাইট – Twitter, Facebook, Diaspora, MySpace,Orkut.
**বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web
Browser) Opera, Mozilla,Internet  Explorer, Rock Melt,Google Chromr.


*ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম ডট কম
কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের
**প্রথম ডোমেইন ডট কম ::রেজিস্ট্রেশন করে ১৫ মার্চ ১৯৮৫ সালে।
*ইন্টারনেট ব্যাবহারকার::  শীর্ষদেশ প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র

* বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা সার্জে এম বেরিন ও লেরি পেজ। প্রতিষ্ঠাতা
※ Yahoo – এর প্রতিষ্ঠাতা : David  Filo & Jerry Yang
※ Google – এর প্রতিষ্ঠাতা : Sergey Brin & Larry Page
※ Twitter – এর প্রতিষ্ঠাতা : Evan Williams Biz Stone & Jack Dorsey
※ Facebook – এর প্রতিষ্ঠাতা : Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes & Eduardo  Saverin
※ Youtube – এর প্রতিষ্ঠাতা : Jawed Karim, Steve Chen & Chad Hurley,
※ Wikipedia – এর প্রতিষ্ঠাতা :Jimmy Wales & Larry Sanger
※ Hotmail – এর প্রতিষ্ঠাতা :Sabeer Bhatia
※ Wikileaks – এর প্রতিষ্ঠাতা :Julian Assange
※ Orkut – এর প্রতিষ্ঠাতা : Orkut Buyukkokten
※ MySpace – এর প্রতিষ্ঠাতা : TomAnderson & Chris DeWolfe
※ eBay – এর প্রতিষ্ঠাতা : Pierre Omidyar
※ Friendster – এর প্রতিষ্ঠাতা : Jonathan Abrams.

*************************************
# 2016সালঃ
1)31তম অলিম্পিক গেমস হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে।
2)21তম এইডস সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়।
3)বিশ্বের প্রথম বায়োনিক অলেম্পিক অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডে।
4)13তম ওআইসি শীর্ষ সম্মেলন হবে তুরস্কে।
5)58তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
6)6ষ্ঠ T20 Cricket WC হবে ভারতে।
---------------
#2017 সালঃ
১)বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
২)ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশসহ 90 টি দেশের জন্য জিএসপি সুবিধা
বৃদ্ধি করেছে।
-----------------
#2018 সালঃ
১)21তম বিশ্বকাপ ফুটবল রাশিয়ায়।
২)21তম কমনওয়েলথ গেমস হবে অস্ট্রেলিয়ার গোলকোস্টে।
৩)23তম শীতকালীন অলিম্পিক হবে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে।
৪)12তম বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে
বাংলাদেশে ।
----------------
#2019 সালঃ
১)12তম ক্রিকেট বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।
২)দেশের প্রথম মেট্রোরেল চালু বাংলাদেশে।
---------------*
#2020
1)সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে।
2)চীন ও ভারত চাঁদে মানুষ
পাঠাবে।
3)বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা হবে
-------------
#2021
1)সালে বাংলাদেশের 6ষ্ঠ
আদমশুমারি অনুষ্ঠিত হবে।
২)বাংলাদেশ
মধ্যম আয়ের দেশে পরিণত হব( বিশ্ব ব্যাংক )
৩)সালে ঢাবির জন্মশত বার্ষিকি পালিত হবে।
----------------
#2022 সালে 22তম বিশ্বকাপ
ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে।
#2023 সালে 13তম ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে।
#2026 সালে 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে।
*
#2030 সালের মধ্যে বিশ্ব এইডস মুক্ত হবে… (জাতিসংঘ)
#2047 সালে চীনের দ্বৈতনীতির মেয়াদ শেষ হবে।
ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টঃ
#2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 960 কোটি।
#2050 সালে জনসংখ্যায়
শীর্ষদেশ হবে ভারত।
#2062 সালে হ্যালির ধুমকেতু
আবার দেখা যাবে।
#2100 সাল নাগাদ তলিয়ে যাবে
যুক্তরাষ্ট্রের 17 শতাধিক শহর
।।

-

No comments:

Post a Comment