Saturday, August 1, 2015

মনে রাখুন কাজে দেবে: মাঝে মাঝেই আসে

মনে রাখুন কাজে দেবে: মাঝে মাঝেই আসে।
-----------------------------------------
তেল উত্পাদনে শীষ দেশ>রাশিয়া
খনিজ তেলের প্রধান শীর্ষ রপ্তানী কারক –সৌদি আরব ।
তেল রিজার্ভে শীর্ষ দেশ> ভেনিজুয়েলা
তেল আমদানিতে শীষ দেশ> যুক্তরাষ্ট্র
তেল ব্যবহারে শীষ দেশ> যুক্তরাষ্ট্র
পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ – কিউবা ।
পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ-- ভারত ।
কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ -- ইরান।
বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় --চীন।
বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় --ভারত ।
বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় --এশিয়া মহাদেশে।
পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত--কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা ।
পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় --বাংলাদেশে ।
সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় --কিউবায় ।
লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ --চীন ।

******************************
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা – ৩০ টি
দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত – লালমনিরহাট
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরুপ হচ্ছে – টারশিয়ারী যুগের
ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত
দৈর্ঘ্য -৫১৩৮ কিলোমিটার
বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে
প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত – মহাস্থানগড়
পাহাড়পুরের বৌদ্ধ বিহার যে নামে পরিচিত ছিল – সোমপুর বিহার
সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – ‘আইন-ই-আকবরী’
সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল – গৌড়

************************************
১. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
উঃ ৪৮৯টি
২. বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
উঃ ৬৩৬টি
৩. বর্তমানে দেশে পৌরসভার
সংখ্যা কতটি?
উঃ ৩১৯টি
৪. বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উঃ ১১৯০
৫. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি)কত?
উঃ ১০১৫ জন
৬. দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?
উঃ ১১০টি
৭. জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কতজন?
উঃ ১২ জন
৮. সম্প্রতি বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম কি?
উঃ রাঙাপ্রভাত
৯. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাকি?
উঃ এম ভি বাঙালি
১০. প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়?
উঃ মহাখালী,ঢাকা
১১. পদ্মা সেতু নির্মাণ করবে কোন কোম্পানি?
উঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.
১২. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উঃ স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)
১৩. বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
উঃ ৭ জুলাই ২০১৪
১৪. বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে?
উঃ ১৯৪৬৭ বর্গ কি.মি.
১৫. বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি?
উঃ ২৬টি
১৬. ২১ এপ্রিল ২০১৪ সম্পূর্ণ
বাংলা মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাক?
উঃ আই এফ আই সি ব্যাংক
১৭.বর্তমানে বাংলাদেশে বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উঃ ৭৮টি
১৮. দেশে বর্তমানে মোট ব্যাংক কতটি?
উঃ ৬২টি
১৯. বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানি করছে কোন দেশে?
উঃ শ্রীলংকায়
২০. বর্তমানে দেশে অনুমোদিত টিভি চ্যানেলের সংখ্যা কতটি?
উঃ ৪১টি
২১. দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত?
উঃ ১৬২.২০ ডলার বা ১২৭০০ টাকা
২২. বর্তমানে বিশ্বে মেগাসিটি কতটি?
উঃ ২৮টি
২৩. মেগাসিটির তালিকায় ঢাকার অবস্থান কততম?
উঃ ১১তম
২৪. দরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উঃ ৪র্থ
২৫. দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় কতটি?
উঃ ৩২৩টি
২৬. বাংলাদেশ এশিয়ার মোট কতটি গন্তব্যে পণ্য রফতানি করে?
উঃ ৩০টি
২৭. বিশ্বের কতটি দেশে বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়?
উঃ ৪৯টি
২৮. ২০১৪ সালের জন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
উঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
___________

No comments:

Post a Comment