Wednesday, August 19, 2015

সাধারণ জ্ঞানঃ

সাধারণ জ্ঞানঃ
*প্রশ্ন : থ্রি-টাইগারস
বলতে কোন কোন
দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও
ইতালি। *প্রশ্ন :
বাংলাদেশ এশিয়াটিক
সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত
সালে?
উত্তর : ১৯৫২ সালে।
*প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।
*প্রশ্ন : ‘দারিদ্র্য’
কবিতাটি নজরুলের কোন
কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের। *প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের
নিউট্রন
সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা
অসমান,
তাদের কী বলা হয়?
উত্তর : Isotone *প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনী
কাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবক ে। *প্রশ্ন : পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তি
কবে সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।
*প্রশ্ন : হিটলারের
গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো। প্রশ্ন :
সাধারণত কোন
সময়ে মঙ্গা দেখা
দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
*প্রশ্ন :
উড পেন্সিলের সিস তৈরি হয় কী
দিয়ে?
উত্তর : গ্রাফাইট।

No comments:

Post a Comment