Wednesday, August 19, 2015

বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান

 বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান

১।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন "পিপীলিকা" উদ্বোধন করা হয় কবে ?
উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৩।
২।বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক (EBOOK)- এর যাত্রা শুরু হয় কবে ?
উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১ ।
  ৩। কত সালে ? কোন জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ২০ ডিসেম্বর ২০১২ । যশোর

৪।বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথম উদ্বোধন করা হয় কবে ?
উত্তরঃ ১৪ অষ্টোবর ২০১২ ।
৫। দোয়েল(DOEL) ল্যাপটপ এর প্রস্তুতকারক কে ?
উত্তরঃ টেলিফোন শিল্প সংস্থা (TSS) LIMITED.
৬। বাংলাদেশের কোন বিজ্ঞানীর নেতৃত্বে পাটের জীবনরহস্য বা জিন উন্মোচন করা হয়েছে ?
উত্তরঃ ফরিদপুরের মাকসুদুল আলম (১৬ জুন
২০১০ ঘোষণা করা হয়)
৭।আমাদের দেশে উদ্ভাবিত প্রথম লেয়ার মুরগির জাতের নাম কী ?
উত্তরঃ শুভ্রা ।
উদ্ভাবক=> বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ।
৮। মোবাইল ফোনে বাংলায় এস এম এস
(Short Message Service-SMS)
উদ্বোধন করা হয়
কবে ? উত্তরঃ ২১ ফেব্রুয়ারী ২০১২ ।
৯।বাংলা ফন্ট 'আমার বর্ণমালা' চালু
হয়
কবে ?
উত্তরঃ ২১ফেব্রয়ারী ২০১৩।
১০। দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় কবে ?
উত্তরঃ ১৪ নভেম্বর ২০১১ (উল্লেখ্য যশোর জেলাকে মডেল ধরে ।)
********************************************************
1. বিশ্বে সর্বপ্রথম জাতীয় পতাকার
প্রচলন করে=ডেনমার্ক.
2 বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম
দেয়া নাম – রামগড় লোকাল
ব্যাটালিয়ন।
3. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
4. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
5 বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
6 বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর –
এ এন এম হামিদুল্লাহ।
7 বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম
যে, এরা হাঁটতে পারে না!
8 সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
9. ইরান প্রথমপারমাণবিক
কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
10. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের
নাগরিক?
উ. জ্যামাইকা।
11দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু
করে – জনতা ব্যাংক। 12 পেট্রোল ইঞ্জিন আবিষ্কার
করেনকে?উ. নিকোলাস অটো
************************************************* 
বহির্বিশ্বে বাংলাদেশ..................
----------------------
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
বাংলাদেশ
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম
সদস্য প্রথম জাতিসংঘ মিশনে কাজ করে-
১৯৮৮
মোট কাজ করেছে- ৪৫টি মিশনে,
৩০টি দেশে
সৈন্য প্রেরণে প্রথম (সবচেয়ে সৈন্য
প্রেরণকারী দেশ)- বাংলাদেশ পুলিশ বাহিনী প্রেরণে শীর্ষে-
বাংলাদেশ
মিশনে মৃত বাংলাদেশি সৈন্যের
সংখ্যা- ৯৮জন
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর
শিরস্ত্রাণের রং- নীল জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর
প্রতীক কোন রং- নীল
কূটনৈতিক মিশন/দূতাবাস
বিশ্বে বাংলাদেশের দূতাবাস
আছে- ৪৭টি দেশে
বাংলাদেশে সার্কভূক্ত যে দেশের দূতাবাস নেই- মালদ্বীপ
কূটনৈতিক সম্পর্ক নেই- ইসরাইলের
সঙ্গে
টেলিযোগাযোগ নেই- ইসরায়েলের
সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক
সম্পর্ক আছে- তাইওয়ান
দূতাবাস বন্ধ আছে- আফগানিস্তানে
দক্ষিণ আমেরিকা মহাদেশের
কোনো
দেশেই বাংলাদেশের কোন দূতাবাস নেই
বিদেশে বাংলাদেশের নামে স্থান
লিটল বাংলাদেশ- লস অ্যাঞ্জেলস
(মার্কিন যুক্তরাষ্ট্র)
বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়
*************************************************************
সাম্প্রতিক বিষয়াবলী :
--------------------------- ১. মোবাইল ব্যাংকিং এ
বাংলাদেশের
অবস্থান? = দ্বিতীয় (১ম কেনিয়া)
২. নারী শিক্ষার উন্নয়নে
ইউনেস্কো কর্তৃক
শান্তিবৃক্ষ`` স্মারক লাভ করেন====
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক
“অ্যাওয়াড ফর
এক্সিলেন্স ইন পাবলিক
হেলথ-২০১৪` লাভ করেন===সায়মা হোসেন পুতুল।
৫. বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার সর্বাধিক====অ্যাঙ্গোলা (প্রতি হাজারে
১৬৭জন) ৬.বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার কম====লুক্সেমবার্গ ও আইসল্যান্ড====(প্রতি
হাজারে ২জন)
৭.জাতীয় পরিবেশ কমিটি প্রধান কে=====প্রধানমন্ত্রী
৮. বাংলাদেশের ২য় শীর্ষ শ্রমবাজার কোন
দেশ=====কাতার
৯. জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে=====ড. এ,কে
আব্দুল মোমেন
১০.বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার কোন দেশ=====ওমান
১১. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে
বাংলাদেশের অবস্থান
কত====১০৯তম
১২.সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশের নাম কি? = লাইবেরিয়া
১৩.বাংলাদেশের ৩য় ও ৪র্থ
শ্রমবাজার-
=সিঙ্গাপুর(৩য়),বাহরাইন (৪র্থ)
১৪.বর্তমানে দারিদ্রের হার কত? = ৩০.৭%
(অর্থনীতি সমীক্ষা-২০১৪তে ২৫.৬% )
১৫. বাংলাদেশের কোন কোন জেলায় দারিদ্রের
হার সবচেয়ে বেশি ও কম? = বেশি কুড়িগ্রাম আর কম
কুষ্টিয়া।
*************************************************
★বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান★
বাংলাদেশের বৃহত্তম বিলের নাম
কী?
-----চলনবিল।
*চলনবিল কোথায় অবস্থিত?
----পাবনা ও নাটোর জেলায়। *তামাবিল কোথায় অবস্থিত?
-----সিলেট জেলায়।
*বাংলাদেশের সর্ববৃহৎ হাওর
কোনটি?
-----হাকালুকি হাওর।
*হাকালুকি হাওর কোথায় অবস্থিত? ----সিলেট জেলায়।
*বাংলাদেশের বিখ্যাত জলপ্রবাত
কোনটি?
----মাধবকুন্ড জলপ্রবাত।
*মাধবকুন্ড জলপ্রবাত কোথায়
অবস্থিত? ---মৌলভী বাজার জেলার বড়লেখায়।
*মাধবকুন্ড জলপ্রবাতে
উৎপত্তিস্হল--
----মৌলভী বাজার জেলায়।
*মাধবকুন্ড জলপ্রবাত কতটুকু ওপর
থেকে পানি নিচে পতিত হয়?
------250 ফুট।
*বাংলাদেশের সাথে সরাসরি
সীমান্ত যোগাযোগ আছে কোন
দেশের
সাথে? -----ভারত ও মায়নমারের সাথে।
*বংলাদেশের সাথে ভারতের কয়টি
রাজ্যের সীমান্ত আছে?
----5 টি।
*কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ
গঠিত হয়? ----টারশিয়ারী যুগে।
*বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য
প্রায় কত কি.মি.?
-----24,140 বর্গ কি.মি.।
তামাবিল কোথায় অবস্থিত?
-সিলেট জেলায়। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?
-হাকালুকি হাওর।
হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
-সিলেট জেলায়।
বাংলাদেশের বিখ্যাত জলপ্রবাত
কোনটি? -মাধবকুন্ড জলপ্রবাত।
মাধবকুন্ড জলপ্রবাত কোথায়
অবস্থিত?
-মৌলভী বাজার জেলার বড়লেখায়।
মাধবকুন্ড জলপ্রবাতে
উৎপত্তিস্হল-- -মৌলভী বাজার জেলায়।
মাধবকুন্ড জলপ্রবাত কতটুকু ওপর
থেকে
পানি নিচে পতিত হয়?
-২৫০ ফুট।

No comments:

Post a Comment