এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
০১. পঞ্চম আদমশুমারী অনুষ্ঠিত হয় ?
উঃ ১৫-১৯ মার্চ ২০১১।
০২. আদমশুমারী ও গৃহ গণনা কাজের জন্য সমগ্র দেশকে কয়টি জেলায় ভাগ করা হয় ?
উঃ ১৩০
০৩. স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় ?
উঃ ১৯৭৪ সালে।
০৪. বাংলায় প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয় ?
উঃ ১৮৭২ সালে।
০৫. মার্কিন সরকার প্রথম আদমশুমারী পরিচালনা করে ?
উঃ ১৭৯০ সালে।
০৭. ব্রিটেনে প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয় ?
উঃ ১৮০১ সালে।
০৮. BBS এস পূর্ণ রুপ ?
উঃ Bangladesh Bureau of statics (পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনস্থ)
০৯. পঞ্চম আদমশুমারীতে খানা সংক্রান্ত প্রশ্ন আছে-১১টি; ব্যাক্তি সংক্রান্ত প্রশ্ন
আছে-১৩টি।
১০. দেশের প্রথম আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ?
উঃ ২.৫০%।
************************************************
বাংলা টেকনিক :::::::
আমরা অনেক সময় এই সাধারন বিষয়গুলা ভুল করি।
এগুলা যে-কোন পরীক্ষার জন্য গুরুত্তপূর্ন।
১) ভাষার মূল উপাদান-- ধ্বনি। ২) ভাষার মুল উপকরণ-- বাক্য।
৩) বাক্যের মূল উপাদান-- শব্দ। ৪) শব্দের মূল উপাদান-- ধ্বনি।
বাংলা ব্যাকরণে শব্দের শ্রেনিবিভাগ
মনে রাখা খুবই ঝামেলার কাজ।
কিন্তু সামান্য টেকনিক খাটালে খুব সহজে মনে রাখা সম্ভব ------
১) যৌগিক শব্দ::::::::
# টেকনিক:- # মধুর # গায়ক # কর্তব্য না করে #
বাবুয়ানা ভাব করে # রাঁধুনি # দৌহিত্রককে নিয়ে # চিকামারাতে
গিয়ে দেখল # পিতৃহীন # চালক#পাঠক # মিতালীর সঙ্গে # পাগলামি করছে।
২) রুঢ় বা রুঢ়ি শব্দ::::::::
#টেকনিক:- # তেলে # ভাজা # সন্দেশ # খেয়ে # প্রবীন লোকটি # পাঞ্জাবি পরে # ঝিকে নিয়ে
# হস্তীর পিঠে ওঠে # বাশি বাজায় যেটা দেখার পর # গবেষনায়#কুশল # হরিন পালায়।
৩) যোগরুঢ় শব্দ:::::::
#টেকনিক:- # রাজপুত্র # পন্মজ ও #সরোজ তোলার
উদ্দেশ্যে #জলধিতে যাবার জন্য #মহাযাত্রার আয়োজন করল।
***********************************************************
তথ্য-প্রযুক্তি:
১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৯৬ সালে।
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
৫৷WWW এর জনক কে?
=টিম বার্নাস লি ।
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
৮৷ Internet Corporation For Assiged
Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান
সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) কি কি?
=Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chromr.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora,MySpace, Orkut.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোশ
উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks)
কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET(Advanced Research Projects Agency Network)
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।
**************************************************
স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য----
১. জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন
স্লোগান কি???
উ: দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় ৷
২. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়???
উ: ১৯৭৬ সালে
৩. বাংলাদেশের জাতীয় জনসংখ্যা কাউন্সিলের প্রধান কে???
উ: প্রধানমন্ত্রী
৪. পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কে???
উ: মহাপরিচালক
৫. বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি কবে গৃহীত হয়???
উ: ১৯৭৬ সালে
৬. ভিশন ২০০০ কি???
উ: অন্ধত্ব দূরীকরণের পরিকল্পনা
৭. মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগোটির প্রতীক কি???
উ: সবুজ ছাতা
৮. পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা???
উ: শিশুরা
৯. শিশুকে কত বছর বয়সের মধ্যে ৬টি অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়???
উ: ১ বছরের মধ্যে
১০. টিটি টিকা কয় ডোজ নিতে হয়???
উ: ৫ ডোজ
********************************************
১, অর্মত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? উ, ১৯৯৮
২, who is the painter of "The Madona & Child"? উ, Michal Angelo
৩, ইউক্রেন কত সালে পারমাণবিক অস্ত্রহীন দেশ বলে বিবেচিত হয়? উ, ১৯৯৬
৪, Of the following countries, which is not a Scandinavian country? উ, Holland
৫, পরিসংখ্যানের জনক কে? উ, ফিশার
৬, Which country is the kiwi bird native to? উ, New Zealand
৭, Floating exchange rate means conversion rate between Dollar and Taka will be determined by_ Market
৮, কচুরিপনা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে? উ, মেক্সিকো
৯, কোন দেশটি আফ্রিকার নয়? উ, আলবেনিয়া
১০, East and West Germany were united in the year? উ, 1990
১১, সৌদি আরবের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে ? উ, 2011
১২, 'স্বাধীনতা,সাম্য, ভ্রাতৃত্ব' শ্লোগানটি কোন বিপ্লবের ? উ, ফরাসি বিপ্লবের
১৩, বাস্তিল দুর্গের পতন হয় কত সালে? উ, 1789
১৪, চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল? উ, ২২০০
১৫, কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর অন্তর্ভুক্ত নয়? উ, কেরালা
১৬, In which country first started 4G service ? উ, South Korea
১৭, বিশ্বে কখন 4G সেবা চালু হয়? উ, ২০০৬ সালে
১৮, ২০১২ সালে কার্বন কর চালু করে? উ, অস্ট্রেলিয়া
১৯, ‘ব্লু হাউজ’ কী ? উ, কোরিয়ার রাষ্ট্রপতি ভবন
২০, ঘানা-র মুদ্রার নাম? উ, সেডি
****************************************************
বাংলাদেশের খনিজ সম্পদ:
"1-40"
০১. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
=> প্রাকৃতিক গ্যাস
০২. বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্রটি আবিস্কৃত হয় কত সালে?
=> ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে
০৩. বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে?
=> ১৯৫৭ সালে
০৪. বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র কয়টি?
=> ২৬টি
০৫. গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
=> ২৩টি
০৬. বাংলাদেশের বড় গ্যাসক্ষেত্র কোনটি?
=> তিতাস
০৭. সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
=> তিতাস
০৮. তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> ব্রাহ্মণবাড়িয়ায়
০৯. ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
=> তিতাস গ্যাসক্ষেত্র থেকে
১০. বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> কুমিল্লা
১১. বাংলাদেশের গ্যাসের সিস্টেম লস কত?
=> ২০% (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)
১২. গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
=> বিদ্যুৎ উৎপাদনে
১৩. গ্যাস ব্যবহারের দিকগুলো কী কী?
=> বিদ্যুৎ কেন্দ্র- ৪৬.৬৩ ভাগ, সার
কারখানা- ২১.৭০ ভাগ, শিল্প- ১০.৮৭ ভাগ, গৃহস্থালীতে- ১১.৫১ ভাগ,
বাণিজ্যিক- ১.১৩ ভাগ, ক্যাপটিভ- ৭.৪৯ ভাগ, চা শিল্প- ০.১৯ ভাগ,
সিএনজি- ০.৪৫ ভাগ, মৌসুমী- ০.০৩ ভাগ (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)
১৪. সর্বশেষ গ্যাসক্ষেত্রটির নাম কী?
=> সুন্দলপুর (নোয়াখালী)
১৫. বাংলাদেশে সর্বশেষ আবিস্কৃত গ্যাসক্ষেত্র ‘সুন্দলপুর’ কত নং ব্লকে অবস্থিত?
=> ১৫নং ব্লকে
১৬. ‘সুন্দলপুর’ ও ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে কোন সংস্থা?
=> বাপেক্স
১৭. ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> সুনামগঞ্জ ও নেত্রকোণায়
১৮. সুনেত্র গ্যাসক্ষেত্রটি কত নং ব্লকে অবস্থিত?
=> ১১নং ব্লকে
১৯. সম্প্রতি আবিস্কৃত কুমিল্লার মুরাদনগরের ভাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি কত নং ব্লকে পড়েছে?
=> ৯নং ব্লকে
২০. বাংলাদেশের সমুদ্র
উপকূলে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে?
=> ২টি (সাঙ্গু ও কুতুবদিয়া)
২১. দেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্রটিরনাম কী?
=> সাঙ্গু
২২. সাঙ্গু কত নং ব্লকে পড়েছে?
=> ১৬নং
২৩. সাঙ্গু গ্যাস ফিল্ড
থেকে কবে সরাসরি জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হয়?
=> ১২ জুন, ১৯৯৮ সালে
২৪. সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কারা গ্যাস উত্তোলন করে?
=> কেয়ার্ন এনার্জি
২৫. সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়?
=> ৬০ মিলিয়ন ঘনফুট
২৬. বাংলাদেশের বিভিন্ন খনির কাজ করে কোন দেশীয় সংস্থা?
=> বাপেক্স (BAPEX = Bangladesh
Petroleum Exploration & Production Company Limited)
২৭. BAPEX কত সালে প্রতিষ্ঠিত হয়?
=> ১৯৮৩ সালে
২৮.মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে কবে?
=> ১৪ জুন, ১৯৯৭
২৯. মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
=> মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়
৩০. মাগুরছড়া গ্যাসক্ষেত্র খনন করে কোন কোম্পানি?
=> অক্সিডেন্টাল (যুক্তরাষ্ট্র)
৩১. দেশে আবিস্কৃত গ্যাসের মোট মজুদ কত?
=> ২০.৬ ট্রিলিয়ন ঘনফুট
৩২. দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ কত?
=> ১১.১৭ ট্রিলিয়ন ঘনফুট
৩৩. দেশে এ পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিমাণ কত?
=> ৯.৪ ট্রিলিয়ন ঘনফুট
৩৪. যদি নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত না হয় তবে দেশের মজুদকৃত গ্যাস কবে শেষ হবে?
=> ২০১৭ সালে
৩৫. সম্প্রতি দেশের কোন পরিত্যাক্ত গ্যাসক্ষেত্রে গ্যাসের সন্ধান পাওয়া গেছে?
=> ফেনী গ্যাসক্ষেত্র
৩৬.সম্প্রতি টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড
ঘটে কবে?
=> ৭ জানুয়ারি ও ২৪ জুন ২০০৫ সালে
৩৭.টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কর্মরত কোম্পানি কোনটি এবং কোন দেশের?
=> কানাডিয়ান কোম্পানি নাইকো
৩৮. বাংলাদেশে খনিজ তেল আবিস্কৃত হয় কত সালে?
=> ২২ ডিসেম্বর, ১৯৮৬ সালে হরিপুরে
৩৯. দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় কবে?
=> ১৯৮৭ সালে
৪০. তেল উৎপাদন বন্ধ হয়ে যায় কবে?
=> ৭ সেপ্টেম্বর, ১৯৯৪ সালে
******************************************************
০১. পঞ্চম আদমশুমারী অনুষ্ঠিত হয় ?
উঃ ১৫-১৯ মার্চ ২০১১।
০২. আদমশুমারী ও গৃহ গণনা কাজের জন্য সমগ্র দেশকে কয়টি জেলায় ভাগ করা হয় ?
উঃ ১৩০
০৩. স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় ?
উঃ ১৯৭৪ সালে।
০৪. বাংলায় প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয় ?
উঃ ১৮৭২ সালে।
০৫. মার্কিন সরকার প্রথম আদমশুমারী পরিচালনা করে ?
উঃ ১৭৯০ সালে।
০৭. ব্রিটেনে প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয় ?
উঃ ১৮০১ সালে।
০৮. BBS এস পূর্ণ রুপ ?
উঃ Bangladesh Bureau of statics (পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনস্থ)
০৯. পঞ্চম আদমশুমারীতে খানা সংক্রান্ত প্রশ্ন আছে-১১টি; ব্যাক্তি সংক্রান্ত প্রশ্ন
আছে-১৩টি।
১০. দেশের প্রথম আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ?
উঃ ২.৫০%।
************************************************
বাংলা টেকনিক :::::::
আমরা অনেক সময় এই সাধারন বিষয়গুলা ভুল করি।
এগুলা যে-কোন পরীক্ষার জন্য গুরুত্তপূর্ন।
১) ভাষার মূল উপাদান-- ধ্বনি। ২) ভাষার মুল উপকরণ-- বাক্য।
৩) বাক্যের মূল উপাদান-- শব্দ। ৪) শব্দের মূল উপাদান-- ধ্বনি।
বাংলা ব্যাকরণে শব্দের শ্রেনিবিভাগ
মনে রাখা খুবই ঝামেলার কাজ।
কিন্তু সামান্য টেকনিক খাটালে খুব সহজে মনে রাখা সম্ভব ------
১) যৌগিক শব্দ::::::::
# টেকনিক:- # মধুর # গায়ক # কর্তব্য না করে #
বাবুয়ানা ভাব করে # রাঁধুনি # দৌহিত্রককে নিয়ে # চিকামারাতে
গিয়ে দেখল # পিতৃহীন # চালক#পাঠক # মিতালীর সঙ্গে # পাগলামি করছে।
২) রুঢ় বা রুঢ়ি শব্দ::::::::
#টেকনিক:- # তেলে # ভাজা # সন্দেশ # খেয়ে # প্রবীন লোকটি # পাঞ্জাবি পরে # ঝিকে নিয়ে
# হস্তীর পিঠে ওঠে # বাশি বাজায় যেটা দেখার পর # গবেষনায়#কুশল # হরিন পালায়।
৩) যোগরুঢ় শব্দ:::::::
#টেকনিক:- # রাজপুত্র # পন্মজ ও #সরোজ তোলার
উদ্দেশ্যে #জলধিতে যাবার জন্য #মহাযাত্রার আয়োজন করল।
***********************************************************
তথ্য-প্রযুক্তি:
১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
=১৯৯৬ সালে।
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
৫৷WWW এর জনক কে?
=টিম বার্নাস লি ।
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
৮৷ Internet Corporation For Assiged
Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান
সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) কি কি?
=Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chromr.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora,MySpace, Orkut.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোশ
উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks)
কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET(Advanced Research Projects Agency Network)
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।
**************************************************
স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য----
১. জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন
স্লোগান কি???
উ: দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় ৷
২. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়???
উ: ১৯৭৬ সালে
৩. বাংলাদেশের জাতীয় জনসংখ্যা কাউন্সিলের প্রধান কে???
উ: প্রধানমন্ত্রী
৪. পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কে???
উ: মহাপরিচালক
৫. বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি কবে গৃহীত হয়???
উ: ১৯৭৬ সালে
৬. ভিশন ২০০০ কি???
উ: অন্ধত্ব দূরীকরণের পরিকল্পনা
৭. মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগোটির প্রতীক কি???
উ: সবুজ ছাতা
৮. পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা???
উ: শিশুরা
৯. শিশুকে কত বছর বয়সের মধ্যে ৬টি অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়???
উ: ১ বছরের মধ্যে
১০. টিটি টিকা কয় ডোজ নিতে হয়???
উ: ৫ ডোজ
********************************************
১, অর্মত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? উ, ১৯৯৮
২, who is the painter of "The Madona & Child"? উ, Michal Angelo
৩, ইউক্রেন কত সালে পারমাণবিক অস্ত্রহীন দেশ বলে বিবেচিত হয়? উ, ১৯৯৬
৪, Of the following countries, which is not a Scandinavian country? উ, Holland
৫, পরিসংখ্যানের জনক কে? উ, ফিশার
৬, Which country is the kiwi bird native to? উ, New Zealand
৭, Floating exchange rate means conversion rate between Dollar and Taka will be determined by_ Market
৮, কচুরিপনা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে? উ, মেক্সিকো
৯, কোন দেশটি আফ্রিকার নয়? উ, আলবেনিয়া
১০, East and West Germany were united in the year? উ, 1990
১১, সৌদি আরবের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে ? উ, 2011
১২, 'স্বাধীনতা,সাম্য, ভ্রাতৃত্ব' শ্লোগানটি কোন বিপ্লবের ? উ, ফরাসি বিপ্লবের
১৩, বাস্তিল দুর্গের পতন হয় কত সালে? উ, 1789
১৪, চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল? উ, ২২০০
১৫, কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর অন্তর্ভুক্ত নয়? উ, কেরালা
১৬, In which country first started 4G service ? উ, South Korea
১৭, বিশ্বে কখন 4G সেবা চালু হয়? উ, ২০০৬ সালে
১৮, ২০১২ সালে কার্বন কর চালু করে? উ, অস্ট্রেলিয়া
১৯, ‘ব্লু হাউজ’ কী ? উ, কোরিয়ার রাষ্ট্রপতি ভবন
২০, ঘানা-র মুদ্রার নাম? উ, সেডি
****************************************************
বাংলাদেশের খনিজ সম্পদ:
"1-40"
০১. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
=> প্রাকৃতিক গ্যাস
০২. বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্রটি আবিস্কৃত হয় কত সালে?
=> ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে
০৩. বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে?
=> ১৯৫৭ সালে
০৪. বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র কয়টি?
=> ২৬টি
০৫. গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
=> ২৩টি
০৬. বাংলাদেশের বড় গ্যাসক্ষেত্র কোনটি?
=> তিতাস
০৭. সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
=> তিতাস
০৮. তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> ব্রাহ্মণবাড়িয়ায়
০৯. ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
=> তিতাস গ্যাসক্ষেত্র থেকে
১০. বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> কুমিল্লা
১১. বাংলাদেশের গ্যাসের সিস্টেম লস কত?
=> ২০% (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)
১২. গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
=> বিদ্যুৎ উৎপাদনে
১৩. গ্যাস ব্যবহারের দিকগুলো কী কী?
=> বিদ্যুৎ কেন্দ্র- ৪৬.৬৩ ভাগ, সার
কারখানা- ২১.৭০ ভাগ, শিল্প- ১০.৮৭ ভাগ, গৃহস্থালীতে- ১১.৫১ ভাগ,
বাণিজ্যিক- ১.১৩ ভাগ, ক্যাপটিভ- ৭.৪৯ ভাগ, চা শিল্প- ০.১৯ ভাগ,
সিএনজি- ০.৪৫ ভাগ, মৌসুমী- ০.০৩ ভাগ (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০১১)
১৪. সর্বশেষ গ্যাসক্ষেত্রটির নাম কী?
=> সুন্দলপুর (নোয়াখালী)
১৫. বাংলাদেশে সর্বশেষ আবিস্কৃত গ্যাসক্ষেত্র ‘সুন্দলপুর’ কত নং ব্লকে অবস্থিত?
=> ১৫নং ব্লকে
১৬. ‘সুন্দলপুর’ ও ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি আবিস্কার করে কোন সংস্থা?
=> বাপেক্স
১৭. ‘সুনেত্র’ গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
=> সুনামগঞ্জ ও নেত্রকোণায়
১৮. সুনেত্র গ্যাসক্ষেত্রটি কত নং ব্লকে অবস্থিত?
=> ১১নং ব্লকে
১৯. সম্প্রতি আবিস্কৃত কুমিল্লার মুরাদনগরের ভাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি কত নং ব্লকে পড়েছে?
=> ৯নং ব্লকে
২০. বাংলাদেশের সমুদ্র
উপকূলে কয়টি গ্যাসক্ষেত্র রয়েছে?
=> ২টি (সাঙ্গু ও কুতুবদিয়া)
২১. দেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্রটিরনাম কী?
=> সাঙ্গু
২২. সাঙ্গু কত নং ব্লকে পড়েছে?
=> ১৬নং
২৩. সাঙ্গু গ্যাস ফিল্ড
থেকে কবে সরাসরি জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ করা হয়?
=> ১২ জুন, ১৯৯৮ সালে
২৪. সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কারা গ্যাস উত্তোলন করে?
=> কেয়ার্ন এনার্জি
২৫. সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কত মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়?
=> ৬০ মিলিয়ন ঘনফুট
২৬. বাংলাদেশের বিভিন্ন খনির কাজ করে কোন দেশীয় সংস্থা?
=> বাপেক্স (BAPEX = Bangladesh
Petroleum Exploration & Production Company Limited)
২৭. BAPEX কত সালে প্রতিষ্ঠিত হয়?
=> ১৯৮৩ সালে
২৮.মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে কবে?
=> ১৪ জুন, ১৯৯৭
২৯. মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
=> মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়
৩০. মাগুরছড়া গ্যাসক্ষেত্র খনন করে কোন কোম্পানি?
=> অক্সিডেন্টাল (যুক্তরাষ্ট্র)
৩১. দেশে আবিস্কৃত গ্যাসের মোট মজুদ কত?
=> ২০.৬ ট্রিলিয়ন ঘনফুট
৩২. দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ কত?
=> ১১.১৭ ট্রিলিয়ন ঘনফুট
৩৩. দেশে এ পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিমাণ কত?
=> ৯.৪ ট্রিলিয়ন ঘনফুট
৩৪. যদি নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত না হয় তবে দেশের মজুদকৃত গ্যাস কবে শেষ হবে?
=> ২০১৭ সালে
৩৫. সম্প্রতি দেশের কোন পরিত্যাক্ত গ্যাসক্ষেত্রে গ্যাসের সন্ধান পাওয়া গেছে?
=> ফেনী গ্যাসক্ষেত্র
৩৬.সম্প্রতি টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকান্ড
ঘটে কবে?
=> ৭ জানুয়ারি ও ২৪ জুন ২০০৫ সালে
৩৭.টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কর্মরত কোম্পানি কোনটি এবং কোন দেশের?
=> কানাডিয়ান কোম্পানি নাইকো
৩৮. বাংলাদেশে খনিজ তেল আবিস্কৃত হয় কত সালে?
=> ২২ ডিসেম্বর, ১৯৮৬ সালে হরিপুরে
৩৯. দেশে প্রথম বানিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় কবে?
=> ১৯৮৭ সালে
৪০. তেল উৎপাদন বন্ধ হয়ে যায় কবে?
=> ৭ সেপ্টেম্বর, ১৯৯৪ সালে
******************************************************
No comments:
Post a Comment