Sunday, July 26, 2015

বিভিন্ন ফলমূলে কি এসিড থাকে

বিভিন্ন ফলমূলে কি এসিড থাকে ঃ 

আসকরবিক এসিড ‪#‎কম‬; টারটারিখ এসিডে ‪#‎আঙ্গুর‬ তেতো; মালিক এসিডের ‪#‎আগাটক‬ ; সিরকাতে আমার এসিটিক এসিড হয় তাই: সাইটিক এসিড ‪#‎k‬ ‪#‎আনালে‬
✿-----------✿
আসকরবিক এসিড
কম-কমলা
✿-----------✿
টারটারিখ এসিড
১.আঙ্গুর
২.তেতো -তেঁতুল
✿-----------✿
মালিক এসিড
১.আ-আপেল
২.গা-গাজর
৩.ট-টমেটো
৪.ক-কলা
✿-----------✿
সাইট্রিক এসিড
১.K-কলা
২. আনা- আনারস
৩. লে- লেবুর রস
✿-----------✿
এসিটিক এসিড
১.সিরকা./ভিনেগার

খুবই গুরুত্বর্পর্ণ

খুবই গুরুত্বর্পর্ণ
✿----------------------✿
●বিশ্বে ইন্টারনেট চালু হয় >>. ১৯৬৯ সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ===
১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য
উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়
===========14 OCTOBER, 2012
✿----------------------✿
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘
IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ
পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
●২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত
হয়।
✿----------------------✿
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের
মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন>. ড. মাকসুদুল আলম
✿----------------------✿
১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ
কম্পিউটার প্রচলন করেন । নাম=অসবর্ন-১
বিশ্বের একমাত্র কম্পিউটার
জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
✿----------------------✿
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয়
== ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম
ল্যাপটপ --এর নাম== দোয়েল
●জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে=২১
ফ্রেব্রু:২০১৩
✿----------------------✿
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘
পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩
এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009,
Banglalion
✿----------------------✿
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল,
১৯৯৩ সাল।
✿----------------------✿
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন
ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ
হয়=== ১৯৯২ সালে।
✿----------------------✿
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ>
মিঠাপুকুর ,রংপুর

খুবই গুরুত্বপূর্ণঃ

খুবই গুরুত্বপূর্ণঃ দেখে রাখুনঃ
১| সবচেয়ে হালকা ধাতু→লিথিয়াম
২| সবচেয়ে সক্রিয় ধাতু→পটাশিয়াম
৩| সবচেয়ে মুল্যবান ধাতু→প্লাটিনাম।
৪| স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু→পারদ ও সিজিয়াম।
৫| সবচেয়ে ভারী তরল পদার্থ→পারদ।
৬|গলনাংক সবচেয়ে কম যে ধাতুর→পারদ।
৭|সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু→লোহা
৮| প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু→অ্যালুমিনিয়াম।
৯| যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না→ অ্যান্টিমনি।
১০| সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত ধাতু→ দস্তা।
১১| যে ধাতু পানিতে ভাসে→পটাশিয়াম ও সোডিয়াম।

গুরুত্বপূর্ন বিষয়

 গুরুত্বপূর্ন বিষয়
সীমান্ত হাট চালু আছে 3 জায়গায়। কুড়িগ্রাম ও সুনামগঞ্জ,ফেনী।সর্বশেষ,ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম( আজ ই চালু হল।)। আরও চালু হবে ৭ টি। (সূত্র প্রথম আলো ১৩ জানু ২০১৫)
--------------------

দেশের ২১তম প্রধান বিচারপতি কে ?
তার Home District কোথায় ?
তিনি কবে দায়িত্ব গ্রহন করবেন ?
তিনি কার স্থলাভিষিক্ত হবেন ?
প্রথম ও দ্বিতীয় প্রধান বিচারপতি কে কে ?
--সুরেন্দ্র কুমার সিনহা, মৌলভীবাজার। দায়িত গ্রহন করবেন ১৭ জানুয়ারী - ৩১ জানুয়ারী ২০১৮, ২০ তম বিচারপতি মোজাম্মেল হকের। প্রথম বিচারপতি আবু সাদাত মো. সায়েম।২য় সৈয়দ এভি মাহামুদুল হক।
------------------------
ষোড়শ সংশোধনী (খুব বেশি দিন আগের কথা না, তাই জেনে নেয়া ভালো)
৭ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনী উত্থাপন এরপর ১৭ সেপ্টেম্বর তা সর্বসম্মতক্রমে পাস হয় এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি অনুমতি প্রদান করেন। এতে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনস্থাপিত হবে বর্তমান সংবিধানে। ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পাবে সংসদ। উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
---------------------------------------
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর যে সকল ব্যক্তি দেশের জন্য কাজ করেছেন তারাই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে সরকার। তন্মধ্যে একটি হলো মুক্তিযুদ্ধকালীন বয়স ১৩ বছর হতে হবে।
মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (৬৭৬+১) =৬৭৭
বীরশ্রেষ্ঠ = ৭ জন
বীর উত্তম (৬৮+১) = ৬৯ (সর্বশেষ= ব্রিগেডিয়ার জামিল উদ্দীন (মরোনত্তর))
বীর বিক্রম = ১৭৫
বীর প্রতীক = ৪২৬ (মহিলা=২, নিখোজ= ৫৫। কিন্তু দেবদাস বিশ্বাস ওরফে খোকা বিশ্বাস বীর প্রতীক নামে ঝালকাঠির এক ব্যক্তিকে সনাক্ত করেন বিমল কান্তি দে। তাই বর্তমানে নিখোঁজ সংখ্যা হবে ৫৪)
------------------------------
১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প কোথায়
অবস্থিত? Pabna
২. আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? Qatar
৩.ইবোলা ভাইরাস সনাক্ত হয় কবে? 26 August 1976
৪. যোগাযোগ মন্ত্রণালযের বর্তমান নাম কি? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
৫. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী ১.৩৭ %
এবং বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ অনুযায়ী ১.২%

George Bernard Shaw

George Bernard Shaw
(26 July 1856 – 2 November 1950)
George Bernard Shaw একজন আইরিশ নাটক লেখক ছিলেন। তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। He is the only person to have been awarded both a Nobel Prize in Literature (1925) and an Academy Award (1938), for his contributions to literature and for his work on the film Pygmalion (an adaptation of his play of the same name), respectively. Shaw turned down all other awards and honours, including the offer of a knighthood.
Caesar and Cleopatra (1898), Man and Superman (1903), Major Barbara (1905) and The Doctor's Dilemma (1906), display Shaw's matured views, for he was approaching 50 when he wrote them.
Shaw’s famous plays are:
তার বিখ্যাত নাটকগুলো হল -
1. Caesar and Cleopatra (1898)
2. Man and Superman (1903)
3. Major Barbara (1905)
4. The Doctor's Dilemma (1906)
5. Fanny's First Play (1911)
6. Pygmalion (1912),
7. Arms and the Man (1894)
8. The Chocolate Soldier (1908)

কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত কি এর কাজ

কম্পিউটারের
কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12       পর্যন্ত
যে এক ডজন কি আছে সেগুলোক ফাংশন কি বলা হয়।
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1
চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’
চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের
নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2
চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল
খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট
প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক
প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3
চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের
থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম
অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ
করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat)
করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব
প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব
উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার
ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার
পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের
find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব
ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায়
(অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6
চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয়
করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক
করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing
চালু করা যায়। Shift+F7
চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের
প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন
ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময়
কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe
Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট
টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার
বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন
করা হয় এ কি চেপে। Shift+F10
চেপে কোনো নির্বাচিত
লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস
রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ
কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট
ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12
চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

English styles and short forms.

English styles and short forms.
-------------------------------------------
Here I go ....................
1.Wanna = want to
2.Gotta = has/have got to & has
have got a
3.Gimme = Give me
4.Dunno =Don't know
5.Gonna =Going to
6.Gotcha =I have got you
7.Oughtta/oughta= ought to
8.lemme=let me
9.Needa=Need to
10.Sorta =Sort of
11.Howzzat =How is that ?
12.Kinda =Kind of
13.Whenz=when is
14.whatsit=what is it?
15.What's 'er nawe = What is yourname?
16.Outta = Out of
17.Cuppa = Cup of
18.Is not/am not/are not/have
not/has not = Ain't
19.Do not/Don't =Don
20.Did not/Didn't =Din
21.Will not = Won't but sound will bewon
22.Can not= can't
23.could not =Cun
24.Should not=Shun
25.would not =Wun
26.lot's of = lotta
27.have to/has to= hafta
29.sort of =sorta
30. Whaddya call it ? What do you call it ?
31.Whatchamacallit= What am i callit ?

আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা

আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা
--------------------------------------
১। "প্রণমিয়া পাটুনী কহিল জোর হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"
----- অন্নদামঙ্গল কাব্য(ভারতচন্দ্র রায়গুনাকর)
২. "মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়..."
--------রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
৩. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’---------- মুকুন্দরাম।
৪. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।'
----------------শেখ ফজলল করিম।
৫. "আমারে নিবা মাঝি লগে???..." পদ্মা নদীর মাঝি"
-মানিক বন্দ্যোপাধ্যায়
৬. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’
------(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার
৭. ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- মদনমোহন তর্কালঙ্কার
৮. ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’-------- রবীন্দ্রনাথ ঠাকুর
৯. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’--- রঙ্গলাল মুখপাধ্যায়।
১০. মেয়ের সম্মান মেয়েদের কাছেই সব চেয়ে কম। তারা জানেও না যে, এইজন্যে মেয়েদের ভাগ্যে ঘরে ঘরে অপমানিত হওয়া এত সহজ। তারা আপনার আলো আপনি নিবিয়ে বসে আছে। তারপরে কেবলই মরছে ভয়ে,...ভাবনায়,...অযোগ্য লোকের হাতে...খাচ্ছে মার, আর মনে করছে সেইটে নীরবে সহ্য করাতেই স্ত্রীজন্মের সর্বোচ্চ চরিতার্থ।
........যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”
-- কৃষ্ণচন্দ্র মজুমদার।
১১. ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’--- কাজী নজরুলর ইসলাম
১২.‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।----- শেখ ফজলল করিম
১৩. ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’---- নির্মলেন্দু গুন।
১৪. ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’
----- সত্যেন্দ্রনাথ দত্ত।
১৫. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’---- শামসুর রাহমান।
১৬. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’---- রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. ‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’---- কাজী নজরুলর ইসলাম
১৮. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’------ জীবনানন্দ দাশ
১৯. ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’
------ যতীন্দ্রমোহন বাগচী
২০. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’
---- সুকান্ত ভট্টাচার্য।
২১. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’----- ভারতচন্দ্র
২২. ‘‘প্রীতি ও প্রেমের পূন্য বাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।”------শেখ ফজলল করিম
২৩. ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”
--- সুফিয়া কামাল
২৪. “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে”- সুকান্ত ভট্টাচার্য।”------- সুকান্ত ভট্টাচার্য।
২৫. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” ------ রজনীকান্ত সেন
২৬. ‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”- রবীন্দ্রনাথ ঠাকুর।
২৭. ‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।”------হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৮. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।”------কামিনী রায়।
২৯. “মুক্ত করো ভয়/ আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়।/ সংকোচের বিহ্বলতা নিজের অপমান/সংকোচের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ/দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো/নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।”-------রবীন্দ্রনাথ ঠাকুর
৩০. ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”----- জীবনানন্দ দাশ।
৩১. ‘‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে”----- জীবনানন্দ দাশ।
৩২. ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”---- জীবনানন্দ দাশ।
৩৩. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি”------ জীবনানন্দ দাশ।
৩৪.‘শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ”----- জীবনানন্দ দাশ।
৩৫. ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”----- জীবনানন্দ দাশ।
৩৬. ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”----- সুকান্ত ভট্টাচার্য।
৩৭. ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি।’ ------সুকান্ত ভট্টাচার্য।
৩৮. ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,”--- - সুকান্ত ভট্টাচার্য।
৩৯. ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো’ -----সুকান্ত ভট্টাচার্য।
৪০. ‘‘কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি” -------সুনীল গঙ্গোপাধ্যায়
৪১. ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”------ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪২. ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’ – ----কাজী নজরুল ইসলাম
৪৩. ‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী’----- সমর সেন।
৪৪. ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” ----আবু জাফর ওবায়দুল্লাহ।
৪৫. ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’------ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৬.‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”----- হেলাল হাফিজ।
৪৭. ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন’------ শহীদ কাদরী।
৪৮. ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি”------- দাউদ হায়দার।
৪৯.‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
------অতুল প্রসাদ সেন।
৫০.‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো’ -----আলাউদ্দিন আল আজাদ।

William Shakespeare---

William Shakespeare---
The greatest English Dramatist, Bard of Avon, wrote 37 plays and 154 sonnets--

(TRAGEDY ):
---------------------
Hamlet, Macbeth, Othello,
King Lear,
Measure for Measure ,
Antony and Cleopatra,
Julius Caesar,
Romeo and Juliet etc.
(Mentioned are the most important for quotation and context, but if you wish you may study further)
COMEDY :
-----------------------
As you Like it,
The tempest,
The winters tale,
The Taming of The Shrew,
Twelfth Night,
All’s well that ends well,
A midsummers Night’s Dream , etc.
(You can know more names of Tragedy or comedy of Shakespeare but these are most important )

American Literature

  American Literature
1. “O Captain! My Captain!” is a poem written by –
(A) Walt Whitman
2. O’Henry (William Sydney Porter) was a –
(A) short story writer
3. “Huckleberry Finn” is a novel written by –
(A) Mark Twain
4. Robert Frost was born in –
(A) New England ( এটা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্হিত একটি জায়গা।)
5. “The Sun Also Rises” and “For Whom the Bell Tolls” – These two novels were written by –
(A) Earnest Hemingway
6. “And miles to go before I sleep” is a famous line of –
(A) Robert
7. Who is the author of “Seize the Day”?
(A) Saul Bellow
8. Who wrote “The Bluest Eyes”?
(A) Tony Morrison
9. “Death of a Salesman” is a drama written by –
(a) Arthur Miller
10. Who is an American author –
(A) All of them
11. Which one is written by Whitman?
(a) Song of Myself
12. “Leaves of Grass” is written by –
(A) Whitman
13. Earnest Hemingway was a –
(A) both (a) and (b)
14. “The Road not Taken” is a famous poem of –
(a) Robert Frost
15. Earnest Hemingway achieved Nobel prize for literature in –
(a) 1954
16. “The Good Earth” is written by –
(b) Pearl S. Buck
17. Marjorie Kennan Rawling was a –
(A) short story writer
18. “Mending Wall” and “Stopping by Woods on a Snowy Evening” are two poems written by –
(a) Robert Frost
19. Nathaniel Hawthorne is the writer of –
(a) The Scarlet Letter

বাংলাদেশের উপজাতি

 বাংলাদেশের উপজাতি
১। বাংলাদেশের মাতৃতান্ত্রিক
উপজাতি — গারো, খাসিয়া ও
সাঁওতাল।
২। বাংলাদেশের পিতৃতান্ত্রিক
উপজাতি— মারমা ও হাজং।
৩। মুসলমান উপজাতি— পাঙন।
৪। সাঁওতালরা কোথায় বাস
করে তা মনে রাখুন এভাবে: রাদিব
রং নিয়ে খেলা করে।
★ব্যাখ্যা:
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
৪। খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস
করে মনে রাখুন এভাবে: সিম
★ব্যাখ্যা:
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
৫। বাংলাদেশের
উপজাতি না এগুলো মনে রাখুন
এভাবে:
আফ্রিদির মা জুনা।
★ব্যাখ্যা:
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুলু
না=নাগা
৬। বাংলাদেশে বাস করে — ৪৫
টি উপজাতি।
৭। রাখাইনরা কোথায় বাস
করে মনে রাখুন এভাবে: পটুক
★ব্যাখ্যা:
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার

Transformation of Sentence

Transformation of Sentence
Affirmative______Negative
(1)Only/alone
ব্যক্তি বুঝালে______.বাক্যের
১মে None but
Only Allah can help us.
=None but Allah can help us
(2)Only/alone সংখ্যা বুঝালে_____সেই
জায়গায় Not more than/not less than
Only ten taka
=Not more than ten taka
(3)Only/alone বস্তু বুঝালে_____সেই
জায়গায় Nothing but.
Only honey is sweet
=Nothing but honey is sweet
(4)Must_____can not but/can not help+v1+ing
ব্যবহার করকে হয়
You must obey your mother
=You can not help obeying your mother
(5)Every_____There is no+every এর পরের word+
but+বাকি অংশ
Every mother loves her child
=There is no mother but loves her child
(6)Both.......and_____Not only........But also
যেমন:Bot Rajib and Dipa were good friend
=Not only Rajib but also Dipa were good friend
(7)As soon as_____No sooner had+subject+v3+
object কমা এর পরিবর্তে than+২য় বাক্য
যেমন:As soon as the thief saw the police,he ran
away
=No sooner had the thief seen the police than he
ran away
(8)Always_____Never এবং affirmative word
টি বিপরীত
যেমন:I always agreed with him
=I never disagreed with him
(9)Too.......to_____So........that+subject+can not/
could not+to এর পরে অংশ বশে
যেমন:He is too weak to go
=He is so weak that he can not go
(10)As......as______Not less........than
যেমন:Jim and Ana were as wise as the Magi
=Jim and Ana were not less wise than Magi
(11)Sometimes_____Not always
যেমন:My friend sometimes visit me
=My friend not always wisit me
(12)Many_____Not a few
যেমন:There are many students in the class
=There are not a few students in the class
(13)A few_____Mot many
যেমন:I have a few friend
=I have not many friend
(14)Much______Not a little
যেমন:I have much rice
=I have not a little rice
(15)A little_____Not much
যেমন:I have a little rice
=I have not much rice

৮ টি দেশের জাতীয় প্রতীক মনে রাখার সহজ কৌশল

৮ টি দেশের জাতীয় প্রতীক মনে রাখার সহজ কৌশল
★নেপালের এভারেস্ট থেকে কিছু চোর যুক্তরাষ্ট্রের স্বর্ণদণ্ড চুরি করে আফগানস্থানের মসজিদের কাছে পৌছালে,পাকিস্তান তাদের অর্ধচন্দ্র দিয়ে রাশিয়ার দুই মাথা যুক্ত ঈগলে চড়িয়ে জাপানের ক্রিসেনথিয়াম হয়ে কুয়েতের সিডার গাছ ও নড়ওয়ের কুড়াল সমেত মুকুট যুক্ত সিংহ দেখতে পাঠালো।
●নেপাল =এভারেস্ট
●যুক্তরাষ্ট্র = স্বর্ণদণ্ড
●আফগানস্থান = মসজিদ
●পাকিস্তান = অর্ধচন্দ্র
●রাশিয়া = দুই মাথা যুক্ত ঈগল
●জাপান = ক্রিসেনথিয়াম
●কুয়েত = সিডার গাছ
●নড়ওয়ে = কুড়াল সমেত মুকুট যুক্ত সিংহ

সাম্প্রতিক আন্তর্জাতিক

 সাম্প্রতিক আন্তর্জাতিক
- আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনকে পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দেয় ৮ ডিসেম্বর।
- পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে ১৩২ জন শিশুসহ ১৪৯ জনকে হত্যা করে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান অব পাকিস্তান(TTP), ১৬ ডিসেম্বর।
- বৈশ্বিক অস্ত্র বাণিজ্য চুক্তি ATT কার্যকর হয় ২৪ ডিসেম্বর।
- EaEU(Eurasian Economic Union) হল কাজাখস্তান, আর্মেনিয়া ও বেলারুশকে নিয়ে রাশিয়ার গড়া নতুন অর্থনৈতিক জোট।
- ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, ২০১৬।
- দলীয় মনোনয়ন পেতে হিলারি "রেডি ফর হিলারি" ক্যাম্পেইন শুরু করেছেন।
- আমেরিকার আড়াইশো বছরের ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট নেই !!! ছ্যা !
- বাংলাদেশ প্রথমবারের মতো ভিয়েনায় আবাসিক কূটনৈতিক মিশন উদ্বোধন করে ১লা নভেম্বর।
- "স্বাধীনতার ঘোষণাপত্র" এর রচয়িতা ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম।
- ২০১৪ সালের বারকিনা ফাসো'র বিপ্লবকে "কালো বসন্ত" নামে অভিহিত করা হয়।
- "41: A Portrait of My Father" হল ৪১ তম মার্কিন প্রেসিডেন্ট রচিত গ্রন্থ। ওয়াটার গেট কেলেঙ্কারির সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা প্রথমবারের মত প্রকাশিত হয়েছে এ গ্রন্থে।
- "The Dramatic Decade: The Indira Years" হল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রচিত তিন খণ্ডের গ্রন্থ।
- বর্তমানে বাংলাদেশ ১০৭টি দেশে ওষুধ এবং ৯টি দেশে সিমেন্ট রপ্তানি করছে। হুররে !
- বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে "বাংলাদেশ" নামকরণ করেন ৫ ডিসেম্বর, ১৯৬৯।
- IPU(Inter-Parliamentary Union) -এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
- CPA(Commonwealth Parliamentary Association) -এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
- South-South Cooperation -এর সভাপতি ড. এ কে আবদুল মোমেন।
- ওবামা প্রশাসনে প্রথম বাংলাদেশী নীনা আহমেদ।
- ব্রিটেনের সার্কিট জজ হিসেবে প্রথম বাংলাদেশী স্বপ্নারা খাতুন।
- IMSO এর মহাপরিচালক বাংলাদেশের মঈন উদ্দিন আহমেদ।
- International Chamber of Commerce এর নির্বাহী বোর্ডের সদস্য ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
- APAP ( Asia Protected Area Partnership )
- জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের "শান্তির সংস্কৃতি" প্রস্তাবনা গৃহীত হয় ১৫ ডিসেম্বর।
- এই প্রস্তাবনার মূল স্লোগান হল- "মানুষের অসহিষ্ণুতা ও ঘৃণা কমালে স্থায়ী শান্তি আসবে"।
- জাতিসংঘের উদ্যোগে গঠিত 'টেকনোলজি ব্যাংক' -এর ১০ সদস্যের পরামর্শক প্যানেলে স্থান লাভ করেন বাংলাদেশী বিজ্ঞানী ফেরদৌসি কাদরী।
- 'দেশ সহায়তা কৌশল অগ্রগতি' (Country Assistance Strategy Progress) বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত রিপোর্ট। এতে বলা হয়েছে গত চার দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পাকিস্তান ও ভারতকে ছাড়িয়ে গিয়েছে।
- ইকোনোমিক্স কী তা তো জানি। কিন্তু অ্যাবেনোমিক্স কী ? ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন, সেটাই 'অ্যাবেনোমিক্স'।

বিভিন্ন সংস্থার বর্তমান শীর্ষ ব্যক্তিবর্গ


বিভিন্ন সংস্থার বর্তমান শীর্ষ
ব্যক্তিবর্গ
1.জাতিসংঘ(মহাসচিব)-বান কি মুন
(দঃ কোরিয়া)
2.ন্যাটো(NATO) মহাসচিব-
জেনস স্টলেনবার্গ(নরওয়ে)
3.সার্ক (মহাসচিব)-অর্জুন বাহাদুর
থাপা(নেপাল)
4.কমনওয়েলথ(মহাসচিব)-কমলেশ
শর্মা(ভারত)
5.OIC (মহাসচিব)-আইয়াদ বিন
আমীন মাদানী(সৌদি আরব)
6.WTO (মহাপরিচালক)-রব
ার্তো কার্ভালহো দ্যা
আজেভিদো(ব্রাজিল )
7.ILO(মহাপরিচাল ক)-গইরাইডার
(যুক্তরাজ্য)
8.বিশ্ব স্বাস্থ সংস্থা(WHO)
মহাপরিচালক-মার্ গারেট চ্যান
(হংকং)
9.বিশ্ব ব্যাংক(World Bank)
প্রেসিডেন্ট-জিম ইয়ং কিম (যুক্তরাষ্ট্র)
10.ICC(Internat ional
Cricket Council) প্রেসিডেন্ট -
আ হ ম মুস্তফা কামাল (বাংলাদেশ)
11.ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)
প্রেসিডেন্ট-সাবের হোসেন
চৌধুরী(বাংলাদেশ )
12.ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টল'
অর্গানাইজেশন (মহাপরিচালক)-আইরিন
খান (বাংলাদেশ)
13.সাফা(SAFA)-আব্দুল মান্নান
(বাংলাদেশ)
14.SARSO(মহাপরি চালক)-
ডঃ হুমায়ুন কবির(বাংলাদেশ)
15.CPA(চেয়ারম্যান)- ডঃ শিরীন
শারমিন চৌধুরী(বাংলাদেশ )
16.SAFE(চেয়ারম্যান)-আল মারুফ
খান(বাংলাদেশ)

কিছু সাহিত্যকর্ম যেগুলোর মধ্যে কোনটার প্রায় একই নাম কিন্ত সাহিত্যিক ভিন্ন

কিছু সাহিত্যকর্ম যেগুলোর মধ্যে কোনটার প্রায় একই নাম কিন্ত সাহিত্যিক ভিন্ন।
1. “Prometheus Unbound”
উত্তর: এই একই নামে গ্রীক নাট্যকার Aeschylus এবং Romantic কবি P.B. Shelley দুজনই নাটক রচনা করেছিলেন। তবে শেলিরটি হচ্ছে Lyrical Drama.
2. (a) “Antony and Cleopatra” = William Shakespeare
(b) “Caesar and Cleopatra” = G.B. Shaw
3. (a) “Troilus and Creseyde” = A poem by Geoffrey Chaucer
(b) “Troilus and Cressida” = A tragedy by William Shakespeare
4. “Under the Greenwood Tree”
উত্তর: এই নামে Thomas Hardy একটি উপন্যাস লিখেছেন এবং William Shakespeare তার “As You Like It” কমেডির ডায়ালগে এটি লিখেছেন যা একটি কবিতা হিসেবে ধরা হয়।
5. “Ulysses”
উত্তর: এই নামে Alfred Tennyson একটি কবিতা রচনা করেছেন এবং James Joyce একটি উপন্যাস রচনা করেছেন।
6. (a) “The Old Man and the Sea” = A novel by Earnest Hemingway
(b) “The Old Man at the Zoo” = A novel by Angus Wilson
7. (a) A Tale of a Tub, a comedy by Ben Johnson
(b) A Tale of a Tub, Swift's first major prose work,
8. “The Arrow of Gold” and “Arrow of God”
(a) The Arrow of Gold is a novel by Joseph Conrad, published in 1919. It was originally titled "The Laugh" and published serially in Lloyd's Magazine from December 1918 to February 1920. The story is set in Marseille in the 1870s during the Third Carlist War. The characters of the novel are supporters of the Spanish Pretender Carlos, Duke of Madrid.
(b) Arrow of God is a 1964 novel by Chinua Achebe, his third novel after No Longer at Ease. These two books, along with the first book, Things Fall Apart, are sometimes called The African Trilogy, as they share similar settings and themes. The novel centers on Ezeulu, the chief priest of several Igbo villages in Colonial Nigeria, who confronts colonial powers and Christian missionaries in the 1920s.
The phrase "Arrow of God" is drawn from an Igbo proverb in which a person, or sometimes an event, is said to represent the will of God. Arrow of God won the first ever Jock Campbell/New Statesman Prize for African writing.
(9) “The Lord of the Rings” written by John Ronald Reuel Tolkien
“Lord of the flies” written by William Golding.
(10) Sophocles : “Oedipus Rex” or “Oedipus the King”
O’Connor : “My Oedipus Complex”
“Oedipus Rex” or “Oedipus the King” is a tragedy; on the other hand “My Oedipus Complex” is a short story.

সচরাচর যেসব শব্দে বানানের ভুল হয়


সচরাচর যেসব শব্দে বানানের ভুল হয়
==============================

১) ত্রিভূজ অন্তভূজ গণিত মাণ নির্ণয় অভ্যন্তরীণ আহৃত দৌরাত্ম্য শূন্যস্থান আবিষ্কার পরিষ্কার পুরস্কার নমস্কার বর্ণনা কৌতূহল মধুসূদন কারণ তিরস্কার সরস্বতী দ্বন্দ্ব মুহূর্ত সত্ত্বত্যাগ ব্যবচ্ছেদ ন্যস্ত বাড়ি মামি উনিশ জাপানি ইংরেজি কুমির রানী বর্ণালি মিতালি সে কী লেখেছে? ঋণ ভীষণ ইরান আয়রন সাইরেন পরান ঘণ্টা প্রকা- লন্ডন দুষ্ট বৃষ্টি মাস্টার জিনিস খ্রিষ্ট মসলা শহর শরবত কারিশমা সিনিয়র সালাম শাবান ক্রমশ কার্যত প্রধানশিক্ষক প্রশ্নসমূহ জসিম উদ্দীন
২) উজ্জ্বল জ্বলজ্বলে জ্বলন্ত জ্বালানি জ্বালানো (কিন্তু:প্রজ্জলিত)।
প্রাঞ্জল অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি
৩) পেশাজীবী কর্মজীবী ক্ষণজীবী দীর্ঘজীবী বুদ্ধিজীবী সম্মানী অভিমানী প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী মেধাবী প্রতিরোধী একাকী বন্দী দোষী বৈরী মনীষী সঙ্গী
৪) প্রবণতা বুঝাতে : উন্নয়নশীল দানশীল উৎপাদনশীল ক্ষমাশীল নির্ভরশীল দায়িত্বশীল সুশীল ধৈর্যশীল
৫) জ্বর অধ্যক্ষ প্রতীক ব্যাখ্যা সংজ্ঞা আকস্মিক মূর্ছা ক্ষীণ মুখমণ্ডল গুণাগুণ শিথিল অনুরণন হাস্যাস্পদ সালিস সত্বর উচ্ছ্বসিত স্বেচ্ছাচারী কর্মচারী সীলমোহর বিচি নীচে বাণী নবী শ্বশুর শাশুড়ি ইতোমধ্যে পরিপক্ব লজ্জাকর পুণ্য ভাস্কর, দুষ্কর সুষমা নিষিদ্ধ ষোড়শ নিষ্পাপ কলুষিত বিষণ্ন ওষ্ঠ সম্মুখ সম্মান সংজ্ঞা ব্যাখ্যা আনুষঙ্গিক সঙ্গ সঙ্গতি রূদ্ধশ্বাস দুর্নাম অন্তঃস্থল নগণ্য আতঙ্ক জটিল গগণ তিথি অতিথি অন্য অন্যান্য
৬) সাৎ প্রত্যয়ের দন্ত্য-স মূর্ধন্য-ষ হয় না: ধূলিসাৎ, ভূমিসাৎ, অকস্মাৎ।
৭) নিপুণ, কণা, কল্যাণ, গুণ, বাণিজ্য, গৌণ (স্বভাবতই মূর্ধন্য-ণ হয়, নির্দিষ্ট কোন কারণ নেই)
৮) কারণ শব্দে দন্ত্য-ন ব্যবহারের কোনই কারণ নেই। ‘কারন’ সবসময়ই ভুল।
৯) বানানের বিকল্প নেই যেসব শব্দে: ঋণ, পুণ্য, শূন্য, শ্রবণ, মৃন্ময়, গণ, শীত, শ্রাবণ, দর্শন।
১০) ত-বর্গযুক্ত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না: বৃন্ত, বৃন্দ, গ্রন্থ, আক্রান্ত।
১১) -অর্তী/-আর্থী: পরবর্তী, মধ্যবর্তী, অন্তর্বতী, পরীক্ষার্থী, প্রার্থী, বিদ্যার্থী, হিতার্থী
১২) নিরীহ অতীত লক্ষ্মী যক্ষ্মা উদ্বুদ্ধ টীকা পাঠটীকা বিনীত বাণী ভবিষ্যদ্বাণী জাতি (কিন্তু: জাতীয়)
১৩) মধ্যাহ্ন অপরাহ্ণ পূর্বাহ্ণ
১৪) গ্রামীণ প্রাচীন। ঐক্য ঐক্যবদ্ধ ঐক্যজোট কিন্তু:‘ঐকমত্যের সরকার’
১৫) পরীক্ষা প্রতীক্ষা অভীক্ষা নিরীক্ষা (কিন্তু শিক্ষা ভিক্ষা )
১৬) আকাঙ্ক্ষা (ক্ষ-এর পূর্বে ঙ ব্যবহার্য)
১৭) পুনরাবৃত্তি পৌনঃপুনিক পুনঃপুন পুনরাবৃত্তি পুনরুক্তি
১৮) শাস্তিমূলক অমূলক ভ্রান্তিমূলক তুলনামূলক শিক্ষামূলক আকুতিমূলক
১৯) ক্ষীর ক্ষুর ক্ষেত কিছুক্ষণ লক্ষণ
২০) ভ-এর পরের উ-কারটি সাধারণত ঊ-কার হয়: ভূমি ভূ-সম্পত্তি অনুভূতি সহানুভূতি ভূত ভূতুড়ে ভূগোল প্রভূত বহির্ভূত ভূষিত ভ্রূকুটি ভূতপূর্ব। (ব্যতিক্রম: প্রভু ভুল অন্তর্ভুক্ত অদ্ভুত)
২১) সকল ‘হীন’ ঈ-কার দিয়ে হয়: বিহীন হীন চরিত্রহীন দায়িত্বহীন শব্দহীন অস্তিত্বহীন অন্তহীন প্রাণহীন গুরুত্বহীন ভাষাহীন শব্দহীন কর্মহীন তারহীন বন্ধনহীন
২২) দূর সুদূর দূরবর্তী রূপ স্বরূপ অপরূপ রূপবতী দূষণ দূষিত সূত্র
২৩) স্তূপ দূত রাষ্ট্রদূত ধূলা ধূমপান কটূক্তি স্ফূর্তি চূড়া চূড়ান্ত গোধূলী নির্মূল রূপ শূন্য ময়ূর
২৪) ‘রুপালি’ লেখা যায় বলে রূপক স্বরূপ রূপ রূপকল্প ইত্যাদি লেখতে যেন ভুল না করি।
-----------------------------------

বিশিষ্ট কবি সাহিত্যিকগণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ:::::::

 বিশিষ্ট কবি সাহিত্যিকগণের প্রথম
প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ:::::::

$" মাইকেল মধুসূদন দত্তঃ The Captive Lady
$" রবীন্দ্রনাথ ঠাকুরঃ কবি কাহিনী।
$" কায়কোবাদঃ বিরহ বিলাপ।
$" কাজী নজরুল ইসলামঃ অগ্নিবীণা।
$" কামিনী রায়ঃ আলো ও ছায়া।
$" জীবনানন্দ দাশঃ ঝরা পালক।
$" আহসান হাবীবঃ রাত্রিশেষ।
$" জসীম উদদীনঃ রাখালী।
$" শওকত ওসমানঃ জননী।
$" আল মাহমুদঃ লোক লোকান্তর।
$" হাসান হাফিজুর রহমানঃ বিমুখ
প্রান্তর।
$" আবদুল কাদিরঃ দিলরুবা।
$" ফররুখ আহমদঃ সাত সাগরের মাঝি।
$" ইসমাইল হোসেন সিরাজীঃ অনল
প্রবাহ।
$" সত্যেন্দ্রনাথ দত্তঃ প্রথমা।
$" রোকেয়া সাখাওয়াত
হাসানঃ মতিচুর।
$" শামসুর রাহমানঃ প্রথম গান
দ্বিতীয় মৃত্যুর আগে ।

মনে রাখার টেকনিক

মনে রাখার টেকনিক""
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন- আপনি কি জানেন?????
জানা না থাকলে টেকনিক দেখুন----
‪#‎ছন্দ‬:- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।
‪#‎সেক্টর‬:- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)

••√√বাংলাদেশ বিষয়ক

••√√বাংলাদেশ বিষয়ক :::::
১. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? উঃ ৪৮৯টি
২. বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি? উঃ ৬৩৬টি
৩. বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি? উঃ ৩১৯টি
৪. বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উঃ ১১৯০
৫. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি)কত? উঃ ১০১৫
জন
৬. দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি? উঃ ১১০টি
৭. জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কতজন?
উঃ ১২ জন
৮. সম্প্রতি বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের
নাম কি? উঃ রাঙাপ্রভাত
৯. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের
নাম কি? উঃ এম ভি বাঙালি
১০. প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত
হবে কোথায়? উঃ মহাখালী,ঢাকা
১১. পদ্মা সেতু নির্মাণ করবে কোন কোম্পানি?
উঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.
১২. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির
মামলা হয় কোন আদালতে? উঃ স্থায়ী সালিশি আদালত
(নেদারল্যান্ডস)
১৩. বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার
রায় হয় কবে? উঃ ৭ জুলাই ২০১৪
১৪. বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার
মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে? উঃ ১৯৪৬৭
বর্গ কি.মি.
১৫. বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি? উঃ ২৬টি

মধ্য আফ্রিকার দেশ গুলো মনে রাখার কৌশল:::::::::::::::

মধ্য আফ্রিকার দেশ গুলো মনে রাখার কৌশল:::::::::::::::
‪#‎টেকনিক‬:- চাঁদ মধ্য গগনে, কেমনে থাকি একা সাথী বিহনে ।
দেশ ----------রাজধানী
¤ চাঁদ--------এনজামেনা
¤ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র--বেঙ্গুই
¤ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-কিনশাশা
¤ গ্যাবন------লিব্রেভিলে
¤ নিরক্ষীয় গিনি-----মালাবো
¤ ক্যামেরুন-----ইয়াউন্ডি
¤ এঙ্গোলা------লুয়ান্ডা
¤ কঙ্গো------ব্রাজাভিল
¤ সাওটম এন্ড প্রিন্সিপে--সাওটোম

মুদ্রা ভিত্তিক দেশ

মুদ্রা ভিত্তিক দেশ
১/ মূদ্রাঃ ডলার। দেশঃ সিঙ্গাপুর, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর । মহাদেশঃ এশিয়া ।
২/ মূদ্রাঃ ডলার। দেশঃ লাইবেরিয়া, জিম্বাবুয়ে। মহাদেশঃ আফ্রিকা
৩ / মূদ্রাঃডলার। দেশঃ যুক্তরাষ্ট্র, কানাডা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, বেলিজ, গ্রানাডা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, সেন্ট লুসিয়া, এন্টিগুয়া এ্যন্ড বারমুডা । মহাদেশঃ উ. আমেরিকা।
৪/ মূদ্রাঃ ডলার। দেশঃ গায়ানা । মহাদেশঃ দ. আমেরিকা।
৫ / মূদ্রাঃ ডলার। দেশঃ অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ট্রুভ্যালু, নাউরু, কিরিবাতি, সলোমান দ্বীপপুঞ্জ । মহাদেশঃ ওশেনিয়া ।
৬ / মূদ্রাঃ ইউরো। দেশঃ ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রীস, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সাইপ্রাস, মাল্টা, এস্তোনিয়া, EU ভুক্ত দেশ নয় এমন – মোনাকো। মহাদেশঃ ইউরোপ।
৭ / মূদ্রাঃ পাউন্ড। দেশঃ সিরিয়া, লেবানন । মহাদেশঃএশিয়া।
৮ / মূদ্রাঃ পাউন্ড। দেশঃ যুক্তরাজ্য(পাউন্ড স্টার্লিং)। মহাদেশঃ ইউরোপ।
৯ / মূদ্রাঃ পাউন্ড। দেশঃসুদান, মিশর । মহাদেশঃআফ্রিকা।
১০ / মূদ্রাঃ পাউন্ড। দেশঃসুইজারল্যান্ড, লিচেনস্টাইন । মহাদেশঃ ইউরোপ।
১১/ মূদ্রাঃ ফ্রাঙ্ক। দেশঃ সেনেগাল, মালি, মালাগাছি, গিনি, চাদ, গ্যাবন, কঙ্গো, রুয়ান্ডা, ক্যামেরুন, বুরুন্ডি, জিবুতি, নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বেনিন, টোগো। মহাদেশঃ আফ্রিকা।
১২/ মূদ্রাঃ পেসো। দেশঃ ফিলিপাইন । মহাদেশঃ এশিয়া।
১৩ / মূদ্রাঃ পেসো। দেশঃ আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, বলিভিয়া । মহাদেশঃ দ. আমেরিকা।
১৪ / মূদ্রাঃ পেসো। দেশঃ গিনি বিসাউ। মহাদেশঃ আফ্রিকা।
১৫ / মূদ্রাঃ পেসো। দেশঃ মেক্সিকো, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র । মহাদেশঃ উ. আমেরিকা।
১৬ / মূদ্রাঃ শিলিং। দেশঃ উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, তাঞ্জানিয়া । মহাদেশঃ আফ্রিকা।
১৭ / মূদ্রাঃ ক্রোনা। দেশঃ আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে । মহাদেশঃ ইউরোপ।
১৮ / মূদ্রাঃ দিরহাম। দেশঃ সংযুক্ত আরব আমিরাত । মহাদেশঃ এশিয়া।
১৯ / মূদ্রাঃ দিরহাম। দেশঃ মরক্কো। মহাদেশঃ আফ্রিকা।
২০ / মূদ্রাঃ দিরহাম। দেশঃকুয়েত, ইরাক, জর্ডান । মহাদেশঃ এশিয়া।
২১ / মূদ্রাঃ দিনার। দেশঃ ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া। মহাদেশঃ ইউরোপ।
২২ / মূদ্রাঃ দিনার। দেশঃ আলজেরিয়া, লিবিয়া, তিউনিশিয়া । মহাদেশঃ আফ্রিকা।
২৩ / মূদ্রাঃ রিয়াল। দেশঃ ইরান, ইয়েমন, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব । মহাদেশঃ এশিয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর
----------------------
১. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
-- হিন্দু মেলার উপহার
২. কত বছর বয়সে প্রথম কাব্য গ্রন্থ ‘বনফুল ‘ প্রকাশিত হয়েছে?
-- ১৫
৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ‘গুরুদেব ‘ সম্মানে ভূষিত করেন?
-- মহাত্মা
৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ‘ বিশ্বকবি‘ বলে সম্মানিত করেন?
--ব্রক্ষবান্ধব উপাধ্যায়
৫.ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল?
-- কুশারী
৬. ভারত সরকার কত সালে রবীন্দ্রনাথকে স্যার ‘ উপাধি দান করে ?
-- ১৯১৫
৭.রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সং্গতটি কার গানের সুরের অনুসরণে লিখেছিলেন ?
-- গগণ হরকরার
৮. শান্তিনিকেতন কোথায় অবস্থিত?
-- বোলপুর, কোলকাতা
৯. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ কোন গানটি রচনা করেন?
-- বাংলার মাটি বাংলার জল
১০. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তাঁকে ডি. লিট উপাধিতে ভূষিত করেন?
-- ১৯১৩
১১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কত সালে তাঁেকে ‘ডক্টরেট‘ ডিগ্রি দেন
-- ১৯৪০
১২. কে তাঁকে ‘ ভারতের মহাকবি হিসেবে অ্যাখ্যায়িত করেন?
-- চীনা কবি চি-সি লিজন
১৩. নজরুলকে তিনি কি উতসর্গ করেন?
-- বসন্ত নাটক
১৪. কে তাঁকে ‘ভারত ভস্কর‘ উপাধি দিয়েছিলেন?
-- ত্রিপুরা রাজ
১৫.“ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমরি অতিথি ।‘-- কার উদ্দেশ্যে তিনি উক্তিটি করেছিলেন?
-- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

BCS

 BCS

১/ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
→ রাজ রামমোহন রায়
২/ বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
→ ১টি
৩/ বাংলা ছোট গল্পের কনিষ্ঠতম শাখা কোনটি?
→ ছোটগল্প
৪/ 'কয়েকটি মৃত্যৃ' গ্রন্থের রচয়িতা কে?
→ জহির রায়হান
৫/ 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
→ বুদ্ধদেব বসু
৬/ বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?
→ সিরাজগঞ্জ
৬/ বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?
→ ফখরুদ্দিন মোবারক শাহ
৭/ বাংলাদেশে কত সালে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়?
→ ১৯৯১ সালে
৮/ সংবিধানের 'ষোড়শ সংশোধনী বিল' সংসদে পাস হয় কবে?
→ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ সালে
৯/ বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত?
→ মিরপুর
১০/ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে মুদ্রিত প্রথম নোট কোনটি?
→ ১০ টাকার নোট
১১/ কিয়োটা প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
→ ১৯৯৭ সালে
১২/ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
→ উয়ন
১৩/ কার্বন নিঃসরণে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
→ চীন
১৪/ শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে?
→ মাইথ্রিপালা সিরিসেনা
১৫/ লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
→ টোকিও
১৬. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উঃ ভোলা
১৭. বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখ?
উঃ ১০ এপ্রিল ১৯৭২
১৮. বর্তমান মুজিবনগরের পূর্বনাম কি ছিল?
উঃ ভবের পাড়া
১৯. কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম বাংলা ভাষায় আইন প্রকাশের ব্যবস্থা করেছিলেন?
উঃ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস
২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উঃ ১৩৬ তম
২১. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
উঃ ১ জুলাই ১৯৯১
২২. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বক্তৃতা প্রদান করেন?
উঃ সাধারণ পরিষদের অধিবেশনে (২৯তম)
২৩. ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ নয়াদিল্লি (১২ ডিসেম্বর ১৯৯৬)
২৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
উঃ পর্তুগিজ (১৫১৬ সালে)
২৫. ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর
থাকে?
উঃ অর্থ সচিবের
২৬. 'বেতবুনিয়া' ভূ-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ রাঙ্গামাটি (১৪ জুলাই ১৯৭৫ সাল)
২৭. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
উঃ ৩৫ বছর
২৮.বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে?
উঃ নিউজিল্যান্ড (১৭ মে ১৯৯৯)
২৯. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
উঃ সুবেদার ইসলাম খান (১৬১০ সালে)
৩০. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
উঃ পদ্মা

BCS

 BCS

১/ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
→ রাজ রামমোহন রায়
২/ বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
→ ১টি
৩/ বাংলা ছোট গল্পের কনিষ্ঠতম শাখা কোনটি?
→ ছোটগল্প
৪/ 'কয়েকটি মৃত্যৃ' গ্রন্থের রচয়িতা কে?
→ জহির রায়হান
৫/ 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
→ বুদ্ধদেব বসু
৬/ বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?
→ সিরাজগঞ্জ
৬/ বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?
→ ফখরুদ্দিন মোবারক শাহ
৭/ বাংলাদেশে কত সালে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়?
→ ১৯৯১ সালে
৮/ সংবিধানের 'ষোড়শ সংশোধনী বিল' সংসদে পাস হয় কবে?
→ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ সালে
৯/ বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত?
→ মিরপুর
১০/ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে মুদ্রিত প্রথম নোট কোনটি?
→ ১০ টাকার নোট
১১/ কিয়োটা প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
→ ১৯৯৭ সালে
১২/ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
→ উয়ন
১৩/ কার্বন নিঃসরণে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
→ চীন
১৪/ শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে?
→ মাইথ্রিপালা সিরিসেনা
১৫/ লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
→ টোকিও
১৬. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উঃ ভোলা
১৭. বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখ?
উঃ ১০ এপ্রিল ১৯৭২
১৮. বর্তমান মুজিবনগরের পূর্বনাম কি ছিল?
উঃ ভবের পাড়া
১৯. কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম বাংলা ভাষায় আইন প্রকাশের ব্যবস্থা করেছিলেন?
উঃ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস
২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উঃ ১৩৬ তম
২১. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
উঃ ১ জুলাই ১৯৯১
২২. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বক্তৃতা প্রদান করেন?
উঃ সাধারণ পরিষদের অধিবেশনে (২৯তম)
২৩. ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ নয়াদিল্লি (১২ ডিসেম্বর ১৯৯৬)
২৪. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
উঃ পর্তুগিজ (১৫১৬ সালে)
২৫. ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর
থাকে?
উঃ অর্থ সচিবের
২৬. 'বেতবুনিয়া' ভূ-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ রাঙ্গামাটি (১৪ জুলাই ১৯৭৫ সাল)
২৭. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
উঃ ৩৫ বছর
২৮.বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে?
উঃ নিউজিল্যান্ড (১৭ মে ১৯৯৯)
২৯. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
উঃ সুবেদার ইসলাম খান (১৬১০ সালে)
৩০. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
উঃ পদ্মা

জানা অজানা অনেক বিষয়

 জানা অজানা অনেক বিষয়

১। পদ্মরাগ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বেগম রোকেয়া
২। IMF এর পূর্ণরূপ-
উত্তর : .International Monetary Fund
৩। টাইটানিক জাহাজ কত
সালে আটলান্টিক
মহাসাগরে ডুবে যায় ?
উত্তর : ১৯১২
৪। বাংলাদেশের মানচিত্র প্রথম
কে একেঁছিলেন?
উত্তর : মেজর জেমস্ রেনেল
৫। বাংলাদেশের রাষ্ট্রীয়
লোগোটি ডিজাইন করেন-
উত্তর : এ এন সাহা
৬। লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের
চিত্রকর ?
উত্তর : ইতালি
৭। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে ?
উত্তর : ফোয়েবল
৮। যে মহিলার সমাধির উপর তাজমহল
নির্মিত -
উত্তর : মমতাজ
৯। সময়ের সাথে বেগের
পরিবর্তনের
হারকে কি বলে?
উত্তর : ত্বরন
১০। এক শিশুনীতি' গ্রহণ করেছে কোন
দেশ?
উত্তর : চীন
১১। "আলোকিত মানুষ চাই"--- এটি কোন
প্রতিষ্ঠানের
শ্লোগান???
উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র..
১২। যকৃতের রোগ কোনটি ? (32th BCS)
উত্তর : জন্ডিস
১৩। Fiction এর বাংলা কি?
উত্তর : কথাসাহিত্য
১৪।কপিলা কোন উপন্যাসের চরিত্র
উত্তর : পদ্মানদীর মাঝি
১৫। কুয়াকাটায় কোন উপজাতির বসবাস
রয়েছে ?
উত্তর : রাখাইন

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল সাজেশান

৩৬ তম বিসিএস
প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল
সাজেশানঃ
সাম্প্রতিক বিষয়াবলী প্রশ্ন
কালেকশনঃ (২২৩টি প্রশ্ন) এখান থেকে কমন পাবেনই।
+++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++
১. মোবাইল ব্যাংকিং এ
বাংলাদেশের অবস্থান?
= দ্বিতীয় (১ম কেনিয়া)
২. নারী শিক্ষার
উন্নয়নে ইউনেস্কো কর্তৃক
‘‘শান্তিবৃক্ষ`` স্মারক লাভ করেন?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক
“অ্যাওয়াড ফর এক্সিলেন্স ইন
পাবলিক হেলথ-২০১৪`` লাভ করেন?
=সায়মা হোসেন পুতুল।
৫. বিশ্বের কোন দেশে শিশু
মৃত্যুহার সর্বাধিক?
=অ্যাঙ্গোলা (প্রতি হাজারে ১৬৭জন)
৬.বিশ্বের কোন দেশে শিশু
মৃত্যুহার কম?
=লুক্সেমবার্গ ও আইসল্যান্ড
(প্রতি হাজারে ২জন)
৭.জাতীয় পরিবেশ কমিটি প্রধান
কে?
=প্রধানমন্ত্রী
৮. বাংলাদেশের ২য় শীর্ষ
শ্রমবাজার কোন দেশ?
=কাতার
৯. জাতিসংঘের ক্রেডেনশিয়াল
কমিটির চেয়ারম্যান নির্বাচিত
হয়েছেন কে?
=ড. এ,কে আব্দুল মোমেন
১০.বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার
কোন দেশ?
=ওমান
১১. ২০১৪ সালের বৈশ্বিক
সক্ষমতা সূচকে বাংলাদেশের
অবস্থান কত?
=১০৯তম
১২.সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত
দেশের নাম কি?
= লাইবেরিয়া
১৩.বাংলাদেশের ৩য় ও ৪র্থ
শ্রমবাজার-
=সিঙ্গাপুর (৩য়),বাহরাইন (৪র্থ)
১৪.বর্তমানে দারিদ্রের হার কত?
= ৩০.৭%
(অর্থনীতি সমীক্ষা-২০১৪তে ২৫.৬% )
১৫. বাংলাদেশের কোন কোন
জেলায় দারিদ্রের হার
সবচেয়ে বেশি ও কম?
= বেশি কুড়িগ্রাম আর কম
কুষ্টিয়া।
১৬.সংবিধান (ষোড়শ সংশোধন)আইন
২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
=১৭ সেপ্টে: ২০১৪
১৭.বাহরাইনের রাজধানীর নাম কি?
= মানামা
১৮.দেশের সীমানার
বাইরে বাংলাদেশের কোন জাতীয়
প্রত্রিকার মুদ্রণ ও বিপণন হয়-
=প্রথম আলো।
১৯. দেশের সীমানার বাইরে কত
তারিখে ১ম বাংলাদেশের
কোনো জাতীয় প্রত্রিকার মুদ্রণ
ও বিপণন হয়-
=১৫ অক্টোবর, ২০১৪.
২০. CTBT অনুমোদনকারী দেশ কয়টি?
=১৬১টি
২১.বাংলাদেশে সরকারি চিড়িয়াখানা কয়টি?
= ৩টি (সর্বশেষ সিলেট)
২২. সিরডাপের বর্তমান সদস্য
সংখ্যা কত?
=১৫টি (সর্বশেষ ফিজি)
২৩.বাংলাদেশের তৈরি পোশাক
শিল্পের পথিকৃত কে?
= এম নুরুল কাদের
২৪. যুক্তরাষ্ট্রের
বাজারে পোশাক রপ্তানিতে কোন
দেশ শীর্ষ?
=চীন (বাংলাদেশ ২য়)
২৫. বিশ্বে কতজন লোক
অপুষ্টিতে ভোগে?
=৮০কোটি ৫০ লাখ (প্রতি ৯ জনে ১
জন,সর্বাধিক ভারতে ১৯ কোটি ৭লাখ)
২৬. বিশ্বের বৃহত্তম ই -কর্মাস
বা অনলাইনভিত্তিক বেচাকেনার
প্রতিষ্ঠানের নাম কি?
=আলিবাবা(চীন)
২৭."ব্লু ইকোনমি" কোন বিষয়ের
সাথে জড়িত?
= সমুদ্র অর্থনীতির সাথে
২৮.বর্তমানে বাংলাদেশে থানা সংখ্যা কতটি?
= ৬৩৬টি
২৯.বিশ্বের কোন দেশের লোক
সবচেয়ে বেশি শরণার্থী হয়েছে?
-- আফগানিস্তান
৩০.২০১৪ সালের বিশ্ব বিনিয়োগ
প্রতিবেদন অনুযায়ী ২০১৩
সালে বিশ্বের কোন
দেশে সর্বাধিক বিনিয়োগ হয় ?--
যুক্তরাষ্ট্রে
৩১.বাংলাদেশে-ভারতের
সমুদ্রসীমা নির্ধারণী মামলার
রায় হয় কবে?
--৭জুলাই,২০১৪
৩২.নবঘোষিত ইসলামি রাষ্ট্রের (IS)
খলিফা কে?
-- আবু বকর আল বাগদাদি‘
৩৩.ইউরোপিয়ান কমিশন -এর নতুন
প্রসিডেন্ট কে?
--জাঁ ক্লদ জাংকার
(লুক্সেমবার্গ)
৩৪.ব্রিকস জোটের ‘নিউ
ডেভেলপমেন্ট বাংক‘ গঠনের
লক্ষ্যে চুক্তি সাক্ষরিত হয়
-১৫ জুলাই ২০১৪
৩৫.পল্লী সঞ্চয় ব্যাংক
প্রাতিষ্ঠানিকভা
বে যাত্রা শুরু করবে কবে?
--৩০জুন, ২০১৬
৩৬.২০১৪সালে বিশ্বকাপ
ফুটবলে গোন্ডেন বুট লাভ করেন কে?
-হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)
৩৭.সম্প্রতি চা কে জাতীয়
পানীয়
হিসেবে ঘোষণা করেছে কোন দেশ?
- ভারত।
৩৮. সম্প্রতি উত্তর কোরিয়ার
উৎক্ষিপ্ত কোন রকেট
নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়?
- উনহা-৩।
৩৯. উইকিলিকস খ্যাত জুলিয়ান
অ্যাসাঞ্জের হ্যাকিং জীবন
নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের
নাম কি?
-আন্ডারগ্রাউন্ড।
৪০. সম্প্রতি কোন মুসলিম দেশ
স্টেডিয়ামে মহিলাদের
খেলা দেখার বৈধতা দেয়?
—সৌদি আরব।
৪১. ট্রাফালগার স্কয়ার কোথায়
অবস্থিত?
- লন্ডন, যুক্তরাজ্য।
৪২. ৩০ মার্চ ২০১২ মার্কিন
যুক্তরাষ্ট্রের কোন
অঙ্গরাজ্যের সিনেটে ২৬ মার্চকে
"বাংলাদেশ ডে" হিসেবে পালনের
জন্য বিল পাশ হয়?
-নিউইয়র্ক
৪৩.চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়
বসবাস করে
>> জিনজিয়াং প্রদেশে
৪৪.মানবদেহে এইচআইভি প্রবেশ করার
পর এইডস -এর লক্ষণ দেখা যায়
-৬মাস থেকে ১০ বছরের মধ্যে
৪৫. বিশ্বের কোথায় প্রথম
মেধাভিত্তিক সিভিল সার্ভিসের
সূচনা হয়
>>চীনে
৪৬.২০১৮ সালের ২১তম বিশ্বকাপ ফুটবল
হবে
-- রাশিয়ায়
৪৭.১৭ তম এশিয়ান গেমস-২০১৪
অনুষ্ঠিত হয়
>>ইনচিওয়ন, দক্ষিণ কোরিয়া
৪৮.২০তম কমনওয়েলথ গেমস-২০১৪
অনুষ্ঠিত হয়
>> গ্লাসগো, স্কটল্যান্ড
৪৯.২০তম বিশ্বকাপ ফুটবল ফাইনাল
অনুষ্ঠিত হয়
>>রিও ডিও জেনেরিও, ব্রাজিল
৫০.‘সার্ক ব্যাংক‘ গঠনের
প্রস্তাবক> ভারত
৫১.উইকিফিকাহ‘ হলো >>
ইরানের শরীয়াহ আইনবিষয়ক
এনসাইক্লোপিডিয়া
৫২. ই-৮ হলো> পরিবেশ
দূষণকারী ৮টি দেশ
৫৩.সামরিক জোট ন্যাটো অভিযান
চালাচ্ছে বা উপস্থিত রয়েছে
>> আফগানিস্তান
৫৪.ওয়ার্ল্ড ফ্রি জোনস
অর্গানাইজেশন যাত্রাশুরু
করে কবে? সদর দপ্তর কোথায়?
-- ২০মে ২০১৪, দুবাই , সংযুক্ত আরব
আমিরাত।
৫৫. বিশ্বব্যাংকের
দুর্নীতি বিরোধী ইউনিটের নাম
>> ইন্টিগ্রিটি ভাইস
প্রেসিডেন্সি(প্রতিষ্ঠা ২০০১)
৫৬.সাউথ এশিয়ান ফোরাম -এর
প্রস্তাবক>> ভারত
৫৭. যুক্তরাষ্ট্রের প্রথম চালক
বিহীন জঙ্গি বিমান -এর নাম
>> এক্স-৪৭বি (ডাকনাম সল্টি ডগ৫০২)
৫৮. যুক্তরাষ্ট্রের
বেসরকারি নিরাপত্তা সংস্থা
>>ব্ল্যাক ওয়াটার
৫৯. যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক
ঘাটির নাম
> ফোর্ট হুড( টেক্সাস)
৬০. ১ মে ২০১৪ শরিয়াহ আইনা চালু
হয় ব্রুনাইয়ে
৬১.যুক্তরাষ্ট্র আবার ইরাক আক্রমন
করে>> ৮ আগস্ট ২০১৪
৬২.হামা যে দেশের শহর >>সিরিয়া
৬৩.‘ডটার অব পাকিস্তান ‘
উপাধিতে ভূষিত হন>> মালালা ইউসুফ
জাঈ
৬৪.বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের
নাম>> টোকিও স্কাই ট্রি (জাপান)
৬৫.বিশ্বের বিস্তীর্ণ
উচ্চগতি সম্পন্ন রেলপথের শীর্ষ
দেশ
>> চীন ( দ্বিতীয় স্পেন)
৬৬.গ্রিন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ
দেশ>> চীন
৬৭. ‘জে-২০’ যে দেশভিত্তিক যুদ্ধ
বিমান>> চীন।
৬৮. ১ অক্টোবর ২০১৪ ন্যাটোর
মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ
করেন কে?
উত্তরঃ- জেনস স্টলটেনবার্গ
৬৯. নিচের কোন
বিমানগুলো বোয়িং কোম্পানি কর্তৃক
তৈরি?
ক. পালকি ও অরুণ আলো
খ. আকাশ প্রদীপ ও রাঙ্গাপ্রভাত
গ. মেঘদূত ও ময়ূর পঙ্খী
সঠিক উত্তরঃ- ওপরের সবগুলো
৭০. বর্তমান (২০১৩)
দেশে কতটি সরকারি প্রাথমিক
বিদ্যালয় রয়েছে?
উত্তরঃ- ৬২,৯১৪টি
৭১. যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শহীদ
মিনার নির্মিত হচ্ছে কোথায়?
উত্তরঃ- প্যাটারসন, নিউজার্সি
৭২. নিচের কোন যুদ্ধ
জাহাজকে ন্যাশনাল
স্ট্যান্ডার্ড প্রদান
করা হয়েছে?
ক বানৌজা ঈসা খাঁ
খ. বানৌজা বঙ্গবন্ধু
গ. বানৌজা ওসমান
উত্তরঃ-ওপরের সবগুলো
৭৩.
মুক্তিযোদ্ধা হতে হলে মুক্তিযুদ্ধের
সময় ন্যূতম বয়স কত বছর হতে হবে?
উত্তরঃ- ১৫ বছর
৭৪. পদ্মা সেতুর তদারকির জন্য
পরামর্শক-
উত্তরঃ-কোরিয়ান
এক্সপ্রেসওয়ে কর্পোরেশন
৭৫. মিঠাপুকুর ইকোপার্ক কোথায়
অবস্থিত?
উত্তরঃ- রংপুর
৭৬. কোবানি শহর কোথায় অবস্থিত?
উত্তরঃ- সিরিয়া
৭৭. ৮ অক্টোবর ২০১৪ ক্ষমতাসীন
থাকা অবস্থায় প্রথম
ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক
অপরাধ আদালতে হাজিরা দেন কোন
প্রসিডেন্ট?
উত্তরঃ- উহুরু
কেনিয়াত্তা ( কেনিয়া)
৭৮. আন্তর্জাতিক মাটি বর্ষ কোন
সাল?
উত্তরঃ- ২০১৫ সাল
৭৯. বেলজিয়ামের বর্তমান
প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ- চার্লস মিশেল
৮০. কমনওয়েলথ
পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন
(সিপিএ)-এর নির্বাহী কমিটির প্রথম
বাংলাদেশী চেয়ারপার্সন কে?
উত্তরঃ- ড. শিরীন শারমিন চৌধুরী
৮১. আন্তর্জাতিক টেলিযোগাযোগ
ইউনিয়ন এর নতুন মহাসচিব কে?
উত্তরঃ- হাওলিন ঝাও
৮২. কৈলাশটিলা তেলকূপ কোথায়
অবস্থিত?
উত্তরঃ- সিলেট
৮৩. ইন্টার
পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রথম
বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
উত্তরঃ- সাবের হোসেন চৌধুরী
৮৪. দক্ষিণ
এশিয়া থেকে নির্বাচিত ইন্টার
পার্লামেন্টারি ইউনিয়নের প্রথম
প্রেসিডেন্ট কে?
উত্তরঃ- গুরুদয়াল সিং ধিলন
৮৫. দক্ষিণ
এশিয়া থেকে নির্বাচিত
কমনওয়েলথ
পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-
এর প্রথম চেয়ারপার্সন কে?
উত্তরঃ- বালরাম ঝাকার
৮৬. আন্তর্জাতিক সমুদ্র চলাচল
সংস্থা-এর বর্তমান সদস্য দেশ কত?
উত্তরঃ- ১৭১টি
৮৭. ২ অক্টোবর ২০১৪ কোন দেশ
আন্তর্জাতিক সমুদ্র চলা সংস্থা-
এর ১৭১তম সদস্য পদ লাভ করে?
উত্তরঃ- জাম্বিয়া
৮৮. পর্তুগিজ ভাষার দেশসমূহের
কমিউনিটি-এর বর্তমান সদস্য দেশ
কতটি?
উত্তরঃ- ৯টি
৮৯. পর্তুগিজ ভাষার দেশসমূহের
কমিউনিটি-এর সর্বশেষ সদস্য দেশ
কোনটি?
উত্তরঃ- নিরক্ষীয় গিনি
৯০. স্থায়ী সালিশি আদালত-এর
বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ- ১১৬টি
৯১. ২০ অক্টোবর ২০১৪ কোন দেশ
স্থায়ী সালিশি আদালত-এর ১১৬তম
সদস্যপদ লাভ করে?
উত্তরঃ- সাওটোমে অ্যান্ড
প্রিন্সিপে
৯২. ৮ জানুয়ারি ২০১৫ কোন
দেশটি বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ
সংস্থা-এর ১৮৮তম সদস্যপদ লাভ করবে?
উত্তরঃ-
৯৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর
তথ্য অনুসারে বর্তমানে বিশ্বের
বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
উত্তরঃ- চীন
৯৪. কোন সাল থেকে যুক্তরাষ্ট্র
ছিল বিশ্বের শীর্ষ অর্থনীতির
দেশ?
উত্তরঃ- ১৮৭২ সাল
৯৫. চীন কোন
দেশকে পিছনে ফেলে বিশ্ব
অর্থনীতির পরাশক্তি হয়?
উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
৯৬. মার্কিন যুক্তরাষ্ট্র কোন
দেশকে পিছনে ফেলে বিশ্ব
অর্থনীতির পরাশক্তি হয়েছিল?
উত্তরঃ- যুক্তরাজ্য
৯৭.২২ অক্টোবর ২০১৪ কোন দেশ ষষ্ঠ
ব্যক্তি হিসেবে মালালা ইউসুফজাঈকে সম্মানসূচক
নাগরিকত্ব প্রদান করে?উত্তরঃ-
কানাডা
৯৮. ২০১৪ সালের ম্যান বুকার
পুরস্কার লাভ করেন কে?
উত্তর: রিচার্ড ফ্লেনাগান
(অস্ট্রেলিয়া)
৯৯. কোন উপন্যাসের জন্য রিচার্ড
ফ্লেনাগান ম্যান বুকার পুরস্কার
লাভ করেন?
উত্তরঃ- The Narrow Road to Deep North
১০০. ২০১৪ সালে কতজন নোবেল
পুরস্কার লাভ করেন?
উত্তরঃ- ১৩ জন
১০১. ২০১৪ সালে শান্তিতে নোবেল
পুরস্কার লাভ করেন-
সঠিক উত্তরঃ- মালালা ইউসুফজাই ও
কৈলাশ সত্যার্থী
১০২. সর্বকনিষ্ঠ নোবেল জয়ী কে?
উত্তরঃ- মালালা ইউসুফজাঈ
১০৩. সাহিত্যে নোবেল জয়ী কে?
উত্তরঃ- প্যাত্রিক মোদিয়া
১০৪. চিকিৎসাবিদ্যায় নোবেল
পুরস্কারলাভ করেন-
ক. জন ও কিফি
খ. এডভার্ড মোজার
গ. মে-ব্রিট মোজার
সঠিক উত্তরঃ- ওপরের সকলে
১০৫. পদার্থবিদ্যায় নোবেল
পুরস্কার লাভ করেন-
ক. ইসামু আকাসাকি
খ. হিরোশি আমানো
গ. সুজি নাকামূরা
সঠিক উত্তরঃ- ওপরের সকলে
১০৬. রসায়নে নোবেল পুরস্কার লাভ
করেন-
ক. এরিক বেতজিগ
খ. উইলিয়া মোয়েরনার
গ. স্টেফান ডব্লিউ হেল
সঠিক উত্তরঃ- ওপরের সকলে
১০৭. অর্থনীতিতে নোবেল পুরস্কার
লাভ করেন কে?
উত্তরঃ- জ্যঁ তিরোল
১০৮. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ- চীন
১০৯. গম রপ্তানিতে শীর্ষ দেশ
কোনটি?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র
১১০. দানাশস্য উৎপাদনে শীর্ষ দেশ
কোনটি?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র
১১১. দানাশস্য রপ্তানিতে শীর্ষ
দেশ কোনটি?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র
১১২. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ- চীন
১১৩. ধান উৎপাদনে বাংলাদেশ
বিশ্বর কততম?
উত্তরঃ- চতুর্থ
১১৪. চাল রপ্তানিতে শীর্ষ দেশ
কোনটি?
উত্তরঃ- থাইল্যান্ড
১১৫. চিনি উৎপাদনে শীর্ষ দেশ হলো-
উত্তরঃ- ব্রাজিল
১১৬. কাসাভা রপ্তানিতে শীর্ষ
দেশ কোনটি?
উত্তরঃ- থাইল্যান্ড
১১৭. কাসাভা উৎপাদনে শীর্ষ দেশ
কোনটি?
উত্তরঃ- নাইজেরিয়া
১১৮. দেশের ৩য় শেয়ার বাজার হবে >
খুলনায়
১১৯. দেশের ৮ম বিভাগ হবে>
ময়মনসিংহ
১২০.৬৫ নং জেলা হবে> ভৈরব
১২১.দেশের ১ম কারা প্রশিক্ষণ
একাডেমি নির্মিত হচ্ছে
>> রাজশাহীতে
১২২.দেশের ৩য় গভীর সমুদ্র বন্দর >
পায়রা, পটুয়াখালি
১২৩. দেশের বৃহত্তম কয়লা ভিত্তিক
বিদ্যু কেন্দ্র এবং দেশের
এ্যানার্জি হাব নির্মিত হবে
> মাতারবাড়ী,মহেশখালী
১২৪.বাংলাদেশের সংবিধানের
ষোড়শ সংশোধনী
> বিচারপতিদের অভিশংসন ।
১২৫. বর্তমানে স্থলবন্দর ২১টি
১২৬. সম্প্রতি স্বাধীনতার
প্রশ্নে গণভোট হয়> স্কটল্যান্ডে
১২৭. সম্প্রতি মঙ্গলের
কক্ষপথে নভোযান পাঠায় >ভারত
১২৮. বিশ্বের সবচেয়ে বসবাসের
উপযোগী শহর > মেলবোর্ন,
অস্ট্রেলিয়া
১২৯. দেশে বর্তমানে উপজেলার
সংখ্যা>৪৮৯টি
১৩০.বাংলাদেশের সবচেয়ে ছোট
ইউনিয়ন> হাজিপুর( ভোলা)
(প্রচলিত তথ্য > সেন্ট মান্টিন)
১৩১. যোগাযোগ মন্ত্রণালয়ের
বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু
মন্ত্রণালয় করা হয় কবে?
Ans ৩ সেপ্টেম্বর ২০১৪
১৩২. সড়ক বিভাগ-এর বর্তমান নাম কি?
Ans . সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
১৩৩. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত
হয় কবে?
Ans ৩ আগস্ট ২০১৪
১৩৪. জাতীয় নদী রক্ষা কমিশন-এর
কার্যক্রম শুরু হয় কবে?
Ans . ৩ সেপ্টেম্বর ২০১৪
১৩৫. বাংলাদেশ হাইটেক পার্ক
কর্তৃপক্ষ-এর নির্বাহী কমিটির
সদস্য সংখ্যা কত?
Ans:১৭জন
১৩৬.দশম জাতীয়
সংসদে বর্তমানে সরকার দলীয়
হুইপের সংখ্যা কত?
--৭জন
১৩৭.ইনভেস্টমেন্ট করপেরারেশন অব
বাংলাদেশ আইন ২০১৪ জাতীয়
সংসদে পাস হয় কবে?
--১৬সে: ২০১৪
১৩৮. বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রথম
নারী উপাচার্য কে?
Ans অধ্যাপক খালেদা ইকরাম
১৩৯. দশম জাতীয়
সংসদে বর্তমানে সরকার দলীয়
হুইপের সংখ্যা কতজন?
Ans . ৭ জন
১৪০. ইনভেস্টমেন্ট করপোরেশন অব
বাংলাদেশ আইন ২০১৪ জাতীয়
সংসদে পাস হয় কবে?
Ans . ১৬ সেপ্টেম্বর ২০১৪
১৪১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
সংবিধানে এখন পর্যন্ত
কতটি সংশোধনী আনা হয়েছে?
Ans . ১৬টি
১৪২. সংবিধান (ষোড়শ সংশোধন) আইন
২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
Ans . ১৭ সেপ্টেম্বর ২০১৪
১৪৩.ইউরোপ কমিশনের বর্তমান
প্রেসিডেন্ট কে?
Ans . হারমান ভ্যান রুম্পি
১৪৪. কোন জেলায় দারিদ্রের
হারসর্বাধিক?
Ans কুড়িগ্রাম
১৪৫. কোন জেলায় দারিদ্র্যের হার
সবচেয়ে কম?
Ans কুষ্টিয়া
১৪৬. স্কটল্যান্ড
কবে যুক্তরাজ্যের
সাথে অন্তর্ভুক্ত হয়?
Ans . ১ মে ১৭০৭
১৪৭. স্কটল্যান্ডের রাজধানীর নাম
কি?
Ans . এডিনবার্গ
১৪৮.স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে গণভোট
হয় কবে?
Ans. ১৮ সেপ্টেম্বর ২০১৪
১৪৯. যুক্তরাজ্য গঠিত হয় কোন
রাজ্যগুলো নিয়ে?
ক. ইংল্যান্ড ও উত্তর
আয়ারল্যান্ড
খ. স্কটল্যান্ড
গ. ওয়েলস
Ans ঘ. ওপরের সবগুলো
১৫০. স্কটল্যান্ডের আইনসভার নাম
কি?
Ans. স্কটিশ পার্লামেন্ট
১৫১.স্বাধীনতা পন্থী দলের নাম কি?
Ans. স্কটিশ ন্যাশনাল পার্টি
১৫২. স্কটশি ন্যাশনাল পার্টি গঠিত
হয় কবে?
Ans. ১৯৩৪ সালে
১৫৩. ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ
হাউস অব কমন্সে স্কটল্যান্ডের আসন
কতটি?
Ans. ৫৯টি
১৫৪. বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর
প্রতিষ্ঠাতা কে?
Ans ক্লস স্যারে (সুইজারল্যান্ড)
১৫৫. ইউরোপীয় কাউন্সিলের নতুন
প্রেসিডেন্ট কে?
Ans ডোনাল্ড টাস্ক (পোল্যান্ড)
১৫৬. ইউরোপীয় ইউনিয়নের নতুন
পররাষ্ট্রবিষয়ক প্রদান কে?
Ans. ফেদেরিকা মর্গেরিনি (ইতালি)
১৫৭. CTBT অনুমোদনকারী দেশ কতটি?
Ans ১৬৩টি
১৫৮. ২ সেপ্টেম্বর ২০১৪ কোন দেশ
১৬৩তম দেশ হিসিবে CTBT অনুমোদন
করে?
Ans . কঙ্গোপ্রজাতন্ত্র
১৫৯. পল্লী সঞ্চয় ব্যাংক
প্রতিষ্ঠা করা হয় কবে?
Ans . ৩১ আগস্ট ২০১৪
১৬০. পল্লী সঞ্চয় ব্যাংক-এর প্রথম
চেয়ারম্যান কে?
Ans গ. ড. মিহির কান্তি মজুমদার
১৬১. বর্তমানে দেশে বিশেষায়িত
ব্যাংক কতটি?
Ans. ৯টি
১৬২. দেশের নবম বিশেষায়িত
ব্যাংক কোনটি?
Ans. পল্লী সঞ্চয় ব্যাংক
১৬৩. বর্তমানে দেশে মোট
ব্যাংকের সংখ্যা কতটি?
Ans. ৬৩টি
১৬৪. যুক্তরাজ্যের
ওয়েলসে ন্যটোর২৬তম শীর্ষসম্মেলন
কবে অনুষ্ঠিত হয়?
Ans. ৪-৫ সেপ্টেম্বর ২০১৪
১৬৫. ২০১৬ সালে ন্যাটোর ২৭তম শীর্ষ
সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Ans ওয়ারশ, পোল্যান্ড
১৬৬. দশম আসেম সম্মেলন
কবে অনুষ্ঠিত হবে?
Ans. ১৬-১৭ অক্টোবর ২০১৪
১৬৭. দশম আসেম সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হবে?
Ans . মিলান, ইতালি
১৬৮. ২৬তম অ্যাপেক শীর্ষ সম্মেলন
কবে অনুষ্ঠিত হবে?
Ans . ১০-১১ নভেম্বর ২০১৪
১৬৯. ২৬তম অ্যাপেক শীর্ষ সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হবে?
Ans . বেইজিং, চীন
১৭০. ২০১৪ সালের বৈশ্বিক
প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের
সূচকে শীর্ষ দেশ কোনটি?
Ans. সুইজারল্যান্ড
১৭১. ২০১৪ সালের বৈশ্বিক
সক্ষমতা সূচকে সর্বনিম্ন দেশ
কোনটি?
Ans . গিনি
১৭২. ২০১৪ সালের বৈশ্বিক
সক্ষমতা সূচকে বাংলাদেশের
অবস্থান কততম?
Ans . ১০৯তম
১৭৩. ই-গভর্নমেন্ট উন্নয়ন
সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
Ans. সোমালিয়া
১৭৪. ই-গভর্নমেন্ট উন্নয়ন
সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
Ans . ১৪৮ম
১৭৫. ‘জয় বাংলা’
প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
Ans. নাগিসা ওশিমা (জাপান)
১৭৬. ২০১৮ সালের ১৮তম এশিয়ান গেমস
কোথায় অনুষ্ঠিত হবে?
Ans. জাকার্তা, ইন্দোনেশিয়া
১৭৭. ২০১৪ সালের ১২তম জাতীয়
অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ও
মানবী কে?
Ans. মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।
১৭৮.দেশের প্রথম Wi-Fi শহর -সিলেট
১৭৯.দেশের প্রথম বায়োগ্যাস
চুল্লি নির্মাণ হতে যাচ্ছে
-- চট্টগ্রামে
১৮০.সর্বাধুনিক ক্যান্সার
শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেন
--
বাংলাদেশি বিজ্ঞানী ড.জহিরুল
আলম সিদ্দিকী
১৮১.সর্বোচ্চ গতির সুপার
কম্পিউটার
-সামিট ও সিয়েরা(যুক্তরাষ্ট) ।
আগের ছিল>তিয়ানহে-২(চীন)
১৮২.২০১৪ সালে বর্ষসেরা আবিষ্কার
--নভোযান > মঙ্গলযান(ভারত)
১৮৩.২০১৪ সালে আবিষ্কৃত নতুন
গ্রহের নাম
- পিএইচ৩সি
১৮৪.২০১৪ সালে জাতিসংঘ কয়
প্রজাতির প্রাণী সংরক্ষণের
তালিকা প্রকাশ করেছে
--৩১
১৮৫.সম্প্রতি নভোযান রোজেটা এর
ফিলে রোবট কোন ধূমকেতুতে অবতরণ
করে?
-- ‘কমেট ৬৭/পি/চুরিউমভ-গেরাসিমে
নকো’
১৮৬.রহস্যময় কণা হল --নিউট্রিনো
১৮৭.২০১৪ সালের
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার
-- মিসেল জনসন
১৮৮.ইউরো ফুটবল কাপ -২০১৬ কোথায়
অনুষ্ঠিত হবে?
-- ফ্রান্সে
১৮৯.শচীনের আত্মজীবনীর নাম
--Playing It My Way
১৯০.আফ্রিকান নেশন কাপ-২০১৫
কোথায় অনুষ্ঠিত হবে?
-- নিরক্ষীয় গিনি
১৯১. বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ ও
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭
কোথায় অনুষ্ঠিত হবে?
= ইংল্যান্ডে
১৯২.ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ
ইংনিস কার
-- রোহিত শর্মা(ভারত),২৬৪
১৯৩.টেস্ট ক্রিকেটে দ্রুততম শত ও
অর্ধশতক কার?
-মিসবাহ উল হক (পাকিস্তান)
ফিফট>২১বলে ,শতক>৫৬বলে
১৯৪.বর্তমানে বাংলাদেশের
বৃহত্তম যুদ্ধজাহাজ
--বানৌজা সমুদ্র জয়
১৯৫.১৮তম সার্ক শীর্ষ সম্মেলন হয়
কোথায়?
-- নেপালে
১৯৬.সম্প্রতি প্রশান্ত
মহাসাগরে উত্থিত টাইফুনের নাম
-- ভংফং(জাপানে আঘাত হানে)
১৯৭.সম্প্রতি বঙ্গোপসাগরে উত্থিত
ঘূর্ণিঝড়ের নাম
-- হুদহুদ(ভারতে আঘাত হানে)
১৯৮.ভারতের ২৯তম রাজ্য
তেলেঙ্গানার লোকসভার আসন
সংখ্যা
-- ১৭টি
১৯৯. সাউথ এশিয়ান ফোরাম- এর
প্রস্তাবক দেশ
- ভারত
২০০.৮৬ তম অস্কার পুরস্কার ২০১৪ এর
সেরা চলচ্চিত্র
- টুয়েভ ইয়ারস অ্যা স্লেভ।
২০১.শরণার্থী আশ্রয় দেয়া শীর্ষ
দেশ -- পাকিস্তান
২০২.আইএমএফ -এর
মতে বর্তমানে বিশ্বে বৃহত্তম
অর্থনীতির দেশ -চীন
২০৩. আলু উৎপাদনে বাংলাদেশ
বিশ্বে – ৮ম।
২০৪. জাতীয় স্মৃতিসৌধের
স্থপতি সৈয়দ মইনুল হোসেন
মৃত্যুবরণ করেন
– ১০ নভেম্বর ২০১৪।
২০৫. দেশের প্রথম ওয়াইফাই
নগরী হচ্ছে –সিলেট।
২০৬. প্রথম
বাংলাদেশী বংশোদ্ভুতহিসেবে
যুক্তরাষ্টে কাউন্সিলরনির্বা
চিত হন
– তাহসিনা আহমেদ।
২০৭. পদ্মাসেতুর নদী শাসন করবে
– চায়না সিনোহাইড্রো করপোরেশন।
২০৮. বর্তমানে বাংলাদেশ
ওষুধরপ্তানি করে
– ১০৭ টি দেশে।
২০৯. বাংলাদেশের বৃহত্তম বায়ু
বিদ্যুৎকেন্দ্র
– কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র
(কক্সবাজার)।
২১০. স্বাধীনতার ঘোষণাপত্রের
রচয়িতা
– ব্যারিস্টার এম.আমীর উলইসলাম।
২১১. সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক
দেশ –ভারত।
২১২. সার্কের বর্তমান
প্রেসিডেন্ট –সুশীল
কৈরালা (নেপাল)।
২১৩. ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়
– ২৬ ও২৭ নভেম্বর, কাঠমান্ডু,
নেপাল।
২১৪. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী –
মনোহরপরিকর।
২১৫. ২০১৬ সালে জি-20 শীর্ষ
সম্মেলনঅনুষ্ঠিত হবে – চীনে।
২১৬. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ
ভবনের নাম
–ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টর।
২১৭. লিঙ্গবৈষম্যদূরী
করণে বাংলাদেশের অবস্থান
–৬৮তম।
২১৮. সবচেয়ে কম জন্মহারের দেশ
– বুগেরিয়াও মলদোভা।
২১৯. সর্বাধিক জন্মহারের দেশ
– ওমান।
২২০. ২০১৪
সালেরআইসিসি বর্ষসেরা ক্রিকেটার
– মিচেল জনসন (অস্ট্রেলিয়া)।
২২১. তুলা উৎপাদনে শীর্ষ দেশ – চীন।
২২২. বিদেশে বিনিয়োগকারী প্রথম
বাংলাদেশি প্রতিষ্ঠান
–যমুনা লিমিটেড।
২২৩. এক দিনের আন্তর্জাতিক
ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরীর
রেকর্ড গড়েছেন--
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার
এবি ডি ভিলিয়ার্স ( ৩১ বলে )

৩৬ তম বিসিএস নোট

 ৩৬ তম বিসিএস নোট

1. আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ : রাশিয়া।
2. আয়তনে ওশেনিয়ার বৃহত্তম দেশ : অষ্ট্রেলিয়া।
3. এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয় : ইউরেশিয়া।
4. বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল : সুয়েজ খাল।
(খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)।
5. মিন্দানাও দ্বীপটি অবস্থিত : ফিলিপাইনে।
6. পানামার বিমান সংস্থার নাম : কোপা।
7. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।
8. ২০১২ সালে ৩০তম অলিম্পিক অনুষ্ঠিত হয় : লন্ডনে।
9. অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয় : ১৯৬৯ সালে।
10. ২০১৪ সালে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ব্রাজিলে।
11. বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান।
12. পৃথিবীর উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া।
13. বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা।
14. গ্রেট হল অবস্থিত : চীনে।
15. জাতিসংঘের অষ্টম মহাসচিব : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।
16. ‘দি লাষ্ট সাপার’ চিত্রটির চিত্রকর : লিওনার্দো দ্য ভিঞ্চি।
17. সাদা রাশিয়া বলা হয় : বেলারুশকে।
18. ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।
19. জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)।
20. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে।
21. পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ।
22. পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
23. পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার ফাষ্ট।
24. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।
25. বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে।
26. পৃথিবীর ছাদ বলা হয় : পামির মালভূমিকে।
27. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
28. আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
29. পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।
30. ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।
31. ‘সিনহুয়া’ সংবাদ সংস্থাটি : চিনের
32. উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।
33. ‘UNESCO’ এর সদর দপ্তর অবস্থিত : প্যারিসে।
34. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।
35. সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
36. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
37. সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।
38. সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে।
39. ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় : মিশরীয়দেরকে।
40. মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী : বেনজির ভুট্টো, পাকিস্তান।
41. ‘আবু সায়াফ’ হলো : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন।
42. পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
43. ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
44. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।
45. রাশিয়া ও জাপানের মধ্যে যে দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ : শাখালিন দ্বীপপুঞ্জ।
46. জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
47. ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
48. পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
49. বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
50. ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।

গুরুত্বপূর্ন ৩৬ তম বিসিএস

 গুরুত্বপূর্ন নোট

► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন
সালে ? – ১৯৭৪
► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► শান্ত সাগর অবস্থিত চাঁদে।
► সুপার নোভা হলো মৃতপ্রায় তারকা।
► পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড।
► শীতকালে ব্যাঙের আত্মগোপন করাকে হাইবারনেশন
বলে।
► Orange Revolution বা কমলা বিপ্লব সংঘঠিত হয়েছিল
ইউক্রেনে।
► ফুটবল যুদ্ধ সংঘঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
► যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন” উক্তিটি করেন এডলফ
হিটলার।
► কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ায়।
► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০কিমি।
► Wailing Wall অবস্থিত জেরুজালেমে।
► বিশ্বের কতটি দেশে পোলিও রোগী আছে? -১৬টি।
► জাপানি কমিক সিরিজ ডোরেমন এর স্রষ্টা কে? -
হিরোশি ফুজিমাতো এবং মোতে আবিকো।
► বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী নৌপথ
কোনটি? -হরমুজ প্রণালী।
► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২
টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ।

৩৬ তম বিসিএস স্পেশাল

৩৬ তম বিসিএস স্পেশাল
------------------------------
চোখ বন্ধ করে মুখস্ত করুন এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে আশা করছি।
--------------------------------------------------
আলোচিত স্রষ্টা
-----------------------
ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি? উঃ অনল প্রবাহ।
উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত? উঃ জিঞ্জির।
উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে? উঃ মীর মর্শারফ হোসেন।
উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে? উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
ওরা কদম আলী নাটকের রচিয়তা কে? উঃ মামুনুর রশিদ।
ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? উঃ বিমল মিত্র।
কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে? উঃ শওকত ওসমান।
কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে? উঃ রামনারায়ন তর্করতœ।
কাফেলা নাটকের রচিয়তার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
কবর নাটকটির রচিয়তা কে? উঃ মুনীর চৌধুরী।
কবর নাটকের পটভুমি কি ? উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
কবর কাবিতাটির রচয়িতা কে? উঃ জসীমউদ্দিন।
কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত? উঃ রাখালী।
কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে? উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উঃ কাব্য রচনা।
খেলা রাম খেলে যারে কার রচনা? উঃ সৈয়দ শামসুল হক।
গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? উঃ এস. ওয়াজেদ আলী।
-----------------------------------------------

আলোচিত চরিত্র ও স্রষ্টা
--------------------------------
বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি? উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।
অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে? উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের? উঃ কৃষ্ণকান্তের উইল।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? উঃ মনসামঙ্গল।
রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
ললিতা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
কুবের চরিত্রের স্রষ্টা কে? উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
দীপাবলী চরিত্রের স্রষ্টা কে? উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।
রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
নন্দলাল চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
দেবযানী চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
নন্দিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
রাইচরণ চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
সুরবালা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

Friday, July 10, 2015

গল্পে গল্পে ৬৪ জেলা

 গল্পে গল্পে ৬৪ জেলা জেনে নেই ( পড়লে মজা পাবেন )

দিনাজপুরের দিনার সাথে
ফরিদপুরের ফরিদের বিয়ে হয় । বিয়েতে
কিশোরগঞ্জের কিশোররা মিলে নেত্রকোণার কোণাতে একটি
অনুষ্টানের আয়োজন করে । ঠাকুরগাঁওয়ের ঠাকুর,ব্রাহ্মণবাড়িয়ার
ব্রাহ্মণ পরিবার,রাজবাড়ির রাজ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগদান করে। তারা টাঙ্গাইল থেকে টাঙ্গাইলশাড়ী উপহার দেয়। এই বিয়েতে কাজী ছিল মুন্সিগঞ্জের মুন্সি। বিয়েতে সাতক্ষীরার সাত পরিবার,চাঁদপুরে র চাঁদ মিয়া ও গোপালগঞ্জের গোপাল উপস্থিত ছিল । লালমণিরহাট বাজার থেকে বরপক্ষ লালশাড়ী কিনে এনেছিল। মৌলভীবাজারের মৌলভী ভোলা থেকে ভুল করে বরিশালের বড়ি নিয়ে এসেছিল। হবিগঞ্জের নাম দেখে জামাইয়েরহবি (শখ) হয়েছিল,ঢাকা থেকে টাকা কামাই করে গাইবান্দা থেকে গাই (গাভী)এবং বান্দরবন থেকে বান্দর (বানর)কিনে সুনামগঞ্জে সুনামছড়িয়ে দিয়ে ছিল। সে জয়পুরহাটের মানুষের মন জয় করে কুমিল্লা থেকে কুমির নিয়ে বাড়ী
ফিরে এসেছিল। পঞ্চগড়ের পঞ্চদানব ময়মনসিংহ থেকে সিংহ এনে রংপুরের
রং দিয়ে সাজিয়ে বউকে ভয় দেখিয়েছিল। পরে বউ পাবনার পাগলা গারতে পাগল অবস্থায় ভর্তি হয়। পাগল হয়ে যাওয়ার পর সে সিলেটের শ্লেট এবং ঝালকাঠির কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছিল এবং খাগড়াছড়ির মতো হাত,পা ছড়াছড়ি করছিল। তা দেখে তার শ্বশুর মানিকগঞ্জে মানিককে নিয়ে পিরোজপুরের ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার বললেন, তাকে ঝিনাইদের জ্বিনে ধরেছে। তাই ডাক্তর তাকে চুয়াডাঙ্গার কমিরের চুয়াল
দিয়ে ওষুধ খাওয়াতে বললেন। পরে জামাই কুষ্টিয়া থেকে মুষ্টি ভিক্ষা
করে বউয়ের অসুখ ভাল করল। বেশ কয়েকদিন পর তাদের ঘরে একটি মেয়ে জন্ম নেয়। নীলফামারীর নীলা ও জামালপুরের জামাল মেয়েটিকে
নাম দেয় লক্ষ্ণীপুরের লক্ষ্ণী। মেয়ের জন্য তার বাবা খুলনা থেকে
দোলনা কিনে আনল।মেয়েটি প্রত্যেক দিন ফেনীর ফেন খাওয়াত। ফেন খেয়ে মেয়ে বলত, মায়ের হাতে যশোর-এর যশ আছে।মেয়ের ইচ্ছা হল মাগুরার
মাগুর খাওয়ার।তার বাবা গাজীপুরের গাজীর কাছ থেকে মাগুর কিনে আনার জন্য গেল ।গাজী বলল, সে শেরপুরের শের হিসেবে বিক্রি করবে। কুড়িগ্রামের কুড়িঁ টাকা দিয়ে তার বাবা মাগুর কিনে আনল। মেয়ে বাগেরহাটে বাগ(বাগান)
করার সময় তার হাত কেটে ফেলে। হাত থেকে রাঙ্গামাটির মত লাল রক্ত মাটিতে পড়তে থাকে। মেয়েকে তাড়াতাড়ি নোয়াখালীর খালি গাড়ি
দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ি নাটোরের নাট ঢিল হয়ে যায়,
ফলে সেখানে দুঘটনা ঘটে। এতে ভৈরবে মানুষের রব পড়ে যায়। তাকে
নারায়গেঞ্জের নারায়ণচন্দ্রের কাছে নিয়ে গেল, সে বলে তাকে কক্সবাজারের কক্সজারা দিতে হবে। এবং চট্রগ্রামের চটি জুতা পরাতে হবে। জুতার রং খাকবে
মাদারীপুরের মাদ রং। জুতা পরে মেয়ে নওগাঁ শহড়ের গাঁয়ে গেল।
আল্লাহ ও মেহেরপুরের লোকদের মেহেরবানীতে তার পা ভাল হয়ে
যায়। মা-বাবা শরীয়তপুরের শরীয়তের বিধান অনুযায়ী বরগুনার এক বরের সাথে মেয়ের বিয়ে ঠিক করল। নরসিংদীর নরেরা আগে থেকে কথা দিয়েছিল,তারা বিয়ের সময় পটুয়াখালীর পটু নামে একটি ছাগল
উপহার দিবে।সে ছাগলটিকে তার নড়াইল এর মতবেশি
নড়াচড়া করতে দিবে না। ছাগলটিকে বগুড়া থেকে এনে চালের গুড়া খাওয়াবে। এসময় পটু সম্পর্কে তারা চাঁপাইনবাবগঞ্জে রনবাবদের মত চাপা মারছিল। এরপর তাদের বিয়ে কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছিল।

Sunday, July 5, 2015

অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫

এক নজরে অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫
==================================
১. জনসংখ্যা- ১৫ কোটি ৭৯ লক্ষ
২. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৬%
৩. পুরুষ-নারী অনুপাত- ১০৪.৯০ : ১০০
৪. প্রতি বর্গ কি.মি তে জনসংখ্যার ঘনত্ব- ১০৩৫ জন
৫. প্রত্যাশিত গড় আয়ু- ৭০.৭০ বছর
৬. পুরুষের প্রত্যাশিত গড় আয়ু- ৬৯.৯০ বছর
৭. মহিলার প্রত্যাশিত গড় আয়ু- ৭১.৫০ বছর
৮. সাক্ষরতার হার- ৬২.৩০%
৯. দারিদ্রের হার- ২৪.৪৭%
১০. মোট ব্যাংক- ৫৬ টি

Wednesday, July 1, 2015

parts of speech

  parts of speech : বাংলা কৌশল

"নয়নে যাহা পড়ে তাহাই Noun,
verb এর হল হাটাহুটা,
Pronoun এর বদলি খাটা;
Adverb এর রকম সকম।।
adjective দোষ-গুনে গায় গান,
Preposition এর অবস্থান;
 যোগ-বিয়োগে conjunction,
সুখে -দূঃখে সুখে -দূঃখে interjection।।"

 

Noun:- নয়নে যাহা পড়ে
তাহাই noun
মানে হল আমাদের চারপাশে
যা আছে তা সবকিছুই Noun.যেমন:- father,
mother, chair
,table,school ইত্যাদি I live in Dhaka
Pronoun : Pronoun এর বদলি
খাটা ,এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে
সেটি-ই হল pronoun.যেমনঃ
He,she,it, they ইত্যাদি
Rahim is a good boy. He plays
cricket. এখানে Rahim এর পরিবর্তে he বসেছে।
তাই এটি হল pronoun.
Adjective :- Adjective এর দোষ গুনে গায় গান,
মানে হল adjective দ্বারা কোন কিছুর
দোষ-গুন ,অবস্থা, সঙ্খ্যা ,পরিমান
ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল adjective. এটি দ্বারা গুন বুঝানো হয়েছে।
Verb: Verb এর হল হাটাহুটা
মানে হল-
এটি দ্বারা কোন কিছুর কার্য সম্পাদন
করা বুঝায়। যেমনঃ I am writing in a blog
Adverb:Adverb এর রকম-সকম
মানে হল- এটি
দ্বারা কোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে
তা বুঝায়।যেমনঃ I am writing slowly.
এখানে slowly একটি adverb.
Preposition: pre mane পুর্বে ,
position মানে অবস্থান। অর্থাৎ, preposition
মানে পুর্বে- অবস্থান।
এটি কোন কিছুর পুর্বে বসে সেই ওয়ার্ড
এর অবস্থান নির্দেশ করে । যেমনঃ I am in Dhaka.
Conjunction: যোগ-বিয়োগে
conjunction
মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে
এটি সংযোগ ঘটায়। যেমনঃ He is polite and brilliant.
Interjection: এটি দ্বারা কোন কিছুর
সুখ,দুঃখ, আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায়।
যেমনঃ Hi ! how are you? এখানে Hi wordটি interjection.