Sunday, July 26, 2015

মনে রাখার টেকনিক

মনে রাখার টেকনিক""
৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন- আপনি কি জানেন?????
জানা না থাকলে টেকনিক দেখুন----
‪#‎ছন্দ‬:- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।
‪#‎সেক্টর‬:- ১,৪,৭,১০,২,০,৮
(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)
আজ= আব্দুর রউফ (১)
হা= হামিদুর রহমান(৪),
জা= জাহাঙ্গীর(৭),
রো= রুহুল আমিন(১০),
মো= মোস্তফা কামাল(২),
ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ= নূর মোহাম্মদ(৮)

No comments:

Post a Comment