Sunday, July 26, 2015

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর
----------------------
১. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
-- হিন্দু মেলার উপহার
২. কত বছর বয়সে প্রথম কাব্য গ্রন্থ ‘বনফুল ‘ প্রকাশিত হয়েছে?
-- ১৫
৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ‘গুরুদেব ‘ সম্মানে ভূষিত করেন?
-- মহাত্মা
৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ‘ বিশ্বকবি‘ বলে সম্মানিত করেন?
--ব্রক্ষবান্ধব উপাধ্যায়
৫.ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল?
-- কুশারী
৬. ভারত সরকার কত সালে রবীন্দ্রনাথকে স্যার ‘ উপাধি দান করে ?
-- ১৯১৫
৭.রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সং্গতটি কার গানের সুরের অনুসরণে লিখেছিলেন ?
-- গগণ হরকরার
৮. শান্তিনিকেতন কোথায় অবস্থিত?
-- বোলপুর, কোলকাতা
৯. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ কোন গানটি রচনা করেন?
-- বাংলার মাটি বাংলার জল
১০. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তাঁকে ডি. লিট উপাধিতে ভূষিত করেন?
-- ১৯১৩
১১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কত সালে তাঁেকে ‘ডক্টরেট‘ ডিগ্রি দেন
-- ১৯৪০
১২. কে তাঁকে ‘ ভারতের মহাকবি হিসেবে অ্যাখ্যায়িত করেন?
-- চীনা কবি চি-সি লিজন
১৩. নজরুলকে তিনি কি উতসর্গ করেন?
-- বসন্ত নাটক
১৪. কে তাঁকে ‘ভারত ভস্কর‘ উপাধি দিয়েছিলেন?
-- ত্রিপুরা রাজ
১৫.“ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমরি অতিথি ।‘-- কার উদ্দেশ্যে তিনি উক্তিটি করেছিলেন?
-- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

No comments:

Post a Comment