Sunday, July 5, 2015

অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫

এক নজরে অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫
==================================
১. জনসংখ্যা- ১৫ কোটি ৭৯ লক্ষ
২. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৬%
৩. পুরুষ-নারী অনুপাত- ১০৪.৯০ : ১০০
৪. প্রতি বর্গ কি.মি তে জনসংখ্যার ঘনত্ব- ১০৩৫ জন
৫. প্রত্যাশিত গড় আয়ু- ৭০.৭০ বছর
৬. পুরুষের প্রত্যাশিত গড় আয়ু- ৬৯.৯০ বছর
৭. মহিলার প্রত্যাশিত গড় আয়ু- ৭১.৫০ বছর
৮. সাক্ষরতার হার- ৬২.৩০%
৯. দারিদ্রের হার- ২৪.৪৭%
১০. মোট ব্যাংক- ৫৬ টি

No comments:

Post a Comment