Sunday, July 26, 2015

৮ টি দেশের জাতীয় প্রতীক মনে রাখার সহজ কৌশল

৮ টি দেশের জাতীয় প্রতীক মনে রাখার সহজ কৌশল
★নেপালের এভারেস্ট থেকে কিছু চোর যুক্তরাষ্ট্রের স্বর্ণদণ্ড চুরি করে আফগানস্থানের মসজিদের কাছে পৌছালে,পাকিস্তান তাদের অর্ধচন্দ্র দিয়ে রাশিয়ার দুই মাথা যুক্ত ঈগলে চড়িয়ে জাপানের ক্রিসেনথিয়াম হয়ে কুয়েতের সিডার গাছ ও নড়ওয়ের কুড়াল সমেত মুকুট যুক্ত সিংহ দেখতে পাঠালো।
●নেপাল =এভারেস্ট
●যুক্তরাষ্ট্র = স্বর্ণদণ্ড
●আফগানস্থান = মসজিদ
●পাকিস্তান = অর্ধচন্দ্র
●রাশিয়া = দুই মাথা যুক্ত ঈগল
●জাপান = ক্রিসেনথিয়াম
●কুয়েত = সিডার গাছ
●নড়ওয়ে = কুড়াল সমেত মুকুট যুক্ত সিংহ

No comments:

Post a Comment