Sunday, July 26, 2015

৩৬ তম বিসিএস স্পেশাল

৩৬ তম বিসিএস স্পেশাল
------------------------------
চোখ বন্ধ করে মুখস্ত করুন এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে আশা করছি।
--------------------------------------------------
আলোচিত স্রষ্টা
-----------------------
ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি? উঃ অনল প্রবাহ।
উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত? উঃ জিঞ্জির।
উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে? উঃ মীর মর্শারফ হোসেন।
উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে? উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
ওরা কদম আলী নাটকের রচিয়তা কে? উঃ মামুনুর রশিদ।
ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি? উঃ আতাউর রহমান খান।
কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? উঃ বিমল মিত্র।
কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে? উঃ শওকত ওসমান।
কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে? উঃ রামনারায়ন তর্করতœ।
কাফেলা নাটকের রচিয়তার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? উঃ ইব্রাহিম খাঁ।
কবর নাটকটির রচিয়তা কে? উঃ মুনীর চৌধুরী।
কবর নাটকের পটভুমি কি ? উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
কবর কাবিতাটির রচয়িতা কে? উঃ জসীমউদ্দিন।
কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত? উঃ রাখালী।
কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে? উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে? উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? উঃ কাব্য রচনা।
খেলা রাম খেলে যারে কার রচনা? উঃ সৈয়দ শামসুল হক।
গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? উঃ এস. ওয়াজেদ আলী।
-----------------------------------------------

আলোচিত চরিত্র ও স্রষ্টা
--------------------------------
বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি? উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।
অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে? উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের? উঃ কৃষ্ণকান্তের উইল।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র? উঃ মনসামঙ্গল।
রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
ললিতা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
কুবের চরিত্রের স্রষ্টা কে? উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে? উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
দীপাবলী চরিত্রের স্রষ্টা কে? উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।
রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে? উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
নন্দলাল চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
দেবযানী চরিত্রের স্রষ্টা কে? উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
নন্দিনী চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
রাইচরণ চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
সুরবালা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে? উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

No comments:

Post a Comment