Monday, August 31, 2015

36th B.C.S preparation

36th B.C.S preparation:
-----------------------------------------
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ১৯ মার্চ , ১৯৭২
*বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ২৫ বছরের জন্য
**গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য
*গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় –
বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া
**ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় – 
৩১ তম অধিবেশনে
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ডিসেম্বর, ১৯৯৭
**পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে –
বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ আবুল
হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য
**চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে
জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ( সন্তু লারমা )
**পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় –
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে
*শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮
*শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ জানুয়ারি, ১৯৯৮
*পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী
আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন
*পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের
চেয়ারম্যানের পদ মর্যাদা – একজনপ্রতিমন্ত্রীর সমান
*SOFA এর পূর্ণরূপ – ‍Status of Forces Agreement
*HANA এর পূর্ণরূপ – Humanitarian Assistance Needs Assesment
*বাংলাদেশ যুক্তরাষ্ট্র HANA চুক্তি
*স্বাক্ষরিত হয় – আগষ্ট ১৯৯৮ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরিত করে – ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে
*বাংলাদেশ CTBT চুক্তি চুক্তি স্বাক্ষরকারী – ১২৯ তম দেশ
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে – ৭ মার্চ, ২০০০
*বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকরী – ২৮ তম
*বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে – ৮ মে, ১৯৯৯
*বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল
সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮
*বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল
 চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০
*বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য
সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০
**বাংলাদেশ-থাইল্যান্ড আসামি
প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় – ৯ জুলাই, ১৯৯৮
**ঢাকা-কলকাতা বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় – ১৭ জুন, ১৯৯৯

Sunday, August 30, 2015

বাংলাদেশের ফেইসবুক

 বাংলাদেশের ফেইসবুক


কেউ যদি আপনার নাম ও ছবি
ব্যবহার করে অশ্লীল পেইজ চালায়
অথবা কেউ যদি আপনাকে উত্যক্ত করে, আপনি
BTRC তে ফোন করে কমপ্লেইন
করবেন। ২৪ ঘন্টার মধ্যে একশন নিবে,
৩ দিনের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশের ফেইসবুক BTRC
থেকে অপারেট করা হয়... Bangladesh
Telecommunicati on Regulatory Commission (BTRC)

আইইবি ভবন ৫ থেকে ৭ তলা,
রমনা, ঢাকা--১০০০
ফোন +৮৮০৯৬১১১১১ 01731159814
ফ্যাক্স  +৮৮০২৯৫৫৬৬৭৭ Email: btrc@btrc . gov
 বন্ধুদের জানিয়ে  দিন।

.

বিভিন্ন শীর্ষ বিষয়ক

 বিভিন্ন শীর্ষ বিষয়ক

১। তেল উত্পাদনে শীর্ষ
দেশ--- রাশিয়া।
২। খনিজ তেলের প্রধান শীর্ষ
রপ্তানী কারক --–সৌদি আরব ।
৩। তেল রিজার্ভে শীর্ষ দেশ---
ভেনিজুয়েলা।
৪। তেল আমদানিতে শীষ দেশ---
যুক্তরাষ্ট্র
৫।তেল ব্যবহারে শীষ দেশ--- যুক্তরাষ্ট্র ।
৬। ওপেকের সদস্য--- ১২ টি ।
৭। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ –--কিউবা ।
৮। চিনির আধার বলা হয় --- কিউবাকে ।
৯। পৃথিবীর প্রধান অভ্র
রপ্তানীকারক দেশ-- ভারত ।
১০। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ --
ইরান।
১১। বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন
হয় --চীন।
১২। বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন
হয় --ভারত ।
১৩। বিশ্বের প্রধান
তামা উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র।
১৪। সবচেয়ে বেশী কফি উত্পন্ন হয়--
ব্রাজিলে ।
১৫। পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়
--এশিয়া মহাদেশে।
১৬। পৃথিবীর বৃহত্তম হীরক
খনি অবস্থিত--কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা
১৭। পৃথিবীর সবচেয়ে বেশী পাট
উৎপন্ন হয় --ভারতে
১৮। লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান
দেশ --চীন ।
১৯। সবচেয়ে বেশি সোনা উত্পন্ন হয়---
চীনে ।
২০। সবচেয়ে বেশী চাল রপ্তানী করে---
থাইল্যান্ড

Friday, August 28, 2015

বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন

 বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন


১/ অমিত ও লাবন্য চরিত্র দুটির রচয়িতা কে? 
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
২/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি।
৩/ 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা? 
উঃ আত্ম-জীবনীমূলক রচনা।
৪/ আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে।
৫/ শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬/ 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য।
৭/ 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন? 
উঃ ড. নীলিমা ইব্রাহীম।
৮/ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব।
৯/ 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন।
১০/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে।
১১/ 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
১২/ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? 
উঃ শামসুর রাহমান।
১৩/ 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? 
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১৪/ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে? 
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫/ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে? 
উঃ আবদুল্লাহ আল মামুন।
১৬/ 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ -- উঃ মনস + ঈষা।
১৭/ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে? 
উঃ মামুনুর রশীদ।
১৮/ 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
১৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? 
উঃ বনফুল (১৮৮০)।
২০/ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? 
উঃ সমাপ্তি।
২১/ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে? 
উঃ সেলিনা হোসেন।
২২/ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে? 
উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২৩/ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? উঃ ফেরদৌসী।
২৪/ শাহনামা কোন ভাষায় রচিত? উঃ ফারসি।
২৫/ 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে? উঃ মোজাম্মেল হক।

কোন ফলে কোন এসিড

কোন ফলে কোন এসিড
.
১.লেবু → সাইট্রিক এসিড
.
২.আপেল → ম্যালিক এসিড
.
৩.তেতুল → টারটারিক এসিড
.
৪.পেয়ারা → এসকরবিক এসিড
.
৫.আমড়া → এসকরবিক এসিড
.
৬.টমেটো → ম্যালিক এসিড
.
৭.কমলা → এসকরবিক এসিড
.
৮.কামরাঙ্গা →এসকরবিক এসিড
.
৯.আমলকি → অক্সালিক এসিড
.
১০.আঙ্গুর → টারটারিক এসিড

বিভিন্ন বিষয়ের জনক

বিভিন্ন বিষয়ের জনক
☞ অর্থনীতির জনক কে ?→এডামস্মিথ
☞ আধুনিক অর্থনীতির জনক কে ?→পল স্যামুয়েলসন
☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?→জন লক
☞ আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ? →কোপার্নিকাস
☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? →সিগমুন্ড ফ্রয়েড
☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? →নিকোলো মেকিয়াভেলী
☞ ইংরেজি নাটকের জনক কে? শেক্সপিয়র।
☞ ইতিহাসের জনক কে ?→হেরোডোটাস
☞ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
☞ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি ।
☞ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন।
☞ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ ।
☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস
☞ এনাটমির জনক কে ?→আঁদ্রে ভেসালিয়াস
☞ ক্যালকুলাসের জনক কে ?→নিউটন
☞ ক্যালকুলাসের জনক কে? আইজ্যাক নিউটন।
☞ গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস
☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস
☞ জীবাণুবিদ্যার জনক কে ?→লুই পাস্তুর
☞ জ্যামিতির জনক কে ?→ইউক্লিড
☞ দর্শনশাস্ত্রের জনক কে ?→সক্রেটিস
☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
☞ বংশগতি বিদ্যার জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল
☞ বংশগতির জনক কে ?→গ্রেগর মেন্ডেল
☞ বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
☞ বাংলা কবিতার জনক কে?মাইকেল মধু সূদন দত্ত।
☞ বাংলা গদ্যের জনক কে? ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর।
☞ বাংলা নাটকের জনক কে? দীন বন্ধু মিত্র।
☞ বিজ্ঞানের জনক কে ?→থেলিস
☞ বীজগণিতের জনক কে ?→আল-খাওয়ারিজম
☞ ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস
☞ মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম উন্ড
☞ রসায়নের জনক কে ?→জাবির ইবনে হাইয়ান
☞ শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে
☞ শরীর বিদ্যার জনক কে? উইলিয়াম হার্ভে।
☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস লিনিয়াস
☞ শ্রেণীকরণ বিদ্যার জনক কে? ক্যারোলাস লিনিয়াস।
☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে? হার্বাট স্পেন্সর।
☞ সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট কোৎ

Tuesday, August 25, 2015

SCIENCE

SCIENCE ::::::>>

Q: সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এরনাম
-
A: সেক্সট্যান্ট
Q: কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদানপ্রদানের প্রযুক্তিকে বলা হয়
A: ইন্টারনেট
Q: \'এপিকালচার\' বলতে বুঝায় -
A: মৌমাছির চাষ
Q: রাসায়নিক অগ্নিনির্বাপককা
জকরে
অগ্নিতে-
A: অক্রিজেন সরবরাহেপ্রতিবদ্
ধকতাসৃষ্টি করে
Q: .গ্রীনহাউস ইফেষ্টেরপরিণতিত
েবাংলাদেশের সবচেয়ে গুরুতরক্ষতি কীহবে ?
A: নিম্নভূমি নিমজ্জিত হবে
Q: সংকর ধাতু পিতলের উপাদান ?
A: তামা ও দস্তা
Q: বৈদ্যুৎতিক পাখা ধীরে
ধীরেধুরলেবিদ্যুৎ খরচ-
A: একই হয়
Q: রঙ্গিন টেলিভিশন থেকেক্ষতিকররশ্মি বের হয় ?
A: গামা রশ্মি
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি
বাংলায় কী বলে ?
A: ফিটকিরি
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প
Q: কত বছর পর পর হ্যালির ধূমকেতুদেখাযায় ?
A: ৭৬ বছর
Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
A: পানি সেচ
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
A: পরামাণু শক্তি
Q: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
A: পদার্থবিদ
Q: .কম্পিউটার এর স্থায়ীস্মৃতিশক ্তিকে কী বলে?
A: ROM
Q: সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?
A: জাপান
Q: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
A: অত্যাধিক ঠাণ্ডা থেকেরক্ষার জন্য
Q: পৃথিবীর প্রথম
বাণিজ্যিকযোগাযোগ
কৃত্রিম উপগ্রহকোনটি?
A: আলিবার্ড হল
Q: সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
A: ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
Q: .জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
A: ৬ ঘণ্টা ১৩ মি.

বাংলাদেশের প্রথম নারীঃ

বাংলাদেশের প্রথম নারীঃ

______________________________
★★ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ খালেদা জিয়া।
.
★★ বাংলাদেশের প্রথম নারী হুইপের নাম কি?
উত্তরঃ খালেদা খানম।
.
★★বাংলাদেশের প্রথম নারী সচিব কে?
উত্তরঃ জাকিয়া আকতার।
.
★★বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম।
.
★★জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃ ইসমত জাহান।
.
★★বাংলাদেশের নারীদের জন্য প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?
উত্তরঃ বেগম (প্রকাশিত হয়- ২০ জুলাই, ১৯৪৭ সালে)।
.
★★বেগম পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে?
উত্তরঃ বেগম সুফিয়া কামাল।
.
★★বাংলাদেশের প্রথম নারী ভাস্কর কে?
উত্তরঃ নভেরা আহমদ।
.
★★বাংলাদেশের প্রথম নারী বিচারপতির নাম কি?- নাজমুন আরা সুলতানা।
.
★★বাংলা একাডেমীর প্রথম প্রথম নারী মহাপরিচালকের নাম কি?
উত্তরঃ নীলিমা ইব্রাহিম।
.
★★ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কি?
উত্তরঃ ফজিলাতুন্নেসা।
.
★★বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ কে?
উত্তরঃ মেহেরুন্নেসা।
.
★★বাংলাদেশের প্রথম নারী আইনজীবীর নাম কি? উত্তরঃ মেহেরুন্নেসা খাতুন।
.
★★বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টারের নাম
উত্তরঃ রাবেয়া ভুঁইয়া।
.
★★বাংলাদেশের প্রথম নারী পাইলটের নাম কি?-
উত্তরঃ সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
.
★★প্রথম নারী মুসলিম অভিনেত্রী কে?
উত্তরঃ বনানি চৌধুরী।
.
★★বাংলাদেশের প্রথম নারী রেল চালক কে?
উত্তরঃ সালমা খান।
.
★★ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ? উত্তরঃব্যারিষ্টার আখলাক চৌধুরী।
.
★★ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি?
উত্তরঃ রুশনারা আলী।
.
★★বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে খ্যাত?
উত্তরঃ কাঁকন বিবি
(তিনি আদিবাসী নারী মুক্তিযোদ্ধা)।
.
★★জাতিসংঘ ঘোষিত নারী বর্ষ কোন সাল?
উত্তরঃ ১৯৭৫।

বিশ্বের দীর্ঘতম যা কিছু:

 বিশ্বের দীর্ঘতম যা কিছু:
-> নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
-> প্রাচীর : চীনের মহাপ্রাচীর
-> পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
-> সমুদ্র সৈকত : কক্সবাজার
-> প্রণালী : তাতার প্রণালী
-> উড়াল সড়কসেতু : বাং না এক্সপ্রেসওয়ে
(থাইল্যান্ড, ৫৪ কিমি)
-> খাল : গ্র্যান্ড খাল
-> কৃত্রিম খাল : সুয়েজ খাল
-> রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
-> নদী : নীল নদ
-> সাঁতারের পথ : ইংলিশ চ্যানেল
-> বিরতিহীন ট্রেন : ফ্লাইং স্কটসম্যান
-> রেল সুড়ঙ্গ : তান্না (জাপান)
-> গিরিখাত : মালাক্কা অববাহিকা
-> নদী অববাহিকা : আমাজান অববাহিকা
-> প্রাণী (দীর্ঘজীবী) : কচ্ছপ (জীবনকাল
১৯০-২০০ বছর)
-> লস্ফ প্রাণী : ক্যাঙ্গারু
-> করিডোর : রামেশ্বরম মন্দিরের
করিডোর
-> গলাবিশিষ্ট প্রাণী : জিরাফ
-> মূর্তি : মাদারল্যান্ড (রাশিয়া)
-> চলচ্চিত্র : দি হিউম্যান কন্ডিশন
-> যুদ্ধ : শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স-ব্রিটেন)
-> জাহাজ : এমভি মন্ট (পূর্বনাম কনক
নেভিস)
-> মিলিটারি জাহাজ : এন্টারপ্রাইজ ক্লাস
-> যাত্রীবাহী জাহাজ : ওয়াসিস অব দ্য সি
-> কাঠের জাহাজ : পিটার ভন ড্যানজিং
-> সমুদ্র প্রাচীর : সাইমেনজিয়াম সি ওয়াল
(দ. কোরিয়া)
-> সমুদ্র সেতু : হাংবু বে সেতু (চীন)
-> ঝুলন্ত সেতু : সুতং সেতু (চীন)
-> রেলওয়ে টানেল : সেইকান টানেল
(জাপান)
---------------------------------------------------------------------
*** বিশ্বের দ্রুততম যা কিছু:
-> প্রাণী : চিতা বাঘ
-> পাখি : সুইফট পাখি
-> মাছ : টুনি মাছ
-> সাপ : আফ্রিকার কালো মাম্বা
-> যাত্রীবাহী বিমান : কনকর্ড
-> যুদ্ধবিমান : লকহিড YF 123 (শব্দের চেয়ে
তিনগুণ বেশি দ্রুত)
-> ট্রেন : হারমনি এক্সপ্রেস (চীন)

Saturday, August 22, 2015

Members some important Organisation


Members some important Organisation

BENLUX/ANZUS>>>>>>>>>>>>>>>>3
BRICS>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>5
G-8(RUSSIA suspended)/BIMSTEC>>> 7
*SAARC/ D-8 >>>>>>>>>>>>>>>>>>>> ৮টি
*ASEAN/ECO >>>>>>>>>>>>>>>>>>১০টি
*OPEC >>>>>>>>>>>>>>>>>>>>>>> ১২টি
CIRDAP>>>>>>>>>>>>>>>>>>>>>>>>15
APEC>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>21
AL(Arab league)>>>>>>>>>>>>>>>>>>>22
*EU/NATO >>>>>>>>>>>>>>>>>>>>>>>২৮টি
COMMONWEALTH/ESCAP >>>>>>>>>53টি
*AU>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>৫৪টি
IDB>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>56
*OIC >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>৫৭টি
*ADB>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>67
*NAM >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ১২০টি
*WTO >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 160টি
IAEA>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>162
IFAD/IDA>>>>>>>>>>>>>>>>>>>>>>>>173
IMF/IBRD/ICRC>>>>>>>>>>>>>>>>>>>188
OPCW>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>189
INTERPOL>>>>>>>>>>>>>>>>>>>>>>>190
UNO/ITU/ICJ>>>>>>>>>>>>>>>>>>>>>>193
UNCTAD/WHO>>>>>>>>>>>>>>>>>>>>>194
*UNESCO /FAO>>>>>>>>>>>>>>>>>>> ১৯৫ টি
FIFA>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>209

”বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ”

”বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ”

<>------.
• ১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার ছিল?-
>> শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল?-
>> বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন?-
>> এম এ জি ওসমানী।
• বাংলাদেশে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে?-
>> ১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?-
>> সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না,মাটি চাই’ কার উক্তি?-
>> ইয়াহিয়া খানের।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অধীনে ছিল?-
>> দুই ও তিন নং সেক্টর।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?-
>> মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?-
>> পাকিস্তানের করাচি শহরের মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে ঘটিত হয়?-
>> ২১ নভেম্বর, ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?- যশোর;
>> ৬ ডিসেম্বর ১৯৭১।
• দেশের একমত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে?-
>> ইউ কে চিং।
• তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?-
>> ১১ নং (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় )।
• স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম উপাধি লাভ করেন কতজন?-
>> ৬৮ জন (৬৮+১=৬৯ জন) (বীর বিক্রম-১৭৫ জন; বীর প্রতীক- ৪২৬ জন)।
• বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিলনা?-
>> ১০ নং।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি?-
>> কানাডা।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?-
>> ইরাক (৮ জুলাই, ১৯৭২)।
• ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কত লাইনের?-
>> ১৫১ লাইনের (রচয়িতা- এলেন গিন্সবারগ)।


************************************************
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
.
1/নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ।
2/ভাটির দেশ বলা হয় কোন দেশ কে ?
– বাংলাদেশ।
3/সোনালী আশের দেশ বলা হয় কোন দেশ কে? – বাংলাদেশ ।
4/মসজিদের শহর বলা হয় কোন শহরকে ? - ঢাকা।
5/রিক্সার নগরী বলা হয় কোন নগরীকে? - ঢাকা।
6/৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - সিলেট
7/বারো আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে? - চট্রগ্রাম
8/বাংলাদেশের বাণিজ্যক রাজধানী নাম কি? - চট্টগ্রাম।
9/বাংলাদেশে প্রবেশ দ্বার কোন টি?
- চট্টগাম বন্দর।
10/উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি ? - বগুড়া।
11/পশ্চিমাবাহিনীর নদী বলা হয় কোন নদী কে? - ডাকাতিয়া বিল।
12/বাংলার শস্য বলা হয় কোন অঞ্চল কে? – বরিশাল।
13/বাংলার ভেনিস বালা হয় কাকে?
– বরিশালকে।
14/হিমালয়ের কন্যা বলা হয় কাকে? – পঞ্চগড়কে।
15/সাগর কন্যা বলা হয় কাকে? – কুয়াকাটা, পটুয়াখালীকে।
16/সাগর দ্বীপ বলা হয় কাকে? – ভোলাকে।
17/কুমিল্লার দু:খ বলা হয় কাকে ? – গোমতীকে।
18/বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? – কক্সবাজারকে।
19/প্রচ্যের ডান্ডি বলা হয় কাকে? –
নারায়ণগঞ্জকে।
20/বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে? – খুলনা ( চিংড়ি চাষের জন্য)।

********************************************************************
¤ চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে?
উত্তর: চাকতাই খাল
¤ বরিশালের পুরাতন নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপ/ বাকলা/ ইসমাইলপুর
¤ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা
¤ সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর: ১২ বর্গ কি:মি:
¤ কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
উত্তর: পটুয়াখালি

¤ মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পশুর নদী
¤ মংলা সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫০
¤ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি?
উত্তর: মহেশখালি
¤ বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে?
উত্তর: বরিশাল

**********************************************************************

বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক
ক্রম
.
✎ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
✎ ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম
সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
✎ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে
বিশ্বের ৪র্থ বৃহৎ দেশ, ১০ কোটির উপর
জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ
✎ গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
✎ কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
✎ বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প
✎ পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী
দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
✎ সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
✎ বাংলাদেশের পোশাক শিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন
✎ বাংলাদেশ প্রথম সরকারীভাবে ঔষুধ
রপ্তানী করছে -- শ্রীলঙ্কায়।
✎ SREDA এর পূর্ণরুপ -- Sustainable & Renewable
Energy Development Authority
✎ পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ,
রাঙা প্রভাত হলো -- বাংলাদেশ
বিমানে যুক্ত হওয়া ৪ টি সুপরিসর
উড়োজাহাজ।
✎ বাংলাদেশ যত তম দেশ হিসাবে
ট্রান্সএশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক
চুক্তি স্বাক্ষর করে -- ২০ তম।
✎ বর্তমানে দেশে অনুমোদিত টিভি
চ্যানেলের সংখ্যা -- ৪১; এর মধ্যে
সরকারী ৩ টি।
✎ বর্তমান বিশ্বে আলু উৎপাদনে
বাংলাদেশের অবস্থান -- অষ্টম; ৮২
লাখ ১০ হাজার টন।
✎ দেশে প্রথমবারের মতো অস্তিমজ্জা
প্রতিস্থাপন (বোনম্যারো
ট্রান্সপ্লান্ট) করা হয় -- ১০.০৩.২০১৪ ইং
( ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যাপক
এম এ খান ও ম্যাসাচুসেটস জেনারেল
হাসপাতাল এর চিকিৎসক বিমলাংশু)।
✎ এলিট ফোর্স RAB এ বর্তমান
ব্যাটেলিয়ান এর সংখ্যা -- ১৪ টি।
✎ বাংলাদেশের সরকারী
বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী VC -- ড.
ফারজানা ইসলাম।
✎ বাংলাদেশের তৈরী ৫ টি
যুদ্ধজাহজ -- বানৌজা পদ্মা, অপরাজেয়,
অদম্য, অতন্দ্র এবং সুরমা।
✎ প্রথম বাংলাদেশ শিল্পকলা পদক
লাভ করেন -- প্রয়াত অভিনেতা খালেদ খান।
✎ বিজয়-৭১ ভাস্কর্য অবস্থিত --- যশোর।
✎ ১৪ জুন ২০১৩ দেশের ইলিশ গবেষণায়
প্রথম জাহাজ যুক্ত হয় --- এমএল রুপালী
ইলিশ।
✎ ‘টিএসি এভিয়েশন লিমিটেড’
নামে বৈমানিক প্রশিক্ষন ইনস্টিটিউট
চালু হয় --- সিলেটে ( ৭ জুন ২০১৩)।
✎ এনবিআর ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে --- ২৮ মে ২০১৩।

✎ বাংলাদেশে প্রথম নারী
ছত্রীসেনা (প্যারাট্রুপার) সম্মান অর্জন
করেন -- সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
✎ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু
জাতীয় আয় -- 1314 মার্কিন ডলার।
✎ দেশের নতুন সেনাপ্রধান -- লে. জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
✎ বাংলাদেশ বিমানবাহিনীর
নবনিযুক্ত প্রধান -- এয়ার মার্শাল মোহাম্মাদ ইনামুল বারী।
✎ দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মিত হচ্ছে -- আত্রাই।
✎ রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড
সংখ্যা -- ৩৩ টি (সাধারণ) ও ১১ টি (সংরক্ষিত)
✎ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
অবস্থিত -- রাজারবাগ, ঢাকা ।
✎ PPD এর পূর্ণরূপ -- Partners in Population and
Development
✎ Partners in Population and Development (PPD)
এর সদর দপ্তর -- ঢাকা, বাংলাদেশ ।
✎ সাপ্তাহিক "ইত্তেহাদ" এর সম্পাদক --
ভাষাসৈনিক অলি আহাদ ।
✎ সরকারি উদ্যোগে ইউনিকোড সুবিধাযুক্ত বাংলা ফন্টের নাম --
'আমার বর্ণমালা' ।
✎ গুগল বাংলাদেশে কার্যাক্রম শুরু
করে -- ৫ নভেম্বর ২০১২ সালে ।
✎ 'বেগম সুফিয়া কামাল' হল উদ্বোধন
করা হয় - ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ।
✎ 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য
অবস্থিত -- মাইকেল মধুসূদন কলেজ, যশোর

✎ ভাসমান হাসপাতাল "রংধনু" উদ্বোধন হয় -- ১৪ নভেম্বর, ২০১২ ।
✎ বস্ত্র আমদানিতে বাংলাদেশ বিশ্বে -- ১১ তম ।
✎ প্রস্তাবিত কর্ণফুলী টানেলের
সংযোগ সড়কসহ দৈর্ঘ্য -- ৯.০৯ কি.মি. (মূল
টানেলের দৈর্ঘ্য ৩.০৫ কি.মি.)।
✎ রপ্তানি বৃদ্ধির লক্ষে ২০১২-২০১৩
অর্থবছরে মোট যতটি পণ্য রপ্তানি
ক্ষেত্রে নগদ সহায়তা দেয়া হচ্ছে -- ১৫ টি ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ অবস্থিত -- ঠাকুরগাঁও ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধ এর নকশা ও ডিজাইন -- শাহরিয়ার আলম ।
✎ "অপরাজেয় ৭১" স্মৃতিসৌধের ভাস্কর
-- স্বাধীন চৌধুরী ।
✎ আলাউদ্দিন আল আজাদ এর বিখ্যাত উপন্যাস 'তেইশ নম্বর তৈলচিত্র' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র -- বসুন্ধরা।
✎ বসুন্ধরা চলচ্চিত্রের পরিচালক -- সুভাষ দত্ত ।
✎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এর জনক --
 চার্লস ওয়ালটন ।
✎ বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ -- চীন ।
✎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য
নতুন হলের নাম -- বিজয় একাত্তর।
✎ বাংলাদেশ ব্যংকের গভর্ণর -- ড.
আতিউর রহমান। [মে ১, ২০০৯]
✎ প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে নিয়ে প্রকাশিত বই -- তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন।
✎ সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত গ্রন্থ -- অসমাপ্ত আত্মজীবনী।
✎ পশ্চিমবঙ্গ প্রদত্ত বিশেষ নজরুল সম্মাননা পান -- বরেণ্য কন্ঠশিল্পী
ফিরোজা বেগম।
✎ বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রদত্ত 'নো
টোব্যাকো এওয়ার্ড-২০১২' পান -- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.
আতিউর রহমান।
✎ সম্প্রতি সাউথ এশিয়ারন কালচারাল
এওয়ার্ড(স্বর্ণপদক) বিজয়ী
বাংলাদেশী শিল্পী -- শাওন চৌধুরী।
✎ 'বঙ্গ সোনাহাট' স্থলবন্দর অবস্থিত -- ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা
-- ১৮ টি।
✎ দেশের ১৮ তম স্থল বন্দর -- 'বঙ্গ সোনাহাট', ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
✎ বর্তমানে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা -- ৭০ টি।

*************************************************
 ✪ ইতালির বর্তমান প্রেসিডেন্ট কে?→
সার্জিও মাত্তারেলা।
✪ ইনভেস্টমেন্ট করপোরেশন অব
বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে
পাস হয় কবে? →১৬ সেপ্টেম্বর ২০১৪
✪ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)
প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
→ সাবের হোসেন চৌধুরী
✪ ইন্দোনেশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?→ রেতনো মারসুদি
✪ ইবোলা ভাইরাস কিসের
নামানুসারে নামকৃত? → নদী
✪ ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল
কোথায়? → কঙ্গো
✪ এইচআইভি ভাইরাস আক্রাত্ম শীর্ষ দেশ কোনটি?→লেসেথো
✪ এভারেস্ট বিজয়ী প্রথম সৌদি নারী
রাহা মোহাররক
✪ ওয়ানডে ক্রিকেটে এ পর্যত্ম
ডাবলসেঞ্চুরি হয়েছে কতটি?→৫টি।
✪ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে
অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম
বোলার কে? → তাইজুল ইসলাম (বাংলাদেশ)
✪ কমনওয়েলথ পার্লামেন্টারি
অ্যাসোসিয়েশন (CPA)-এর নির্বাহী কমিটির প্রথম বাংলাদেশি
চেয়ারপার্সন কে? → ড. শিরীন
শারমিন চৌধুরী
✪ কয়লা উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?→চীন
✪ কলকাতার প্রথম নারী প্রধান বিচারপতি কে? →ড. মঞ্জুলা চেলস্নুর
✪ কোন আবিষ্কারের জন্য ২০১৪ সালের চিকিৎসায় নোবেল
পুরস্কার প্রদান করা হয়? →মস্তিস্ক GPS
✪ কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক?→কুড়িগ্রাম
✪ কোন জেলায় দারিদ্র্যের হার
সবচেয়ে কম?→কুষ্টিয়া
✪ কোন দেশ আত্মর্জাতিক আণবিক
শক্তি সংস্থা (IAEA)- এর ১৬৩তম সদস্য? → গায়ানা।
✪ কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ রেল টানেল চালু করা হয়?→চীন
✪ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত
হয়→২১ মার্চ ২০১৪।
✪ ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ২১ মার্চ ২০১৪।
************************************************
.সংবাদ সংস্থা
বাসস - বাংলাদেশ সংবাদ সংস্থা। *
এপি -- এসোসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র। *
সিনহুয়া -- চীনের সংবাদ সংস্থা।
রয়টার -- যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। *
পিটিআই -- প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
এ পি পি -- এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান। *
তাস -- রাশিয়ার সংবাদ সংস্থা। *
ইরনা -- ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী, ইরান।
ইনা -- ইরাকী নিউজ এজেন্সী, ইরাক। *
আনতারা -- ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা। *
ইউ এন আই -- ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, ভারত।
ইউ পি আই -- মার্কিন যুক্তরাষ্ট্র।
এ এফ পি -- এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স। *
এন সি এন এ -- নিউ চায়না নিউজ
এজেন্সি, চীন।
এম ই এন এ -- মিডল ইস্ট নিউজ এজেন্সী, মিশর।
জানা -- লিবিয়া সংবাদ সংস্থা।
সানা -- সিরিয়ার সংবাদ সংস্থা।
এ ডি এন -- জার্মানীর সংবাদ সংস্থা।
তানযুগ -- যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
নভেস্তি -- রাশিয়ার সংবাদ সংস্থা।
মেনা -- মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
সমাচার ভারতী -- ভারতের সংবাদ সংস্থা। *
এস পি এ -- সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব। *
হিন্দুস্থান সমাচার -- ভারতের সংবাদ সংস্থা।
( * = V,V,I )

**********************************************
 ঘূর্ণিঝড়
 
★ সিডর( SIDR) :
-- সিডর শব্দের অর্থ চোখ।
-- এটি সিংহলি ভাষার শব্দ
-- এটি আঘাত হানে ১৫নভেম্বর ২০০৭
,
★নার্গিস:
-- ফারসি ভাষার শব্দ
-- এর অর্থ ফুল
-- আঘাত হানে ২মে ২০০৮
,
★রেশমি ( RASHMI)
-- শব্দের অর্থ কোমল,মোলায়েম
-- আঘাত হানে ২৬ অক্টোবর ২০০৮
,
★বিজলী ( BIJLI):
-- আঘাত হানে ১৯এপ্রিল ২০০৯

★আইলা ( AILA):
-- অর্থ ডলফিন বা শুশুক
-- আঘাত হানে ২৫ মে ২০০৯
,
★ওয়ার্ড ( WARD):
-- অর্থ ফুল
-- আঘাত হানে ২০০৯ সালের
ডিসেম্বরে
,
★মহাসেন:
-- আঘাত হানে ১৬মে ২০১৩

***********************************************
 ১. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
২. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী।
৩. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
৪. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
৫. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
৬. বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি।
৭. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
৮. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার- পঞ্চমাংশ।
৯. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল।
১০. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০% ।
***********************************************
 
¤'সাধারণ জ্ঞান'¤
১.মানব সম্পদ বলতে বোঝায়-
উঃ দক্ষ মানুষকে।
২.জাতিসংঘের শিশু অধিকার সনদে ধারা আছে-
উঃ ৫৪টি।
৩.রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কত সালে?
উঃ ১৬৬৫ সালে।
৪.পাতার যে অংশ কাণ্ডের সাথে যুক্ত থাকে তাকে কি বলে?
উঃ বৃন্ত।
৫.কোনো দ্রবণে যে পদার্থটি দ্রবীভূত হয় তাকে কি বলে?
উঃ দ্রব্য।
৬.কোন ভিটামিনের অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়?
উঃ ভিটামিন B12.
৭. ভারত থেকে মোট কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ ৫৪টি।
৮.মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র-
উঃ বেটেলগম।
৯.সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি রয়েছে-
উঃ হাইড্রোজেন।
১০.সবচেয়ে বেশি উপগ্রহ-
উঃ বৃহস্পতির; ৬৭টি।
****************************************************


.

বিশ্বের বিখ্যাত স্থান সমূহঃ

বিশ্বের বিখ্যাত স্থান সমূহঃ-

-*-*-*-*-
◕‿◕ ফোট উইলিয়াম দূগ কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা ৷
◕‿◕ ওয়াল ষ্ট্রিট কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়ক, যুক্তরাষ্ট্র ৷
◕‿◕ ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
উত্তর: তুরস্ক ৷
◕‿◕ হোয়াইট হাউস কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট
◕‿◕ ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন, যুক্তরাজ্য ৷
◕‿◕ কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মালবোরো হাউস, লন্ডন,যুক্তরাজ্য ৷
◕‿◕ East London কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকায় ৷
◕‿◕ রাশিয়ার পূব অঞ্চলের সবচেয়ে বড শহর কোনটি?
উত্তর: ভ্লাদিভোষ্টোক ৷
◕‿◕ বান্দুং কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়ায় ৷
◕‿◕ কানকুন কোথায় অবস্থিত?
উত্তর: মেক্সিকোতে ৷
◕‿◕ আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
উত্তর: মিসর ৷
◕‿◕ তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: কায়রো ৷
◕‿◕ আংকর ওয়াট কোন দেশে অবস্থিত?
উত্তর: কম্বোডিয়া ৷
◕‿◕ বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত?
উত্তর: লাইবেরিয়া ৷
◕‿◕ আজমির শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থান ৷
◕‿◕ হলি সিটি নামে পরিচিত?
উত্তর: জেরুজালেম৷
◕‿◕ এলিসি প্রসাদ কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস, ফ্রান্স ৷
◕‿◕ আবু গারিব কি?
উত্তর: একটি জেলখানা ৷
◕‿◕ আলেপ্পো নগরি কোথায় অবস্থিত?
উত্তর: সিরিয়ায় ৷
◕‿◕ মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে ৷
◕‿◕ সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাঠ ৷
◕‿◕ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত 'তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর: পাকিস্তান ৷
◕‿◕ বান্দা আচেহ কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া ৷
◕‿◕ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন ৷
◕‿◕ ব্লু হাউস কি?
উত্তর: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ৷

বিখ্যাত প্রণালীসমূহঃ

বিখ্যাত প্রণালীসমূহঃ
.
১. পক- (ভারত শ্রীলঙ্কাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
.
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)
আমেরিকা হতে এশিয়া পৃথক।
.
৩. জিব্রাল্টার- (মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো
(আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
.
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
.
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মেয়ে) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
.
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এখন আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
.
৮. ডোভার- (UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
.
৯. বসফোরাস- (ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।
.
১০. পানামাখাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।

Thursday, August 20, 2015

ভৌগলিক উপনাম

ভৌগলিক উপনাম
পীত নদীর দেশ —- হোয়াংহো
পশু পালনের দেশ —- তুর্কিস্তান
পশমের দেশ —- অস্ট্রেলিয়া
পঞ্চনদের দেশ —- পাঞ্জাব
পঞ্চম ড্রাগনের দেশ —- তাইওয়ান
বজ্রপাতের দেশ —- ভূটান
মেডিটেরিয়নের দেশ —- জিব্রাল্টার
ম্যাপল পাতার দেশ —- কানাডা
লিলি ফুলের দেশ —- কানাডা
সোনালী তোরনের দেশ —-
সানফ্রান্সিস্কো
সোনালী প্যাগোডার দেশ —-
মায়ানমার
হাজার দ্বীপের দেশ —- ফিনল্যান্ড
হাজার হ্রদের দেশ —- ফিনল্যান্ড
সাত পাহাড়ের দেশ —- ইতালী
চির সবুজের দেশ —- নাটাল
শান্ত সকালের দেশ —- কোরিয়া
পৃথিবীর গুদামঘর —- মেক্সিকো
পৃথিবীর চিনির আঁধার —- কিউবা
বাংলার ভেনিস —- বরিশাল
বাংলাদেশের প্রবেশদ্বার —-
চট্টগ্রাম
মার্বেলের দ্বীপ —- ইতালী
আগুনের দ্বীপ —- আইসল্যান্
বাতাসের শহর —- শিকাগো
বাজারের শহর —- কায়রো
গোলাপী শহর —- রাজস্থান, ভারত
আলোর শহর —- প্যারিস

বাংলাদেশের প্রথম

বাংলাদেশের প্রথম-
1. প্রথম নোবেল বিজয়ী> ড.মহম্মদ ইউনুস
2. রণতরী-- বি এন এস পদ্মা
3. পতাকা উত্তলন - - ২ মার্চ১৯৭১
4. মুদ্রা চালু হয়-- ৪ মার্চ ১৯৭২
5. বিমান চালু হয়-- ৪ ফেব্রুয়ারি ১৯৭২
6. বিশ্ববিদ্যালয়--ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
7. নির্বাচন কমিশনার--বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস
8. বাংলা ছায়াছবি-- মুখ ও মুখোশ(১৯৫৬)
9. বিমানবাহিনী প্রধান-- একে খন্দকার
10. নারী পাইলট-- কানিজ ফাতেমা রোকসানা।
11.বানিজ্য জাহাজ-- বাংলার দূত
১২.নারী উপাচার্য-- ফারজানা ইসলাম
১৩.এভারেস্ট জয়ী> মুসা ইব্রাহিম
১৪. নারী এভারেস্ট জয়ী> নিশাত মজুমদার
১৫. নারী স্পিকার> শিরিন শারমিন চৌধূরী
১৬সেনাবাহিনী প্রধান> জেনারেল এমএজি ওসমানী
১৭. জাতীয় অধ্যাপক> শিল্পাচার্য জয়নুল আবেদীন
১৮. নিরক্ষরমুক্ত জেলা. > মাগুড়া
১৯. নিরক্ষরমুক্ত গ্রাম> কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)
২০. স্বাধীন জেলা> যশোর
২১. ডিজিটাল জেলা> যশোর
২২. ওয়াইফাই নগরী> সিলেট
২৩. প্রথম শিক্ষা কমিশন> কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)
২৪.মহিলা পুলিশ নিয়োগ> ১৯৭৪
২৫.প্রথম ভাসমান হাসপাতালের নাম> জীবন তরী
২৬. টেস্টটিউব শিশুর মা > ফিরোজা বেগম
২৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী > ড.মহম্মদ ইউনুস
২৮. প্রেসিডেন্ট> শেখ মুজিবুর রহমান
২৯. প্রধানমন্ত্রী > তাজউদ্দিন আহমেদ
৩০. নারী প্রধানমন্ত্রী > বেগম খালেদা জিয়া
৩১.মহিলা জাতীয় অধ্যাপক> ড.সুফিয়া কামাল
৩২.প্রধান বিচারপতি> এ এস এম সায়েম
৩৩. গর্ভনর> এ এন এম হামিদুল্লাহ
৩৪.সংসদ নির্বাচন> ৭ মার্চ, ১৯৭৩
৩৫. কারা প্রশিক্ষণ একাডেমি> রাজশাহী
৩৬.উপগ্রহ ভুকেন্দ্র> বেতবুনিয়া, রাঙ্গামাটি
৩৭.নারী কারাগার> কাশিমপুর , গাজীপুর
৩৮. অভিনেত্রী> পূর্ণিমা সেনগুপ্ত
৩৯. মহিলা ডাক্তার> জোহরা বেগম কাজী
৪০. ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি> স্যার এফ রহমান
৪১.প্রথম অলিম্পিক অংশগ্রহণ> ১৯৮৪ ,লসএঞ্জেলস
৪২. সংস্থার সদস্য> কমনওয়েলথ
৪৩.পতাকা উত্তোলন কারী> আ স ম আবদুর রব
৪৪.পিএসসির নারী চেয়ারম্যান> জেড এন তাহমিদা গেম
৪৫. নারী কূটনৈতিক> তাহমিনা খান ডলি
৪৬. নারী রাষ্ট্রদূত> মাহমুদা বেগম
৪৭. গণপরিষদের স্পিকার> শাহ আব্দুল হামিদ
৪৮. জাতীয় সংসদের স্পিকার > মোহাম্মদ উল্লাহ
৪৯. বাংলা একাডেমীর নারী মহাপরিচালক> ড. নীলিমা ইব্রাহিম
৫০. টাকা ও মুদ্রার নকশাকার> কেজি মুস্তফা
৫১. ৗষধ পার্ক > গজারিয়া
৫২.টেস্ট খেলার মর্যাদা> ২৬জুন, ২০০০
৫৩. ওয়াডে খেলার মর্যাদা> ১৯৯৭
৫৪.মানচিত্র খচিত পতাকার নকশাকার> শিব নারায়ণ দাশ
৫৫. বর্তমান পতাকার নকশাকার > কামরুল হাসান
৬৬.বিদেশী মিশনে পতাকা উত্তোলন> কলকাতা> আবুল হোসেন
৬৭.জাতীয় পতাকাকে সরকারী গৃহীত > ১৭জানু, ১৯৭২
৬৮. ফ্রান্সের শেভালিয়র (নাইট) উপাধি পান> পার্থ প্রতীম মজুমদার
৬৯. সার্কের প্রথম মহাসচিব> আবুল হাসান
৭০. প্রথম জাদুঘর > বরেন্দ্র জাদুঘর
৭১. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি> হুমায়ুন রশীদ চৌধুরী
৭২.একমাত্র পুলিশ একাডেমী> সারদা , রাজশাহী
৭৩.জাতীয় সঙ্গীত যে পত্রিকায় প্রকাশিত হয়> বঙ্গদর্শন
৭৪.বয়স্ক ভাতা চালু> ১৯৯৮
৭৫.ডাক টিকেটের ডিজাইনার> বিমান মল্লিক
৭৬. ডাক টিকেটে কিসের ছবি ছিল> শহীদ মিনারের
৭৭.মানচিত্র আঁকেন> জেমস রেনেল

পুর্ণরুপ

 পুর্ণরুপ

১। HTTP এর পূর্ণরূপ — Hyper Text
Transfer Protocol.
২। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text
Transfer Protocol
Secure.
৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol. ৪। URL
এর পূর্ণরূপ — Uniform Resource
Locator.
৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under
Seized. ৭। SIM এর পূর্ণরূপ — Subscriber
Identity
Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for
Mobile
Communication. ১০। CDMA এর পূর্ণরূপ —
Code Divison
Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunicati
on
System. ১২। RTS এর পূর্ণরূপ — Real Time
Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video
Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS
Installer File ১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive
Multi-
Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll ১৯।
3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation
Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio
Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic
Interchangeable Format ২৪। BMP এর পূর্ণরূপ
— Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint
Photographic Expert Group

preposition

 preposition

1. Die of (কোন রোগে মারা যাওয়া) He died of cholera.
2. Die from (কোন কারনে মারা যাওয়া) He died from over eating.
3. Die by (আকষ্মিক বা ইচ্ছাকৃত ভাবে মারা যাওয়া) He died by suicide.
4. Die for (আত্নত্যগ করা) We are ready to die for our country.
5.Die out(বিলীন হওয়া )Morality is dying out gradually
6.Die away(দুর্বল হওয়া) The man died away for hunger.
7. Made in (কোন দেশের দারা তৈরি) This mobile is made in China.
8. Made by (কোন কোম্পানির দারা তৈরি) This mobile is made byNOKIA.
9. Made of (কোন উপাদান দারা তৈরি) This box is made of plastic.
10. Consist of (গঠিত) The committee sonsists of ten members.
11. Consist in (নিহিত)True happiness consists in contentment.
12.deal in(ব্যবসা করা) I deal in rice
13.deal with(ব্যবহার করা )You should deal with cordially
14.Call in( ডেকে আনা) Call in a doctor
15.Call at( গিয়ে দেখা করা)He called me at the hospital

Appropriate_Preposition

 Appropriate_Preposition

১. Descend on - আক্রমণ করা - Armed thieves descended on the harmless travelers.
2. Liberate in - মুক্ত হওয়া - Bangladesh was liberated in 1971.
3. Abhorrent to - ঘৃণা করা - Corruption is abhorrent to the honest.
4. Contemporary of - সমসাময়িক - Christopher Marlowe was a contemporary of Shakespeare.
5. Impute to - অন্যায়ভাবে দায়ী করা - Do not impute motives to him.
6. Boast of - অহংকার করা - A modest man does not boast of his merit.
7. Proficiency in - দক্ষতা - A prize was awarded to him for proficiency in music.
8. Fail in - ব্যর্থ হওয়া - Almost everyone fails in passing his drivers test on the first try.
9. Hankers after - আকাঙ্খা করা An honest man never Hankers after riches.
10. At the weekend -সপ্তাহান্তে - Are you doing anything special at the weekend?
11. Provide with - দেয়া
A bodyguard provides one with protection.
12. Catch at - আঁকড়ে ধরা
A drowning man catches at a straw.
13. Consists in - বিদ্যমান থাকা
A game of tennis is competitive and consists in beating your
opponent.
14. Popular with - জনপ্রিয়
A ma who is popular with his neighbors is said to be a good man.
15. True to - বিশ্বাসী
A man of character is true to his word.
16. Walk up - প্রত্যয়ের সাথে এগিয়ে যাওয়া
Please walk up the stairs.
17. Translated from/into - অনুবাদ করা
Shakespeare's plays have been translated from English into many languages.
18. Superior to - বড় , উত্‍কৃষ্ট
He is superior to me.
19. Revolt at - আন্দোলন
Human nature revolts at a crime.
20. Proficiency in - দক্ষতা
A prize was awarded to him for proficiency in music.
21. On television - টেলিভিশনে
We watch football matches on TV.
22. Name after - নামকরণ করা
He is named after his father.
23. Liking for - পছন্দ
He has a liking for cricket.
24. Know about - জানা
I know nothing about the matter.
25 Introduce to - পরিচিত করানো
Wordsworth introduced the readers to a new kind of poetry.
26. Wander about - ঘুরে বেড়ানো
The boy wanders about in the streets.
27. Thirst after - আকাঙ্খা
We all thirst after happiness.
28. Sympathy for - সহানুভূতি
His sympathy for the poor is praise worthy.
29. Road to - পথ/উপায়
There is no other road to success.
30. Quick at - পটু , দক্ষ
Shehab is quick at understanding.
31. Provide with - দেয়া
A bodyguard provides one with protection.
32. Object to - আপত্তি করা
He objects to having to go so many parties.
33 Necessities for - প্রয়োজনীয়তা
In space, the primary necessity for survival are air, food and water.
34. Monument to - স্মৃতিভাষ্কর্য
The monument to our left is a popular tourist attraction.
35. Lit with - আলোকিত
Now-a-days villages are lit with electricity.
36. Yield to - বশ্যতা স্বীকার করা
We should not yield to any pressure.
37. Work with - কারো সাথে কাজ করা
Suprovat will be working with me on the project.
38. Valid for - বৈধ
This passport will be valid for one year.
39. Urge upon - আহ্বান জানানো
We urged the point upon his consideration.
40. True to - বিশ্বাসী
A man of character is true to his word.
41. Wait upon (সেবা করা) : A nurse attends upon the patients.
42. Used to (অভ্যস্ত) : Jerry was used to hard work.
43. Trust with (বিশ্বাস করা) : I trusted him with the money.
44. Visit to (পরিদর্শন) : The Inspector went on a visit to the college.
45. Sympathies with (কাহারও প্রতি সহানুভুতি দেখানো) : The authoress sympathised with Jerry.
46. Want of (অভাব) : I have want of money.
47. Vote for (ভোট দেওয়া) : He voted for me.
48. Useful to (প্রয়োজনীয়) : Trees are useful to us in many ways.
49. Trust in (বিশ্বাস করা) : We trust in God.
50. Synonym for (সমর্থবোধক) : He gave a synonym for the hard word.
51) Work with (কারো সাথে কাজ করা): Hasib works with me on the river dam project.
52) Valid for(বৈধ) : This ID card will be valid for next one year.
53) Urge Upon (আহবান জানানো) : We urged the chairman to build a bridge over the canal.
54) True to(বিশ্বাসী) : A man of character is true to his word.
55) Sympathy for(সহানুভুতি) : His sympathy for the poor is praiseworthy (Praise-প্রশংসা).

বাংলাদেশের

 বাংলাদেশের

১। বাংলাদেশের সুইজারল্যান্ড
বলা হয়
কোন জেলাকে===খাগড়াছ
ড়ি পার্বত্য
জেলাকে।
২।বাংলাদেশের লন্ডন বলা হয় কোন
জেলাকে====সিলেট।
৩।বাংলাদেশের কোন
জেলাটি নদী পথে ঢাকার
সাথে সরাসরি যুক্ত নয়====
রাঙামাটি।
৪।সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল
গঠিত হয়====টারশিয়ারী যুগের
পাহাড়।
৫।লোকগানের
'যুবরাজ'কাকে বলা হয়==== আব্দুল
আলীমকে।
৬।সমুদ্রের সবচেয়ে গভীর জলের মাছ
কোনটি===Abyssobrotula
Salatheae.
৭।কোন মাছ চিনির
চাইতে মিষ্টি===স্টেরি য়া মাছ।
৮।বাংলাদেশের কোন নদীর নাম
একজন
ব্যক্তির নামে===রূপসা।
৯।বিশ্বের কোন দেশের
নদীতে সবচেয়ে বড় মাছ ধরার
জাহাজ
আছে===নরওয়েতে।
১০।কোনটি সাবানকে শক্ত
করে===সোডিয়াম সিলিকেট।
১১।রিবন রেটিং কি==পাট পচানোর
পদ্ধতি।
১২।বাংলার দুঃখ বলা হয় কোন
নদীকে====দামোদর নদীকে।
১৩। রাজশাহীর আদিনাম
কি ছিল===রামপুর বোয়ালিয়া।
১৪।বিশ্বের কোন দেশে ১ম 3G চালু
হয়====জাপান।
১৫।দেশের কোন জেলা ১ম বাজেট
পায়====টাঙ্গাইল।
১৬।জাতীসংঘের পতাকায় কোন
দুটি রং আছে=== নীল ও সাদা।
১৭।'লিটল বাংলাদেশ'কোথায়
অবস্থিত=== লস অ্যাঞ্জেলস,যুক্
তরাষ্ট্র।
১৮।ফ্রান্সের কোন রাজা 'সূর্য রাজা'
নামে খ্যাত===চতুদর্শ লুই।
১৯।টাইটানিক জাহাজটি লম্বায় কত
ফুট
ছিল==== ৮৮২ফুট।
২০।বিগ ব্যাং তত্ত্বের
ব্যাখ্যা উপস্থাপন
করেন কে=== জি লেমেটার।

টেকনিকে লাভ-ক্ষতি

টেকনিকে লাভ-ক্ষতি
------------------------------

✿টেকনিক-১✿
----------------------
ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে–[লাভের হার উল্লেখ থাকলে]
---------------------------------------------------------------------------------------
‪#‎
ক্রয়মূল্য‬ = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)
একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন।
যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন,তার চেয়ে ৩০টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যে তার উপর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার)
= (১০০ x ৩০)/ (১২.৫ + ২৫)
= ৮০ টাকা
✿-----------------------✿-----------------------✿
✿টেকনিক-২✿
----------------------
ক্ষতিতে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যেরক্ষেত্রে – [লাভের হার উল্লেখ না থাকলে]
-------------------------------------------------------------------------------------
#ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার)
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয়২০% ক্ষতি হল। ঘড়িটির ক্রয়মূল্য
কত ছিল?
সমাধানঃ
ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ – ক্ষতির শতকরা হার)
= (১০০ x ৫৬০) / (১০০ – ২০)
= ৭০০ টাকা
✿-----------------------✿-----------------------✿
✿টেকনিক-৩✿
----------------------
লাভে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে–
---------------------------------------------------
#ক্রয়মূল্য =(১০০ x বিক্রয়মূল্য)/(১০০ + লাভের শতকরা হার)
একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রি হওয়ায় ১৫% লাভ হয়। ছাগলটির
ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ক্রয়মূল্য = (১০০ x বিক্রয়মূল্য) / (১০০ + লাভের শতকরা হার)
=(১০০ x ২৭৬)/(১০০ + ১৫)
= ২৪০ টাকা
✿-----------------------✿-----------------------✿
✿টেকনিক-৪✿
----------------------
লাভে বিক্রিত পণ্যের বিক্রয়মূল্যের ক্ষেত্রে –
-------------------------------------------------------
‪#‎
বিক্রয়মূল্য‬ ={মোট লাভ(১০০ + লাভের হার)}/লাভের হার
একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে জিনিসটির বিক্রয়মূল্য কত?
সমাধানঃ
#বিক্রয়মূল্য = {মোট লাভ (১০০ + লাভের হার)} /লাভের হার
= {২৮০ (১০০ + ৩৫)} /৩৫
= ১০৮০ টাকা

Wednesday, August 19, 2015

৩৬তম বিসিএস প্রস্তুতি

৩৬তম বিসিএস প্রস্তুতি
--------------- --------------- - সাধারণ বিজ্ঞান(

 1. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
উঃ টায়ালিন
2. বিষাক্ত নিকোটিন থাকে কিসে ?
উঃ তামাকে 3. মানব দেহে প্রতিদিন কি পরিমাণ
পানি প্রয়োজন ?
উ. ৪-৫ লিটার
4. আদর্শ খাদ্য বলা হয় কাকে ?
উঃ দুধকে
5. ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে?
উঃ অ্যালবুমিন
6. সর্দি হয় কোন ভিটামিনেরঅভাবে ?
উঃ ভিটামিন 'সি'
7. মলা মাছে কি থাকে ? উঃ ভিটামিন 'এ'
8. ভিটামিন 'এ' সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে?
উ. গাজরে
9. নেশা সামগ্রী 'আফিমের' মূল উত্স
কী ? উ. পপি
10. ভিটামিন 'ই' কোন কাজে
সহায়তা করে?
উ. প্রজননে
11. যন্ডিস হচ্ছে মূলত কিসের
রোগ ? উ. লিভারের বা যকৃতের রোগ ।
12. কচু শাক কেন বিখ্যাত ?
উ। আয়রনের জন্য
১৩, মানব দেহে সাধারনভাবে
ক্রমোজোম থাকে?
উঃ ২৩ জোড়া ১৪ রক্তে হিমোগ্লোবিনের কাজ ?
উঃ অক্সিজেন পরিবহন করা
১৫, মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে
থাকে স্নায়ু কোষের?
উঃ এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
১৫, অক্সিন হচ্ছে? উঃ এক প্রকার হরমোন
১৬, কোনটি এ্যান্টিবায়োটি ক ? উঃ পেনিসিলিন
১৭, জন্ডিসে আক্রান্ত হয়?
উঃ যকৃত
১৮, ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন? 
উঃ ধমনির স্পন্দন 
১৯, ‘ষ্ট্রোক’- আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
উঃ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
২০, কোনটি রক্তের কাজ নহে?
 উঃ জারক রস বিতরণ করা
২১, নিচের কোনটিকে কিডনির
কার্যকরী একক বলা হয়? উঃ নেফ্রন
২২, নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
উঃ ধমনীর ভেতর দিয়ে 
২৩, টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে?     উঃ পায়ে
২৪, সেলসিয়াস স্কেলে মানব দেহের তাপমাত্রা কত? 
উঃ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস 
২৫, দূষিত বাতাসের কোন গ্যাসটি
মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উঃ কার্বন মনোক্সাইড
২৬, অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উঃ ইনসুলিন
২৭, মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র?
উঃ স্ফিগমোম্যানোমি ট ার ২৮, রক্তে কোলেস্টেরলের পরিমাণ
বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
উঃ খাসির মাংস
২৯, মানুষের রক্তের pH কত? উঃ 7.4
৩০, জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়? 
উঃ এন্ডোমেট্রিয়া

সাধারণ জ্ঞানঃ

 সাধারণ জ্ঞানঃ

*প্রশ্ন : থ্রি-টাইগারস
বলতে কোন কোন
দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও
ইতালি। *প্রশ্ন :
বাংলাদেশ এশিয়াটিক
সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত
সালে?
উত্তর : ১৯৫২ সালে।
*প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।
*প্রশ্ন : ‘দারিদ্র্য’
কবিতাটি নজরুলের কোন
কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের। *প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের
নিউট্রন
সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা
অসমান,
তাদের কী বলা হয়?
উত্তর : Isotone *প্রশ্ন : বাংলা সাহিত্যে
প্রথম জীবনী
কাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবক ে। *প্রশ্ন : পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তি
কবে সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।
*প্রশ্ন : হিটলারের
গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো। প্রশ্ন :
সাধারণত কোন
সময়ে মঙ্গা দেখা
দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
*প্রশ্ন :
উড পেন্সিলের সিস তৈরি হয় কী
দিয়ে?
উত্তর : গ্রাফাইট।
*/***************************************************************
প্রশ্ন : ২০১৫ সালের বিটিশ আইনসভা নির্বাচনে কোন
বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি সংসদ
সদস্য নির্বাচিত হন?
উত্তর : রম্নশনারা আলী।
.
প্রশ্ন : বাংলাদেশকে উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজের
নাম কি?
উত্তর : বিএনএস সমুদ্র অভিযান।
.
প্রশ্ন : বাংলাদেশকে উপহার দেয়া
যুক্তরাষ্ট্রের প্রথম জাহাজের নাম কি?
উত্তর : বিএনএস সমুদ্র জয়।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের নাম কি?  উত্তর : SMW-4
প্রশ্ন : বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রপ্তানি শুরম্ন হয়
উত্তর : ১৯৭৭ সালে।
প্রশ্ন : প্রসত্মাবিত ‘খান জাহান আলী বিমানবন্দর’ নির্মিত
হবে কোথায়? উত্তর : রামপাল, বাগেরহাট।
প্রশ্ন : ২৮ এপ্রিল ২০১৫ উদ্ভিদের জন্য হাসপাতাল চালু হয় কোথায়?
উত্তর : মধুপুর, টাঙ্গাইল।
প্রশ্ন : বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম চলছে এমন বেসকারি
এফএম রেডিও কতটি? উত্তর :
১২টি।
প্রশ্ন : সরকারিভাবে স্বীকৃত দেশের ÿুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর : ৪৮টি।
প্রশ্ন : বাংলাদেশ কবে এলডিসি-এর তালিকাভুক্ত হয়?
উত্তর : ১৯৭৫ সালে। প্রশ্ন : বর্তমানে দেশে প্রত্নতাত্ত্বিক জাদুঘর কতটি?
উত্তর : ১৯টি।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমামত্ম চুক্তি পাস হয় কবে?
উত্তর : ২৩ নভেম্বর ১৯৭৪।
********************************************************
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসি চত্বরের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যের স্থপতি কে?
উত্তর : শামীম সিকদার।
২। মিরপুরের ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর : মোস্তফা হারুন কুদ্দুস।
৩। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
৪। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
উত্তর : মেহেরপুরে।
৫। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উত্তর : ১৪ ডিসেম্বর।
৬। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
৭। অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?
উত্তর : মহাত্মা গান্ধী।
৮। বাংলাদেশ কখন জাতিসংঘের
সদস্যপদ লাভ করে? উত্তর : ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
৯। রাজা হর্ষবর্ধনের সময় বাংলাদেশ কতটি জনপদে বিভক্ত  ছিল
এবং জনপদগুলো কী কী?
উত্তর : পাঁচটি। ক) বঙ্গ জনপদ : ঢাকা, ময়মনসিংহ,
কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জেলা অঞ্চলে গড়ে ওঠা
জনপদ। খ) সমতট : কুমিল্লা ও
নোয়াখালী অঞ্চল। গ) হরিকেল : সিলেট ও চট্টগ্রাম অঞ্চল।
ঘ) গৌড় : আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানের
অংশবিশেষ নিয়ে গঠিত গৌড়।
ঙ) বরেন্দ্র : রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলার বাকি অংশ।
১০। পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?
উত্তর : ১৫২৬ সালের ২১ এপ্রিল।
১১। কার সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ হয়?
উত্তর : ইব্রাহিম লোদীর সঙ্গে। 
১২। সোনারগাঁও থেকে সিন্ধু নদ
পর্যন্ত বিস্তৃত সড়কের নাম কী?
উত্তর : গ্র্যান্ড ট্রাংক রোড
(দৈর্ঘ্য
৪৮৩০ কিলোমিটার)
১৩। গ্র্যান্ড ট্রাংক রোডের নির্মাতা কে?
উত্তর : শের শাহ।
১৪। টাকায় ৮ মণ চাল পাওয়া যেত
কার আমলে?
উত্তর : শায়েস্তা খানের আমলে।
১৫। নবাব সিরাজদ্দলার প্রকৃত নাম কী?
উত্তর : মির্জা মোহাম্মদ।
১৬। অর্থনীতিবিদ ম্যালথাসের
মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
উত্তর : জ্যামিতিক হারে।
১৭। কত সাল থেকে ইংরেজরা বাংলা শাসন শুরু
করে?
উত্তর : ১৭৫৭ সাল থেকে।
১৮। গম্ভীরা কী?
উত্তর : উত্তরাঞ্চলের (চাঁপাইনবাবগঞ্জ) আঞ্চলিক গান।
১৯। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে প্রথম কোন দেশ?
উত্তর : ইন্দোনেশিয়া।
************************************************************
✪ বাংলাদেশের জাতীয় পতাকার
ডিজাইনার কে?কামরুল হাসান
.
✪ কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
>মূল্যসংযোজন কর
.
✪ বাংলাদেশের একমাত্র প্রবাল
দ্বীপের নাম কী?সেন্টমার্টিন
.
✪ প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান
নাম কী ? বরিশাল
.
✪ প্রথম মহিলা পুলিশ নিয়োগ
করা হয়
কোন সালে?১৯৭৪/১৯৭৬
✪ স্বাধীনতার প্রথম ডাকটিকিটে
কোন ছবি ছিল?শহীদ মিনার 67. বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর
কোনটি? বরেন্দ্র গবেষণা যাদুঘর
.
✪বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল
✪ বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করেবৃদ্ধি পাচ্ছে?
২০ লাখ
✪ বাংলাদেশে প্রতি ১১সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে? 1জন
****************************************************************
✪ নিঝুম দ্বীপের আয়তন কত ? ৩৫.১৩৫ বর্গমাইল
.
✪ হাজংদের অধিবাস কোথায় ?
ময়মনসিংহ ওনেত্রকোনা
.
জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা
কত ? ৪৬.৫ মি.
✪ অপরাজেয় বাংলা কবে উদ্ধোধন
করা হয় ? ১৬ডিসেম্ববর, ১৯৭৯
.
✪ ঐতিহাসিক ২১-দফা দাবির
প্রথম দাবিটি কী ছিল ? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
.
✪ ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার
রাজধানী স্থাপিত
হয় ? ১৬১০
.
✪ দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায়
কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ? কয়লা
.
✪ বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা
নাম ধারন করেছে ? ভৈরব
✪ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
গাজী আশরাফ হোসেন লিপু
***********************************************************
.
১.নাগরিক আইনের দৃষ্টিতে সমান
এবং আইনের সমান
আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে
বর্ণিত আছে? ২৭
.
2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি
তারকা চিহ্ন রয়েছে ?  4
3.দুই বার এভারেস্ট জয় করেন কে?  মুহিত
4. 'সাগরকন্যা'কোন এলাকার
ভৌগোলিক নাম ? পটুয়াখালী
.
5. বাংলাদেশের নির্বাহী বিভাগ
থেকে বিচার বিভাগ কবে পৃথক করা
হয় ? ১-১১-০৭
.
6. ৬-দফা দাবি কোথায় ঊথাপিত
হয় ? লাহোর
.
7. বাংলাদেশের জাতীয় ফল
কোনটি ? কাঁঠাল
.
8. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে
প্রতিষ্ঠিত হয়েছে?১৯২১সালে
.
9.বাংলাদেশে কয়টি সরকারি
বিশ্ববিদ্যালয় রয়েছে? ৩৮টি
.
10. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
সেন্টমার্টিন
*************************************************************
১/ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা
কোনটি?
→ মেসোপটেমীয় সভ্যতা ২/ বুড়িমারী স্থল বন্দর কোন
উপজেলায় অবস্থিত?
→ পাটগ্রাম
৩/ ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হিসেবে ঘোষণা করে? → ইউনেস্কো
৪/ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
→ চাঁপাইনবাবগঞ্জ
৫/ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
দিবস? → ১০ জানুয়ারি ১৯৭২
৬/ FAO এর সদর দপ্তর?
→ রোম
৭/ ডায়েট কোন দেশের পার্লামেন্ট?
→ জাপান
৮/ মালয়েশিয়ার মুদ্রার নাম? → রিংগিত
৯/ স্বাধীন বাংলাদেশর প্রথম সরকার
গঠিত হয় কবে?
→ ১০ এপ্রিল ১৯৭১
১০/ মহামান্য রাষ্ট্রপতি মো:
আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? → ২০তম
১১/ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত
হয়?
→ ১৯৫৫ সালে
১২/ 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি
কোথায় অবস্থিত? → রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১৩/ নেলসন ম্যান্ডেলা কত সালে
নোবেল পুরস্কার পেয়েছেন?
→ ১৯৯৩ সালে
১৪/ কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি কে? → হামিদুর রহমান
১৫/ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়
কবে?
→ ৫ জুন
১৬/ ১১তম বিশ্বকাপ ক্রিকেটে
চ্যাম্পিয়ন দল কোনটি? → অস্ট্রেলিয়া
১৭/ বাংলাদেশের বার্ষিক গড়
বৃষ্টিপাত কত?
→ ২০৩ সেঃমিঃ
১৮/ কোন মৌলিক ধাতু সাধারণ
তাপমাত্রয় তরল থাকে? → পারদ
১৯/ কোন ভিটামিনের অভাবে
স্কার্ভি রোগ হয়?
→ ভিটামিন সি
২০/ এপিকালচার বলতে কি বোঝায়?
→ মৌমাছি চাষ ২১/ বাংলাদেশ সংবিধানের মূলনীতি
কয়টি?
→ ৪টি
২২/ কোনো দেশোর ভারসাম্য
রক্ষার জন্য সেই দেশের কতভাগ
বনভূমি প্রয়োজন? → ২৫ ভাগ
২৩/ সাধারণ বৈদ্যুতিক বাল্বের
ভিতর কি গ্যাস থাকে?
→ নাইট্রোজেন
২৪/ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম
কি? → সিসমোগ্রাফ
২৫/ আমিষ বেশি আছে কোনটিতে?
→ মসুর ডাল
**************************************************************
টাকা নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্যঃ
-
১/ বর্তমানে বাংলাদেশে কাগজের নোট
রয়েছে = ৯টি।
-
২/ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট = ৭টি।
-
৩/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক
নোট নয় = এক ও দুই টাকার নোট।
-
৪/ "এক টাকার, দুই টাকার নোটে স্বাক্ষর থাকে = অর্থ সচিবের।
-
৫/ 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি
আছে = দুই টাকার মুদ্রায়।
-
৬/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় = অস্ট্রেলিয়ায়।
-
৭/ ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা
হয় = জার্মানিতে ৷
-
৮/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় = কানাডায়।
-
৯/ সরকারি নোট = ১, ২ ও ৫ টাকার
নোট।
-
১০/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় =
সুইজারল্যান্ড থেকে।
-
১১/ বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে
মুদ্রা = বাংলাদেশের ২ টাকার নোট।
-
১২/ বর্তমানে বাংলাদেশ বাংকের শাখা
= ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
-
১৩/ ১ মার্কিন ডলার তৈরী করতে
বাংলাদেশী = ২১ টাকা খরচ হয়।
-
১৪/ বর্তমানে বাংলাদেশে = ৬৭ টি
ব্যাংক রয়েছে।
-
১৫/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪
মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট
সর্বপ্রথম ছাপানো হয়।
****************************************************************
১৬, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?
উ, বান্দরবান .
১৭, আদিনাথ মন্দির কোথায়  অবস্থিত?
উ, মহেশখালী
১৮, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল?
উ, ৪৪৫ মাইল
১৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
উ, ১৯৬৬ .
২০, দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন তলিয়ে যায়?
উ, ২০১০ সালে
21, বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
উ, জীবন তরী .
২২, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
উ, তিতাস
.
২৩, KAFCO কোথায় অবস্থিত? উ, চট্টগ্রাম
    
*******************************************************
► উপমহাদেশে রেল চলাচল শুরু হয় : ১৮৫৩ সালে।
► চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস
করে : মারমা উপজাতি।
► মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত :
সেগুনবাগিচা, ঢাকা।
► ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় : ৬
ডিসেম্বর ১৯৭১।
► স্বাধীনতার প্রথম ডাকটিকিটে
ছিল :
বাংলাদেশের মানচিত্র।
► পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় : ২
ডিসেম্বর
১৯৯৭।
► বাংলাদেশের প্রথম শিক্ষা
কমিশন : ড: কুদরত-ই-খুদা শিক্ষা
কমিশন। ► বাংলাদেশের একমাত্র প্রবাল
দ্বীপ :
সেন্টমার্টিন।
►‘সোনারগাঁও’ এর পুরাতন নাম :
সুবর্ণগ্রাম।
►মায়ানমার এর সাথে বাংলাদেশের সীমানা রয়েছে : ৩টি জেলার।
► বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য :
৭১১ কি. মি.।
► তেভাগা আন্দোলনের নেত্রী :
ইলা মিত্র।
► লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান।
► বাংলাদেশের ইক্ষু গবেষণা
ইনষ্টিটিউট
অবস্থিত : ঈশ্বরদী।
► বাংলাদেশের পোস্টাল
একাডেমী অবস্থিত : রাজশাহী। ► ঢাকায় বাংলার সর্বপ্রথম
রাজধানী হয় : ১৬১০ সালে।
► হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত
হয় :
১৯৮৬ সালে।
► বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম :
শেখ মুজিবুর রহমান।
► বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে
অবস্থিত : বুড়িগঙ্গা।
► দহগ্রাম ছিটমহল যে জেলায়
অবস্থিত: লালমনিরহাট।
      
********************************************** 

পাঁচ মিশালী

 পাঁচ মিশালী

ණ "দেয়াল" - রচনাটির লেখক -----
হুমায়ূন আহমেদ।
ණ "মানুষের প্রতি বিশ্বাস হারানো
পাপ"--কার উক্তি? -----
রবীন্দ্রনাথ ঠাকুর।
ණ বাংলাদেশ টেলিভিশন এর যাত্রা শুরু হয় -----
১৯৬৪ সাল হতে।
ණ বরফ পানিতে বাসে কারণ বরফের
তুলনায় পানির -----
ঘনত্ব বেশি।
ණ নবায়নযোগ্য জ্বালানি হল ----- পরমাণু শক্তি।
ණ প্রাকৃতিক যে উৎস হতে সবচেয়ে
বেশি মৃদু পানি পাওয়া যায় ------
বৃষ্টি।
ණ "আরব বসন্ত" - বলতে বুঝায় -----
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। ණ "Amnesty International" - এর সদর
দপ্তর -----
লন্ডনে।
ණ প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর
পূর্তি ছিল
----- 28 July 2014
ණ Tiger = Zoology হলে Mars =? ------
Astrology.
ණ 'Lucky' is to 'fortunate' as "weak"
is to ------
fragile. ණ যত দাতা তাদের প্রত্যেকে তত
পয়সা
করে চাঁদা দিলে ৯
টাকা হল। দাতার সংখ্যা কত? -----
৩০ জন।

মনে রাখার সহজ টেকনিক

মনে রাখার সহজ টেকনিকঃ 
বাংলাদেশের আদিবাসীদের বিভিন্ন তথ্যঃ
.
১) বাংলাদেশের মাতৃতান্ত্রিক
উপজাতি —
গারো,খাসিয়া ও সাঁওতাল।
(টেকনিকঃ গা খাসা)
.
২) বাংলাদেশের পিতৃতান্ত্রিক
উপজাতি— মারমা ও
হাজং।
(টেকনিকঃ মাহা)
.
৩) মুসলমান উপজাতি--
পাঙন।
.
৪) সাঁওতালরা কোথায়
বাস করে তা মনে রাখুন এভাবে---
.
টেকনিক:- রাদিব রং
নিয়ে খেলা করে।
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর
.
৪) খাসিয়া ও
মনিপুরীরা কোথায় বাস
করে মনে রাখুন এভাবে---
.
টেকনিক:- সিম
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)
.
৫) বাংলাদেশের
উপজাতি না এগুলো মনে
রাখুন এভাবে---
.
টেকনিক:- আফ্রিদির
মা জুনা।
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা
.
৬) বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।
.
৭) রাখাইনরা কোথায়
বাস করে মনে রাখুন
এভাবে---
. টেকনিক:- পটুক
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার
.
৮. খাসিয়ারা কোথায়
বাস করে মনে রাখুন এভাবে---
.
টেকনিক: সিলেটি
খাসি ।

বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান

 বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান

১।বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন "পিপীলিকা" উদ্বোধন করা হয় কবে ?
উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৩।
২।বাংলাদেশে ইলেষ্ট্রনিক বুক (EBOOK)- এর যাত্রা শুরু হয় কবে ?
উত্তরঃ ২৪ এপ্রিল ২০১১ ।
  ৩। কত সালে ? কোন জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ২০ ডিসেম্বর ২০১২ । যশোর

৪।বাংলাদেশে থ্রিজি(3G) প্রযুক্তি প্রথম উদ্বোধন করা হয় কবে ?
উত্তরঃ ১৪ অষ্টোবর ২০১২ ।
৫। দোয়েল(DOEL) ল্যাপটপ এর প্রস্তুতকারক কে ?
উত্তরঃ টেলিফোন শিল্প সংস্থা (TSS) LIMITED.
৬। বাংলাদেশের কোন বিজ্ঞানীর নেতৃত্বে পাটের জীবনরহস্য বা জিন উন্মোচন করা হয়েছে ?
উত্তরঃ ফরিদপুরের মাকসুদুল আলম (১৬ জুন
২০১০ ঘোষণা করা হয়)
৭।আমাদের দেশে উদ্ভাবিত প্রথম লেয়ার মুরগির জাতের নাম কী ?
উত্তরঃ শুভ্রা ।
উদ্ভাবক=> বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ।
৮। মোবাইল ফোনে বাংলায় এস এম এস
(Short Message Service-SMS)
উদ্বোধন করা হয়
কবে ? উত্তরঃ ২১ ফেব্রুয়ারী ২০১২ ।
৯।বাংলা ফন্ট 'আমার বর্ণমালা' চালু
হয়
কবে ?
উত্তরঃ ২১ফেব্রয়ারী ২০১৩।
১০। দেশের সকল জেলায় ই-সেবাকেন্দ্র চালু করা হয় কবে ?
উত্তরঃ ১৪ নভেম্বর ২০১১ (উল্লেখ্য যশোর জেলাকে মডেল ধরে ।)
********************************************************
1. বিশ্বে সর্বপ্রথম জাতীয় পতাকার
প্রচলন করে=ডেনমার্ক.
2 বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম
দেয়া নাম – রামগড় লোকাল
ব্যাটালিয়ন।
3. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
4. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র
‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
5 বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল।
6 বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর –
এ এন এম হামিদুল্লাহ।
7 বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম
যে, এরা হাঁটতে পারে না!
8 সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
9. ইরান প্রথমপারমাণবিক
কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
10. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের
নাগরিক?
উ. জ্যামাইকা।
11দেশে প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু
করে – জনতা ব্যাংক। 12 পেট্রোল ইঞ্জিন আবিষ্কার
করেনকে?উ. নিকোলাস অটো
************************************************* 
বহির্বিশ্বে বাংলাদেশ..................
----------------------
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
বাংলাদেশ
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম
সদস্য প্রথম জাতিসংঘ মিশনে কাজ করে-
১৯৮৮
মোট কাজ করেছে- ৪৫টি মিশনে,
৩০টি দেশে
সৈন্য প্রেরণে প্রথম (সবচেয়ে সৈন্য
প্রেরণকারী দেশ)- বাংলাদেশ পুলিশ বাহিনী প্রেরণে শীর্ষে-
বাংলাদেশ
মিশনে মৃত বাংলাদেশি সৈন্যের
সংখ্যা- ৯৮জন
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর
শিরস্ত্রাণের রং- নীল জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর
প্রতীক কোন রং- নীল
কূটনৈতিক মিশন/দূতাবাস
বিশ্বে বাংলাদেশের দূতাবাস
আছে- ৪৭টি দেশে
বাংলাদেশে সার্কভূক্ত যে দেশের দূতাবাস নেই- মালদ্বীপ
কূটনৈতিক সম্পর্ক নেই- ইসরাইলের
সঙ্গে
টেলিযোগাযোগ নেই- ইসরায়েলের
সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক
সম্পর্ক আছে- তাইওয়ান
দূতাবাস বন্ধ আছে- আফগানিস্তানে
দক্ষিণ আমেরিকা মহাদেশের
কোনো
দেশেই বাংলাদেশের কোন দূতাবাস নেই
বিদেশে বাংলাদেশের নামে স্থান
লিটল বাংলাদেশ- লস অ্যাঞ্জেলস
(মার্কিন যুক্তরাষ্ট্র)
বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়
*************************************************************
সাম্প্রতিক বিষয়াবলী :
--------------------------- ১. মোবাইল ব্যাংকিং এ
বাংলাদেশের
অবস্থান? = দ্বিতীয় (১ম কেনিয়া)
২. নারী শিক্ষার উন্নয়নে
ইউনেস্কো কর্তৃক
শান্তিবৃক্ষ`` স্মারক লাভ করেন====
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক
“অ্যাওয়াড ফর
এক্সিলেন্স ইন পাবলিক
হেলথ-২০১৪` লাভ করেন===সায়মা হোসেন পুতুল।
৫. বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার সর্বাধিক====অ্যাঙ্গোলা (প্রতি হাজারে
১৬৭জন) ৬.বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার কম====লুক্সেমবার্গ ও আইসল্যান্ড====(প্রতি
হাজারে ২জন)
৭.জাতীয় পরিবেশ কমিটি প্রধান কে=====প্রধানমন্ত্রী
৮. বাংলাদেশের ২য় শীর্ষ শ্রমবাজার কোন
দেশ=====কাতার
৯. জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে=====ড. এ,কে
আব্দুল মোমেন
১০.বাংলাদেশের শীর্ষ শ্রমবাজার কোন দেশ=====ওমান
১১. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে
বাংলাদেশের অবস্থান
কত====১০৯তম
১২.সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশের নাম কি? = লাইবেরিয়া
১৩.বাংলাদেশের ৩য় ও ৪র্থ
শ্রমবাজার-
=সিঙ্গাপুর(৩য়),বাহরাইন (৪র্থ)
১৪.বর্তমানে দারিদ্রের হার কত? = ৩০.৭%
(অর্থনীতি সমীক্ষা-২০১৪তে ২৫.৬% )
১৫. বাংলাদেশের কোন কোন জেলায় দারিদ্রের
হার সবচেয়ে বেশি ও কম? = বেশি কুড়িগ্রাম আর কম
কুষ্টিয়া।
*************************************************
★বাংলাদেশ প্রসংঙ্গ সাধরন জ্ঞান★
বাংলাদেশের বৃহত্তম বিলের নাম
কী?
-----চলনবিল।
*চলনবিল কোথায় অবস্থিত?
----পাবনা ও নাটোর জেলায়। *তামাবিল কোথায় অবস্থিত?
-----সিলেট জেলায়।
*বাংলাদেশের সর্ববৃহৎ হাওর
কোনটি?
-----হাকালুকি হাওর।
*হাকালুকি হাওর কোথায় অবস্থিত? ----সিলেট জেলায়।
*বাংলাদেশের বিখ্যাত জলপ্রবাত
কোনটি?
----মাধবকুন্ড জলপ্রবাত।
*মাধবকুন্ড জলপ্রবাত কোথায়
অবস্থিত? ---মৌলভী বাজার জেলার বড়লেখায়।
*মাধবকুন্ড জলপ্রবাতে
উৎপত্তিস্হল--
----মৌলভী বাজার জেলায়।
*মাধবকুন্ড জলপ্রবাত কতটুকু ওপর
থেকে পানি নিচে পতিত হয়?
------250 ফুট।
*বাংলাদেশের সাথে সরাসরি
সীমান্ত যোগাযোগ আছে কোন
দেশের
সাথে? -----ভারত ও মায়নমারের সাথে।
*বংলাদেশের সাথে ভারতের কয়টি
রাজ্যের সীমান্ত আছে?
----5 টি।
*কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ
গঠিত হয়? ----টারশিয়ারী যুগে।
*বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য
প্রায় কত কি.মি.?
-----24,140 বর্গ কি.মি.।
তামাবিল কোথায় অবস্থিত?
-সিলেট জেলায়। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?
-হাকালুকি হাওর।
হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
-সিলেট জেলায়।
বাংলাদেশের বিখ্যাত জলপ্রবাত
কোনটি? -মাধবকুন্ড জলপ্রবাত।
মাধবকুন্ড জলপ্রবাত কোথায়
অবস্থিত?
-মৌলভী বাজার জেলার বড়লেখায়।
মাধবকুন্ড জলপ্রবাতে
উৎপত্তিস্হল-- -মৌলভী বাজার জেলায়।
মাধবকুন্ড জলপ্রবাত কতটুকু ওপর
থেকে
পানি নিচে পতিত হয়?
-২৫০ ফুট।

সাধারণ জ্ঞানঃ

সাধারণ জ্ঞানঃ
*প্রশ্ন : থ্রি-টাইগারস
বলতে কোন কোন
দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও
ইতালি। *প্রশ্ন :
বাংলাদেশ এশিয়াটিক
সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত
সালে?
উত্তর : ১৯৫২ সালে।
*প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।
*প্রশ্ন : ‘দারিদ্র্য’
কবিতাটি নজরুলের কোন
কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের। *প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের
নিউট্রন
সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা
অসমান,
তাদের কী বলা হয়?
উত্তর : Isotone *প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম জীবনী
কাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবক ে। *প্রশ্ন : পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তি
কবে সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।
*প্রশ্ন : হিটলারের
গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো। প্রশ্ন :
সাধারণত কোন
সময়ে মঙ্গা দেখা
দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।
*প্রশ্ন :
উড পেন্সিলের সিস তৈরি হয় কী
দিয়ে?
উত্তর : গ্রাফাইট।

Monday, August 17, 2015

বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থলঃ

বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থলঃ

-------------------------------------------
পদ্মা - হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে
মেঘনা - আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে

ব্রহ্মপুত্র - তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে
কর্ণফুলী - মিজোরামের লুসাই পাহাড় থেকে
করতোয়া - সিকিমের পর্বত অঞ্চল থেকে
সাঙ্গু - মায়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে
হালদা - খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে
ফেনী - পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে
মাতামুহুরী - লামার মইভার পর্বত থেকে
যমুনা - কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে
তিস্তা - সিকিমের পর্বত অঞ্চল থেকে
মহানন্দা - হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে
গোমতি - ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে
খোয়াই - ত্রিপুরার আঠারমুড়া পাহাড় থেকে
মুহুরী - ত্রিপুরার লুসাই পাহাড় থেকে
মনু - মিজোরামের পাহাড় থেকে

সালদা - ত্রিপুরার পাহাড় থেকে

পাঁচ মিশালী

পাঁচ মিশালী

১।২০১৫সালে কোন বাংলাদেশী সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন =সেলিনা হোসেন।
২।বোমাং সার্কেল প্রধানের প্রধান কার্যালয় =বান্দরবনে।
৩।পুলিৎজার পুরস্কার কতটি ক্যাটাগরিতে প্রদান করা হয় =২১টি।
৪।দেশের একমাত্র জৈব সার কারখানা অবস্থিত =চুয়াডাঙ্গার দর্শনায়।
৫।দ্বিপদ নামকরণে থাকে= ২টি অংশ।
৬।দেহের জ্বালানিরূপে কাজ করে =কার্বোহাইড্রেট।
৭।রসায়নের গবেষণাগার বলা হয় =যকৃতকে।
৮।সপ্তাহের ৭দিনকে বিভক্ত করে =ক্যালডীয়রা।
৯।দিয়াগো গার্সিয়া অবস্থিত =ভারত মহাসাগরে।
১০।স্বাধীন বাংলাদেশে ১ম কৃষিশুমারী হয়= ১৯৭৭সালে।
১১।বাংলাদেশে ১ম গণভোট হয় =৩০মে,১৯৭৭।
১২।বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪র্থ সীমান্ত হাট= ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
১৩।ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান= ৪র্থ।
১৪।রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি =৬টি।
১৫।এপিজে আবুল কালাম ভারতের কততম প্রেসিডেন্ট ছিলেন =১১তম।।।
**************************************************************
কিছু গ্রুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ.
1. মানবদেহে কত ভাগ পানি?
উ: প্রায় ৭০ ভাগ
2.মানবদেহে কয়টি হাড় আছে?
উ: ২০৬ টি
3. মানবদেহে কয়টি মাংসপেশি আছে?
উ: ৬৫০ টি
4. Minute এ কতবার মানুষের হৃদকম্পন হয়ে থাকে?
উ: ৭০ বার
5.হৃদপিন্ড প্রতিদিন কত লিটার রক্ত পাম্পকরে?
উ:প্রায় ৮,০০০ লিটার
************************************************


 ১, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? --সিরিয়া
২, আল-নাজিয়া ও কাসির কোন দেশের সীমান্তবর্তী স্থান?--- সিরিয়া
৩, ন্যাটো নিয়ন্ত্রিত 'বাগরাম' বিমানঘাঁটি কোথায় অবস্থিত? ---- আফগানিস্তান
৪, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী? --দাদাব ক্যাম্প\ ,কেনিয়া
৫, আজাদি স্কয়ার কোথায় অবস্থিত? ---ইরান
৬, ২০১৫ সালে ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ---কারাকাস, ভেনিজুয়েলা
৭, ১৩তম ওআইসি শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হবে? -২০১৬ সালে
৮, বাংলাদেশের সংবিধানের সাথে "স্বাধীনতা ঘোষণাপত্র" কবে সংযোজন করা হয়? ---১৯৯৯ সালে
৯, আইফেল টাওয়ার অবস্থিত?--প্যার িস,ফ্রান্স
১০, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত? -- ইরাক
১১, তাজমহল অবস্থিত? -- আগ্রা, ভারত
১২, গ্রিনউইচ মান মন্দির অবস্থিত? -- লন্ডন, ইংল্যান্ড
১৩, ওয়াটারলু অবস্থিত? -- বেলজিয়াম
১৪, মালাবার হিল অবস্থিত? - মুম্বাই, ভারত
১৫, হোয়াইট হাউস অবস্থিত? -- ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
১৬, হোয়াইট হল অবস্থিত? -- লন্ডন, ইংল্যান্ড
১৭, ব্লু হাউজ অবস্থিত? --সিউল, দক্ষিণ কোরিয়া
১৮, ক্রেমলিন অবস্থিত? --মস্কো, রাশিয়া
১৯, লিমুসাল কি? উঃ রাজ কাঁকড়ার অপর নাম
২০, টুয়াটারা কি? উঃ তিন চক্ষু বিশিষ্ট একটি প্রাণী।
*********************************************************
 বিষয়ঃ ভাষা বিষয়ক গ্রন্থ ও রচয়িতা
১/ রামমোহন রায় — গৌড়ীয় ব্যাকরণ।
২/ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড —
A Grammar of the Banglali Language বা বাঙলা ব্যাকরণ ১৭৭৮ সালে।
৩/ আবুল কালাম মনজুর মোরশেদ — আধুনিক ভাষা তত্ত্ব।
৪/ মুহম্মদ দানীউল হক — (১) ভাষাতত্ত্বের নানা প্রসঙ্গ ও (২) ভাষার কথা।
৫/ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ — (১) বাঙ্গালা ব্যাকরণ ও (২) বাংলা ভাষার ইতিবৃত্ত্ব।
৬/ হুমায়ুন আজাদ — তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান।
৭/ মনিরুজ্জামান — ভাষাতত্ত্ব অনুশীলন।
৮/ মুহম্মদ আব্দুল হাই — ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব।
৯/সুনীতকুমার চট্রোপাধ্যায় — (১) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরন (২) Original Development Bengali Language.
১০/ শাজাহান মনির — বাঙ্গালা ব্যাকরণ।
১১/ ড. মুহম্মদ এনামুল হক — ব্যাকরণ মঞ্জরী।
১২/ জগদীশ চন্দ্র ঘোষ —আধুনিক বাংলা ব্যাকরণ।
১৩/ সুকুমার সেন — ভাষার ইতিবৃত্ত্ব।
১৪/ রবীন্দ্রনাথ ঠাকুর — (১) শব্দতত্ত্ব ও
(২) বাংলা ভাষার পরিচয়।
১৫/ মুনীর চৌধুরী — বাংলা গদ্যরীতি।
১৬/ জামিল চৌধুরী — বানান ও উচ্চারণ।
১৭/ আজিজুল হক — আধনিক ভাষা তত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি।
১৮/ নরেন বিশ্বাস —বাংলা উচ্চারণ অভিধান।
১৯/ ডঃ মোহাম্মদ আবুল কায়উম— (১) অভিধান ও (২) পান্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা।
২০/ মুরারী মোহন সেন — ভাষার কথা।
২১/ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী — শব্দ কথা।
**********************************************************************

► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)।
► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া
বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
**• কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
► সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি
পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের … প্রেসিডেন্টের অফিস।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
**************************************************************
 BCS
► মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
► বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
► এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
► আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১…০ তম BCS )
► যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
► ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
► সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
********************************************************************
বাংলা সাহিত্য
1. "ওঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ আপন
পাঠেতে মন, করহ নিবেশ।" এ চরণদ্বয়ের লেখক কে? => মদনমোহন তর্কালঙ্কার।
2. ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ওপর ভিত্তি করে মুনীর চৌধুরী রচনা করেন কোন নাটকটি? => মানুষ।
3. আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস "তেইশ নম্বর
তৈলচিত্র" অবলম্বনে তৈরি চলচ্চিত্র "বসুন্ধরা" জাতীয় পুরস্কার লাভ করে কত সালে? => ১৯৭৭ সালে।
4. "বিরাজ বৌ" উপন্যাসের রচয়িতা? => শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
 5. মহাভারত কয় খন্ডে রচিত হয়? => ১৮ খন্ডে।
6. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস? => বাঁধনহারা।
7. "তন্বী" কাব্যের কবি কে? => সুধীন্দ্রনাথ দত্ত।
8. "আমাদের সংগ্রাম চলবেই" গানটির রচয়িতা? => সিকান্দার আবু জাফর।
9. গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম? => সংগীতমাধব।
10. চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? => ২৪, ২৫, ৪৮ ও ২৩ নং পদের শেষাংশ।
11. "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" এ পঙক্তির কে রচনা করেন? => রবীন্দ্রনাথ ঠাকুর।
12. বাংলাদেশে প্রথম মঞ্চায়িত নাটক? => বাকি ইতিহাস।
13. বঙ্কিমচন্দ্র রচিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস? => রজনী।
14. বঙ্কিমচন্দ্রের খাঁটি ঐতিহাসিক উপন্যাস?\ => রাজসিংহ।
15. কাজী নজরুল ইসলামের "চক্রবাক" কাব্যের উপজীব্য বিষয়? => প্রেম ও প্রকৃতি।
******************************************************************
বিখ্যাত ব্যক্তিদের উপাধী
১. বাংলার বাঘ - শেরে বাংলা ফজলুল হক
২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো
৩. দেশ বন্ধু - চিত্তরঞ্জন দাস
৪. শিল্পাচার্য - জয়নুল আবেদিন
৫. পন্ডিতজী - চাচা জওহরলাল নেহেরু
৬. মাস্টার দা - সূর্যসেন
৭. নাইটিংগেল অব ইন্ডিয়া - সরোজিনী নাইডু
৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান
৯. আতাতুর্ক - কামাল পাশা
১০. ফুয়েরার - এডলফ হিটলার
১১. আরবের নাইটিংগেল –উম্মে কুলসুম
১২. উন্মাদ সন্নাসী - রাসপুটিন
১৩. লেডি উইথ দি ল্যাম্প - ফ্লোরেন্স নাইটিংগেল
১৪. কুমারী রাণী - রাণী প্রথম এলিজাবেথ
১৫. জিবিএস - জর্জ বার্নাড'শ
১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট
১৭. ব্লাইন্ড বার্ড - হোমার
১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা
১৯. গ্রে উলফ - কামাল আতাতুর্ক
২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা
২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার( My fav author) 
********************************************************************
১। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমোরি
২। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? -ROM
৩। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?-আইবিএম
৪। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
৫। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
৬। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
৭। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?-গ্রাফিক্স কার্ডে
৮। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
৯। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
১০। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
******************************************************************

১. ড মুহম্মদ শহিদুল্লাহের মতে, চর্যাপদের ভাষা – বঙ্গ কামরূপী
২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক – বসন্তরঞ্জন রায়
৩. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান – চট্রগ্রাম
৪. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় – ১৯৩৬
৫. কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয় – ১৯২৩ সালে
৬. বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা - হরপ্রসাদ শাস্ত্রী
৭. ঠকচাচা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? আলালের ঘরের দুলাল
৮. মীর মশাররফ হোসেনের জন্মস্থান – লাহিনী পাড়া (কুষ্টিয়া)
৯. রামগরুড়ের ছানা বলতে কি বোঝায়? গোমড়ামুখো লোক
১০. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে – অক্ষর.
*********************************************************************
# বিখ্যাত_সাহিত্যিকদের_জন্ম_মৃত্যু_সন
 
¤ রবীন্দ্রনাথ= ১৮৬১-১৯৪১
¤ নজরুল= ১৮৯৯-১৯৭৬                                  ¤ জীবনানন্দ= ১৮৯৯-১৯৫৪
¤ শরৎচন্দ্র= ১৮৭৬-১৯৩৮                                ¤ মানিক= ১৯০৮-১৯৫৬
¤ ওয়ালীউল্লাহ= ১৯২২-১৯৭১
¤ আখতারুজ্জামান=১৯৪৩-১৯৯৭                       ¤ শওকত= ১৯১৭-১৯৯৮
¤ ঈশ্বরচন্দ্র= ১৮২০-১৮৯১                                 ¤ মাইকেল= ১৮২৪-১৮৭৩
¤ বঙ্কিমচন্দ্র= ১৮৩৮-১৮৯৪                              ¤ জসীমউদ্দীন= ১৯০৩-১৯৭৬
¤ শহীদুল্লাহ= ১৮৮৫-১৯৬৯                                ¤ হুমায়ূন= ১৯৪৮-২০১২
¤ রোকেয়া= ১৮৮০-১৯৩২                                  ¤ শামসুর= ১৯২৯-২০০৬
¤ তারাশঙ্কর= ১৮৯৮-১৯৭১
******************************************************************

১/ বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২/ বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি।
৩/ বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
৪/ বাংলা গদ্য ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৫/ বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৬/ বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৭/ বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস।
৮/ সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস।
৯/ বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
১০/ বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।
১১/ সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
১২/ সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত।
১৩/ উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।
১৪/ উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।
১৫/ উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।
১৬/ ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।
১৭/ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ = নীলদর্পণ (১৮৬০)।
১৮/ বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম = রাজা প্রতাপাদিত্য চরিত্র।
১৯/ মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র।
২০/ বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।
২১/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
২২/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা।
২৩/ বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি।
২৪/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।
২৫/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম
= ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)।
২৬/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
২৭/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ
গ্রন্থের নাম = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল - ১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই।
[মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।]
২৮/ বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা = রাজা রামমোহন রায়।
২৯/ বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক = বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”।
৩০/ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক = “একতলা দোতলা”।
*********************************************************************
*সাত পাহাড়ের শহর'বলা হয় ---- ইতালির রাজধানী রোমকে।
*মালদ্বীপের রাজধানীর নাম ---- মালে।
 *যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছসেবী নারী সংগঠন ----ভাইটাল ভয়েস।
*দক্ষণ এশিয়ার যে দেশে সারা বছর বৃষ্টিপাত হয় ----শ্রীলংকায়।
*সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী নাম ----লী হিয়েন লং।
*নিপ্পন কাকু'যে দেশের জাতীয় নাম ---জপান।
*ইউনেস্কো'র সদর দফতর অবস্থিত ---- ফ্রান্সের রাজধানী প্যারিসে।
*ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম ---লোকসভা।
*নিকারাগুয়ার রাজধানীর নাম --- মানাগুয়া।
*লন্ডনে বিবিসি'র প্রধান কার্যালয়ের নাম ---ব্রডকাস্টিং হাউস।
 *দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ´Buffer Zone´ হিসাবে খ্যাত ---ওয়াটার লু।
*পৃখিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত ---আটলান্টিক মহাসাগরে। 
*শান্তির প্রাসাদ অবস্থিত ----নেদারল্যান্ডসে।
*ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় --তুরস্ককে।