পাঁচ মিশালী
১।২০১৫সালে কোন বাংলাদেশী সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন =সেলিনা হোসেন।
২।বোমাং সার্কেল প্রধানের প্রধান কার্যালয় =বান্দরবনে।
৩।পুলিৎজার পুরস্কার কতটি ক্যাটাগরিতে প্রদান করা হয় =২১টি।
৪।দেশের একমাত্র জৈব সার কারখানা অবস্থিত =চুয়াডাঙ্গার দর্শনায়।
৫।দ্বিপদ নামকরণে থাকে= ২টি অংশ।
৬।দেহের জ্বালানিরূপে কাজ করে =কার্বোহাইড্রেট।
৭।রসায়নের গবেষণাগার বলা হয় =যকৃতকে।
৮।সপ্তাহের ৭দিনকে বিভক্ত করে =ক্যালডীয়রা।
৯।দিয়াগো গার্সিয়া অবস্থিত =ভারত মহাসাগরে।
১০।স্বাধীন বাংলাদেশে ১ম কৃষিশুমারী হয়= ১৯৭৭সালে।
১১।বাংলাদেশে ১ম গণভোট হয় =৩০মে,১৯৭৭।
১২।বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪র্থ সীমান্ত হাট= ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
১৩।ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান= ৪র্থ।
১৪।রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি =৬টি।
১৫।এপিজে আবুল কালাম ভারতের কততম প্রেসিডেন্ট ছিলেন =১১তম।।।
**************************************************************
কিছু গ্রুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ.
1. মানবদেহে কত ভাগ পানি?
উ: প্রায় ৭০ ভাগ
2.মানবদেহে কয়টি হাড় আছে?
উ: ২০৬ টি
3. মানবদেহে কয়টি মাংসপেশি আছে?
উ: ৬৫০ টি
4. Minute এ কতবার মানুষের হৃদকম্পন হয়ে থাকে?
উ: ৭০ বার
5.হৃদপিন্ড প্রতিদিন কত লিটার রক্ত পাম্পকরে?
উ:প্রায় ৮,০০০ লিটার
************************************************
১, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? --সিরিয়া
২, আল-নাজিয়া ও কাসির কোন দেশের সীমান্তবর্তী স্থান?--- সিরিয়া
৩, ন্যাটো নিয়ন্ত্রিত 'বাগরাম' বিমানঘাঁটি কোথায় অবস্থিত? ---- আফগানিস্তান
৪, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী? --দাদাব ক্যাম্প\ ,কেনিয়া
৫, আজাদি স্কয়ার কোথায় অবস্থিত? ---ইরান
৬, ২০১৫ সালে ১৭তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ---কারাকাস, ভেনিজুয়েলা
৭, ১৩তম ওআইসি শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হবে? -২০১৬ সালে
৮, বাংলাদেশের সংবিধানের সাথে "স্বাধীনতা ঘোষণাপত্র" কবে সংযোজন করা হয়? ---১৯৯৯ সালে
৯, আইফেল টাওয়ার অবস্থিত?--প্যার িস,ফ্রান্স
১০, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত? -- ইরাক
১১, তাজমহল অবস্থিত? -- আগ্রা, ভারত
১২, গ্রিনউইচ মান মন্দির অবস্থিত? -- লন্ডন, ইংল্যান্ড
১৩, ওয়াটারলু অবস্থিত? -- বেলজিয়াম
১৪, মালাবার হিল অবস্থিত? - মুম্বাই, ভারত
১৫, হোয়াইট হাউস অবস্থিত? -- ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
১৬, হোয়াইট হল অবস্থিত? -- লন্ডন, ইংল্যান্ড
১৭, ব্লু হাউজ অবস্থিত? --সিউল, দক্ষিণ কোরিয়া
১৮, ক্রেমলিন অবস্থিত? --মস্কো, রাশিয়া
১৯, লিমুসাল কি? উঃ রাজ কাঁকড়ার অপর নাম
২০, টুয়াটারা কি? উঃ তিন চক্ষু বিশিষ্ট একটি প্রাণী।
*********************************************************
বিষয়ঃ ভাষা বিষয়ক গ্রন্থ ও রচয়িতা
১/ রামমোহন রায় — গৌড়ীয় ব্যাকরণ।
২/ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড —
A Grammar of the Banglali Language বা বাঙলা ব্যাকরণ ১৭৭৮ সালে।
৩/ আবুল কালাম মনজুর মোরশেদ — আধুনিক ভাষা তত্ত্ব।
৪/ মুহম্মদ দানীউল হক — (১) ভাষাতত্ত্বের নানা প্রসঙ্গ ও (২) ভাষার কথা।
৫/ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ — (১) বাঙ্গালা ব্যাকরণ ও (২) বাংলা ভাষার ইতিবৃত্ত্ব।
৬/ হুমায়ুন আজাদ — তুলনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান।
৭/ মনিরুজ্জামান — ভাষাতত্ত্ব অনুশীলন।
৮/ মুহম্মদ আব্দুল হাই — ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব।
৯/সুনীতকুমার চট্রোপাধ্যায় — (১) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরন (২) Original Development Bengali Language.
১০/ শাজাহান মনির — বাঙ্গালা ব্যাকরণ।
১১/ ড. মুহম্মদ এনামুল হক — ব্যাকরণ মঞ্জরী।
১২/ জগদীশ চন্দ্র ঘোষ —আধুনিক বাংলা ব্যাকরণ।
১৩/ সুকুমার সেন — ভাষার ইতিবৃত্ত্ব।
১৪/ রবীন্দ্রনাথ ঠাকুর — (১) শব্দতত্ত্ব ও
(২) বাংলা ভাষার পরিচয়।
১৫/ মুনীর চৌধুরী — বাংলা গদ্যরীতি।
১৬/ জামিল চৌধুরী — বানান ও উচ্চারণ।
১৭/ আজিজুল হক — আধনিক ভাষা তত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি।
১৮/ নরেন বিশ্বাস —বাংলা উচ্চারণ অভিধান।
১৯/ ডঃ মোহাম্মদ আবুল কায়উম— (১) অভিধান ও (২) পান্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা।
২০/ মুরারী মোহন সেন — ভাষার কথা।
২১/ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী — শব্দ কথা।
**********************************************************************
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায় (১৮তম বিসিএস)।
► মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর : মেলানিন (২৭তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।
► যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া
বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।
► ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম : ডলি (১৯তম বিসিএস)।
**• কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ (১০তম বিসিএস)।
► সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি
পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের … প্রেসিডেন্টের অফিস।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
**************************************************************
BCS
► মাছ অক্সিজেন নেয় : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
► বাদুড় চলাফেরা করে : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
► এনজিও প্লাষ্টি হচ্ছে : হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
► আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে : অক্সিজেন ও গ্লুকোজ। (১…০ তম BCS )
► যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় : সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
► ‘গ্যালিলিও’ হলো : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
► সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে : ১০ নিউটন। (১০ তম BCS)
► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
********************************************************************
বাংলা সাহিত্য
1. "ওঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ আপন
পাঠেতে মন, করহ নিবেশ।" এ চরণদ্বয়ের লেখক কে? => মদনমোহন তর্কালঙ্কার।
2. ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার ওপর ভিত্তি করে মুনীর চৌধুরী রচনা করেন কোন নাটকটি? => মানুষ।
3. আলাউদ্দিন আল আজাদ রচিত বিখ্যাত উপন্যাস "তেইশ নম্বর
তৈলচিত্র" অবলম্বনে তৈরি চলচ্চিত্র "বসুন্ধরা" জাতীয় পুরস্কার লাভ করে কত সালে? => ১৯৭৭ সালে।
4. "বিরাজ বৌ" উপন্যাসের রচয়িতা? => শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
5. মহাভারত কয় খন্ডে রচিত হয়? => ১৮ খন্ডে।
6. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস? => বাঁধনহারা।
7. "তন্বী" কাব্যের কবি কে? => সুধীন্দ্রনাথ দত্ত।
8. "আমাদের সংগ্রাম চলবেই" গানটির রচয়িতা? => সিকান্দার আবু জাফর।
9. গোবিন্দদাস রচিত সংস্কৃত নাটকের নাম? => সংগীতমাধব।
10. চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? => ২৪, ২৫, ৪৮ ও ২৩ নং পদের শেষাংশ।
11. "মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ" এ পঙক্তির কে রচনা করেন? => রবীন্দ্রনাথ ঠাকুর।
12. বাংলাদেশে প্রথম মঞ্চায়িত নাটক? => বাকি ইতিহাস।
13. বঙ্কিমচন্দ্র রচিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস? => রজনী।
14. বঙ্কিমচন্দ্রের খাঁটি ঐতিহাসিক উপন্যাস?\ => রাজসিংহ।
15. কাজী নজরুল ইসলামের "চক্রবাক" কাব্যের উপজীব্য বিষয়? => প্রেম ও প্রকৃতি।
******************************************************************
বিখ্যাত ব্যক্তিদের উপাধী
১. বাংলার বাঘ - শেরে বাংলা ফজলুল হক
২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো
৩. দেশ বন্ধু - চিত্তরঞ্জন দাস
৪. শিল্পাচার্য - জয়নুল আবেদিন
৫. পন্ডিতজী - চাচা জওহরলাল নেহেরু
৬. মাস্টার দা - সূর্যসেন
৭. নাইটিংগেল অব ইন্ডিয়া - সরোজিনী নাইডু
৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান
৯. আতাতুর্ক - কামাল পাশা
১০. ফুয়েরার - এডলফ হিটলার
১১. আরবের নাইটিংগেল –উম্মে কুলসুম
১২. উন্মাদ সন্নাসী - রাসপুটিন
১৩. লেডি উইথ দি ল্যাম্প - ফ্লোরেন্স নাইটিংগেল
১৪. কুমারী রাণী - রাণী প্রথম এলিজাবেথ
১৫. জিবিএস - জর্জ বার্নাড'শ
১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট
১৭. ব্লাইন্ড বার্ড - হোমার
১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা
১৯. গ্রে উলফ - কামাল আতাতুর্ক
২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা
২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার( My fav author)
********************************************************************
১। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমোরি
২। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? -ROM
৩। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?-আইবিএম
৪। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
৫। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
৬। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
৭। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?-গ্রাফিক্স কার্ডে
৮। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
৯। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
১০। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।
******************************************************************
১. ড মুহম্মদ শহিদুল্লাহের মতে, চর্যাপদের ভাষা – বঙ্গ কামরূপী
২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারক – বসন্তরঞ্জন রায়
৩. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান – চট্রগ্রাম
৪. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় – ১৯৩৬
৫. কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয় – ১৯২৩ সালে
৬. বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা - হরপ্রসাদ শাস্ত্রী
৭. ঠকচাচা চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? আলালের ঘরের দুলাল
৮. মীর মশাররফ হোসেনের জন্মস্থান – লাহিনী পাড়া (কুষ্টিয়া)
৯. রামগরুড়ের ছানা বলতে কি বোঝায়? গোমড়ামুখো লোক
১০. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে – অক্ষর.
*********************************************************************
# বিখ্যাত_সাহিত্যিকদের_জন্ম_মৃত্যু_সন
¤ রবীন্দ্রনাথ= ১৮৬১-১৯৪১
¤ নজরুল= ১৮৯৯-১৯৭৬ ¤ জীবনানন্দ= ১৮৯৯-১৯৫৪
¤ শরৎচন্দ্র= ১৮৭৬-১৯৩৮ ¤ মানিক= ১৯০৮-১৯৫৬
¤ ওয়ালীউল্লাহ= ১৯২২-১৯৭১
¤ আখতারুজ্জামান=১৯৪৩-১৯৯৭ ¤ শওকত= ১৯১৭-১৯৯৮
¤ ঈশ্বরচন্দ্র= ১৮২০-১৮৯১ ¤ মাইকেল= ১৮২৪-১৮৭৩
¤ বঙ্কিমচন্দ্র= ১৮৩৮-১৮৯৪ ¤ জসীমউদ্দীন= ১৯০৩-১৯৭৬
¤ শহীদুল্লাহ= ১৮৮৫-১৯৬৯ ¤ হুমায়ূন= ১৯৪৮-২০১২
¤ রোকেয়া= ১৮৮০-১৯৩২ ¤ শামসুর= ১৯২৯-২০০৬
¤ তারাশঙ্কর= ১৮৯৮-১৯৭১
******************************************************************
১/ বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২/ বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি।
৩/ বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
৪/ বাংলা গদ্য ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৫/ বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৬/ বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৭/ বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস।
৮/ সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস।
৯/ বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
১০/ বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।
১১/ সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
১২/ সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত।
১৩/ উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।
১৪/ উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।
১৫/ উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।
১৬/ ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।
১৭/ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ = নীলদর্পণ (১৮৬০)।
১৮/ বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম = রাজা প্রতাপাদিত্য চরিত্র।
১৯/ মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র।
২০/ বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।
২১/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
২২/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা।
২৩/ বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি।
২৪/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।
২৫/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম
= ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)।
২৬/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
২৭/ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ
গ্রন্থের নাম = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল - ১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই।
[মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।]
২৮/ বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা = রাজা রামমোহন রায়।
২৯/ বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক = বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”।
৩০/ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক = “একতলা দোতলা”।
*********************************************************************
*সাত পাহাড়ের শহর'বলা হয় ---- ইতালির রাজধানী রোমকে।
*মালদ্বীপের রাজধানীর নাম ---- মালে।
*যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছসেবী নারী সংগঠন ----ভাইটাল ভয়েস।
*দক্ষণ এশিয়ার যে দেশে সারা বছর বৃষ্টিপাত হয় ----শ্রীলংকায়।
*সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী নাম ----লী হিয়েন লং।
*নিপ্পন কাকু'যে দেশের জাতীয় নাম ---জপান।
*ইউনেস্কো'র সদর দফতর অবস্থিত ---- ফ্রান্সের রাজধানী প্যারিসে।
*ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম ---লোকসভা।
*নিকারাগুয়ার রাজধানীর নাম --- মানাগুয়া।
*লন্ডনে বিবিসি'র প্রধান কার্যালয়ের নাম ---ব্রডকাস্টিং হাউস।
*দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ´Buffer Zone´ হিসাবে খ্যাত ---ওয়াটার লু।
*পৃখিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত ---আটলান্টিক মহাসাগরে।
*শান্তির প্রাসাদ অবস্থিত ----নেদারল্যান্ডসে।
*ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় --তুরস্ককে।